somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মৃত্যু এসে হানা দেয়

লিখেছেন কবীর মামুন, ২৩ শে মার্চ, ২০২৩ সকাল ১১:২৬



হৃদয়ে রক্তক্ষরণে জন্ম হয় যে প্রেম
তাকে তুমি দিও না ঠেলে
কোয়ারেন্টাইনে ভরা দুনিয়ায়।
রঙিন চশমায় ঢাকা এ শহর
তোমায় দিয়েছে ভোগবাদ
শপিং মলে ঠাসা অর্থনীতি।
যে তোমার হাতে এনে দিলো
কৃষ্ণচূড়ার রঙিন স্বপ্ন,
তাকে তুমি দিও না ফিরায়ে।
বৃষ্টি ভেজা সন্ধ্যেবেলা
যে তোমার নাড়া দিয়ে গেলো
মনের আকাশ
তাকে তুমি রেখো না দূরে।
কেননা, হৃদয়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

জীবনের লেনদেন

লিখেছেন কবীর মামুন, ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২১



দিন আসে দিন যায়
বেড়ে যায় জীবনের লেনদেন
প্রতিদিন।
মিছিলের হাত বাড়লে
বাড়ে টিয়ার শেলের সংখ্যাও।
অপেক্ষার প্রহর দীর্ঘতর হতে হতে
পাহাড়ি ঢল বেয়ে
জন্ম হয় একটি নদীর,
তারপর নোনা ধরা চোখে
বাসা বাঁধে শ্যাওলারা একটু একটু করে। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

পথের ইশারা

লিখেছেন কবীর মামুন, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১৭


যে পথ নিয়ে যায় তোমার কাছে, সে পথ আমার খুব প্রিয়।
আমি ভালোবাসি তোমার মেঠোপথ, ভালোবাসি তোমার শিশির ভেজা আর দোয়েলের শিষ দেওয়া ভোর
আকাশে তোমার অগ্নিস্ফুরণ আমার ভেতর ডাক দেয় জোয়ারের।
বান ডাকা সন্ধ্যায় বাউলের সুরে ভেসে আসে
আর আমি হেটে যাই তোমার মেঠোপথে
অনন্তকাল ধরে, পথেরই ইশারায়। বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৫৮ বার পঠিত     like!

বহুদিন যাইনি নদীর কাছে

লিখেছেন কবীর মামুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩


বহুদিন নদীর কাছে যাইনি আমি
একবার তুমি এসেছিলে
বয়ে এনেছিলে জলের ধারা
আমার চোখে।
তারপর আর নদী দেখিনি আমি
অথচ
জলের প্রবাহমানতাকে আপন জেনেই
বেড়ে উঠেছি
লালন করেছি বুকে। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

তুমি জানো না

লিখেছেন কবীর মামুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৩


আজন্মকাল ধরে জ্বলে থাকা নক্ষত্রের মতো
আমি তাকিয়ে থাকি পরিবর্তনের পথে
তুমি আসবে বলে কত রক্ত ঝরেছে এই সভ্যতার পথে
তুমি জানো না।

বহমান নদী যেমন সবকিছু ভাসায়
তুমিও নিয়েছো ভাসিয়ে
তোমার শ্লোগানে-মিছিলে এই রাজপথে, এই আমারে
তুমি জানো না। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

শুধু কারণ জানতে পারিনি

লিখেছেন কবীর মামুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৮



দূরে কোথাও তোমার পদধ্বনি
ভেসে আসে বাতাসে
গুঞ্জন শুনতে পাই তোমার নিরুদ্দেশের
একটা দমকা হাওয়া এসে চিঁড়ে ফেলে
জীবন নৌকার পাল
নাবিক হারায় তার হাল
আমি শুনেছি তোমার গল্পগুলো
লেখা হয়েছে মনের খাতায়,
জীবন গল্পের পাতায় পাতায়।

