somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

বিচিত্র বিভা
-----------
পৃথিবী বিচিত্র বড় !
তারও অধিক বিচিত্র মানুষ ।
কল্পনার ফানুস উড়ায়ে আকাশে
বিভোর কেহ তারার ইশারায়,
জোছনার ছায়া্‌য়,
পালকবিহীন বায়ুর ডানায় ।
নিঃশব্দ ভাবনার কোলাহলে
স্তব্দ কলরবে
কেহ রাতজাগা কোমল শয্যায়,
খোলা জানালা্‌য়,
উন্মুক্ত আঙ্গিনায়,
নির্জন পথে্র ধারে
কিংবা পথে পথে ।
অশ্রুতে দৃষ্টি ঝাপসা কারও,
নিঘুম কারও দুটি চোখ
সুখবিনাশী প্রেতাত্মার
স্বরূপ সন্ধানে,
নিমিলিত অপলক ।
কেউ বা
অস্তিত্বহীন দ্বিতীয় সত্ত্বার
অনুসারী অনুগামী... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

অনঘ আমি
-----------
কষ্ট দিয়েছ যদি, তারে আর
না নিও ফিরায়ে, থাকুক সে
আছে যেমন, মন তার চায়
যত দিন, বাজাক বেসুরে
বিষন্ন বীণ নিঃসঙ্গ রাতের
নিঝুমে মেঘাবৃত জোছনায়,
ঝরাক অঝোরে অমিয় অশ্রুর
নিরাকুল দৈব প্রসন্নতায় ।
যায় যদি, যাক ভেসে যাক
সুখস্বপ্ন যত। সুখালিঙ্গন আর
সইবে না আমার।
একদিন অন্বয়ে ব্যর্থ বিমুখ
অবশিষ্ট কষ্ট প্রবর, ঢাকি'... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

্কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

বয়সের ধস নেমেছে
--------------------
বয়সের ধস নেমেছে
সেই কবেই। তার ছাপ
শরীরের ভাজে ভাজে,
কপালের বলিরেখায়
স্পষ্টতই উদীয়মান।
যদিও ছানিতে ঝাপসা দু'চোখ,
তবুও দৃষ্টিতে আজও ভাসমান
যৌবনের সব স্মৃতি সুখকর।
মনে হয়, মনের বয়স বাড়েনা।
তাই রূপ-রস-গন্ধ-বর্ণ তারে
আগের মতই বার বার করে
আকর্ষণ, হৃত যৌবন যেন
আমৃত্যুই অজর অমর,
বিবর্ণ ক্ষীণ দৃষ্টিতে ভাবনার
মানসীরা আজও অম্লান,অপরূপা
সে-ই প্রথম... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

্কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭

প্রবৃত্তি মানুষের
-------------
কখনও মানুষ
নিজেই বিধাতা নিজের।
আগ্রাসী আমিত্বের কাছে
বিবেক তার পরাস্ত পরাভূত,
নিষেধ বারণ তুচ্ছ অপাংক্তেয়
তার কাছে, জড়ায় সে সংঘাতে,
গর্হিত কাজে প্রবৃত্তির বশে,
আলো ভেবে আলেয়ার পশ্চাতে
ধাবিত অবিরত,
সোনা ভেবে জ্বলন্ত অঙ্গারে
দুহাত দগদ্ধ করে, কাঁদাতে গিয়ে
কাঁদে সে নিজেই, মারতে গিয়ে মরে।
দিনে দিনে
অভিলাষী চেতনা আত্মঘাতী
অভিসম্পাত ডেকে আনে,
অলক্ষ্যে বাড়ায় মনস্তাপ,
পতনের অভ্যগ্র শ্রবনে
অশ্রুর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৫ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

সুস্মিতা আমার
---------------
কাব্য কবিতা
আমার সুস্মিতা পরমা,
শব্দভূষণে সুসজ্জিতা,
হৃদাসনে অধিষ্ঠিতা
এক অলোক-সুন্দরী,
আবীত আনত লাজে।
দিঠির দিয়াড়ি জ্বালি
অতন্দ্র নিবিষ্টতায়
আবিষ্ট অণুক্ষণ
নিগূঢ় প্রেমবন্দনায়।
দ্যুলোক-ভূলোকে সে-ই মোর
অলুক এক ঈশ্বরী অনামিকা।
অলোল উত্তেজনায় নিভৃতে নিতি
আমারে জড়িয়ে রয়
নিবিড় আলিঙ্গনে।
ছন্দে অনুপ্রাসে বাসনা বিলোল
উদ্বেলিত মধুর ব্যঞ্জনায়,
কামনায় সদা সর্বাঙ্গ থর থর।
অক্লান্ত লিখনী হাতের
অলখে রচে যায় ক্ষুদ্র লিপিকা
দুজনার নাবলা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫৫ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

