somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবীকা নির্বাহ করি আর সময় পেলে শব্দ নিয়ে খেলি। অন্তরের লালিত বাক্য "জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।"

আমার পরিসংখ্যান

নব ভাস্কর
quote icon
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

রক্তাক্ত ১৫ই আগস্ট ও আমাদের অকৃতজ্ঞতা

লিখেছেন নব ভাস্কর, ১৫ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৫০




জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞতার যে নজির স্থাপন করেছি তা ইতিহাসে বিরল। যে মহান নেতা তাঁর সারা জীবনের সকল সময় ব্যয় করলেন বাঙালি জাতির মুক্তির জন্য, যার ধ্যান, জ্ঞান, চিন্তায়, স্বপ্নে ছিল শুধু বাঙালি আর বাঙালি, আমরা তাঁকেই আমাদের জ্ঞান ও চিন্তা থেকে মুছে ফেলার নির্লজ্জ চেষ্টা করলাম। যিনি প্রতি... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ১৯৯ বার পঠিত     like!

কাজ করা বিষয়ে

লিখেছেন নব ভাস্কর, ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:৫৩

(আরবি ভাষার বিখ্যাত কবি, দার্শনিক ও চিত্রশিল্পী কাহলিল জিবরান রচিত শ্রদ্ধেয় কবীর চৌধুরী অনুদিত।)


এবার এক হালচাষী বললো, আমাদেরকে কাজ সম্পর্কে কিছু বলুন। আর তিনি উত্তর দিলেন, বললেন:
তোমরা কাজ করবে যেন তোমরা ধরণী আর ধরণীর আত্মার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারো।
কারণ অলস থাকার অর্থ হল ঋতুর অচেনা হয়ে পড়া, জীবনের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৬ বার পঠিত     like!

বেহুলা মনসা

লিখেছেন নব ভাস্কর, ২১ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:০৭


প্রিয়া বলে মনে উষ্ণতা চাই
বহুদিন চোখে ভালবাসা নাই
চোখের আড়াল হয়ে গেছি বলে
দূরে চলে গেছো মার পলে পলে,
আজ থেকে হব কঠিন মন্দ
যোগাযোগ সব চিরতরে বন্ধ।

আমি বলি একসাথে চলা বহুদিন হলো
তবু কেন কথা বাঁকা করে বলো,
সোজা পথে জানি শান্তি ভরা
বাঁকা পথে কাঁটা কষ্ট জ্বরা,
লোকে ভালবাসা চায় মিনতি... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৯২ বার পঠিত     like!

দুপুর বেলার কাব্য

লিখেছেন নব ভাস্কর, ০৫ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০১


আমার একলা দুপুর বেলা
মনের গহীন কোনে হাজার ভাবনা করে খেলা।

ধরা দেওয়া স্বপ্নগুলোর রঙ যেন সব ফিকে
মনের ঘরে এলোমেলো ছড়িয়ে চতুর্দিকে,
যখন পাইনি কিছু ভেবেছিলাম এই বুঝি সব শেষ,
পেলাম যখন উড়ে গেল সকল পাওয়ার রেশ।

এখন বসে বসে ভাবি এই শান্ত দুপুর বেলা
মনের ঘরে থরে থরে বিচিত্র সব খেলা,
সেথায় স্মৃতিগুলো হাজার রঙের... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৮২৬ বার পঠিত     like!

মন মানে না

লিখেছেন নব ভাস্কর, ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫৪



মন সেতো মানে না মানে না মানে না বারণ
ক্ষণে হাসে ক্ষণে কাঁদে জানে না কি কারণ কি অকারণ।
শুধু ছুটে চলে ছুটে চলে দ্রুত লয়ে জানে না সে কোথা সীমারেখা
ছুটে ছুটে কি দেখা হলো কি জানা হলো কি হলো না দেখা।

সেতো বুঝে না লাল নীল সাদা কালো সৎ কি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৭৬ বার পঠিত     like!

