somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

বিদায় হজ্বের ভাষন- যেন চার কথায় বিশ্ববাসীর জন্য মানবাধিকারের প্রজ্জ্বলিত মশাল- যখনি পড়ি চোখ অশ্রুসিক্ত হয়- আরবির সাথে বাংলা অনুবাদ- ইংরেজিটা বোনাস।

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



/ خطبة الوداع,

ايها الناس اسمعوا مني ابين لكم فأني لا ادري لعلي لا القاكم بعد عامي هذا في موقفي هذا. ايها الناس ان دماءكم واموالكم حرام عليكم الى ان تلقوا ربكم كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا الا هل بلغت ؟ اللهم فاشهد

فمن كانت عنده امانه فليؤدها الى من ائتمنه عليها. ان ربا الجاهليه موضوع. وان اول ربا ابدا به ربا عمي العباس بن عبد المطلب ، وان دماء الجاهليه موضوعه ،واول دم أبدأ به دم عامر بن ربيعه بن الحارث ،وان مأثر الجاهليه موضوعه غير السدانه والسقايه والعمد قود وشبه العمد ما قتل بالعصا والحجر وفيه مائة بعير ،فمن زاد فهومن اهل الجاهليه .

ايها الناس ان الشيطان قد يئس أن يعبد في ارضكم هذه،ولكنه قد رضي أن يطاع فيما سوى ذلك مما تحقرون من اعمالكم . ايها الناس ان النسيئ زياده في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله وان الزمان قد استدار كهيئته يوم خلق الله السموات والارض، وان عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق الله السموات والارض،منها اربعة حرم ثلاث متواليات وواحد فرد: ذو القعده ،ذو الحجه،محرم،ورجب الذي بين جمادي وشعبان . الا هل بلغتّ؟ اللهم اشهد أيها الناس ان لنسائكم عليكم حقا ولكم عليهن حق. الا يوطئن فرشكم غيركم،ولا يدخلن احدا تكرهونه بيوتكم الا بأذنكم ولا يأتين بفاحشه ،فأن فعلن فان الله أذن لكم أن تعضلوهن وتهجروهن في المضا جع وتضربوهن ضربا غير مبرح ،فان انتهين وأطعنكم فعليكم رزقهن وكسوتهن بالمعروف،وانما النساء عندكم عوان و لايملكن لانفسهن شيئا ، أخدتموهن بأمانة الله واستحللتم فروجهن بكلمة الله فاتقوا الله في النساء واستوصوا بهن خيرا الا هل بلغت؟ اللهم اشهد ايها الناس انما المؤمنون اخوه ولا يحل لامرئ مال اخيه الا عن طيب نفس منه الا هل بلغت؟ اللهم اشهد فلا ترجعن بعدي كفارا يضرب بعضكم رقاب بعض ،فاني قد تركت فيكم ما ان اخذتم به لم تضلوا بعده : كتاب الله الا هل بلغت؟ اللهم اشهد ايها الناس ان ربكم واحد وان اباكم واحد كلكم لآدم وادم من تراب اكرمكم عند الله اتقاكم ،ليس لعربي فضل على عجمي الا بالتقوى. الا هل بلغت؟اللهم اشهد

ايها الناس ان الله قد قسم لكل وارث نصيبه من الميراث ولا تجوز لوارث وصيه ولا تجوز وصيه في اكثر من الثلث والولد للفراش وللعاهر الحجرمن ادعى الى غير ابيه اوتولى غير مواليه فعليه لعنة الله والملائكة والناس اجمعين لا يقبل منه صرف ولاعدل . والــــــــــــــــــــــــــــــــســــــــــــــــــــــــــــــــلام عليكم ورحمة الله

