somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি

২৫ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি আমার কাছে খুবই স্পেশাল আর আকর্ষণীয় বলে এইটা নিয়া আমি অবশ্যই কিছু লিখবো কিংবা লিখতে চাই অনেকদিন ধরে। তারপর অনেক ভেবে দেখলাম এইটা নিয়া লেখার জন্য যেই পরিমান ধ্যান ধারণা জ্ঞান থাকা উচিৎ তা আমার চাইতে আমার পরিচিত ফটোগ্রাফার বড় ভাই ফয়সাল ভাইয়ের আছে শুধু তাইই না তার তোলা ফটোগ্রাফি ছাড়া আমি দুই চোখে আর কিচ্ছু পছন্দ হয়নাই এই পোস্ট লেখার জন্য কাজেই আমি তাকে ব্যাপারটা জানাইলাম। সে বলল তোমার যা লাগে যত ছবি লাগে যত যত ইনফরমেশন লাগে আমি দিতেছি। কাজেই এই পোষ্টের সমস্ত ক্রেডিট উদার ফয়সাল ভাই এর। কেননা আমাদের দেশের কিংবা দেশের বাইরের কোন ফটোগ্রাফার অন্য একজনকে তার তোলা ছবি দিতে চান না এবং ছবি তোলার টেকনিক তো কিছুতেই জানাইতে চান না। যেমন একদিন আমি লাল রঙের শাপলার বিলের ছবি দেইখা বাংলাদেশের এক ফটোগ্রাফাররে কমেন্টে জিজ্ঞেস করছিলাম এইটা কোন জায়গায়, আফসোস সে জায়গার নাম কিছুতেই বলে নাই। আরেক বিদেশি ফটোগ্রাফারের স্প্লাশ ফটোগ্রাফির শাঁটার স্পীড জানতে চাইছিলাম সে ও চুপ।




ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য ১২ টি টিপস (এই অংশ ফয়সাল ভাই লিখে দিছে তারে আমি আর্টিকেল লিখবো বলে সাত দিন নাই হয়ে গেছি বলে ভাইয়া নিজ দায়িত্তে লিখে আমারে হেল্প করছে , কাজেই আরামে আরামে বিনা কষ্টে আর্টিকেলটা লেখা হয়ে গেছে)

আপনি প্রোফেসনাল ফটোগ্রাফের হন বা মাত্র শুরু করছেন, কিছু জিনিস অনেক কমন। বাস্তবে আপনি আপনার সামর্থ্য আর দেখা এবং কম্পসিং এর দক্ষতার উপর যতই আস্থাবান হন না কেন সবার উপর হচ্ছে প্রকৃতি। আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকলেও দর্শনীয় ল্যান্ডস্কেপ ছবি তুলতে সাহায্য করবে।

১। Location
ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির জন্য পরিকল্পনা অত্যন্ত জরুরি , এটি Landscape ফটোগ্রাফির প্রকৃত প্রক্রিয়া। আপনি কোথায় যেতে চলেছেন তার একটি সুস্পষ্ট ধারণা থাকা উচিত এবং দিনের কোন সময় আপনি সেরা ফটোগ্রাফটি ক্যাপচার করতে সক্ষম হবেন। মানচিত্র কিভাবে পড়বেন তা শিখুন এবং বুঝতে শিখুন কীভাবে আপনি নিখুঁত অবস্থান খুঁজে পেতে পারেন। আপনার সঠিক অবস্থান পরিকল্পনা করে, আপনি বেশি সময় On Spot থাকতে সক্ষম হবেন এবং নিশ্চিত হন যে আপনি নিরাপদে এবং প্রচুর সময় পাচ্ছেন এবং ফিরে আসার পথ খুঁজে পাচ্ছেন যা সাধারণত সূর্যাস্তর পরে হয়।

২। ধৈর্য ধরুন
একটি perfectly composed ছবি ধ্বংস করতে অধৈর্যই যথেষ্ট। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি র জন্য ধৈর্য প্রয়োজন, মেঘলা আকাশ সরে গিয়ে সূর্য আসার অপেক্ষা করুন । ধৈর্য সহকারে on spot এ অবস্থান করাই সফলতার চাবিকাঠি। যাতে করে যদি বেশি সময় ধরে থাকতে হয় তাহলে যেন থাকতে পারেন । তাই আবহাওয়ার পূর্বাভাসগুলি বের হবার আগে নিশ্চিত করুন, আপনার প্রয়োজনীয় আবহাওয়া নিশ্চিত করে আপনার সুযোগকে বাড়িয়ে তুলুন।

