somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিকি
ছোটো প্রাণ,ছোটো ব্যথা >ছোটো ছোটো দুঃখকথা >নিতান্তই সহজ সরল >সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি>তারি দু-চারিটি অশ্রুজল>নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা> নাহি তত্ত্ব নাহি উপদেশ> অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে>শেষ হয়ে হইল না শেষ

এ ট্রিবিউট টু মাই ‘ফ্রেন্ড’--- বন্ধু দিবসে ‘বন্ধুত্বের’ অমূল্য সম্পর্কটি নিয়ে আমার অন্যতম পছন্দের দুইটি সিনেমা

০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“There are some people in life that make you laugh a little louder, smile a little bigger, and live just a little bit better.”

বন্ধু... মানব সম্পর্কের এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই বন্ধু অনেক রূপে আসে, অনেক ধরণে আসে... কেউ সুসময়ের মাছি হয়, কেউ দুঃসময়ের ভেলা, আবার কেউ সবসময়ের সঙ্গী। এই সম্পর্ক একটা আলাদা সম্পর্ক নয় বরং সব সম্পর্কের মিলিত রূপ--- বাবার মত শাসন, মায়ের মত যত্নশীল, ভাইয়ের মত দায়বদ্ধতা, বোনের মত খুনসুটির সম্পর্ক, প্রেমিক প্রেমিকার মত পাগলাটে আত্মিক সম্পর্ক কোনটা নাই এতে...... A versatile relation. বন্ধু নিয়ে সিনেমা কোনটা কোনটা আছে বলতে বললে অনেকে উল্লেখ করবে...My Best Friend’s Wedding, Dumb and dumber, Dil Chahta Hain, 3 Idiots, Hangover এরকম ধরণের আরও কয়েকটা। এর বাইরেও কিন্তু কিছু সিনেমা আছে যেগুলোর কথা খুব কম উল্লেখিত হয়...বন্ধুত্বের এক অন্য দিক হয়ত উন্মোচন করে যেগুলো। সেই কম উল্লেখিত সিনেমাগুলোর মধ্যে আমার দুইটি অত্যন্ত প্রিয় সিনেমা আজকে বন্ধু দিবসে ‘বন্ধু’ সম্পর্কটিকে উৎসর্গ করে পোস্টের বিষয় হিসেবে উল্লেখ করলাম।


প্রথম মুভি :


“If you live to be a hundred, I want to live to be a hundred minus one day so I never have to live without you.”





দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট...আট বছর বয়সী Bruno, Berlin এ তার পরিবারের সাথে সুখেই বসবাস করছিল। তার বাবা Nazi বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। বাবার আরও এক ধাপ পদন্নোতি হলে তাদের Berlin ছেড়ে গ্রাম্য পরিবেশে দ্বারস্থ হতে হয় । Bruno, তার মা Elsa, তার বড় বোন Gretel সবাই নির্জন এক পরিবেশের বাড়িতে এসে বসবাস শুরু করে। শহরের পরিবেশ, নিজের স্কুল, খেলার সাথী ছেড়ে এসে Bruno এখানে নিজেকে অনেক বেশি একা হিসেবে পায়। যে ছেলে খেলে বেড়াতে, নিজের মত ঘুরতে ফিরতে ভালবাসত তার উপর নিয়ম এবং কড়া শাসনের প্রতিবন্ধকতা চাপিয়ে দেয়া হয়। Bruno এবং তার বড় বোনের জন্য বাড়িতেই গৃহশিক্ষক নিয়োগ করা হয় যেন শহর থেকে চলে আসলেও তাদের পড়াশোনার কোন ক্ষতি না হয়। Gretel এর পড়াতে মন বসলেও Bruno র এসব কিছুতে মন বসে না...Explorer হতে চায় যে সে, ঘুরে বেড়াতে চায় নিজের মত করে সব জায়গায়। Bruno র এই বাড়িতে সে কিছু লোককে নিজেদের চাকর হিসেবে দেখে, যারা একই ধরণের stripe দাগ দাগ পোশাক পড়ে ঘুরে, তাদের একজনের সাথে তার সম্পর্কও অনেক সুন্দরভাবে গড়ে উঠে যার নাম Pavel…সে জানায় সে ইহুদী। কৌতূহলবশত তাকে তার সম্বন্ধে জিজ্ঞেস করলে Bruno এও জানতে পারে সে পূর্বে একজন ডাক্তার ছিল..। অপরদিকে Bruno র শিক্ষকের ইহুদী বিরোধী চিন্তার সাথে তার বড় বোন প্রভাবিত হলেও, সে তার কথার সাথে মিলিয়ে মানুষগুলোর কোন খারাপ দিক খুঁজে পায়না। Bruno র উপর তাদের বাড়ির পিছনের বাগানে খেলার প্রতি নিষেধাজ্ঞা থাকে। কিন্তু Bruno সেদিকে একদিন ধোঁয়া উঠার চিহ্ন দেখতে পায়। কৌতূহলী ছোট্ট মন একদিন সিদ্ধান্ত নেয় বাগান পার হয়ে ওদিকে কি রয়েছে দেখতে যাবে । সবার অলক্ষ্যে এক দুপুরে সে বাগান পারও হয় এবং একটি কাঁটা তারের বেড়ার কাছে গিয়ে পড়ে। সেখানে সে দেখা পায় Pavel এর মত অবস্থাপন্ন আরও কিছু মানুষের এবং সাথে তার সমবয়সী একটি ছেলের...নাম Shmuel…সে দেখে ছেলেটি তার বয়সী হলেও, জীবন ধারণের পদ্ধতির সাথে তাদের কোনভাবেই মিল নেই... Shmuel বন্দী সেখানে। তার বাবার সাথে বন্দি বানানো হয়েছিল তাকে... যদিও বেশ কিছুদিন ধরে সে তার বাবার সন্ধান জানে না। Shmuel এর দোষ সে ইহুদীর সন্তান...Bruno র সরল মন বিশ্বাস করে Pavel, Shmuel এরা সবাই strip পোশাক ধারী তাদের মতই মানুষ, কিন্তু কেন জানি তাদের জীবন ধারণের এরকম অদ্ভুত ধরণ সে বুঝে উঠতে পারে না। এদিকে Shmuel ভাবে সে এখানে কিছুদিনের জন্য বন্দি... একদিন না একদিন সে এখান থেকে মুক্তি পাবে তার বাবা সহ, স্বাধীনতার স্বাদ পাবে আবারও নতুনভাবে। Shmuel এর সাথে Bruno র সখ্যতা গড়ে উঠে এবং এভাবে কাঁটা তারের বেড়ার দুই দিকের দুই ভিন্ন পরিবেশের দুইটি শিশুর সরল বন্ধুত্ব এক অন্য দৃষ্টান্ত রূপে থেকে যায়। কি হয় শেষ পর্যন্ত তাদের সাথে? Bruno আর Shmuel এর বন্ধুত্ব কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়? মনকে ছুঁয়ে যাওয়া এই সিনেমাটি আইরিশ লেখক John Boyne এর ‘The Boy in the Striped Pyjamas’ অবলম্বনে নির্মিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দুইটি ছোট্ট ছেলের দৃষ্টি দিয়ে অদ্ভুতভাবে ফুটিয়ে তুলেছে লেখক এবং সেই সাথে এর চিত্ররূপ সিনেমাটাও। এর বিশেষ দিক, সম্পর্কের মূল্যবোধ। বয়স গেলে আমরা মনে করি যে, স্বার্থ ছাড়া সম্পর্ক চালিয়ে যাওয়া নিরর্থক... কিন্তু এই The Boys in the Striped Pyjamas দেখে একটা জিনিস সহজেই বোঝা যায় পৃথিবীতে সব সম্পর্কের আড়ালে কারণ থাকে না বরং টান থাকে এবং সম্পর্কটার প্রতি অনেক বেশি দায়বদ্ধতাও থাকে--- Bruno এবং Shmuel এর এই গল্পটা যেমন। তাদের জীবনের মিল নেই, পরিবেশের মিল নেই, তাদের অবস্থারও মিল নেই... কিন্তু মিল এক জায়গায়... নিঃস্বার্থ এক সম্পর্কে... যার নাম বন্ধুত্ব। এই সিনেমা এমন একটা সিনেমা... যে বয়সী মানুষ, যতবারই দেখবে তার মনে একটা চাপা কষ্টের সৃষ্টি হবে......গল্পটার সার্থকতায় এমন। আগেও বলেছি, কিছু কিছু সিনেমা দেখার বাইরেও একটা অনুভূতির বড় অংশ হয়ে দাঁড়ায়, অন্য ধরণের একটা আবেশে আঁকড়ে ধরে রাখে মেলা সময়...এই সিনেমাটি এমন ধরণের প্রকৃষ্ট উদাহরণ। জীবনের গল্প, ভাতৃত্বের গল্প, বন্ধুত্বের গল্প... সব শেষে এক চাপা কষ্টের গল্প এই ‘The Boy in the Striped Pyjamas. ’ The Story of innocence in the world of ignorance… এই সিনেমার জন্য সত্যেন্দ্রনাথ দত্তের সেই ‘মানুষ জাতি’ কবিতাটি উৎসর্গ করছি-