ايها الناس ان الله قد قسم لكل وارث نصييبه من الميراث ولا تجوز لوارث وصيه،ولا تجوز وصيه في اكثرمن الثلث والولد للفراش وللعاهر الحجر ،من ادعى الى غير ابيه او تولى غير مواليه فعليه لعنة الله والملائكه والناس اجمعين لا يقبل منه صرف ولاعدل والسلام عليكم ورحمة الله وفي هذا اليوم امتن الله على المؤمنين بقوله(اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا)



বিদায় হজ্বের ভাষনের বঙ্গানুবাদ (বুঝার সুবিধার্থে, অনুবাদের ক্ষেত্রে কোথাও কোথাও হুবহু শাব্দিক অর্থ গ্রহন করা সম্ভব হয়নি)

শুক্রবার, ৯ জ্বিলহজ, ১০ হিজরী বর্ষে আরাফার দিন দুপুররে পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক (১,২৪,০০০ মতান্তরে ১,৪৪,০০০) সাহাবীর মহাসমাবেশে হজ্বের সময় বিখ্যাত এই ভাষণ দেন। হামদ এবং সানা তথা মহান রবের প্রশংসা স্তুতি জ্ঞাপনের মাধ্যমে আরাফা প্রাঙ্গনের জাবালে রহমতের পাদদেশে উপস্থিত জনসমুদ্রের উদ্দেশ্যে স্বীয় ভাষন শুরু করেন মহানবী। তিনি ইরশাদ করেন,

'সকল প্রশংসা কেবল আল্লাহ তাআ'লার প্রাপ্য। আল্লাহ পাক ছাড়া আর কোনো মা’বুদ নেই। তাঁর সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাঁর ওয়াদা পূর্ন করেছেন। তিনি তাঁর বান্দাকে সাহায্য করেছেন। আর তিনি একাই বাতিল শক্তিগুলো পরাভূত করেছেন। আমরা তাঁরই প্রশংসা করি এবং আমরা তাঁরই নিকট সহায়তা ও সাহায্য প্রার্থনা করি। এবং তাঁরই কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা তাঁরই নিকট আমাদের নফসের অমঙ্গলময় ও পাপপূর্ন প্ররোচনা থেকে এবং তার পরিনতিতে আমাদের নিজেদের পাপকর্ম থেকে আশ্রয় চাই। আল্লাহ তাআ'লা যাকে পথ দেখান কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না - আর যাকে বিপথগামী হতে দেন, তাকে কেউ পথ প্রদর্শন করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ তাআ'লা ব্যতীত কোন ইলাহ নেই। তিনি এক ও একক। তাঁর কোন শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা এবং প্রেরিত রাসূল।

হে আল্লাহর বান্দাগন! আমি তোমাদের আল্লাহর ইবাদত ও তাঁর বন্দেগীর ওসিয়ত করছি এবং এর নির্দেশ দিচ্ছি এ ব্যাপারে যে তোমরা আল্লাহ পাকের আনুগত্য কর। তোমাদের সামনে আমিই নেক কাজের সূচনা করেছি।

হে উপস্থিত লোক সকল! তোমরা আমার কথা শোন। এবারের পর এই স্থানে তোমাদের সাথে আর সাক্ষাত নাও হতে পারে। তোমাদের রক্ত এবং ধন-সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম করা হলো। যেমন আজকের এই দিন, এই মাস এবং তোমাদের এই শহর সকলের জন্য হারাম (পবিত্র ও নিরাপদ)। সাবধান! আমি তোমাদের কাছে এই সত্যের বানী পৌঁছে দিলাম। হে আল্লাহ! আপনি সাক্ষী থাকুন। তোমাদের মধ্যে যার কাছে অন্যের আমানত রয়েছে সে যেন তা তার মালিকের নিকট পৌঁছে দেয়।

শোনো, জাহিলিয়্যাতের সময়েল কুপ্রথাদি আমার পদতলে পিষ্ট করা হয়েছে। জাহিলিয়্যাতের খুনও খতম করা হয়েছে। সর্বপ্রথম আমি আমের বিন রবীয়ার খুনের দাবি রহিত করলাম। জাহিলিয়্যাত যুগের সমস্ত সুদ বাতিল করা হলো। সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাস বিন আবদুল মুত্তালিব এর সুদ রহিত করলাম।

