somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি একজন সাধাসিধে মানুষ। ভালোবাসি লিখতে, তাই লিখে যাই, মনের খোরাক বলা যায়। ভালোবাসি সহজ, সরল প্রানবন্ত মানুষগুলো, প্রকৃতিতে খুঁজে পাই বাঁচার নতুন আশা। লেখকের অনুমতি ব্যতিত কোন কবিতা যেকোন কোথাও কপিপেস্ট করা যাবে না।

আমার পরিসংখ্যান

সন্জয় চক্রবর্তী
quote icon
মহাকালের সন্ধানে, অমৃতের আঘ্রাণে ছুটে চলা নিরন্তর
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

স্মরণ

লিখেছেন সন্জয় চক্রবর্তী, ২২ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:০১



মনে পড়ে আজ, ধূসর অতীত
স্মরনে আছে সেই মুখ।
সাধ ছিল, সাধ্য ছিল না
থমকে ছিল বুক।।

আড়চোখে, যেদিন তাকিয়েছিলাম
পদ্মপাতার ফাঁকে।
নিশীথ শীতল চোখখানি তার
সমস্বরে ডাকে।।

কলেবরে তার, মৃদু মৃদু আভা
হাসিতে ফুটে কামিনী।
স্বপ্নগুলো সব, ঘুমহীন হয়ে
কাটিয়েছে কত যামিনী।।

সভয়ে হাটি, পিছু পিছু তার
বলতে ভালোবাসি।
কোন শব্দের মালা পড়ালে
শ্রাবণ হবে উদাসী।।

বিধাতা যেন, এনেছেন তাঁকে
আমারই বাসনার তীরে।
চিরসাথী সে, হয়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

পরজন্ম

লিখেছেন সন্জয় চক্রবর্তী, ১৮ ই জুন, ২০২১ বিকাল ৩:৪৪




পরজন্মের প্রত্যাশা নেই, তবু আসবো আবার ফিরে,
হয়তো মানুষ, নয়তো পাখি, নতুন কোন নীড়ে।
চিনবে তুমি? আমায় তখন, শিমুল ঝরা দিনে,
বাজবে বেহাগ, প্রাচীন সোহাগ, অস্তরাগের ক্ষণে।

সাজিয়ে রেখো বরনডালা, নরম ব্যাকুলতায়,
একটু চাওয়া, একটু শরম, একটু স্মৃতির মায়ায়।
নতুন রুপে, পুরনো তুমি, মাটিতে পড়বে ছায়া,
চিবুক তুলে দেখবো তখন, অবগুন্ঠিত মহামায়া।

পড়বে কি মনে?
নির্মেঘ রাতে, নক্ষত্রের সাথে,... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!

হেল্প পোস্ট

লিখেছেন সন্জয় চক্রবর্তী, ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩০



এটা কি সমস্যা কেউ কি বলতে পারবেন? আমি অনেক দিন ধরেই আমার প্রোফাইলের কিছু পরিবর্তন করতে চাচ্ছিলাম কিন্তু সহযোগিতা অপশন থেকে "আপনার সমস্যা জানান" এই ফর্মে গিয়ে সমস্যা জানিয়ে যখন মেইল সেন্ড করতে যাই, তখন উপরের ছবির লেখা উঠে আসে। ফেইসবুক পেজ এ ও মেসেজ দিয়েছিলাম কিন্তু কোন উত্তর... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

অভাগার গান

লিখেছেন সন্জয় চক্রবর্তী, ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩



পথিমধ্যে বনচ্ছায়ে পউষের আবেশে,
মৃদুমন্দ হাওয়া বয়, সরল নিঃশ্বাসে।
তারই মাঝে দুটি শিশু, খেলাধুলার রত
পুতুলের বিয়ে হবে, আনন্দ কত।

সারাদিন ধূলিসম পথের বুকে,
অশান্ত মোহে খেলা করে, যুগান্তরের সুখে।
ধুলি জমে চোখে, মুখে, আর ধুলো দিয়ে মনে,
পালিয়ে বেড়ায় বাবা, নিত্য হুতাশনে।

স্নেহহীন দুটি চোখ, এড়ানো যে দায়,
কবে জানি বলে উঠে, বাবা! মা কোথায়?
অসহায় জলরাশি, ফোঁটায় ফোঁটায়... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

ঈশ্বর

লিখেছেন সন্জয় চক্রবর্তী, ২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৩:১৭



জগদীশ্বর ঈশ্বর তুমি, কোথায় বেঁধেছো ঘর
কোথায় সুখে নিদ্রিত আছো, বলো হে অবিনশ্বর।
চিতার আগুন, মনের আগুন, দুটোই মিশে একাকার
ভষ্ম হয়ে উড়ছে কেবল, নিদারুণ হাহাকার।

ভাগ্যের চাকা বড় আঁকাবাঁকা, কোথায় যে তার শেষ
কোথায় গিয়ে থামবে পথিক, কি আছে তার পরিশেষ।
দয়াহীন সংসার, নাই পারাবার, তবুও যুগে যুগে আসা যাওয়া
কত শত রুপে, কত শোকে তাপে,... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩০১ বার পঠিত     like!

