somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নগ্ন এ সমাজের শুদ্ধতার জন্য ইসলামের বহু বিবাহ প্রথা ও হিজাব প্রথা জরুরী মনে করি।

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামের এই প্রনিধানযোগ্য দুটি concept আজ আমাকে দারুন ভাবিয়ে তুলছে। মানুষের সামাজিক সমস্যা নিরসনে এই প্রথা দুটির ভূমিকা অপরিসীম। এখানেই ইসলামের পূরবঅধারনা আমাকে আশ্চরযঅজনক ভাবে অবাক করছে। মানুষের সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে তা প্রতিরোধের সুন্দর নিয়মতান্ত্রিক ব্যবস্হাপনা এ দুটি তত্ত্বের মধ্যে দারুনভাবে পাওয়া যায়।
আজকের প্রবহমান নগ্ন পরিবেশ প্রতিটি সেকেন্ডেই মানুষের মধ্যে লুলোপ মনোভাব ও খারাপ দৃষ্টি সৃষ্টি করেই চলছে যার পরিনামে অবৈধ যৌন জীবন, ধরষন,এইড়স্ সহ আরো অনেক পরিনতি আমাদেরকে গ্রাস করে চলছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের নগ্ন পোষাক,নগ্ন আচরন, নিরাপদ দূরত্ব বজায় না রেখে খোলামেলা মেলামেশা ইত্যাদি সীমাহীনভাবে চলমান activities আমাদেরকে আজ শয়তানি মনোভাব সৃষ্টির প্রলুদ্ধকর এক পরিবেশে বসবাস করাচ্ছে। আমরা অনেক বুঝার পরও আমাদের যুবক-যুবতী এবং নিজেরাও সমাজিক পরিবেশ রক্ষায় কোন রকম পজেটিভ ভূমিকা না রেখে বরং নেগেটিভ পরিবেশ গঠনেই প্রতিনিয়ত ভূমিকা রাখছি। নীজে শালীন পোষাক পরলেও যুবতী মেয়েকে নগ্ন পোষাক পরিধান করাতেই অভ্যস্হ হয়ে গেছি অথবা উভয়ে একই ভাবে চলছি। ব্যতিক্রম থাকলেও হাতেগোনা যায়। পৃথিবীর তারাকাখচিত হোটেল, পতিতালয়,সামুদ্রিক বীচের নগ্নতা,সামাজিক যোগাযোগের মাধ্যমের নগ্ন প্রবাহ ইত্যাদি গবেষনা করলে আমাদের সামনে চরম অবৈধ যৌন জীবনই ধরা পড়ে। এ সৃষ্ট লোলুপ দৃষ্টির মনোভাবের কাছে পৃথিবীর অনেক নামীদামী লোকের মূহুরতেই নৈতিক পদস্খলন হয়েছে। সমাজের চোখে হয়েছে চরম ঘৃনিত। তারা তাদের প্রয়োজনে বৈধ যৌনজীবনে অভ্যস্হ না হয়ে অবৈধ যৌন জীবনকে বেচে নিয়েছে। তার শত আরথিক সক্ষমতা থাকা সত্বেও নীজের জৈবিক চাহিদা মিটানোর জন্য আন্ডারগ্রাউন্ড় জীবনকে বেচে নিচ্ছে তবুও সে বৈধ যৌনজীবনে অভ্যস্হ হবে না। মুসলমান হয়েও তার প্রয়োজনে বহুবিবাহের দিকে এগিয়ে যায় না। এটি নাকি সমাজের চোখে খারাপ। আমি প্রশ্ন রাখি আন্ড়ারগ্রাউন্ড় অবৈধ যৌন জীবনের চেয়ে বহুবিবাহ কি খারাপ? সমাজিক সমস্যা সমাধানের ইসলামের এই more marriage concept আমাকে অবাক করে কারন এ তত্ত্ব অনেক বিবেচনার ফল যেমন প্রাকৃতিক বিবেচনা, জন্ম বিবেচনা ও শারিরীক সমস্যা বিবেচনা ইত্যাদির সঠিক বিবেচনায় সমাজের মানুষকে বৈধভাবে বিচরনের সুযোগ করে দিয়েছে । আজ অনেকেই লক্ষ লক্ষ টাকা খরচ করে দেশে বিদেশে অবৈধাতায় অভ্যস্হ তারপরও শুদ্ধতায় ফিরে আসে না।