৩। অলসতা ত্যাগ করুন
ভিন্ন এঙ্গেল থেকে ছবি তুলুন যেটা আগে কখনো কেও দেখেনি। একটি পর্বতের উপরে থেকে নেওয়া একটি ছবির জন্য বিশাল পরিমাণ সময় এবং প্রচেষ্টার প্রয়োজন, এটি একটি দৃশ্য যে অধিকাংশ মানুষ দেখতে পাবেন না। তাই সহজে পৌঁছানো পয়েন্ট এ না গিয়ে একটু কঠিন পয়েন্টটাতে যান। তবে অবশ্যই নিজের নিরাপত্তা নিশ্চিত করেই যাবেন।

৪। সেরা আলোটি ব্যাবহার করুন
আলো হচ্ছে Photography র সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং Landscape Photography তে আরও বেশি গুরুত্বপূর্ণ । আপনার location আর composition যতই ভাল হক না কেন যদি আলোটা ভালো না হয় তাহলে ছবিটি সুন্দর হবে না। সেরা আলো টি পাবেন সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। প্রখর রোদে কখনই ছবি ভালো আসবে না।
কিন্তু ভিন্ন আলোতে landscape করাটাও আবার একধরনের চ্যালেঞ্জ , উদাহরণস্বরূপ, ঝড় বা মেঘলা দিনে ও ছবি তোলা যায়। যতটা সম্ভব সেরা আলোটি ব্যবহার করতে হবে এবং এটি আপনার ছবি গুল কে প্রভাবিত করতে সক্ষম হবে।

৫। Tripod ব্যাবহার করুন
Tripod landscape photography র ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। low light condition এ Tripod ছাড়া আপনাকে ISO বাড়াতে হবে Camera র ঝাঁকুনি রোধ করতে যেটা আবার অনেক noise নিয়ে আসবে ছবিতে।যদি আপনি একটি slow shutter বা Long exposure ব্যবহার করে একটি দৃশ্য ক্যাপচার করতে চান (উদাহরণস্বরূপ, মেঘ বা পানির movement ক্যাপচার করতে) Tripod ছাড়া আপনি কোনভাবেই Camera ঝাঁকি থেকে বাঁচাতে সক্ষম হবেন না।

৬।Depth of Field বাড়ান
Depth of Field নির্বাচন Landscape photography র একটি গুরুত্বপূর্ণ অংশ। Landscape এর জন্য foreground এবং Background অনেক Sharp হতে হবে। তাই F8 বা F11 দিয়ে শুরু করুন, প্রয়োজনে আরও বাড়ান।

৭। Composition
post production এ composition ঠিক করার চেয়ে যতটা সম্ভব ছবি তোলার সময়ে composition ঠিক করুন।
যে দৃশ্যটি আপনি ভিউফাইন্ডারের মাধ্যমে দেখছেন তা যদি ভালো না লাগে তাহলে এটি চূড়ান্ত আউটপুটেও ভাল দেখাবে না। এ ক্ষেত্রে আপনি Rules of Third ব্যবহার করতে পারেন, কিন্তু পরিশেষে আপনাকে একটি দৃশ্য দেখতে সক্ষম হতে, নিজেকে প্রশিক্ষিত করতে হবে এবং আপনার মনের মধ্যে তা বিশ্লেষণ করতে হবে। অনুশীলন আপনাকে সেই লক্ষে পৌঁছে দিবে তবে তাড়াহুড়া করবেন না।

৮। ND, GND, Polarizing Filter ব্যাবহার করুন
ND, GND, Polarizing এই Filter গুল একজন Landscape photographer এর নিত্য দিনের সঙ্গী। আপনাকে কখনো কখনো available light কে manipulate করতে হতে পারে। যেমন পানির উপরিভাগে অতিরিক্ত আলোর reflection দুর করতে Polarizing দরকার। Landscape Photography র একটি বড় challenge হচ্ছে জমিন ( যেটা সাধারণত একটু অন্ধকার থাকে ) আর আকাশ ( যেটা সাধারণত উজ্জ্বল থাকে) এই দুটির মধ্যে balance করা। সেক্ষেত্রে আপনি GND Filter ব্যাবহার করতে পারেন। এটা যদিও software এ নকল করা যায়। তবুও যতটা সম্ভব Camera তে সব কাজ করে ফেলা ভাল।

৯। Histogram ব্যাবহার করুন
Histogram খুব গুরুত্বপূর্ণ একটি টুল, এটা বুঝার চেষ্টা করুন। Histogram একটি সহজ গ্রাফ যা আপনার ছবির বিভিন্ন টানেল বিতরণ দেখায়।গ্রাফের বাম দিকে অন্ধকার টোন এবং গ্রাফের ডান দিকটি উজ্জ্বল টোন প্রদর্শন করে।উদাহরণস্বরূপ, যদি আপনি দেখেন যে গ্রাফের বেশিরভাগ একপাশে স্থানান্তরিত হয়, তবে এটি একটি ইঙ্গিত যে আপনার ছবিটি খুব হালকা বা গাঢ় (overexposed বা underexposed)। খেয়াল রাখবেন যেন এটি মাঝখানে থাকে।