জাহিলিয়্যাত যুগের সমস্ত পদ পদবী ও সম্মান বাতিল করা হল। কেবল আল্লাহর ঘরের হিফাজত, সংরক্ষণ ও হাজিদের পানি পান করানোর ব্যবস্থা আগের মতো বহাল থাকবে। যে ইচ্ছাপূর্বক কাউকে হত্যা করলো তার বদলা (কিসাস) একশো উট নির্ধারন করা হল। যে ব্যক্তি এরচে' বেশি চাবে তার এ কাজ জাহিলিয়্যা যুগের কাজ বলে গন্য হবে।

হে উপস্থিত জনতা, এই ভূমিতে আবার শয়তানের পূজা হবে- এ বিষয়ে শয়তান নিরাশ হয়ে গেছে। কিন্তু এই ভেবে সে খুশি যে, অন্যান্য গোনাহের কাজে তোমরা তার অনুসরন আনুগত্য করবে। সুতরাং তোমাদের দীনের বিষয়ে তোমরা শয়তান থেকে সাবধান থেকো।

হে মানব জাতি, বছরের মাসগুলোকে আপন জায়গা থেকে সরিয়ে দেয়া কুফর বৃদ্ধি করারই নামান্তর। এক বছর তারা এটাকে (হারাম মাসকে) হালাল এবং অন্য বছর তারা একে হারাম করতো, যাতে সেই গণনা যা আল্লাহ পাক নির্ধারন করেছেন তা পূর্ন করতে পারে। নিশ্চয়ই যামানা ঘুরে সেই জায়গায় এসে গেছে যেখান থেকে সৃষ্টি জগতের সূচনা হয়েছিল। আল্লাহ পাকের কাছে গণনায় মাসের সংখ্যা বারোটি যা আল্লাহর কিতাবে সংরক্ষিত রয়েছে। যখন থেকে আল্লাহ পাক আসমান ও যমীন সৃষ্টি করেছেন তখন থেকেই চারটি মাসকে হারাম (পবিত্র এবং নিরাপদ) ঘোষনা করেছেন। তিনটি মাস ক্রমানুসারে যুক্ত এবং সেগুলো হলো, যিলক্কাদ, যিলহাজ্ব ও মুহাররম। বাকি একটি বি্চ্ছিন্ন আর তা হচ্ছে জমাদিউসসানী ও শা'বান মাসের মধ্যবর্তী মাস রজব মাস। সাবধান! আমি তোমাদের কাছে সত্যের দাওয়াত পৌঁছে দিয়েছি। হে আল্লাহ! আপনি সাক্ষী থাকুন।

হে মানবজাতি, তোমাদের নারীদেরকে তোমাদের উপর কিছু অধিকার দেয়া হয়েছে। তোমাদেরও তাদের কাছে কিছু অধিকার প্রাপ্য রয়েছে। তোমাদের স্বামীদের শয়নকক্ষে তোমরা ছাড়া আর কাউকে আসতে না দেয়া তোমাদের কর্তব্য। কোন নির্লজ্জ ও অশ্লীল কাজ করা স্ত্রীদের উচিত নয়।

হে লোক সকল! আমি নারীদের সম্পর্কে তোমাদের হুশিয়ার করে দিচ্ছি- তোমরা যখন তাদের উপর নির্মম ব্যবহার কর তখন আল্লাহ পাকের শাস্তি সম্পর্কে নির্ভীক হয়ো না। তোমরা অবশ্যই তাদেরকে আল্লাহর জমীনে গ্রহন করেছ এবং তাঁরই কালিমার মাধ্যমে তাদের সাথে তোমাদের সম্পর্ক হয়েছে। জেনে রেখো, নারীদের পুরুষদের অধীন করা হয়েছে। তাদের উপর তোমাদের যেমন অধিকার রয়েছে তেমন তোমাদের উপরও তাদের অধিকার রয়েছে। সুতরাং, তাদের কল্যান সাধনের ব্যাপারে তোমরা আমার উপদেশ গ্রহন কর।