কিন্তু কেন? কি কারণে ইসলাম hijab concept and more marriage concept এর কথা বলে। আক্রান্ত এ সমাজকে সু্স্হ করতে এ দুটি তত্ত্ব আমি মনেকরি পেনিসিলিনের মত ভূমিকা রাখতে পারে। হিজাব উন্নত পরিবেশ সৃষ্টি করে যেমন শয়তানি মনোভাব সৃষ্টির মনকে শয়তান থেকে রক্ষা করতে পারে তেমনি বহুবিবাহের সুযোগও অবৈধ যৌনজীবন থেকে রক্ষা করে আপনাকে আমাকে বিশুদ্ধতায় ফিরিয়ে আনতে পারে। অনেক গল্প শুনি দৈনিক পত্রিকায়ও দেখি বিয়ের প্রলোভনে ফেলে অবৈধ যৌন কাজ করে। বহুবিবাহের এ ব্যবস্হা তা প্রতিরোধ করতে পারে। ইসলামে সম ইন্সাফ maintain করে ৪জন পরযঅন্ত স্ত্রী রাখা জায়েজ আছে। ইন্সাফ করতে না পারলে ১ জন এর বেশী রখা যাবে না। এক্ষেত্রে আরথিক সক্ষমতা অপরিহা্রযঅ। দেখাযায়, আরথিক স্বক্ষমতাবানরাই বেশীরভাগ এ অবৈধকাজে বেগবান বেশী ।আর তাদের জন্যই ইসলাম বলেছে প্রয়োজনে তোমার সকল স্বক্ষমতা বিচার করে ৪ জন পরযন্ত স্ত্রী রাখতে পার। এ সুনদর ব্যবস্হা থাকা সত্ত্বেও তাকে অনেকটা সামাজিক ভাবে ঘৃনার চোখে দেখি এবং নীজের প্রয়োজনে আন্ডারগ্রাউন্ড় জীবন যাপন করে আমরা সমাজে ভদ্র পরিচয়ের মানুষ হিসাবে চলি। পৃথিবীর অনেক দেশে অবৈধ যৌন জীবন যাপনে বাধা না থাকলেও মুসলিম বিশ্বের অনেক সামরথঅবান লোকেরাও এ সুযোগে বাস্তবে এ জীবনকে বেচে নিয়ে চলছে। ব্যতিক্রম খুব কম। আমার চিন্তা ও গবেষনায় ইহাই প্রতীয়মান। অন্যদিকে বহুবিবাহ ও পরদাপ্রথা নিরাপদ বৈধ এবং সুখকর বসবাসের পরিবেশ সৃষ্টির নিশ্চয়তা থাকলেও তাকে ঘৃনার চোখে দেখে অবৈধ জীবন যাপনেই আমরা অভ্যস্হ হয় উঠছি এবং সৃষ্টি করছি নগ্ন এক পরিবেশ। আজ এ পরিবেশই নাকি আমাদের smartness সঃজ্ঞা বহন করে। যুবক যুবতী ও নীজের পশ্চিমা ধ্যান ধারনার পরিবেশের চরম ক্ষতিকর পোষাকেই নাকি smartness বহন করে। আজ এক বিবাহ অনুষটানে নোবেল বিজয়ী ড়ঃ ইউনুসের সাথে আগত শাড়ী পরিহিত অবস্হায় এক মহিলাকে যেভাবে দেখেছি এবং অন্যান্য আরো female অতিথিদের যেভাবে দেখেছি তা আর কি বলব, আমরা সবাই অবগত। পাশের এক ভাই কে বললাম তারা ঘরে সাজে না বাইরে সেজেই মজা পায়। ঊনি বললেন ভাই ঠিক বলছেন। আজ এ সকল অনুষটান অপব্যয় ও নগ্ন পরিবেশের ধারক ও বাহক হয়ে দাড়িঁয়েছে।