চারুলতা

লিখেছেন সন্জয় চক্রবর্তী, ০৭ ই জুন, ২০২০ রাত ৮:৪২



শুধু তোমারি প্রতি, দূর্বল অতি, তোমাতে সঁপেছি মন
একটাই চাওয়া, তোমারেই পাওয়া, পাশে থাকা আজীবন।
ভালোবাসি তোমায়, বলি শতলক্ষ বার, যদি ঘুঁচে ব্যাকুলতা
ইচ্ছে একটাই, শুধু তোমাকে চাই, ওগো মোর চারুলতা।

ভালোবেসে তোমায় অন্ধ হয়েছি, কিই- বা ক্ষতি তাতে?
সন্দেহের কাঁটা যেন, ফুটে না ওঠে, থেকো তুমি মোর সাথে।
একটাই সম্বল তুমি যে আমার, যদি প্রেমে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২০৫ বার পঠিত     like!

আগমনী

লিখেছেন সন্জয় চক্রবর্তী, ২৮ শে মে, ২০২০ দুপুর ১২:১৯



আজকে না-হয় থাক,
তুমি অন্য বর্ষায় এসো।
খোঁপায় দিয়ে কদমের ফুল,
আর পাশে এসে বসো।

হাতটি ধরো সযতনে,
রেখে দিয়ে সব অভিমান।
চাইছি তো শুধু ভালোবাসা,
কেন তবে তুমি নিষ্প্রাণ?

কেন যে তোমার বিরহী আবেশ,
ভেবে পাই না সারা।
হৃদয়ের টানে কাছে গিয়েও আজ,
হয়েছি তৃপ্তিহারা।

তবুও তোমার
দীঘল কালো, জলের মত আঁখি,
আর হিয়ায় ভাসে মেঘ।
কখন যে, ঝরবে হঠাৎ বরষা
মনেতে জাগে উদ্বেগ।

তাই.....
আজকে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

বাংলার মুখ

লিখেছেন সন্জয় চক্রবর্তী, ১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫


আর কি গো হবে দেখা, এই বাংলার মুখ
যার সান্নিধ্যে কাটিয়েছিলাম, জীবনের সুখ-দুঃখ।
তোমার বক্ষে জন্মে মাগো, জীবন হলো ধন্য
কেমনে শোধিবো তোমারী ঋন, আমি যে বড়ই নগন্য।
ফুলে, ফলে, জলে বসুন্ধরা, তোমারী স্নেহের দান
মাঠে মাঠে হাসে সোনালী ফসল, গৃহিনীর হাসি অফুরান।
ভোরের আলোয় শিশির হাসে, ঘুঘু করে যায় গান
দখিন হাওয়ায় ভাসালো আমার, দেহ,... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

অর্ধাঙ্গীনি

লিখেছেন সন্জয় চক্রবর্তী, ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৮


ছবির মত মুখখানি তার, মায়ায় ভরা চাহুনি
দুষ্টুমিষ্টি হাসি কলরবে, মাতায় যে দিন-রজনী।
হাসিতে তার সৌরভ আছে, ভাসে মৌ মৌ সুবাসে
বারে বারে মরি, আমি প্রতিবার, তার-ই প্রেম পাশে।
রুপের কথা কি বলব আর, ঈষৎ কালো রমণী
তাকেই আমি বাসি যে ভালো, আমার অর্ধাঙ্গীনি।

এ ঘর ও ঘর ঘুরিয়া বেড়ায়, তাথৈ তাথৈ নাচিয়া
থমকে দাঁড়ালে হঠাৎ সামনে,... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৯৯ বার পঠিত     like!

চীরনিদ্রা

লিখেছেন সন্জয় চক্রবর্তী, ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৮


বয়স তখন কত হবে? উনিশ কিংবা কুড়ি
বধূ হয়ে এসেছিলাম এই ঘরে, বাপের বাড়ি ছাড়ি।
পরনে ছিল রঙীন শাড়ি, হাতে কাঁকন, পায়ে রুপোর নূপুর
ঠোটে ছিল লাজুক হাসি, আর সিঁথীতে? লাল রঙা সিঁদুর।

বুঝলি দাদু (নাতি), বলছি আমি, আমার বিয়ের কথা
এখনো সেদিন মনে হলে, ভূলে যাই বিয়োগ ব্যাথা।
বিকেল হলেই, পাড়া-পড়শি, আসতো যে সদল-বলে
দেখতো তারা... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২১৬ বার পঠিত     like!

