somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

সন্ধার এপার হতে ওপার, যেন বিরাট এক গোলক ধাঁধাঁ, দুটো মোটে চন্দ্রবিন্দু অথচ কতইনা বিচিত্র সব রঙ্গ রস!

আমার পরিসংখ্যান

শাব্দিক শব্দ
quote icon
বিরামহীন ছুটে চলার একটাই সান্তনা, আজো নিজেকে চিনতে পারলুম না।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ডিম কাব্য!

লিখেছেন শাব্দিক শব্দ, ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৮

ডিম মজা ভাজিতে,
ডিম ধরি বাজিতে!


ব্যাচেলরের ভরসা,
বেশ কম খরচা,
লাঞ্চ, ডিনার, নাস্তায়,
সহজ আর সস্তায়,
তোমার ভাই আমার ভাই,
ডিম ভাই ডিম ভাই।

ভোট ডিম মার্কায়,
তেল ডিম চর্কায়!
বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৮৫ বার পঠিত     like!

বিস্তার!

লিখেছেন শাব্দিক শব্দ, ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৫

যাকে ভালোবাসি রোজ,
যাকে পাওয়ার মন্ত্র আমার জানা নেই,
যাকে চক্ষু খোঁজেনা, হৃদয় খোঁজে,
যাকে কাছে বসাই প্রতি বেলায়, কল্পনায়,
সে আছে,
আবার নেই!


কি সুক্ষ ঢঙে সে বুনে যায় স্বপ্নের মায়াজাল,
হয়তো সে নিজেও জানেনা,
মাকড়শার জালের মত মুগ্ধতার আহবান,
আমি জড়িয়ে যাই, একটা-দুটো হাজার সুতোয়,
মুক্তি আছে,... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২১৬ বার পঠিত     like!

পুষ্প শয্যা!

লিখেছেন শাব্দিক শব্দ, ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

শুক্লা তিথীর পুর্ণ চাঁদে
তোমায় আমি ঘরে তুলবো।
হৃদয় খাটিয়ায় বিছিয়ে দেব
সহস্র ফুলের পাপড়ী!


নিচে রঙিন ভালোবাসার চাঁদর,
তুমি কি পুষ্পের উপর গা এলিয়ে দেবে ?
এটাকে কি ফুল শয্যা বলবে সবাই?
তুমি কি বলবে?


তোমাকেতো কেউ দেখতে পাবেনা!
মানুষগুলো কি পাগল ভাববে আমায়?
ঘাসফুলের বাসর কাব্য, ওরা কি এটা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৭৩ বার পঠিত     like!

অনুভূতির গন্ধ!

লিখেছেন শাব্দিক শব্দ, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৮

মেঘে ঢাকা আকাশের ফাঁক গোলে
তোর মিষ্টি হাসিরা
রোদ হয়ে ঝরে!
ভোরের কোমলতায় ভেসে আসে
তোর চোখের স্নিগ্ধতা।
হেমন্তের বাতাসে খেঁজুর পাতার ছন্দ
মিশে একাকার তোর চলার ভঙ্গিতে!



আমার মনন জুড়ে ঢেউ খেলে
তোর সৌন্দর্য্যধারা,
অনুভূতিরা ভেজে তোর গন্ধে,
আমি ভুলে যাই তোকে ডুমুরের ফুলে,
সাপের পায়ে, অমাবস্যার চাঁদে।
তুই থেকে যাস... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২২৫ বার পঠিত     like!

ছন্দ বিলাস - ০০

লিখেছেন শাব্দিক শব্দ, ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫


রঙ যত, জং তত,
সুর ভেজা দুপুরে,
ঘোর লাগে, মন জাগে,
তোর পদ নুপুরে!


এসো দুরে কোথাও মন জুড়ে কথা কই,
দেই প্রশ্রয়, সুখের মালা গাঁথি এসো সই!


তোমার ষোলআনা আমার চার,
তাতেই বাহানায় রাত দিন পার!


জল কুঠিরের দোয়ার ভাঙা,
ঝপসা চোখের বান,
মনের ডাঙায় হারের মিছিল,
কিসের তবু টান!


তুমি নন্দিনী রাণী... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৫৬ বার পঠিত     like!

কোলাহল!

লিখেছেন শাব্দিক শব্দ, ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

কই
নেইতো,
শুন্য দেখি,
পুরোটা জুড়ে,
স্বপ্নের বালুতট!
একবুক হাহাকার,
প্রত্যাশাদের মহামারী,
বুনছে নিজেদের সমাধি,
আত্নঘাতী হবে স্বপ্নেরা সব!
শব্দহীন ধ্বংসলীলা গর্জে উঠে,
উত্তর বক্ষ জমাট নিস্তেজ জ্বলন্ত!
প্রত্যাশাহীন বালুতটে তোমার অস্তিত্ব,
দম ফেলে হৃদপিন্ড, সান্তনা মেনে নেয়,
এইযে তুমি আছো, কিন্তু কোন চাওয়া নেই!
স্পর্শ্বে নেই, তবু অনুভবে তোমার কোলাহল,
আমার হৃদয়জুড়ে তোমার আভিজাত বসবাস।

বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ৩১০ বার পঠিত     like!

পুতুল খেলা!

