somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশ শতকের সেরা সিনেমা ও সেরা পরিচালকঃ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লেখার প্রথম অংশটি সাইট এন্ড সাউন্ড জরিপ-২০১২ এবং দ্বিতীয় অংশটি বিবিসি জরিপ-২০১৬ এর তথ্য পর্যালোচনা করে লিখিত।



১।সাইট এন্ড সাউন্ড জরিপ – ২০১২: জরিপটিতে ৭৩ টি দেশের ৮৪৬ জন ক্রিটিক ও ৩৫৮ জন পরিচালকের কাছে তাদের সেরা দশ সিনেমার তালিকা চাওয়া হয় (কোনো রকমের র‍্যাঙ্কিং ছাড়া)। সমালোচক ও পরিচালকদের সেরা দশ তালিকার ভিত্তিতে দু’টি লিস্ট করা হয়। দুই জরিপে সর্বমোট ২৫৩১ টি সিনেমা ভোট পায়। দুই জরিপের ফলাফলকে একত্র করে তৈরি করা হয়েছে সেরা সিনেমার তালিকা। আর পরিচালিত সিনেমায় প্রাপ্ত ভোটের ভিত্তিতে তৈরি করা হয়েছে সেরা পরিচালকের তালিকা।


১.১: একুশ শতকের সেরা সিনেমাঃ
সিনেমার নাম – প্রাপ্ত ভোট – এ যাবতকালের সেরা সিনেমায় অবস্থান
১। ইন দ্য মুড ফর লাভ – ৫১ – ৩৩
২। মুলহলান্ড ড্রাইভ – ৪৮ – ৩৫
৩। দ্য ট্রি অব লাইফ – ২১ – ১১০
৪। ঈ ঈ – ২০ – ১১৯
৫। ক্যাশে – ১৯ – ১২২
৬। ট্রপিকাল ম্যালাডি – ১৮ – ১৩৮
৭। দেয়ার উইল বি ব্লাড – ১৬ – ১৫৭
৮। ওয়াইকমাস্টার হারমনিস – ১৫ – ১৭৪
৯। দ্য তুরিন হর্স / আঙ্কল বুনমি – ১৩ – ১৯৯
১১। দ্য ডেথ অব মিঃ লাজারেস্কু / মেলানকোলিয়া – ১২ – ২০৮
১৩। রাশান আর্ক / স্পিরিটেড আওয়ে – ১১ – ২৩২
১৫। ব্লিসফুলি ইয়োর্স / দ্য হোয়াইট রিবন – ১০ – ২৫০
১৭। কলোসাল ইয়ুথ / ডগভিল / আ সেপারেশন – ৯ – ২৮০
২০। টাই এক্সাই চু / ওয়াল-ই - ৮ – ৩২০
২২। ইনল্যান্ড এম্পায়ার / সাইলেন্ট নাইট – ৭ – ৩৫০
২৪। কোড আননোন / এলিফ্যান্ট / সংস ফ্রম দ্য সেকেন্ড ফ্লোর – ৬ – ৪০০