ভালোবাসার গান

লিখেছেন সন্জয় চক্রবর্তী, ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:২১

ভালো লাগে রোজ সন্ধ্যে সকাল
দিনে দিনে হচ্ছি যে বেসামাল
বুনছি আমি প্রেমেরই ইন্দ্রজাল
তুই আমার-ই

আয় আয় ফিরে আমার নীড়ে
তোকে নিয়ে স্বপ্ন হাজার
নীল চাহুনি, আগে তো দেখিনি
চলনা হারাই আবার
তোরই জন্যে দেখ হচ্ছি যে আমি পুরোটাই প্রেমাতাল

ভালোলাগে রোজ সন্ধ্যে সকাল
দিনে দিনে হচ্ছি যে বেসামাল
বুনছি আমি প্রেমেরই ইন্দ্রজাল
তুই আমার-ই

তর উড়ো চুলে, বাদল ঝরে
ভিজিয়েছি আমার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

আমি আবার প্রেমে পড়লাম

লিখেছেন সন্জয় চক্রবর্তী, ১৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১২

আমি আবার প্রেমে পড়লাম
তোমার চোখের ঘূর্ণিস্রোতে, আমি দিশেহারা হয়ে গেলাম
আমি আবার প্রেমে পড়লাম
আমি যবে দেখি, বাতায়ন খুলে, পৌষের হাওয়ায় শিশির খেলে
প্রজাপতিরা ডানা মেলে মেলে, সকাশে উড়ে যেতে দেখলাম
আমি তখনই প্রেমে পড়লাম
পারিজাতের গন্ধ ভরা দেহলতায়, আমি বিমোহিত হয়ে গেলাম
আমি আবার প্রেমে পড়লাম
আমি দেখেছি কতই শারদো আকাশে, শুভ্র মেঘেরা খেলিছে প্রাতে
ধূলোমাখা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৪৭১ বার পঠিত     like!

আমার তুমি

লিখেছেন সন্জয় চক্রবর্তী, ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭


নীল আকাশের চাঁদনী তুমি, বাজাও আপণ সুর
বরিষার ছন্দে মাতে, তোমারই পায়ের নুপূর।
কঙ্কনেরই শব্দ শুনে, মনে জাগে শিহরন
কোন মাসেতে তুমি আসবে বন্ধু, আষাঢ় নাকি শ্রাবণ।
ওড়নাখানি উড়ালে তুমি, কোন আকাশের পানে
চেয়ে দেখো আমি দাঁড়ায়ে আছি, তোমারই আহ্বানে।
কাজল কালো দুটি চোখের তারায়, কি যে ছবি আঁকা
এসো বন্ধু আছি বসে, পথো চেয়ে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৭১ বার পঠিত     like!

একলা একা

লিখেছেন সন্জয় চক্রবর্তী, ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩


এখন আমি শুধু একা, বলতে পারো ভীষন একা
ঝুট-ঝামেলা সব পেরিয়ে, মানসপটে স্মৃতি আঁকা।
মনে আমার ছিল যখন, লক্ষ কোটি প্রেমের ধারা
অষ্টপ্রহর তোমার লীলায়, নয়নতারায় বাঁধনহারা।

ছন্নছাড়া এই জীবনে, তুমিই ছিলে সুখের তারা
উপচে পড়া স্বপ্নে বিভোর, হচ্ছি যে তাই তন্দ্রাহারা।
তুমিই ছিলে সংগোপনে, মনের গহীন আস্তরণে
চাঁদের সাথে উঠে যেমন, জ্যোৎস্না সারা আলিঙনে।

নিত্য তোমার চোখেতে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৩১৫ বার পঠিত     like!

দূর্নিবার

লিখেছেন সন্জয় চক্রবর্তী, ১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬


আজ আমি দূর্নিবার, মহাবিশ্বের এক ভয়ংকর জলোচ্ছ্বাস
শশ্মানের আগুনে পুরিয়ে দিলাম তাই, ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাস।
আমি ক্রোধ, আমি বিষাদ
আমি যেদিকে যাহা পাই, তাই করে দেই নিপাত
আমি কষ্ট, আমি বিলাপ
আমি মায়ের কোলে রাখা, পুত্র লাশের অভিশাপ।
আমি সুরের ধ্বনিতে বেজে উঠা, সেই লাল সবুজের স্বাধীনতা
আমি রাতের আধারে মিলিয়ে যাওয়া, অবলা নারীর কোমলতা।
আমি বর্বরতার... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২১০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬৭৬৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