somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

সালেহ বিন মুহাম্মদ ইবরাহীম আ-লে ত্বা-লিব (صالح بن محمد إبراهيم آل طالب) বাতিলের মোকাবেলায় বলিষ্ঠ কন্ঠস্বর ... ! ঈমানের অগ্নি পরিক্ষায় বাইতুল্লাহর ঈমাম ও খতিব ...! অগ্নিঝরা যে ভাষণের পরে নেমে আসে অত্যাচারের খড়গ ...! গ্রেফতার করা হয় মহান এই আলেমে দ্বীনকে ...! নি:শর্ত মুক্তি চাই এই মহান নায়েবে নবীর ... !

১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মসজিদুল হারামের সম্মানিত ইমাম ও খতিব সালেহ বিন মুহাম্মদ ইবরাহীম আ-লে ত্বা-লিব (صالح بن محمد إبراهيم آل طالب) আজ সউদি রাজপরিবারের শ্যেন দৃষ্টিতে পড়ে অন্ধকার কারা প্রকোষ্ঠে। তার কোনো অপরাধ ছিল না। অপরাধ একটিই। তিনি কিছু সত্য সবার সামনে তুলে ধরেছিলেন। তাতে মুখোশ খুলে যায় শাসকবর্গের অপকর্মের। আর তাতেই ক্ষিপ্ত হন শাসক শ্রেনি। তাকে কথা বলার অপরাধে, সত্য প্রকাশের কারনে জেলে পুরে রাখা হয়। ২০১৮ ইং সালের হজের প্রাক্কালে গ্রেফতার হয়ে অদ্যাবধি তিনি কারাগারে রয়েছেন। তাঁর সেই ঐতিহাসিক খুতবাহ, যার কারণে আজ তিনি অন্ধকার কারা প্রকোষ্ঠে। প্রিয় বাইতুল্লাহর প্রিয় ঈমাম ও খতিব ...! সত্য কথা বলার অপরাধে গ্রেফতার করা হয়েছে যুগের এই সাহসী বীর আলেমে দ্বীনকে। আসুন, দেখে নিই তাঁর বিখ্যাত সেই খুতবাহ, জেনে নিই কী এমন কথা তিনি বলেছিলেন তাঁর সেই খুতবায়, যার ফলে তাকে করা হল কারাবন্দী।

সালেহ বিন মুহাম্মদ ইবরাহীম আ-লে ত্বা-লিব এর পরিচয়
সালেহ বিন মুহাম্মদ ইবরাহীম আ-লে ত্বা-লিব এর পূর্বেও বেশ ক'জন ধর্মীয় ব্যক্তিত্ব সউদি সরকারের রোষানলে পড়ে কারারুদ্ধ হয়েছেন। রাজ পরিবারের স্বার্থের বিপক্ষে যায় এমন কোনো কথা বললে আর রক্ষা নেই। তা যত বড় নীতি কথাই হোক। তা কুরআন হাদিসের আলোকে যত সুন্দর কথাই হয়ে থাক না কেন। তাকে নিশ্চিত কঠিন পরিনতি ভোগ করতে হবে, এটাই বর্তমান শাসকবর্গের অলিখিত নিয়ম। এই নিয়মেরই সর্বশেষ বলি সম্মানিত খতিব সালেহ বিন মুহাম্মদ ইবরাহীম আ-লে ত্বা-লিব। তিনি একই সাথে কা'বা শরীফের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন ৷পাশাপাশি তিনি কাজির দায়িত্বেও নিয়োজিত ছিলেন।

সম্মানিত খতিব তাঁর প্রদত্ব বয়ানে অশ্লীলতা ও ইসলামী শরীয়তে নিষিদ্ধ বস্তুগুলো থেকে বিরত থাকা যে ওয়াজিব তার প্রতি গুরুত্বারোপ করেন। যারা বেহায়াপনার প্রচার করছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করার আদেশ করেন। খুতবাহ দানের পরপরই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ৷তিনি বলেনঃ

খুতবাহর বঙ্গানুবাদ:
"মুনাফিকরা তাদের মঞ্চে বলে- তোমরা কুরআনের মজলিসকে বর্জন করো৷ আমরা আমাদের মসজিদের মিম্বার থেকে স্পষ্ট ভাষায় তাদেরকে বলছি, হে মুসলমানরা তোমরা মুনাফেক ও বেঈমানদের অনুষ্ঠানকে বর্জন করো৷ তোমরা আল্লাহর নাফরমান এবং যারা
এই সমাজের মধ্যে অশ্লীলতা ও বেহায়াপনাকে চালু করছে তাদেরকে বয়কট করো ৷

আমরা ঐ কথাই বলবো যা আমাদের পূর্বসূরী বড় বড় উলামায়ে কিরামগণ বলে গিয়েছেন। তাঁরা বলেছেনঃ তোমরা যে কোনো ধরনের গুনাহের অনুষ্ঠানকে বর্জন করো৷এবং ঐ সমস্ত মানুষদের অনুষ্ঠানকে বর্জন করো, যাদের কর্মপদ্ধতি সন্দেহযুক্ত, এবং যারা নারীদেরকে রাস্তায় বের করে এবং ড্রাইভিং লাইসেন্সের অনুমতি দেয়, যারা নারীদেরকে উলঙ্গপনার দিকে আহ্বান করে, যারা নারী-পুরুষের অবাধে মেলামেশার দিকে উৎসাহিত করে বর্তমান সমাজে ফাসাদ শুরু করেছে, তাদেরকে বয়কট করো৷