১.২ :একুশ শতকের সেরা বিশ পরিচালকঃ
অবস্থান – পরিচালক – ভোটপ্রাপ্ত সিনেমা – মোট ভোট
১। ওং কার ওয়াই – (ইন দ্য মুড ফর লাভ, ২০৪৬) – ৫৫
ডেভিড লিঞ্চ – (মুলহল্যান্ড ড্রাইভ, ইনল্যান্ড এম্পায়ার) – ৫৫
৩। আপিচাতপং উইরাসেথাকুল – (ট্রপিকাল ম্যালাডি, আঙ্কল বুনমি, ব্লিসফুলি ইয়োর্স, সিন্ড্রোমস এন্ড আ সেঞ্চুরী) – ৪৬
৪। মাইকেল হ্যানেকি – (হোয়াইট রিবন, ক্যাশে, কোড আননোন, পিয়ানো টিচার, আমুর)- ৪০
৫। বেলা তার – (ওয়াইকমাস্টার হারমনিস, তুরিন হর্স) – ২৮
৬। লার্স ভন ট্রিয়ার – (মেলানকোলিয়া, ডগভিল, ড্যান্সার ইন দ্য ডার্ক, অ্যান্টিক্রাইস্ট)- ২৬
৭। পল থমাস এন্ডারসন – (দেয়ার উইল বি ব্লাড, পাঞ্চ-ড্রাঙ্ক লাভ) – ২০
৮। পেদ্রো কস্তা – (কলোসাল ইয়ুথ, ইন ভান্দা’স রুম, চেইঞ্জ নাথিং) – ১৫
৯। লুক্রেসিয়া মার্তেল – (লা চিয়েনাগা, দ্য হেডলেস ওম্যান, দ্য হোলি গার্ল) – ১২
১০।নুরি বিগলে জিলান-(ওয়ান্স আপন আ টাইম ইন আনাতোলিয়া, ডিসট্যান্ট, থ্রী মাঙ্কিস) – ১০
ক্লেয়া ডেনিস – (ইন্ট্রুডার, হোয়াইট ম্যাটেরিয়াল, ৩৫ শটস অব রাম) – ১০
বিং ওয়াং – (টাই এক্সাই চু, দ্য ডিচ) – ১০
১৩। লাও ডিয়াজ, ঝাংকে জিয়া – ৯
১৫। রয় এন্ডারসন, অ্যাং লী – ৮
১৭। ডেভিড ফিঞ্চার, জুন হো বং, গাস ভ্যান সান্ট, দারদিন ব্রাদার্স – ৭

পেদ্রো আলমোদোভারের প্রাপ্ত ভোট ৬। হৌ সিয়াও সিয়েন, কি-দুক কিম, কোয়েন ব্রাদার্স, কিয়ারোস্তামি, জাফর পানাহি, ইনিয়ারিতু আছেন এর পরেই। তাদের প্রত্যেকের সিনেমা ৫টি করে ভোট পেয়েছে। ৪ ভোট নিয়ে তাদের পেছনে আছেন স্করসেসি, স্পিলবার্গ এবং ট্যারান্টিনো। দুটি সিনেমায় গদারের প্রাপ্ত ভোট ৩। ক্রিস্টোফার নোলানের প্রাপ্ত ভোট দুই – ১টি মেমেন্টোর জন্য, আরেকটি ইন্সেপশনের জন্য। পিটার জ্যাকসনের ভোট সংখ্যা এক। ২০০৬ সালে মৃত্যু বরণ করায় এডয়ার্ড ইয়াং কে এবং একটি করে সিনেমা থাকায় ক্রিস্টি পুয়ো, মিয়াজাকি, সোকুরোভ, আসগার ফারহাদি, স্ট্যান্টন, গিবন্স, মিং লিয়াং সাই, গন্ড্রি, ক্যামেরন – কে বাদ দেয়া হয়েছে। এই জরিপের সীমাবদ্ধতা হচ্ছে এটির উদ্দেশ্য ছিল সর্বকালের সেরা সিনেমার তালিকা প্রনয়ন করা, একুশ শতকের নয়।

২। বিবিসি জরিপ – ২০১৬: জুলাই ২০১৬ তে ৩৬ দেশের ১৭৭ জন ফিল্ম ক্রিটিকের ভোটের ভিত্তিতে বিবিসি নির্বাচন করে একুশ শতকের সেরা ১০০ সিনেমা। বিবিসি প্রত্যেক ক্রিটিককে ‘একুশ শতকের’ সেরা ১০ টি সিনেমার লিস্ট পাঠাতে অনুরোধ করে। প্রতি তালিকার প্রথম সিনেমাকে দশ পয়েন্ট দেয়া হয়, দশমটিকে দেয়া হয় এক পয়েন্ট। সিনেমাপ্রতি সব পয়েন্ট যোগ করা হয়।