“জগৎ জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম মানুষ জাতি;
এক পৃথিবীর স্তন্যে লালিত
একই রবি শশী মোদের সাথী।
শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা
সবাই আমরা সমান বুঝি,
কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি
বাঁচিবার তরে সমান যুঝি।
দোসর খুঁজি ও বাসর বাঁধি গো,
জলে ডুবি, বাঁচি পাইলে ডাঙ্গা,
কালো আর ধলো বাহিরে কেবল
ভিতরে সবারই সমান রাঙা।
বাহিরের ছোপ আঁচড়ে সে লোপ
ভিতরের রং পলকে ফোটে,
বামুন, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র
কৃত্রিম ভেদ ধুলায় লোটে।…
বংশে বংশে নাহিক তফাত
বনেদি কে আর গর্-বনেদি,
দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ্
দুনিয়া সবারি জনম-বেদী। ”





The Boy in the Striped Pyjamas 2008

IMDB rating: 7.8/10
Genre: Drama/War
Cast: Asa Butterfield, David Thewlis, Rupert Friend, Vera Farmiga
Country of Origin: UK/USA





দ্বিতীয় মুভি :

“Good friends are like stars. You don’t always see them, but you know that they are always there. “





সাল ১৯৭২... Madison, Pennsylvania র এক সুসজ্জিত আবাসিক পরিবেশে Vada Sultenfuss এর বাড়ি। মা মরা Vada র বাবা Harry Sultenfuss একটি funeral parlor চালায়... অর্থাৎ সে মৃত মানুষের শেষ কয়েক মুহূর্ত অলঙ্করণের কারিগর। অদ্ভুত স্বভাবের এই লোকটি নিজের মেয়ে Vada র প্রতি সেভাবে দৃষ্টি দিতে পারে না নিজের কাজের সুবাদেই। আর এভাবে মা হারা Vada র মধ্যে tomboy প্রকৃতিটা প্রকট হয়ে উঠে... নিজের মত চলে ফিরে বেড়ায় সে। তার মধ্যে বাবার কাজের ধরণ এবং বাড়ির পরিবেশের কারণেই অনেক আগে থেকেই মরে যাওয়ার একটা obsession কাজ করে, আবার পর মুহূর্তেই সে ঠিকও হয়ে যায়। Vada মনে করে তার কারণেই তার মা মৃত, সে জন্ম না নিলে তার মা হয়ত বেঁচে থাকত ! Vada র বাবা ছাড়াও আত্মীয় বলতে তার বাসায় থাকে তার দাদী যাকে Grammo বলে সে এবং Alzheimer’s Disease এ আক্রান্ত এই মানুষটি। Vada র tomboy স্বভাবের কারণে অন্যান্য মেয়েরা তাকে খুব একটা পছন্দ করে না এবং তাকে অনবরত ক্ষেপাতে থাকে। তার বেস্ট ফ্রেন্ড হিসেবে এগিয়ে আসে Thomas J. Sennett… যে চারিত্রিক দিক দিয়ে Vada র সম্পূর্ণ বিপরীত, নির্জীব প্রকৃতির হলেও ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখে সে … অদ্ভুত স্বভাবের সাদা সরল একটি বালক, যার প্রায় সব কিছুতেই অ্যালার্জি থাকে। অপরদিকে Vada বাকপটু, মেজাজী এবং মরণের আগেই মরণের চিন্তা নিয়ে পাগলপ্রায়!! Vada র ছোট্ট সরল মন ক্রাশ খায় তারই এক শিক্ষক Mr. Bixler এর উপর...সে তার বড়দের জন্য খোলা writing class এরও সদস্য হয়ে যায়... প্রতিনিয়ত উপস্থিত থাকার চেষ্টা করে সে। Thomas J. Vada র একাকী খাপছাড়া জীবনে সুখ, দুঃখ ভাগাভাগি করার একমাত্র সঙ্গী... রাগ দেখারও একমাত্র মানুষ। নিরীহ স্বভাবের Thomas J. রও একমাত্র বন্ধু Vada ই। একদিন খেলতে খেলতে তারা একটি বনের মধ্যে চলে যায় এবং Vada নিজের অত্যন্ত প্রিয় Mood Ring হারিয়ে ফেলে বনের মাঝখানে। তারা খেলতে খেলতেই ভীমরুলের চাকে পাথর মারে এবং ভীমরুলের আক্রমণে পালায় ও। কিন্তু Thomas J. থেকে যায় তার বন্ধুটির প্রিয় জিনিস সেই Mood Ring খুঁজে নিয়ে আসার জন্যে। এরপর তাদের দুইজনের ভাগ্যের সব কিছুই ওলট পালট হয়ে যায় সারা জীবনের জন্য। কি হয় Thomas J. এর সাথে? কি হয় তাদের বন্ধুত্বের?? কিছু কিছু সম্পর্কের তাৎপর্য আমাদের জীবনে সবসময় থাকে অদৃশ্যভাবে...যখন সেটিকে আমরা হারিয়ে ফেলি তখন নিজেদের একটা আলাদা দিক আমরা খুঁজে পায়... ‘I have lost something’... Vada Sultenfuss আর Thomas J. এর সম্পর্কটাও ঠিক যেন তাই । অনেকে বলে লিঙ্গভেদে বন্ধুত্ব হয় না, সেই বন্ধুত্ব প্রেমে একসময় রূপ নেয়, কিন্তু সত্যি কি তাই?? বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি আবেগের বরং চাওয়া পাওয়ার নয়, অনেক বেশি অধিকারের যেখানে এটা হল কেন, ওটা হল না কেন ব্যাপার থাকে না। বন্ধুত্বের gender discrimination হয় না... বন্ধু বন্ধুই হয়। Vada Sultenfuss এর চরিত্র পাগলাটে মনে হবে প্রথম দিকে কিন্তু পরের দিকে এই ছোট্ট মেয়েটিই emotional করে দিবে। Vada আর Thomas J. এর অনেক বেশি মন ছুঁয়ে যাওয়া এই বন্ধুত্বের গল্প হাসাবে, ভাবাবে সব শেষে অনেক বেশি মনকে নাড়া দিবে। এই গল্প আর কিছু হলেও কল্পকাহিনী নয়...অনাকাঙ্খিত বাস্তব। এই সিনেমাটা কাজী নজরুল ইসলামের সেই ‘অভিশাপ’ কবিতাটার এই কয়টা লাইন মনে করিয়ে দেয়...

“যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-
বুঝবে সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে
পাগল হ’লে কেঁদে কেঁদে
ফিরবে মরু” কানন গিরি,
সাগর আকাশ বাতাস চিরি’
যেদিন আমায় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে! ”





My Girl 1991

IMDB rating: 6.8/10
Genre: Drama/ Family
Cast: Anna Chlumsky, Macaulay Culkin, Dan Aykroyd
Country of origin: USA





**** এই লেখা সম্পূর্ণ রূপে আমার… পূর্বের কোন লেখার সাথে মিলে গেলে তা একান্তই co-incidence….no resemblance. আশা করি পোস্টটি ভালো লাগবে !!!! Happy Movie Watching !!!

সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫২
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিরিতের সংস্কৃতিওয়ালা তুমি মুলা’র দিনে আইলা না

লিখেছেন আরেফিন৩৩৬, ১৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:৫৬


---- আমাদের দেশে ভাষা, সংস্কৃতি এবং সামাজিক সমুন্নয়ন তলানিতে। তেমন কোন সংস্কৃতিবান নেই, শিরদাঁড়া সোজা তেমন মানুষ নেই। সংস্কৃতির বড় দান হলো ভয়শূন্য ও বিশুদ্ধ আত্মা। যিনি মানবের স্খলনে, যেকোন... ...বাকিটুকু পড়ুন

ইসরায়েল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪৮

ইসরায়েল
সাইফুল ইসলাম সাঈফ

এ মাকে হত্যা করেছে ইসরায়েল
এ বাবাকে হত্যা করেছে ইসরায়েল
নিরীহ শিশুদের হত্যা করেছে ইসরায়েল
এই বৃ্দ্ধ-বৃদ্ধাদের হত্যা করেছে ইসরায়েল
এ ভাইক হত্যা করেছে ইসরায়েল
এ বোনকে হত্যা করেছে ইসরায়েল
তারা মানুষ, এরাও মানুষ,... ...বাকিটুকু পড়ুন

গ্রামের রঙিন চাঁদ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:১২


গ্রামের ছায়া মায়া আদর সোহাগ
এক কুয়া জল বির্সজন দিয়ে আবার
ফিরলাম ইট পাথর শহরে কিন্তু দূরত্বের
চাঁদটা সঙ্গেই রইল- যত স্মৃতি অমলিন;
সোনালি সূর্যের সাথে শুধু কথাকোপন
গ্রাম আর শহরের ধূলি... ...বাকিটুকু পড়ুন

পাহাড়পুর বৌদ্ধবিহার।

লিখেছেন নাহল তরকারি, ১৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১৭



পাহাড়পুর বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষঃ
পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন।... ...বাকিটুকু পড়ুন

পরবাসী ঈদ

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:২৩

আমার বাচ্চারা সকাল থেকেই আনন্দে আত্মহারা। আজ "ঈদ!" ঈদের আনন্দের চাইতে বড় আনন্দ হচ্ছে ওদেরকে স্কুলে যেতে হচ্ছে না। সপ্তাহের মাঝে ঈদ হলে এই একটা সুবিধা ওরা পায়, বাড়তি ছুটি!... ...বাকিটুকু পড়ুন

×