হে মানবজাতি, তোমাদের দাসদাসীর ব্যাপারে সাবধান! তোমরা যা খাবে তাদের তা খাওয়াবে। তোমরা যা পড়বে তাদের তাই পড়তে দিবে।

হে কুরাইশ সম্প্রদায়ের লোকেরা! তোমরা দুনিয়ার বোঝা নিজের ঘাড়ে চাপিয়ে যেন আল্লাহর সামনে হাজির না হও। আমি আল্লাহর বিরুদ্ধে তোমাদের কোনোই উপকার করতে পারব না।

হে মানবজাতি, সকল মুসলমান ভাই ভাই। কোন মুসলমানের পক্ষে তার ভাই এর অনুমতি ব্যতিত তার সম্পদ গ্রহন করা বৈধ নয়। স্বয়ং আল্লাহ পাক প্রত্যেক হকদারের হক নির্দিষ্ট করে দিয়েছেন। সন্তান যার ঔরসে জন্মগ্রহন করেছে তাকে হক অবশ্যই দিতে হবে। ব্যাভিচারীর জন্য রয়েছে প্রস্তরাঘাতের শাস্তি। যে ব্যক্তি নিজের পিতার স্থলে অপরকে পিতা বলে পরচিয় দেয়, যে নিজের মাওলা বা অভিভাবককে ছেড়ে দিয়ে অন্য কাউকে মাওলা বা অভিভাবক বলে পরচিয় দেয় তার ওপর আল্লাহর লা’নত। ঋণ অবশ্যই ফেরত দিতে হবে। প্রত্যেক আমানত তার হকদারের কাছে অবশ্যই আদায় করে দিতে হবে। কারো সম্পত্তি সে যদি স্বেচ্ছায় না দেয়, তবে তা অপর কারো জন্য হালাল নয়। সুতরাং তোমরা একজন অপরজনের ওপর জুলুম করবে না। এমনভিাবে কোনো স্ত্রীর জন্য তার স্বামীর সম্পত্তির কোনো কিছু তার সম্মতি ব্যতিরিকে কাউকে দেয়া হালাল নয়। যদি কোনো নাক, কান কাটা হাবশি দাসকেও তোমাদের আমির বানিয়ে দেয়া হয় তবে সে যত দিন আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবে, ততদিন অবশ্যই তার কথা মানবে, তার প্রতি আনুগত্য প্রর্দশন করবে।

শোনো, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে। পাঁচ ওয়াক্ত সালাত যথারীতি আদায় করবে, রমজানের রোজা পালন করবে, স্বেচ্ছায় ও খুশি মনে তোমাদের সম্পদের জাকাত দিবে, তোমাদরে রবের ঘর বায়তুল্লাহর হজ করবে আর আমিরের ইতা’আত করবে, তাহলে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে।

হে লোক সকল! আমার পর আর কোনো নবী নেই, আর তোমাদের পর কোনো উম্মতও নেই। আমি তোমাদের কাছে দু’টো জিনিষ রেখে যাচ্ছি। যতদিন তোমরা এ দু’টোকে আঁকড়ে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সে দু’টো হলো- আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত।

তোমরা দীনের ব্যাপারে বাড়াবাড়ি থেকে বিরত থাকবে। কেননা তোমাদের পূর্ববর্তীগন দীনের ব্যাপারে এই বাড়াবাড়ির দরুন ধ্বংস হয়েছে।

শোনো, তোমরা যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নেই তাদের কাছে এই পয়গাম পৌঁছে দিও। অনেক সময় দেখা যায়, যার কাছে পৌঁছানো হয় সে পৌঁছানেওয়ালার তুলনায় অধিক সংরক্ষণকারী হয়।