বাতাসে ভেসে আসে তোমার শরীরের গন্ধ
পশ্চিমার পারফিউমের মনলোভা সে টান
শুধু ঘুম থেকে উঠে দেখিনি কাউকে
মনের ঘরে শুন্যতা দিয়ে
তুমি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

ফেরারি বাতাস

লিখেছেন কবীর মামুন, ২৩ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪১

একদিন খয়েরি বিকেলে
একটি ফেরারি বাতাস তার হাওয়ার দমকে
ভাসিয়ে নিয়ে গেল তোমাকে আমাকে।

একটি মিছিল পায়ে পায়ে হেটে
উচ্চকন্ঠে বলে যায়
মানুষের অধিকারের কথা।

আজন্মকাল থেকে বহমান নদীটি
একদিন থেমে গিয়ে,
একটি প্লাবনে
ভাসিয়ে নিয়ে গেল একটি জনপদ।

পাহাড়ের বুক চিঁড়ে বেড়ে উঠা বৃক্ষটি
বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে
বের করে দিলো অক্সিজেন।

ঘন বন... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

একদিন সুন্দরবন হবো

লিখেছেন কবীর মামুন, ১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১১

যেখানে সাগর আর নদীর জোয়ার-ভাটায়

ছুঁয়েছে প্রকৃতি,

সেখানে একদিন আমি

মিশে যাবো প্রকৃতির মাঝে।



তুমি আসবে আমার কাছে

হেঁটে যাবে আমার বুকের পাঁজরের হাঁড়ে

তৈরি হওয়া রাস্তা ধরে।

একটা বাঘের গর্জন শুনতে পাবো

তুমি আর আমি একসাথে।

তুমি তখন এদিক ওদিক তাকিয়ে

আমাকেই খুঁজবে।

এধারে ওধারে নড়ে উঠবে গোলপাতারা,

আর ভয়ে কেঁপে উঠবে

বৃক্ষ খেকো দানবেরা।



তুমি কিন্তু ভয় পেয়ো না সেদিন।

পথ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৭ বার পঠিত     like!

মা

লিখেছেন কবীর মামুন, ১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৮

তোমার জঠরে জন্মেছি মাগো
হয়েছি যে বড় আজ
তোমার জন্য পৃথিবী গ্রহেতে
পড়ি যুদ্ধের সাজ।

দশ মাস দশ দিন ধরে
কত কষ্ট করে
তোমার ভেতরে বড় করেছ
একটু একটু করে।

নিজে না খেয়ে খাওয়ালেন মা
জেগে নির্ঘুম রাত
স্বার্থবিহীন বাসেন ভালো
ভুলে সব সংঘাত।

সন্তান যদি দূর চলে যায়
মা টেনে নেয় বুকে
হাসি-কান্নায় এক সাথে রয়
সুখে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     like!

যমুনা

লিখেছেন কবীর মামুন, ১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৭


যখন ঢেউয়ের সাথে বাতাস করে যে খেলা
ছুঁয়ে যায় গহীনে আলগোছে যতনে
তখন যমুনা যুবতী হয়ে উঠে আরো।
কালপুরুষ ডেকে বলে
এ বেলা জোয়ারে মন ডেকেছে বান
আর আমি জেগে আছি একটা নতুন স্বপ্নের নেশায়।
তোমার ভরা জোয়ারে আমার বুকেও
টান আসে,
অনুভূত হয় রক্তক্ষরণ।
যমুনার জল ঘোলা থেকে কালো হয় উন্মত্ত আশায়
বেড়ে উঠে প্রতিরোধ গগনের... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

উন্নয়নকর্মীর স্মৃতি- ২: পত্নীতলায় আদিবাসী পল্লীতে হামলার ঘটনার তথ্য সংগ্রহ ও প্রতিবাদ

লিখেছেন কবীর মামুন, ২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০২

সেটা সম্ভবত ২০১০ সালের কথা। আমি তখন ব্রতী নামে একটি জাতীয় পর্যায়ের এনজিও’র রাজশাহী অফিসে অ্যাসিসটেন্ট প্রোগ্রাম অফিসার হিসাবে কাজ করতাম। রাজশাহী’র তানোরে ছিল আমার অফিস।