১০। ভালো ছবি
ভালো ছবি পেতেই হবে, ছবি তোলার আগেই তা নির্ধারণ করে ফেলবেন না। সেক্ষেত্রে উলটটাই ঘটতে পারে। তাই সময় নিন প্রয়োজনে আবার আসবেন বা অপেক্ষা করবেন ।

১১। RAW তে ছবি তুলুন
আমি recommend করবো শুধু RAW তেই ছবি তোলেন। RAW তে ছবি তুললে post-production এর সময় quality lost করা ছাড়াই ছবি এডিট করতে পারবেন। আর যেকোনো ফরম্যাটে সেভ করতে পারবেন। আর যদি JPEG এ ছবি তোলেন তাহলে তা RAW তে রূপান্তর করতে পারবেন না।


১২। এক্সপেরিমেন্ট

সব technique, Rules ছবির composition এবং process এর ক্ষেত্রে সাহায্য করে। digital photography তে খরচ নাই। তাই rules ভঙ্গ করুন দেখবেন নিজস্ব একতা স্টাইল খুঁজে পাচ্ছেন। দৃষ্টিনন্দন এর জন্য অবশ্যই রুলস ভাঙতে পারেন।


ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি হল সবচেয়ে common একটি chapter যেটা অপেশাদার এবং পেশাদার ফটোগ্রাফার রা করে থাকে , কঠোর পরিশ্রম এবং ধৈর্যের সাথে আপনি যে Landscape Photography করবেন তা আপনার পোর্টফোলিওতে দেখতে চমৎকার লাগবে ।তাই আসুন, আপনি আপনার মহান Landscape Photography টা দেখান ।




The Saar Loop at Mettlach Garmany

এই সার লুপ এর ছবি তুলবার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয় বিশেষ করে সার লুপের সূর্যোদয় এর ছবি তুলবার জন্য অনেক কিছু জানতে হয় না জানলে না ধৈর্য থাকলে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি হবেনা। যেমন এই সার লুপ এ উঠার জন্য গাড়িতে করে গেলেও দশ অথবা বিশ মিনিট হেঁটে দুই ঘণ্টা পাহাড় বেয়ে উঠে এরপর ক্যামেরা সেটআপ। এর ভেতর নিজের জন্য খাবার সঙ্গে নিয়ে যেতে হয় বনে গিয়া নিশ্চয়ই খাবার পাবেন না?সেই খাবারের ওজন ক্যামেরা যন্ত্রের ওজন নিজের ওজন তাপমাত্রা মাইনাস ডিগ্রী হলে ভারী জ্যাকেটের ওজন সমেত পাহাড়ে উঠবার এনার্জি থাকতে হবে, এই সব জায়গায় তেমন একটা ফটোগ্রাফার যায় না বেশির ভাগ নাকি ভাই একলাই তার ক্যামেরা নিয়া বের হয় পড়ে।


এইটার নাম হল মোসেল লুপতাএটাও জার্মানিতে অবস্থিত। মোসেল লুপের সাথে সার লুপের পার্থক্য হল মোসেল লুপের আশেপাশে জনবসতি আছে আর সার লুপ খালি। খালি নদী ববৃত্তের মতন গোল হয়ে পাহাড়টাকে ঘেরাও করে রাখছে। আর চারপাশে ঘন জঙ্গল।

কেউকেনাফ , তিউলিপ গার্ডেন হল্যান্ড

হল্যান্ডের এই গ্রামে মাইলের পর মাইল আমাদের দেশের গোলাপ গ্রামের থেকেও দীর্ঘ এরিয়া নিয়ে টিউলিপ ফুলের চাষ করেন, এটা তারা বছরে একবারই করে থাকেন এবং সেই ফুল দেখতে বহু মানুষ ভীর জমায়। ফয়সাল ভাই এই জায়গায় ছবি তুলবার কথা বর্ণনা করতে গি অত্যন্ত আক্ষেপ আর হতাশ হয়ে বলল জানো সামিয়া এমনিতে আমি একলাই ছবি তুলতে বের হই কিন্তু সেদিন সাথে দুই বাঙ্গালী ছেলেকে নিয়া কি যে ভুল করছি ইচ্ছা করছে আমার নিজের চুল টেনে নিজেই ছিঁড়ে ফেলি। আমাকে বাঙ্গালী একটা ছেলে এত বিরক্ত করছে এত বিরক্ত করছে বলে আরে এক জায়গায় এতক্ষন ক্যান দাঁড়িয়ে থাকবো পুরা এরিয়া ঘুরে দেখবো না!! কিয়ের খালি ফুলের ছবি তুলেন মিয়া আমার ছবি তুলে দেন এই সব, এই প্রসঙ্গে অবশ্য আমি অনেক আগে একবার পোস্ট দিয়েছিলাম যে ফটোগ্রাফিতে বাঁধা হতাশা। যাই হোক ভাই বলে আরেহ! ক্যামেরা আমার! ট্রিপ আমার! টাকা আমার! গাড়ি আমার, ব্রেক আমার,মবিল আমার, ড্রাইভার আমি! প্লান করছি আমি, সময় বের করছি আমি! সে আসছে জায়গা ঘুরে দেখতে , আমারে ক্যামেরার ফিল্টারটা পর্যন্ত সময় নিয়ে চেঞ্জ করতে দেয় নাই।