হে লোক সকল! আল্লাহ তাআ'লা ইরশাদ করছেন, হে মানবজাতি, তোমাদের আমি একজন পুরুষ ও একজন নারী থেকে পয়দা করেছি এবং তোমাদের সমাজ ও গোত্রে ভাগ করে দিয়েছি যাতে তোমরা পরস্পরের পরিচয় জানতে পারো। তোমাদের মধ্যে সেই ব্যক্তিই আল্লাহর দরবারে অধিকতর সম্মান ও মর্যাদার অধিকারী, যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া অবলম্বন করে, সব বিষয়ে আল্লাহর কথা অধিক খেয়াল রাখ। ইসলামে জাত, শ্রেনিভেদ ও বর্নবৈষম্য নেই।

হে মানবজাতি, তোমাদের সবার প্রভূ এক, তোমাদের সকলের আদি পিতাও এক, সুতরাং আরবের ওপর কোনো আজমের, আজমের ওপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই। তেমনি সাদার ওপর কালোর বা কালোর ওপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। মর্যাদার ভিত্তি হলো কেবলমাত্র তাকওয়া।'

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ভাষনের শেষে উপস্থিত সাহাবীদের জিজ্ঞেস করলেন, হে লোকসকল! কিয়ামতের মাঠে আল্লাহ তাআ'লা তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞেস করলে তোমরা কি জবাব দিবে? সমবেত সবাই সমস্বরে উত্তর দিলেন, আমরা সাক্ষ্য দিব, আপনি নিশ্চয় আপনার ওপর অর্পিত আমানত আদায় করেছেন, রিসালাতের দায়িত্ব যথাযথ আনজাম দিয়েছেন এবং সবাইকে নসিহত করেছেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে পবিত্র শাহাদাত অঙ্গুলি তুলে আবার নিচে সমবেত লক্ষাধিক সাহাবীর দিকে নামালেন। এবং ভারাক্রান্ত কন্ঠে তিন বার উচ্চারন করলেন, আল্লাহুম্মাশহাদ! আল্লাহুম্মাশহাদ! আল্লাহুম্মাশহাদ! অর্থ- হে আল্লাহ! আপনি সাক্ষী থাকুন। হে আল্লাহ! আপনি সাক্ষী থাকুন। হে আল্লাহ! আপনি সাক্ষী থাকুন।

এরপরে ভাবের আতিশয্যে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষন নিরব থাকেন। জান্নাতী এক নূর যেন তাঁর পবিত্র চেহারাকে মুনাওয়ার করে দিল। নবুয়তের গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করার পর তাঁর অন্তরে যেন স্বর্গীয় স্বস্তি নেমে এল। আর সেই সময়ে নাজিল হয় কুরআনে পাকের বিখ্যাত আয়াত-

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا

অর্থ- 'আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম।' সূরাহ আল মা-য়িদাহ, আয়াত-৩

হযরত উমর ফারুক রাদিআল্লাহু তাআ'লা আনহু এই আয়াত শুনে কাঁদতে শুরু করেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, কাঁদছি এজন্যে যে, পূর্নতার পর তো শুধু অপূর্নতাই বাকি থাকে।

এরপর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানবসকল! তোমরা যারা এখানে উপস্থিত রয়েছো, তারা এই বানী অনুপস্থিতদের নিকট পৌঁছে দিও।



Prophet Muhammad’s (peace and blessings be upon him) farewell sermon in English:


9 DhulHijjah 10 AH (9 March 632) at Mount Arafat

Prophet Muhammad (peace and blessings be upon him) undertook his farewell pilgrimage in the year 10 A.H. His farewell pilgrimage to Mecca is one of the most significant historical events in the minds of Muslims, for it was the first and last pilgrimage performed by Prophet Muhammad, as well as being the model for performing the fifth pillar of Islam, Hajj.