রূপালী চাঁদ

লিখেছেন নব ভাস্কর, ১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৮



ও রূপালী চাঁদ
তুমি নাইতো আমার চোখের সীমানায়,
কোন অজানা গভীর অভিমানে
আমায় ভাসিয়ে দিলে অকূল দরিয়ায়।

আমার চারিদিকে
শুধু আঁধার ভীষণ কালো,
আমি পাইনা তোমায় পাশে
পাইনা তোমার আলো।

ক্লান্ত দু’চোখ দিয়ে আকাশ পানে চেয়ে
দেখি লক্ষ তারার মেলা,
আমার স্বপ্ন কেড়ে নিয়ে দূর আকাশে যায়
হাজার সাদা মেঘের ভেলা।

আমি একলা একা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২০১ বার পঠিত     like!

অন্ধ ভোগী

লিখেছেন নব ভাস্কর, ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৫৭


ভালবাসা উড়ে গেছে অভাবে বিভবে
স্বপ্ন সব ভেঙে গেছে অভাবে বিভবে,
তবুও খোলে না খোলে না হৃদয়ের চোখ
সে তো অন্ধ সে তো বন্ধ মন্দ স্বভাবে।।

যারা বাহিরে দেখায় ভালো দেখায় আলো
অন্তরালে পাগল হয়ে অন্ধকারে ছোটে,
ওরা সুখ খুঁজে মরে ওরা প্রেম যেচে মরে
ওদের হৃদয় জুড়ে কাঁটা ফুঁড়ে কেবল বিষাদ জোটে।

ওরা তৃষ্ণা... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

সুখের মোহে

লিখেছেন নব ভাস্কর, ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩৮

কেনো তোমার কাজল কালো
আঁখির কোনে দুঃখ ভরা,
বলো তোমার মন জমিনে
কোন সাহারার দারুণ খরা।

কোন পাষাণের বিষ-মাখা তীর
বিঁধলো তোমার কোমল বুকে,
কোন বেনামা বুক ভরা লোভ
ভাগ বসালো তোমার সুখে।

কোন বিষাদে থামলো হঠাৎ
মুক্ত-ঝরা মধুর হাসি,
চপল-চলা থামিয়ে কেন
আকাশ পানে চাও উদাসী

থমকে গেছে সময় চাকা
স্বপ্ন তোমার হয়না দেখা
জ্বালো না আর সন্ধ্যা বাতি,
সুখের মোহে সুখ হারালে
সুখ পাখিকে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৯ বার পঠিত     like!

তুই যে কালো!

লিখেছেন নব ভাস্কর, ০৯ ই আগস্ট, ২০২১ রাত ১:১৩

রাতের বেলা-
সুন্দরী, তোর চলা ভাল
বলা ভাল, তোর কাজল
আঁকা চোখ দু'টিতে
ছড়ায় আলো,
তোর প্রতি অঙ্গের
ছন্দ ভাল, নগ্ন বুকের
গন্ধ ভাল, সকল কালো
মন্দ ভালো, এই পেয়ালায়
আরও ঢালো! আরও ঢালো!!

দিনের বেলা-
তোর সবই কালো
দূর হ এখন! তোদের জ্বালায়
ধর্ম গেল, ধর্ম গেল
তোর কারণেই নষ্ট হলো
সকল ভাল!
তোর কারণেই
সমাজ গেল, রাষ্ট্র গেল
সব মঙ্গলের
নিভলো আলো!
তুই যে কালো!!
তুই যে কালো!!!

(কবিতাটি প্রথম... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

ছুঁয়ে থাকো চাঁদ

লিখেছেন নব ভাস্কর, ১২ ই জুন, ২০২১ দুপুর ১:৪৬


আমার হারিয়ে যাওয়া চাঁদ
অনেক দিনের শেষে,
এলে আমার আঙ্গিনায়
আমায় ভালবেসে।

ভাঙ্গন লাগা তীরে
জোনাক জ্বলা রাতে,
কত দীর্ঘ সময় ধরে
তোমার প্রতীক্ষাতে।

শরৎ রাতের দ্যুতি
নেইতো চাঁদের মুখে,
কোন অজানা গ্রহণ
লাগলো আমার সুখে।

আমার মনের আকাশে
মেঘের বাড়াবাড়ি,
নিকষ কালো ছায়া
চোখের সামনে আড়াআড়ি।

আমার ভালবাসার চাঁদ
তোমার নরম নরম আলোয়
আমায় ছুঁয়ে থাকো,
আমার চাতক পাখির মন
তোমার আাশায় আশায়
তুমি দূরে থেকো নাকো। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩২৮ বার পঠিত     like!

