somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই গ্রহের সবচাইতে ধনী মানুষদের প্রাইভেট প্লেনের কথা

০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. উপরের এই প্লেনটার নাম এমব্রায়ার লিগেসি ৬৫০. প্রথম ছবিটা বাইরের বডির ছবি আর পরেরটা এর মালিক সহ ছবি।
এটার দাম ২৯ মিলিয়ন ডলার প্রায় ২৩৫ কোটি টাকা! এটার মালিক বিখ্যাত চীনা অভিনেতা কুংফু ছবি খ্যাত জ্যাকি চান। প্লেনটাতে দুপাশে জ্যাকি চানের লোগো আছে ফলে সবাই বুঝতে পারে ভেতরে কে আছেন।



২. উপরের যে প্লেনটার বাইরের আর ভিতরের ছবি দেখলেন তার নাম ডাসল্ট ফ্যালকন ৯০০।
এটার দাম ৩৩ মিলিয়ন ডলার আর এটার মালিক স্পেনের গ্লোবাস নামের ট্যুর অপারেটর কোম্পানীর মালিক সার্গিও মনটেগাজা।


এই প্লেনটা ঘন্টায় ৫৯০ মাইল যেতে পারে আর রেন্জ ৪৫০০ মাইল, মানে একবার তেল ভরে উড়াল দিয়ে তেল না নিয়ে ৪৫০০ মাইল যেতে পারে।





৩. এই প্লেনটার নাম বম্বারডিয়ার চ্যালেন্জার ৬০০।
এটার দাম ২৫ মিলিয়ন ডলার।
এটার মালিক ভারতীয় ব্যাবসায়ী গৌতম সিংহানিয়া, যিনি বিখ্যাত 'রেমনড' স্যুটিং কাপড়ের মিলের মালিক, উপরে ছবিতে গাড়ীর পাশের নায়ক নায়ক ভাবের তরুনটিই গৌতম সিংহানিয়া।





৪. উপরেরটা একটা গালফ স্ট্রীম-৪।
এটার দাম ৩৫ মিলিয়ন ডলার।
এটার মালিক ভারতের রিয়েল এস্টেট ব্যাবসায়ী কে পি সিং, ছবি উপরেই দেয়া আছে।
প্লেনটা ঘন্টায় ৫৮০ মাইল যায়। এটাতে ২ টা বেড, গোসলখানা আর আছে বিলাসবহুল আড্ডা মারবার জায়গা।
৩৫০০০ ফুট উঁচুতে আড্ডা মারবার জায়গাটা ভালই হবে।





৫. উপরে যে প্লেনটা দেখছেন তার নাম গালফ স্ট্রীম জি ৫৫০।
এটার দাম ৩৬ মিলিয়ন ডলার।
এটার মালিক ব্রটিশ বিলিয়নেয়ার ফিলিপ গ্রীন। প্লেনটার রেন্জ ৭০০০ মাইল, মানে যেখানে খুশি যেতে পারবেন।





৬. এবারের উপরের ছবির প্লেনটার নাম বমবারডিয়ার বিডি ৭০০ ।
এটার দাম ৪৫ মিলিয়ন ডলার।
এটার মালিক এই গ্রহের সবচাইতে ধনী মানুষ মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস।
এটা একটা এক হাজার বর্গফুটের বিলাস বহুল অফিস কাম বাসা সাথে বৈঠক খানা। মোট ১৯ খানা সিট।
রেন্জ ৭০৮০ মাইল।





৭. উপরের এই প্লেনটার নাম 'এমব্রায়ার লাইনেজ ১০০০' প্রথমে বাইরের অংশ তারপর ভিতরের অংশের ছবি দেয়া হলো।
এটার দাম ৪৯.২৫ মিলিয়ন ডলার।
এটাতে ১৯০ জন প‌্যাসেন্জারের বদলে সিট মডিফাই করে ১৯ জনের বসবার আর আরাম করবার বন্দোবস্ত করা হয়েছে।
এটার মালিক মেক্সিকোর ব্যাবসায়ী, 'ডেপোর্ডিও গুয়াডালাজারা' আর 'সিভাস ইউএসএ' এই দুটো ফুটবল ক্লাবের মালিক জনাব জর্গে ভারজারা (ছবি উপরে দেয়া হলো, ৩য় ছবি)।