এই ইন্টারেস্টিং জলপ্রপাতের ছবিটি তোলা হয়েছে অষ্ট্রিয়া থেকে নাম গোলিঙ্গা জল্প্রপাত। এই ছবিটি তুলতে ত্রিপড , শাটার রিলিজ প্রেস, টাইমার , ধীর এক্সপোজারের পাশাপাশি স্পেশাল একটি ফিল্টার ইউজ কড়া হয়েছে যা নড়াচড়া করে এমন পানিকে সিল্কি একটা রুপ দেয়।

ছবিটি তুলেছে এপ্স পর্বতমালা সুইজারল্যান্ড থেকে।

বেলজিয়াম , ক্যামেরা সেট আপ রেডি ফর ল্যান্ডস্কেপ

বেনাগিল কেভ পর্তুগাল



এই জায়গাগুলা এমন এইগুলা বছরের পর বছর খালি পড়ে থাকে, মাঝে মাঝে একটা দুইটা টুরিস্ট কিংবা ফটোগ্রাফার দেখা যায়। সরকার নিজ দায়িত্তে জায়গা গুলা সিঁড়ি করে রেলিং দিয়ে এমনিতেই সাজাইয়া গুছাইয়া রাখছেন। কি দারুন!









































আজ এই পর্যন্তই পরবর্তীতে আলোচনা করবো লাইট পেইন্ট ফটোগ্রাফি নিয়ে।।


লাইট পেইন্ট ফটোগ্রাফি


লান্দস্কেপের উপর তোলা ফয়সাল ভাইয়ার আরও কিছু ছবি

ল্যান্ডস্কেপ

ছবি এবং ইনফো কৃতজ্ঞতা টু ফয়সাল ভাই।।

সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০০
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প

লিখেছেন ঢাকার লোক, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৫

মাত্র মাস দুই আগে আমার এক আত্মীয়ের সাথে দেখা আমার এক বোনের বাড়ি। তার স্ত্রী মারা গেছেন তার সপ্তাহ দুই আগে। মক্কায় উমরাহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে... ...বাকিটুকু পড়ুন

অভিমান

লিখেছেন জিনাত নাজিয়া, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১২

" অভিমান "

তোমার ঠোঁটে বোল শিখেছি
তুমি আমার মা, কেমন করে
ভুলছ আমায় বলতে
পারিনা। এমন করে চলে
গেলে, ফিরে ও এলেনা। হয়তো
তোমার সুখেই কাটছে দিন,
আমায় ভাবছ না।

আমি এখন সাগর... ...বাকিটুকু পড়ুন

আমার কিছু ভুল!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮

১। ফ্লাস্কে চা থাকে। চা খেতে টেবিলে চলে গেলাম। কাপে দুধ-চিনি নিয়ে পাশে থাকা ফ্লাস্ক না নিয়ে জগ নিয়ে পানি ঢেলে দিলাম। ভাবছিলাম এখন কি করতে হবে? হুঁশ ফিরে এল।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের লোকসংস্কৃতিঃ ব্যাঙের বিয়েতে নামবে বৃষ্টি ...

লিখেছেন অপু তানভীর, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:০০



অনেক দিন আগে একটা গল্প পড়েছিলাম। গল্পটা ছিল অনেক এই রকম যে চারিদিকে প্রচন্ড গরম। বৃষ্টির নাম নিশানা নেই। ফসলের মাঠ পানি নেই খাল বিল শুকিয়ে যাচ্ছে। এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি ভাবনা ও একটা সত্য ঘটনা

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৭


আমার জীবনের একাংশ জুড়ে আছে; আমি চলচ্চিত্রাভিনেতা। বাংলাদেশেই প্রায় ৩০০-র মত ছবিতে অভিনয় করেছি। আমি খুব বেছে বেছে ভাল গল্পের ভাল ছবিতে কাজ করার চেষ্টা করতাম। বাংলাদেশের প্রায়... ...বাকিটুকু পড়ুন

×