পরিস্হিতি বিবেচনায় তাই আসুন নীজেকে শুদ্ধতার আবরনে আবদ্ধ করি। প্রয়োজনে অন্যায় অবৈধ পথ নয় ন্যায় পথই বেছে নিই। আপনি দুনিয়ার মানুষকে এড়িয়ে চলতে পারলেও উপরওয়ালার চোখ এড়িয়ে যাবার কোন সুযোগ নেই। আর হিজাবকে আলিঙ্গন করি এ প্রথা সু্ষঠ সুন্দর পরিবেশ গঠনে যেমন কারযঅকর তেমনি আমি আপনাকে অনেক অন্যায় আনাচার ও অপব্যয় থেকে রক্ষা করে দারুনভাবে সুরক্ষিত রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। Only Hijab concept can built fresh and healthy world by following this concept Female can change the world. I think they should aware of their moral values. Now a days we see their moral values are the capital of Businessmen. তাই বলছি, সমাজের বৃহত্তর প্রয়োজনে প্রনিধানযোগ্য ইসলামের বহু বিবাহ প্রথা ও হিজাব প্রথা কে অনুধাবন ও বুঝার চেষটা করি, চিন্তা করে দেখি বিজ্ঞানের অনগ্রসর সময়েও এ প্রথাগুলো মেনে চলার কথা কেন বলেছিল ? সবচেয়ে অবাক লাগে বিজ্ঞানের এত অগ্রসরমান সময়েও এ প্রথাদ্বয় সমাজের সুষটতার জন্য জরুরীই মনে হয় এবং বাস্তব গবেষনায় তাইই ধরা পড়ে। তাই দৃঢ়ভাবে বিশ্বাস করি ধরমঅ যা বলে চিরকাল সময়ের জন্য বলে আমাদের কল্যানের জন্যই বলে না মানার জন্য আজ আমরাই বিপদগামী।

গাজী ইলিয়াছ।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় রাজাকাররা বাংলাদেশর উৎসব গুলোকে সনাতানাইজেশনের চেষ্টা করছে কেন?

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৯



সম্প্রতি প্রতিবছর ঈদ, ১লা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস এলে জঙ্গি রাজাকাররা হাউকাউ করে কেন? শিরোনামে মোহাম্মদ গোফরানের একটি লেখা চোখে পড়েছে, যে পোস্টে তিনি... ...বাকিটুকু পড়ুন

চুরি করাটা প্রফেসরদেরই ভালো মানায়

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৩


অত্র অঞ্চলে প্রতিটা সিভিতে আপনারা একটা কথা লেখা দেখবেন, যে আবেদনকারী ব্যক্তির বিশেষ গুণ হলো “সততা ও কঠোর পরিশ্রম”। এর মানে তারা বুঝাতে চায় যে তারা টাকা পয়সা চুরি... ...বাকিটুকু পড়ুন

ঘুষের ধর্ম নাই

লিখেছেন প্রামানিক, ১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

মুসলমানে শুকর খায় না
হিন্দু খায় না গাই
সবাই মিলেই সুদ, ঘুষ খায়
সেথায় বিভেদ নাই।

হিন্দু বলে জয় শ্র্রীরাম
মুসলিম আল্লাহ রসুল
হারাম খেয়েই ধর্ম করে
অন্যের ধরে ভুল।

পানি বললে জাত থাকে না
ঘুষ... ...বাকিটুকু পড়ুন

ইরান-ইজরায়েল দ্বৈরথঃ পানি কতোদূর গড়াবে??

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৬



সারা বিশ্বের খবরাখবর যারা রাখে, তাদের সবাই মোটামুটি জানে যে গত পহেলা এপ্রিল ইজরায়েল ইরানকে ''এপ্রিল ফুল'' দিবসের উপহার দেয়ার নিমিত্তে সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায়।... ...বাকিটুকু পড়ুন

×