Prophet Muhammad’s final sermon was delivered during the Hajj of the year 632 C.E., the ninth day of Dhul Hijjah, the 12th month of the lunar year, at Arafat, the most blessed day of the year. There were numerous Muslims present with the Prophet during his last pilgrimage when he delivered his last sermon.

Even today, the last sermon of Prophet Muhammad (peace be upon him) is passed to every Muslim in every corner of the world through all possible means of communication. Muslims are reminded of it in mosques and in lectures. Indeed the meanings found in this sermon are astounding, touching upon some of the most important rights Allah Almighty has over humanity, and humanity has over each other. Though the Prophet’s soul (peace be upon him) has left this world, his words are still living in our hearts.

After praising and thanking Allah, Prophet Muhammad (peace and blessings be upon him) said:

“O People, lend me an attentive ear, for I know not whether after this year, I shall ever be amongst you again. Therefore listen to what I am saying to you very carefully and TAKE THESE WORDS TO THOSE WHO COULD NOT BE PRESENT HERE TODAY.

O People, just as you regard this month, this day, this city as sacred, so regard the life and property of every Muslim as a sacred trust. Return the goods entrusted to you to their rightful owners. Hurt no one so that no one may hurt you. Remember that you will indeed meet your Lord, and that He will indeed reckon your deeds. Allah has forbidden you to take usury (interest); therefore all interest obligations shall henceforth be waived. Your capital, however, is yours to keep. You will neither inflict nor suffer any inequity. Allah has judged that there shall be no interest and that all the interest due to Abbas ibn Abdul Muttalib (Prophet’s uncle) shall henceforth be waived…

Beware of Satan, for the safety of your religion. He has lost all hope that he will ever be able to lead you astray in big things, so beware of following him in small things.

O People, it is true that you have certain rights with regard to your women, but they also have rights over you. Remember that you have taken them as your wives only under Allah’s trust and with His permission. If they abide by your right then to them belongs the right to be fed and clothed in kindness. Do treat your women well and be kind to them for they are your partners and committed helpers. And it is your right that they do not make friends with any one of whom you do not approve, as well as never to be unchaste.

O People, listen to me in earnest, worship Allah, perform your five daily prayers (salah), fast during the month of Ramadan, and give your wealth in zakat (almsgiving). Perform Hajj if you can afford it.

All mankind is from Adam and Eve, an Arab has no superiority over a non-Arab nor a non-Arab has any superiority over an Arab; also a white has no superiority over black nor does a black have any superiority over a white except by piety and good action. Learn that every Muslim is a brother to every Muslim and that the Muslims constitute one brotherhood. Nothing shall be legitimate to a Muslim which belongs to a fellow Muslim unless it was given freely and willingly. Do not, therefore, do injustice to yourselves.

Remember, one day you will appear before Allah and answer for your deeds. So beware, do not stray from the path of righteousness after I am gone.

O People, no prophet or apostle will come after me and no new faith will be born. Reason well, therefore, O People, and understand words which I convey to you. I leave behind me two things, the QURAN and my example, the SUNNAH and if you follow these you will never go astray.
All those who listen to me shall pass on my words to others and those to others again; and may the last ones understand my words better than those who listen to me directly. Be my witness, O Allah, that I have conveyed your message to your people”.

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:০৬
১৪টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও যাবো একটু দূরে !!!!

লিখেছেন সেলিম আনোয়ার, ১৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২২

আমিও যাবো একটু দূরে
যদিও নই ভবঘুরে
তবুও যাবো
একটু খানি অবসরে।
ব্যস্ততা মোর থাকবে ঠিকই
বদলাবে শুধু কর্ম প্রকৃতি
প্রয়োজনে করতে হয়
স্রষ্টা প্রেমে মগ্ন থেকে
তবেই যদি মুক্তি মেলে
সফলতা তো সবাই চায়
সফল হবার একই উপায়।
রসুলের... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

×