৮. উপরে ভিতরের আর বাইরের ছবি যে প্লেনটার দেয়া হলো তার নাম ডাসল্ট ফ্যালকন ৭এক্স।
এটার দাম ৫০ মিলিয়ন ডলার।
এই প্লেন আছে অনিল আম্বানীর (ছবি উপরে), বিল ক্লিনটনের আর স্টিফেন স্পিলবার্গের।
এটার রেন্জ ৬৮০০ মাইল। সাংঘাতিক বিলাসবহুল প্লেন।




৯. উপরের ছবিটা একটা গালফ স্ট্রীম জি ৬৫০ প্লেনের।
এটার দাম ৬৫ মিলিয়ন ডলার।
এরকম প্লেন আছে ওয়ারেন বুফেটের, অপরাহ্ উইনফ্রে'র।
এটা বেশ জোরে চলে ঘন্টায় ৭০৪ মাইল! খুব বিলাসবহুল প্লেন এটা। এটার এত চাহিদা যে বিলিয়নেয়াররা সবাই লাইন ধরে কিনেন। লাইনের জায়গাটাই ছেড়ে দিলে ব্ল্যাকে বিক্রি হয় ৬ মিলিয়ন ডলারে!





১০. উপরের এই প্লেনটার নাম বোয়িং বিজিনেস জেট-২ । এটা একটা সত্যিকার কমার্শিয়াল যাত্রীবাহী প্লেনকে মডিফাই করে বানানো।
এটার দাম ৭৩ মিলিয়ন ডলার!
এটার মালিক প্রখ্যাত ভারতীয় ব্যাবসায়ী মুকেশ আম্বানী।
এটাতে বেডরুম বোর্ডরুম এক্সিকিউটিভ স্যুট সব আছে। একটা উড়ন্ত অফিস বাসা সব এটাই।




১১. উপরের এই বিশাল প্লেনটার নাম 'এয়ার বাস এ ৩১৯ এসিজে' ।
এটার দাম ৮১ মিলিয়ন ডলার!
এটার মালিক ভারতীয় কিংফিশার এয়ার লাইনসের মালিক বিজয় মালিয়া। কিং ফিশার বিয়ার কোম্পানীও তার।
প্লেনটা কেনার পর তিনি আরো ৪০ মিলিয়ন ডলার খরচ করে প্লেনটাকে নিজের ইচ্ছামত সাজিয়েছেন, আরো লাক্সারিয়াস করেছেন। দারুন সৌখিন মানুষ।



১২. উপরের প্লেনটা একটা বোয়িং ৭৫৭ যার মালিক আমেরিকান বিলিয়নেয়ার ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কের কাছেই আটলান্টিক সিটিতে তার ক্যাসিনো 'ট্রাম্প তাজমহলে' হয়ত অনেকেই বিশেষ করে সিনিয়ররা গেছেন। নিউইয়র্কে বিশাল কয়েকটা ভবনের মালিক ডোনাল্ড ট্রাম্প এর ছবিও দেয়া হল।







১৩. এটা একটা জোম্বো জেট 'বোয়িং ৭৪৭- ৮১ ভিআইপি'। ৪৫০ সিটের এই প্লেনটার দাম ১৫৩ মিলিয়ন ডলার।
এই ব্যাক্তিগত প্লেনটার মালিক হংকং এর রিয়েল এস্টেট টাইকুন জোসেফ লও, উপরে ছবি। ।




১৪. উপরের এই চমৎকার প্লেনটার নাম বোয়িং ৭৬৭- ৩৩এ ।
এটার দাম ১৭০ মিলিয়ন ডলার।
এটার মালিক জনাব রোমান আব্রামোভিক। চেনেন নি? ইনি বিখ্যাত চেলসী নামক ফুটবল টিমের মালিক।
এরকম প্লেন আরো আছে গুগলসের প্রতিষ্ঠাতা ল্যারি পেজের।
এটাকে আরামদায়ক করবার জন্য ৩০০ সিটের বদলে জনা পন্চাশেকের থাকার বন্দোবস্ত করা হয়েছে। পুরা ফুটবল টিম নিয়ে তিনি এখান থেকে ওখানে আরামেই যান আর কি। দ্বিতীয় ছবিতে জেতবার ফুর্তিতে টিমের আনন্দ মালিকের আনন্দ। । উপরের তৃতীয় ছবিতে আব্রামোভিক।





