somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেরার কোনো গল্প নেই- একুশে বইমেলায় আমার প্রথম বই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গল্প লেখার ভূত যখন মাথায় সওয়ার হয়েছিলো, তখন মাত্র ক্লাস সেভেনে পড়ি। ওই ক্লাসে থাকতেই প্রথমবার জাতীয় দৈনিকে ছাপার অক্ষরে নিজের নাম দেখার অনুভূতি এখনো টাটকা! ছাপার অক্ষরে নিজের নাম দেখার 'লোভ' আজও আছে। সেই লোভ আর গল্প লেখার ভূত; এই দুই মিলে এবারের একুশে বেলায় বেরোলো আমার গল্পগ্রন্থ- ফেরার কোনো গল্প নেই

কী গল্প লিখেছি আমি?
গল্প তো আসলে সবই। এই যে আমাদের বেঁচে থাকা, কখনো দুঃখে পোড়া, কখনো আনন্দে ভাসা; সবই তো আসলে গল্প। মানুষের জীবন চলে গল্পের সঙ্গে নিবিড় এক সম্পর্ক নিয়ে। কেউ গল্প বলে বেড়ায়। আর কেউ বেড়ায় গল্প লিখে। প্রথমটাতে আমি দুর্বল। কিন্তু দ্বিতীয়টাতে যৎসামান্য সবল। যদিও আমার কলম এখনো সেভাবে সবাক নয়।

আমার গল্পে অবধারিতভাবে যা আছে, তা হলো প্রেম। প্রেমে ডুবে থাকায় সীমাবদ্ধ অবশ্য থাকিনি। গভীর জীবনবোধের গল্পও লেখার চেষ্টা করেছি। আমার কোনো কোনো লেখা ঠিক গল্প নয়; মনে হবে স্রেফ আত্মোপলব্ধি লিখে গেছি লাইনের পর লাইন। তারপর সবগুলো লাইন জড়ো করলে, মনে হয়েছে গল্পটা দারুণ। মানে নিজের কথাগুলোকেই গল্প বলে দেয়ার কাজটা আমি করেছি।

আবার যেগুলোকে নিজের কথা বলেছি, সেগুলো কিন্তু আমার নিজের কথা নয়। বেশির ভাগ ক্ষেত্রে যার গল্প, আমি নিজেকে তার জায়গায় নিয়ে গেছি, নেয়ার চেষ্টা করেছি। কোনো গল্পে আছে নিছক প্রেম, কোনো গল্পে বাবার সঙ্গে ছেলের সম্পর্কের বিভেদ, গভীর বিরহ; এই সবই আমার গল্পগুলোতে উঠে এসেছে।



কোথায় পাওয়া যাবে?
ফেরার কোনো গল্প নেই- প্রকাশ করেছে প্রিয়মুখ। পাঁচ বছর বয়সী এই প্রকাশনা সংস্থাটি খুব অল্প সময়েই পাঠক- লেখকদের আগ্রহ কাড়তে পেরেছে। এবারের মেলার ২৫৮ নম্বর স্টলটি প্রিয়মুখের। সেখানেই পাওয়া যাবে- ফেরার কোনো গল্প নেই

আমি কি আপনাকে বইটি কিনতে বলবো?
না। বলবো না। লেখক হিসেবে এটা একটা বিব্রতকর ব্যাপার বটে! লেখালেখির জগতটা নতুনদের জন্য বড্ড ভয়ংকর আর নিঃসঙ্গ যাত্রা। প্রকাশকরা নতুনদের বই করতে চাইবে না। চাইলেও টাকা দিতে হবে। পাঠকরা পড়তে চাইবে না। বলবে, এ তো নতুন, কী আর পড়বো! নতুন লেখকরা, আমার মতো নতুনরা তাহলে কী করবে? বড়জোর বইটা অন্তত একবার দেখার আমন্ত্রণ জানাবে। আমিও সেটাই জানাই! যদিও কাজটা আসলে প্রকাশনীরই করার কথা। কিন্তু ওই যে নতুনদের নিঃসঙ্গ যাত্রার কথা বললাম...!

দেখার পর যদি মনে হয়, এর বই পড়া যায়, বা পড়ার মতো কিছু একটা হয়েছে; তবে কিনতে পারেন। বন্ধুকে উপহার দিতে পারেন।

বইয়ের কিছু তথ্য
নাম: ফেরার কোনো গল্প নেই
লেখক: সাইফ হাসনাত
ধরন: গল্প সংকলন
প্রচ্ছদ: হামীম কেফায়েত
প্রকাশনী: প্রিয়মুখ
স্টল: ২৫৮
দাম: ১৭০, মেলায় ১৩০
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও যাবো একটু দূরে !!!!

লিখেছেন সেলিম আনোয়ার, ১৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২২

আমিও যাবো একটু দূরে
যদিও নই ভবঘুরে
তবুও যাবো
একটু খানি অবসরে।
ব্যস্ততা মোর থাকবে ঠিকই
বদলাবে শুধু কর্ম প্রকৃতি
প্রয়োজনে করতে হয়
স্রষ্টা প্রেমে মগ্ন থেকে
তবেই যদি মুক্তি মেলে
সফলতা তো সবাই চায়
সফল হবার একই উপায়।
রসুলের... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

×