আমাদের প্রকল্পের কাজের অন্যতম একটা বিষয় ছিল স্থানীয় আদিবাসী জনগণের অধিকার সুরক্ষার কাজকে এগিয়ে নিয়ে যাওয়া।
আমার অফিস তানোরে হলেও উপজেলার পাঁচন্দর ও বাধাইড় ইউনিয়নের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

ভোরের অপেক্ষা

লিখেছেন কবীর মামুন, ২৬ শে জুন, ২০২১ দুপুর ১:৪০

অস্তমিত সূর্যটার সাথে কথা হয়
বলে জীবন প্রতিদিন,
নতুন ভোরের অপেক্ষাতেই রয়।

মেঘে ঢাকা সূর্যটার সাথে কথা হয়
বলে এই তো আমি
আসছি ফিরে করিস না আর ভয়।

শেষ রাতের আঁধারের সাথে কথা হয়
বলে আসবে আলো
বিষাদ-বেদন, দুঃখকথা প্রাণে না আর সয়।

জীবনপুরের রাস্তা হাটি সময় কথা কয়
পথ হারানো পথিক বলে
নতুন পথের সন্ধানেতে পথটা চলতে হয়।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!

হলদে পাখি

লিখেছেন কবীর মামুন, ২৮ শে মে, ২০২১ রাত ৯:২৮

হলদে পাখিরা ছেড়ে যায় যদি
তোমার প্রাণের শহর
কোন এক অসময়,
ডিজেলের পোড়া গন্ধে তখন
শুকিয়ে যাওয়া মন আর
যেন মুগ্ধ হবার নয়।

রঙ আঁকা ঠোঁট ভাঙ্গা আয়নাতে
ভুল রাস্তায় আনমনে খুঁজে
আবছা হওয়া মুখ,
ভাবে, আনবো বয়ে বৃষ্টি হয়ে
চুরি যাওয়া হারানো দিনের
খুন হয়ে যাওয়া সুখ।

কোনদিন কোন জানলার পাশে
একা এক মনে দারুণ গহীনে
চোখ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

উন্নয়নকর্মীর স্মৃতি- ১: শ্যামনগরে লাইব্রেরি স্থাপন

লিখেছেন কবীর মামুন, ২৮ শে মে, ২০২১ বিকাল ৪:৫৯

সেটা ছিল ২০১৮ সালের কথা। তখন আমি সাতক্ষীরার আদিবাসীদের নিয়ে কাজ করতাম রিলিফ ইন্টারন্যাশনাল (আরআই)’র একটা প্রকল্পের ম্যানেজার হিসাবে। আমি বরাবরই বিশ্বাস করি, উন্নয়নের মূল প্রথিত রয়েছে শিক্ষায়, দানে নয়। তাই প্রত্যন্ত আদিবাসী গ্রামে যদি একটা লাইব্রেরি করা যায় তাহলে তাদের হয়তো কোন উপকারে লাগতেও পারে। এটা আদিবাসী ছেলেমেয়েদের পাঠাভ্যাস... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৯ বার পঠিত     like!

বাবা

লিখেছেন কবীর মামুন, ২৮ শে মে, ২০২১ বিকাল ৪:৪৮

তোমার আঙ্গুল ধরে শিখি পথ চলতে
তোমার বলিষ্ঠ কাঁধ দেয় নাকো টলতে।
তোমার চোখে দেখি পৃথিবীর বিশ্বাস
তোমারই ভরসায় নিই বুক ভরা শ্বাস।
সবল বাহুতে আছে শ্রমিকের ঘাম
জীবন গড়তে পাই ইচ্ছের দাম।
কথার মালাতে শুনি শিক্ষার ডাক
বাধাগুলো উৎরানো জীবনের বাঁক।
মানুষ হতে গেলে কত কত বাধা
তোমার সুরেতে তাই জীবনকে সাধা।
সকল চ্যালেঞ্জ নিয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৭২৯২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