লিখেছেন শাব্দিক শব্দ, ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১২

তুই আমার প্রতিদিন কাটা লটারী,
একবারে ৪০ লক্ষ টাকা,
জানি কোনদিন পাবোনা, তবু তোকে ঘিরে স্বপ্ন সাজাই,
দুজন একসাথে কত কিছু করি!
ছোট্টবাচ্চাদের পুতুল খেলার মতো!
তোর চুল বেঁধে দেই,
ঘুমন্ত মুখপানে অপলক চেয়ে থাকি অনেক্ষন,


তোর সোনালী মুখের লালচে আভায়
দুঠোট ছোঁয়ায় রোজ ভোরে,আধাঘুমে তোর অপ্সরী হাসি!
আমি মুগ্ধ হয়ে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২৯১ বার পঠিত     like!

শামুকের আমি!

লিখেছেন শাব্দিক শব্দ, ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫

আমার যাত্রা পথে
জীবন কাটিয়েছি আমি শামুকের,
গাঙচিলের, ধুলো পড়া ডায়রির!
জীবন কাটিয়েছি ক্ষয়ে যাওয়া চন্দ্রের,
সুর্য্যগ্রহনের, স্তব্ধ চেতনার।



জীবন কাটিয়েছি আমি সতেজ বসন্তের,
ঝরে পড়া শিউলি ফুলের,
হয়তো কেউ মালা গাঁথেনি আমায় ঘিরে,
তবু আক্ষেপ করিনি,
সাঁতার শিখেছি। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!

কথামালা!

লিখেছেন শাব্দিক শব্দ, ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৬

তোমাতে বিভোর হয় আঁখি,
স্তব্ধ নিথর থমকে যায় সহস্র এলোমেলো ভাবনা,
বেহেশতি হুরের কাব্যগুলো সামনে এসে দাড়ায়,
সুগন্ধ মাখে আমার সৌভাগ্য নয়ন ত্রয়,
তুমি, 'কথামালা' তুমি বিস্ময়, ভেতরে বাহিরে!



জীবনের স্বরবর্ণরা অর্থ খুঁজে পাক তোমার স্পর্শ্বে,
ব্যাঞ্জনবর্ণরা তোমার চরনতলে আছড়ে পড়ুক,
কালের বিবর্তনে তুমি হয়ে উঠো রুপের ধাঁধাঁ,
বনলতা সেনের মত,... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৭৬৮ বার পঠিত     like!

অমিমাংসিত!

লিখেছেন শাব্দিক শব্দ, ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:২৩



জানি তুমি অমিমাংসিত, তুমি নারী বলে,
কার তুমি, কবে কার, হবে কার, কে তুমি, মেয়ে - ?
এইতো কোল ঘেষে বসে আছো তুমি,
আবার অনেক দুর - ! দশ ফেরের ওপারে,
মৌমাছির সিমানা পেরিয়ে!
পরতে পরতে রহস্য সুড়ঙ্গ, এপাশে ওপাশের চিহ্ন নেই,
তুমি অমিমাংসিত! তুমি, তুমি বলে!
মনে হয় এইতো শিহরে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!

প্রাপ্তি!

লিখেছেন শাব্দিক শব্দ, ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৯

তুই?
সবে মাত্র কলি থেকে
ফুটে উঠতে যাওয়া ফুল,
বুনো গন্ধ, নেশায় ভরা, পাহাড়ী কোমলতা,
তোকে পেতে হৃদয় চিরে রক্তাক্ত হয়,
তবু সে এক অদ্ভুত আনন্দ!

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

আঁধার ও তুমি!

লিখেছেন শাব্দিক শব্দ, ১৩ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫০

আঁধারগুলো কেমন বদলে যাচ্ছে আজকাল। আগের মত সেই ঘনত্ব আর নেই। নেই মোটা পর্দারমত কালো ভাজগুলোও। কষ্টগুলোকে লোকচক্ষুর অন্তরালে লুকানো যায়না এখানে এখন। অথচ জীবনের নানা না পাওয়াগুলোকে দিব্যি আঁধারের মাঝে ঝেড়ে ফেলে প্রশান্ত মন নিয়ে অনায়াসে আলোতে ফিরে আসা যেত দিনের পর দিন। হয়তো সেটা কয়েক ফোটা অশ্রুর বিনিময়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৩০ বার পঠিত     like!

তুই (১)

লিখেছেন শাব্দিক শব্দ, ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৪১

তুই আমার রঙ তামাশা,
মনের আশা,
চোখের ভাষা!
তুই আমার স্বপ্ন সুরে,
কাছে দুরে,
কেঁদেও হাসা!!
তুই আমার ভালো থাকা,
সুখে আঁকা,
হর হামেশা!!!

বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৭৫ বার পঠিত     like!

পিঁপড়ে!

লিখেছেন শাব্দিক শব্দ, ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৫৮

ঝরা পাতায় থেকে যাওয়ার আকুতি,
যেন প্লাবিত জলে একপাল পিঁপড়ে!
দুদন্ড সময় চেয়েছিলাম শুধু,
কিংবা আর দুফোটা সুন্দর অনুভূতি!
বিদায়ের রংধনুও আজ অশ্রু ভেজা,
পদধ্বনি শুনতে পাও?
এক আকাশ জমকালো বিরহের!

বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

বোধ!

লিখেছেন শাব্দিক শব্দ, ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৪৯

আমি বড্ড বেমানান তোমার সূচিতে,
আমি বড্ড বেমানান তোমার রুচিতে,
আমি বড্ড বেমানান প্রশান্তির সুখে,
আমি বড্ড বেমানান তোমার বুকে।


আমি বড্ড বেমানান সাজানো ঘরে,
আমি বড্ড বেমানান তোমার তরে।
আমি বড্ড বেমানান আমার আমায়ে,
আমি বড্ড বেমানান তোমার সময়ে। বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২২৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬৫৯৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