২.১: সেরা ২৫ সিনেমাঃ
১। মুলহলান্ড ড্রাইভ
২। ইন দ্য মুড ফর লাভ
৩। দেয়ার উইল বি ব্লাড
৪। স্পিরিটেড আওয়ে
৫। বয়হুড
৬। ইটারনাল সানশাইন অব দ্য স্পটলেস মাইন্ড
৭। দ্য ট্রি অব লাইফ
৮। ঈ ঈঃ আ ওয়ান এন্ড আ টু
৯। আ সেপারেশন
১০। নো কান্ট্রি ফর ওল্ড ম্যান
১১। ইনসাইড লুইন ডেভিস
১২। জোডিয়াক
১৩। চিল্ড্রেন অব ম্যান
১৪। দ্য অ্যাক্ট অব কিলিং
১৫। ফোর মান্থস থ্রি উইকস এন্ড টু ডেইজ
১৬। হোলি মোটরস
১৭। প্যান’স ল্যাবিরিন্থ
১৮।দ্য হোয়াইট রিবন
১৯।ম্যাড ম্যাক্সঃ ফিউরি রোড
২০।সিনেকডোচে, নিউ ইয়র্ক
২১।দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল
২২।লস্ট ইন ট্র্যান্‌জলেশন
২৩।ক্যাশে
২৪।দ্য মাস্টার
২৫। মেমেন্টো
সেরা ২৫ এ সর্বোচ্চ ২টি করে মুভি আছে পল থমাস এন্ডারসন ও কোয়েন ব্রাদার্সের।
২.২: সেরা পরিচালকঃ এই তালিকা প্রনয়নে বিবিসি জরিপে প্রাপ্ত ভোট সংখ্যা যোগ করা হয়েছে।
(অবস্থান – পরিচালক – প্রাপ্ত ভোট)


১। কোয়েন ব্রাদার্স – ৫৩
২। পল থমাস এন্ডারসন – ৫২
৩। ওং কার ওয়াই – ৫১
৪। ডেভিড লিঞ্চ – ৪৮
৫। রিচার্ড লিঙ্কলেটার – ৩৯
৬। মাইকেল হ্যানেকি – ৩৫
৭। মিয়াজাকি হায়াও – ৩২
৮। টেরেন্স মালিক, আসগার ফারহাদী – ৩১
১০। মিশেল গন্ড্রি – ৩০
১১। ডেভিড ফিঞ্চার – ২৯
১২। ক্রিস্টোফার নোলান – ২৮
১৩। ওয়েস এন্ডারসন – ২৬
১৪। আলফানজো কেরোন – ২৪
১৫। আপিচাতপং উইরাসেথাকুল – ২১
১৬। অ্যাং লী – ২০
১৭। কুয়েন্টিন ট্যারান্টিনো – ১৯
১৮। গিলিয়ার্মো দেল তোরো, ক্রিস্টিয়ান মুন্‌জিউ – ১৭
২০। লার্স ভন ট্রিয়ার, লিও ক্যারাক্স, পেদ্রো আলমোদোভার – ১৬
২৩। আব্বাস কিয়ারোস্তামি, আন্দ্রেই জিভায়াজিন্সেভ, স্টিভ ম্যাককুইন, সোফিয়া কপোলা, নুরি বিগলে জিলান – ১৫

প্রবীণ পরিচালকদের মধ্যে জর্জ মিলার ১৪টি, গদার ও স্পিলবার্গ ৯টি করে, ইস্টউড ও স্করসেসি ৮টি করে, রয় এন্ডারসন ৬টি এবং ফ্রান্সিস ফোর্ড কপোলা ১টি ভোট পেয়েছেন। অন্যান্য যারা ভোট পেয়েছে তারা হচ্ছেনঃ ঝাঙ্কে জিয়া ১৩, টড হেইন্স ১২, ইনিয়ারিতু ১২, চান উক পার্ক ১২, ক্যাথরিন বিগেলৌ ১০, বেলা তার ৯, ক্লেয়া ডেনিস ৯, হৌ সিয়াও সিয়েন ৯, জ্যাক অদিয়ার্দ ৯, দারদিন ব্রাদার্স ৭, জুন হো বং ৭, গাস ভ্যান সান্ট ৭, জিম জারমুশ ৭, কি-দুক কিম ৬, মার্তেল ৬, ডেভিড ক্রোনেনবার্গ ৬, আরনোফস্কি ৬ এবং পানাহি ৫। পিটার জ্যাকসনের ভাগে পড়েছে দুই ভোট। [প্রাপ্ত ভোট গণনার সময় আমি ভুলবশত যাশুয়া ওপেনহাইমার এবং হারমানি করিন – কে বাদ দিয়েছি। সেজন্য দুঃখিত। তবে আমার মনে হয়না সেরা বিশে তা কোনো প্রভাব ফেলেছে।]