যারা নেশাযুক্ত পানীয়কে বৈধতা দান করে তাদেরকে বয়কট করুন৷আপনারা পরিপূর্ণভাবে গান-বাজনা এবং কমেডি, কৌতুক ও সিনেমার অনুষ্ঠানকে বয়কট করুন৷

যদিও যারা এই সিনেমা ও কমেডি চালু করেছে তারা এটাকে নিছক বিনোদন মনে করে৷ অথচ, এটা কেবল বিনোদন নয় বরং এই সিনেমার অনুমোদন দ্বারা একমাত্র উদ্দেশ্য হলো পশ্চিমা চিন্তা- চেতনাকে লালন করা এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে পশ্চিমা আদর্শ ও নীতিকে ঢুকিয়ে দেওয়া৷

যে নাচগানের এবং কমেডি নাটক সিনেমার অনুমোদন একেবারেই ইসলামে নেই! ইসলামি শরীয়ায় এ কাজ হারাম! ইসলাম এই কাজের অনুমোদন প্রদান করে না!

তারা অশ্লীলতাকে বিনোদন নামের পোশাক পরিয়ে এবং বেহায়াপনাকে মুক্তচিন্তা-চেতনার চাদরে মুড়িয়ে উপস্থাপন করছে৷ অথচ সেগুলো যুবক যুবতীদেরকে নাচ-গান, বেহায়াপনা, অশ্লীলতা ও অবাধ মেলামেশার দিকে ধাবিত করার মাধ্যম। আর সেটাই যেন তথাকথিত এই বিনোদনের আসল উদ্দেশ্য!

তাদের এই অসৎ উদ্যোগ পবিত্র এই ভূমির জন্য লজ্জাজনক বিষয় এবং এই পবিত্র ভূমিকে লাঞ্চিত করার শামিল, তাদের এই অসৎ উদ্যেগ ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত।

এমন এক সময় আসবে যখন এই বেহায়াপনাই 'কুদওয়াতুন লিশ্বাবাব' তথা যুবকদের উত্তম মডেল হিসাবে স্থান পেয়ে যাবে৷

ওহে সীমাহীন উদ্ধতগন! তোমরা জনগণের ধন সম্পদকে অন্যায়ভাবে, অহেতুক পাপ কাজে খরচ করছো। এতে না আছে জনগণের কোন রকম উপকারের ছিটাফোঁটা! না আছে জনগণের কল্যাণ!

হে বিপদগামীগন! যদি তোমরা জনগণের পয়সাকে পাপকাজে খরচ করা বন্ধ না করো, তাহলে একদিন আসবে যেদিন এই অপরাধ ও
পাপ তোমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে এবং তোমাদের জন্য বড়ই আফসোসের কারণ হবে। আর ফলে তোমরা পরাজয় বরণ করবে৷

হ্যাঁ, অচিরেই তোমাদেরকে শক্তি এবং আদর্শের পরাজয় হবে৷

তোমাদেরকে তারাই পরাজিত করবে যারা সর্বদায়ই দ্বীনের উপর অটল থাকে। তারাই একদিন তোমাদের বিনোদন নামক বেহায়পানা ও অশ্লীলতাকে ময়লা আবর্জনার ডাস্টবিনে নিক্ষেপ করবে, তাদের নিজেদের উত্তম আদর্শ এবং সঠিক নিয়্যাত ও ইসলামি আকিদাহের মাধ্যমে৷

অচিরেই তোমাদের অশ্লীলতার মঞ্চকে কুরআনের ধারকবাহকগণ আদর্শের যুদ্ধের মাধ্যমে পরাজিত করবে৷

অচিরেই তোমাদেরকে পরাজিত করবে ঐ 'আল্লাহু আকবার' ধ্বনির আওয়াজ যা দিবারাত্রি পাঁচ বার কানে ভেসে আসে, এবং আমাদের অন্তরে সেই পবিত্র আওয়াজের বাতাস প্রবাহিত হয় ও চক্ষু শীতল হয়৷"

সৌদি আরবের জালিম প্রশাসকদের কব্জা থেকে মুক্ত হয়ে স্বপদে ফিরে আসুন প্রিয় খতিব
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যুগের সাহসী কন্ঠস্বর, বাতিলের আতঙ্ক এই আলেমে দ্বীনকে হিফাযত করুন। তাঁর নি:শর্ত মুক্তি চাই। শাসক শ্রেনির অত্যাচার থেকে তাকে নিষ্কৃতিলাভ করে তিনি ফিরে আসুন তাঁর স্ব-পদে। কারান্তরিন এই আলেমে দ্বীনকে আল্লাহ পাক তাঁর খেদমতে পুনর্বহাল করুন।



ছবি পরিচিতি ও কৃতজ্ঞতা: বাইতুল্লাহ শরীফের বাইরের প্রাঙ্গনের ছবি। গুগল থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:৫১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

×