১৫. আসেন এবার সবার শেষে। উপরের এই আজদাহা প্লেনটা দুনিয়ার অন্যতম দামী আর বড় প্লেন। এটার নাম 'এয়ার বাস এ ৩৮০'।
এটার দাম ৫০০ মিলিয়ন ডলার। অবশ্য এটাকে সাজসজ্জা করাতে আরো কত মিলিয়ন ডলার লেগেছে তা জানা নেই।
এটাতে অর্ডার মোতাবেক দুইখানা রোলস রয়েস বা অন্য কোন গাড়ী রাখবার গ্যারেজ আছে।
ঘোড়া আর উট রাখবার জন্য আস্তাবল আছে।
এখানে একটা নামাজের ঘর আছে যেটা সর্বক্ষন ঘুরে যাতে সম্মুখটা কেবলার দিকেই থাকে।
এটার মালিক প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল, সৌদি প্রিন্স।
ইনি সৌদি আরবের সবচাইতে প্রভাবশালী মানুষ, দুনিয়ার ২৬ তম ধনী ব্যাক্তি
যার টাকা আছে ২০- ২৬ বিলিয়ন ডলারের মত। মানে ফর্বস বলে ২০ বিলিয়ন ডলার আছে আর তিনি নিজে বলেন ২৬ বিলিয়ন ডলার আছে।
ইনি ক্যালিফোর্নিয়ার মেনলো ইউনিভার্সিটির বিজনেস গ্র্যাজুয়েট আর নিউইয়র্কের সিরাকুয ইউনিভার্সিটির মাষ্টার্স।

সুত্র:
Click This Link
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চুরি করাটা প্রফেসরদেরই ভালো মানায়

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৩


অত্র অঞ্চলে প্রতিটা সিভিতে আপনারা একটা কথা লেখা দেখবেন, যে আবেদনকারী ব্যক্তির বিশেষ গুণ হলো “সততা ও কঠোর পরিশ্রম”। এর মানে তারা বুঝাতে চায় যে তারা টাকা পয়সা চুরি... ...বাকিটুকু পড়ুন

শিব নারায়ণ দাস নামটাতেই কি আমাদের অ্যালার্জি?

লিখেছেন ...নিপুণ কথন..., ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:৫৭


অভিমান কতোটা প্রকট হয় দেখেছিলাম শিবনারায়ণ দাসের কাছে গিয়ে।
.
গত বছরের জুন মাসের শুরুর দিকের কথা। এক সকালে হঠাৎ মনে হলো যদি জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাসের সঙ্গে দেখা করা সম্ভব... ...বাকিটুকু পড়ুন

ঘুষের ধর্ম নাই

লিখেছেন প্রামানিক, ১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

মুসলমানে শুকর খায় না
হিন্দু খায় না গাই
সবাই মিলেই সুদ, ঘুষ খায়
সেথায় বিভেদ নাই।

হিন্দু বলে জয় শ্র্রীরাম
মুসলিম আল্লাহ রসুল
হারাম খেয়েই ধর্ম করে
অন্যের ধরে ভুল।

পানি বললে জাত থাকে না
ঘুষ... ...বাকিটুকু পড়ুন

প্রতি মাসে সামু-ব্লগে ভিজিটর কত? মার্চ ২০২৪ Update

লিখেছেন জে.এস. সাব্বির, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:০৮

মার্চ ২০২৪ সালে আমাদের প্রিয় সামু ব্লগে ভিজিটর সংখ্যা কত ছিল? জানতে হলে চোখ রাখুন-

গত ৬ মাসের মধ্যে সবচেয়ে বেশি ভিউ ছিল জানুয়ারি মাসে। ওই মাসে সর্বমোট ভিজিট ছিল ১৬... ...বাকিটুকু পড়ুন

ইরান-ইজরায়েল দ্বৈরথঃ পানি কতোদূর গড়াবে??

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৬



সারা বিশ্বের খবরাখবর যারা রাখে, তাদের সবাই মোটামুটি জানে যে গত পহেলা এপ্রিল ইজরায়েল ইরানকে ''এপ্রিল ফুল'' দিবসের উপহার দেয়ার নিমিত্তে সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায়।... ...বাকিটুকু পড়ুন

×