আগুন আর আগুন
-------------------
আগুন ! আগুন!! আগুন !!!
আগুন আজ চারিদিকে,
সবখানে!
ঘরে আগুন, বাইরে আগুন,
আগুন জনপদে, বিপনীতে;
মালের গুদামে আগুন,
বুকের উনুনে আগুন
যেন চিতা প্রজ্জ্বলিত ;
দাবানলে সবুজ বনানী
ছারখার,
নিতল সাগর-শয্যায়
ঘুমন্ত জ্বলন্ত অগ্নিগিরি,
পাথরেও আগুন
আজন্ম পাথরচাপা;
আগুনের লেলিহান শিখায়
স্তম্বিত শাণিত বিবেক,
স্তিমিত ভয়ে, ধামাচাপা;
মিছিলের মশালে আগুন,
স্লোগানে স্লোগানে আগুন ,
আগুন প্রতিবাদীর চোখে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

্কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৪


তবে কি বৃথাই বিসর্জন
-----------------------
এই যে অমূল্য প্রাণের এত বলিদান,
এত রক্তঢালা, মুহুর্মুহু এত ক্রন্দন,
গগন বিদারি এত আহাজারি,
বিনিময়ে তার পর্বতপ্রমান এত সব
অমূল্য অর্জন অনুত্তর,
তার সবই কি আমরা একে একে দিব
বিসর্জন? যাবে বৃথা? আত্মকলহে তা
রবে কি অধরা যুগ যুগ আমজনতার?
আমি কি শুধুই আমার? সবই কি
আমার তবে, নহে অন্য... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

্কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৫৫

ভালবাসা
-------
এমন আর হয় না যেন,
পড়ে না চোখে কিংবা মনে !
হাসি নয়ত অশ্রু হয়ে রয়
অণুক্ষণ, অনুভবে তার বীক্ষন
আমরণ নিশ্বাসে নিশ্বাসে,
বিস্ময়ে চিত্ত বিহ্বল, আবেগ চঞ্জল
অরূপ রূপের ব্যঞ্জনায়,
বিজনেও উদ্বেলিত বসন্ত সুহাস,
আকাশ নীলাঞ্জনা বাসন্তী নীলে,
অনলে অদাহ্য লালচ অশেষ,
বিশিখে অবিদ্ধ পরাণ,
বিরান প্রান্তর এ জীবন
সম্বৃদ্ধ যেন বীরণ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

্কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৫১


অকাল বসন্ত
-------------
অবেলার বসন্ত তুমি
মনোবনে। সংগোপনে
ও বনে গিয়েছি কত,
খুঁজেছি তোমায়,
অঝোর ঝরিয়েছি
অজস্র অশ্রু শিশির
যখন প্রতিক্ষায় নিষন্ন
একা।
হায় ! সেই তুমি এলে,
যৌবন পসরা নিয়ে
এলে গরবিনী,
যখন মনে ও বনে
সায়াহ্নের উঁকি!
---*---
বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫৬ বার পঠিত     like!

কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

এ জীবন যুদ্ধ যেন
-----------
জীবন যেন যুদ্ধ পদে পদে,
অলক্ষ্যে রক্তঝরা অনন্ত
ধারায়। আহত হয়েও অহর্ণিশ
ভালবাসায় প্রবোধ খুঁজে মরে।
ভাবে, প্রেম অনুত্তম, অনর্ঘ অনুপ
যা হয় না নিঃশেষ বিরহ বিষাধে,
কিংবা অনুশয়ে, তারে আকড়ে ধরে
পড়ে রয় নিরত্যয় অভিলাসে,
অনহেলায় যেন সে যুধিষ্ঠির এক
অদম্য অনপেত।
এ ভাবেই জীবন মরেও অমর ।
---*---
বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫২ বার পঠিত     like!

্কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭


প্রেমকেলি
------
এতই আমার যদি,
কেন তবে দূরে রাখা,
দূরে থাকা? কেন সাজিয়ে
বাগান, তপ্ত নিঃশ্বাস বায়ে
তারে ছারখার করে দেয়া?
কেন অমন হাসি অমলিন
অশ্রুর আঁচলে আড়াল করা
বেলা অবেলায়? মঞ্জরিত
জোছনা বাসনা পরম
কেন আবৃত শরমে
নিশির নিঝুমে?
কেন টলমল
অজচ্ছল সরসীর জলে
কমল কোমল হৃদি শিহরণ
স্তব্ধ নিমগন মরণ বাসনায়?
দ্বৈবিধ্য দ্যোতনায় কেন মোরে
মিছে কষ্ট দেয়া?... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৫ বার পঠিত     like!

্কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

মধুর ব্যঞ্জনা
-------------
ত্র্যম্বক নহি আমি। তবুও
প্রতিক্ষায় মম শিবানী পরমা -
এক ত্রি-দশবনিতা, সমপ্রাণা,
ত্রিযামায় তর্পিণী একা নির্জন
ত্রিবেনীকূলে। ভূ-লোক আজ
ত্রিদিব যেন, যেন ত্রি-তাপহরা
এ পাপিষ্ট লাগি। উপলধোয়া
তার নির্মল অশ্রুর অযুত প্রস্রবন
নিস্কাম নির্লিপ্ততায় মিশে আসি
গঙ্গোত্রী ধারায় । প্রহর স্তম্বিত
তার নিঃশর্ত সমর্পণে।বেণুবনে
বিধাতা হৃষিত মধুর ব্যঞ্জনায়।
... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

্কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

( কানাডার লেথব্রিজে থাকা নাতি ফারদীনের জন্য লেখা। সেখানে অনুষ্ঠেয় আগামী 'একুশে ফেব্রুয়ারী' অনুষ্ঠানে সে এ কবিতাটি আবৃতি করবে ।)

একুশে ফেব্রুয়ারী
------------------- মোঃ রুহুল আমীন ।
আজ একুশে ফেব্রুয়ারী !
খালি পায়ে এসো সবাই
করব প্রভাতফেরী।
কষ্ট হলেও হেঁটে সবাই
শহিদ মিনার যাব,
শ্রদ্ধাভরে সেই মিনারে
ফুলের তোড়া দিব।
ভাষার জন্য বাহান্নতে
যারা দিলেন প্রাণ,
তাঁরা মোদের ভাইবেরাদর,
তাঁরাই মোদের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৭১ বার পঠিত     like!

্কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১০

জীবন বহমান
--------------
জলের ঘর্ষণে ক্ষয়িষ্ণু পাথর,
সময়ের নিঃশব্দ নির্মম প্রহারে
জীবন ক্ষীয়মান । তবুও সে
বহমান উপেক্ষি এর সবই।
শুধু স্বার্থপরতায় বিধ্বস্ত
মানুষের বিবেক,পরাস্ত মানবতা,
অধীনতায় নিরুদ্বিঘ্ন চেতনা মুক্তির,
ভোগাগ্নিতে ভষ্মীভূত প্রেম,
আলোর ঐশ্বর্য লুন্ঠিত অজ্ঞতার
অন্ধকারে, নিরাকারে বিমুর্ত বিধাতা,
সৃষ্টির কর্মবৈচিত্রে স্রষ্টা স্তম্বিত নিজেই।
অনলে অস্থির অনিল, জলাতঙ্কে জল,
বিজ্ঞানে জ্ঞানের বিস্তার, মানুষ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫৭ বার পঠিত     like!

্কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯

নহ অচেনা তুমি
---------------
আমি তোমাকে চিনি।
তোমার অন্তর বাহির
কিছুই আজ আমার
অজানা অদেখা নয়,
নহে অস্পৃষ্ট আছোঁয়া।
হাত লাগাইনি আমি,
তুমিই উন্মুচিত করেছ
তার সবই
যা ছিল আবীত আবৃত,
একান্ত তোমার,
চেয়েছ ধন্য হতে দিয়ে,
নিয়ে যেন ধন্য করি
সে প্রতীক্ষায়
নিঘুম কাটাও আজও
অষ্টপ্রহর।
সেও জানি।
---*--- বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৫৪৩৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