স্খলন

লিখেছেন নব ভাস্কর, ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০২

কেমন করে এক নিমেষে
এমন করে বদলে গেলি?
কেমন করে আসল ভুলে
নিকষ কালো মুখোশ নিলি?

অনেক উঁচু মাথাটা তোর
থাকবে কি আর শক্ত-সোজা,
নিজের মাথা নিজের কাছে
লাগবে ভীষণ বড় বোঝা।

যে মাথাতে মুকুট পরে
ছিলি সবার মনের রাজা,
মুকুট এখন পাহাড়-সম
মুকুট কঠিন করুণ সাজা।

সবার থেকে আড়াল হয়ে
থাকলি না হয় অন্ধকারে,
তোর ভেতরে বসে যে জন
কোন কথাটা বলবি তারে?

সস্তা দরের... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     like!

নেই কলরব

লিখেছেন নব ভাস্কর, ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১:১৩

নেই কলরব স্বপ্নরা সব
ধুলোর সাথে মিশে গেছে
দুর্বিপাকে,
আজ দুচোখ ভরা শুধুই খরা
স্বপ্নবাজের স্বপ্ন গেলে
কি আর থাকে।

নেই কোন জন নেই কোন মন
আজকে পারে রঙ লাগাতে
ফিকে রঙে,
নেই মহাজন বিপুল ধন
জীবন ডালা আজ সাজাতে
নানান ঢঙে।

নেই কলরব যুক্তিরা সব
পোষ মানে না পালিয়ে গেছে
অনেক দূরে,
নেই কোন সুর বাজবে মধুর
হৃদয় ভেঙে বাজছে সানাই
করুণ সুরে।

এখন শুধু মরুর... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

মহামারি সহজিয়া

লিখেছেন নব ভাস্কর, ২৫ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:০৪

আতংকে আচ্ছন্ন মানুষের মন
বাঁচার জন্য কত আয়োজন!
আমাদের জীবনের যত কিছু দরকার
কারো কাছে কিছু নেই সব দেবে সরকার!
মুনাফালোভীদের সাজ সাজ কলোরব
ক্ষুধা আর মৃত্যুর হবে কত উৎসব!

সারাক্ষণ আশংকায় ডুবে থাকে অন্তর
আচমকা উঁকি দেয় মনে মন্বন্তর!
কালস্রোতে সব ডুবে ভাসে শুধু কর্ম
তবু কেন লোপ পায় মানুষের ধর্ম?
সংকটে বিবেকের ন্যুনতম জাগরণ
মহামারির... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

এক গ্লাস জল

লিখেছেন নব ভাস্কর, ২৬ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫৭


দেবে কি বল দেবে কি
এক গ্লাস জল,
কতকাল বল কতকাল
চেয়ে চেয়ে হব বিফল।।

তৃষ্ণায় বুক ফেটে যায়
মন মরু হয়ে যায়
ফোরাতের তীর ফিরে ফিরে আসে
এ মনের আঙ্গিনায়।।

সব কোলাহল যদি থেমে যায়
তখনও কি তুমি রবে নিরুপায়
পাথরের জল নদী হয়ে বয়
পাথরের মনে কবে হবে ক্ষয়??

দেবে কি বল দেবে কি
শুধু এক গ্লাস জল,
সবুজ মরু... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৭০ বার পঠিত     like!

সময়ের ভাবনা

লিখেছেন নব ভাস্কর, ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪১

আলো দেখেই করিসনারে
দিন বদলের পরম আশা,
আলোর মাঝেই আসতে পারে
করুণ চরম অমানিশা।

সামনে চলার পথের উপর
আছে কি তোর ফুল বিছানো?
সামনে চলার কথা বলে
এতটা দিন রোজ পেছানো।

সঠিক জেনে যে ঠিকানায়
ঘরের বাহির রাখলিরে পা,
কাছাকাছি পৌঁছে দেখিস
ছিল সেটা ভুল ঠিকানা।

ভুল পথে ফুল তুলতে আবার
চলিস যদি আগের মত,
আসবে আবার সুযোগ কাঁদার
আসবে আঁধার দুঃখ শত। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৮৭৪৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