সেরা ১০০ তে ৩টি সিনেমা আছে যাদেরঃ ওয়েস এন্ডারসন, আপিচাতপং উইরাসেথাকুল, ক্রিস্টোফার নোলান, কোয়েন ব্রাদার্স, মাইকেল হ্যানেকি, পল থমাস এন্ডারসন।
সেরা ১০০ তে ২টি সিনেমা আছে যাদেরঃ ডেভিড ফিঞ্চার, আব্বাস কিয়ারোস্তামি, আন্দ্রেই জিভায়াজিন্সেভ, লার্স ভন ট্রিয়ার, বেলা তার, অ্যাং লী, রিচার্ড লিঙ্কলেটার, স্টীভ ম্যাককুইন, টেরেন্স মালিক, টড হেইন্স, ক্যাথরিন বিগেলৌ।

২.৩:ভাষানুযায়ী সিনেমার সংখ্যাঃ
৫৭টিঃ ইংরেজী
১৩টিঃ ফ্রেঞ্চ
৪টিঃ স্প্যানিশ
৩টিঃ ম্যান্ডারিন, হাঙ্গেরিয়ান, থাই
২টিঃ পার্সিয়ান, পর্তুগীজ, রাশান, জার্মান, কোরিয়ান


সিনেমাগুলোর ব্যাপারে জানতে ক্লিক করুন নিচের লিঙ্কঃ
বিবিসি-২০১৬ জরিপঃ ২১শতকের সেরা ২৫ সিনেমা
পুরো তালিকা দেখতে পাবেন এখানেঃ
বিবিসি জরিপ - ২০১৬ঃ ২১ শতকের সেরা ১০০ সিনেমা

বাংলাদেশ থেকে ভোট দিয়েছেন জাকির হোসেন রাজু । তার তালিকাটি নিচে দেয়া হলোঃ
Zakir Hossein Raju – Independent University (Bangladesh)
1. A Separation (Asghar Farhadi, 2011)
2. Babel (Alejandro González Iñárritu, 2006)
3. Spring, Summer, Fall, Winter…and Spring (Kim Ki-duk, 2003)
4. In the Mood for Love (Wong Kar-wai, 2000)
5. Spirited Away (Hayao Miyazaki, 2001)
6. Brokeback Mountain (Ang Lee, 2005)
7. Oldboy (Park Chan-wook, 2003)
8. Ten (Abbas Kiarostami, 2002)
9. Russian Ark (Aleksandr Sokurov, 2002)
10. Once Upon a Time in Anatolia (Nuri Bilge Ceylan, 2011)
সবগুলো সেরা দশ তালিকা দেখতে ঘুরে আসুন এই পেইজ।
বিবিসি জরিপ -২০১৬ঃ ভোটার তালিকা
বিবিসি জরিপের নমুনা সংখ্যার কারণে তার গ্রহণযোগ্যতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। সিনে-দুনিয়াতে সাইট এন্ড সাউন্ড জরিপই সবচেয়ে গ্রহণযোগ্য বলে বিবেচিত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

খুলনায় বসবাসরত কোন ব্লগার আছেন?

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩২

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা কুয়েট-এ অধ্যয়নরত কিংবা ঐ এলাকায় বসবাসরত কোন ব্লগার কি সামুতে আছেন? একটি দরিদ্র পরিবারকে সহযোগীতার জন্য মূলত কিছু তথ্য প্রয়োজন।

পরিবারটির কর্তা ব্যক্তি পেশায় একজন ভ্যান চালক... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

চুরি করাটা প্রফেসরদেরই ভালো মানায়

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৩


অত্র অঞ্চলে প্রতিটা সিভিতে আপনারা একটা কথা লেখা দেখবেন, যে আবেদনকারী ব্যক্তির বিশেষ গুণ হলো “সততা ও কঠোর পরিশ্রম”। এর মানে তারা বুঝাতে চায় যে তারা টাকা পয়সা চুরি... ...বাকিটুকু পড়ুন

×