somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি হলাম ইচ্ছে ঘুড়ি। মা ডাকেন, যাদুর কাঠি। বাবা ডাকেন, মণি বুড়ি।

আমার পরিসংখ্যান

ফারহানা শারমিন
quote icon
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ঐ মিষ্টি হাসি

লিখেছেন ফারহানা শারমিন, ০১ লা এপ্রিল, ২০২৪ রাত ৮:০৪





যে শিশু মৃত্যু উপত্যকায় বসে
ফু মেরে উড়িয়ে দেয়
তোমার অন্ধকারের জাল
যে জানে না ভয় কি, ঘৃণা কি?
প্রতিশোধ কাকে বলে।
যে জানে শুধু হাসতে,
আর সে হাসি চুরমার করে দেয়
তোমার তাবৎ তাশের ঘরকে।
যে তাশের ঘরে বসে
তুমি স্বপ্ন দেখে যাচ্ছো
এক মিথ্যা ভবিষ্যতের।
যেখানে কোন আলো নেই,
কোন হাসি নেই,
কোন প্রাণ নেই
শুধুই অন্ধকার, কান্না আর... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৬ বার পঠিত     like!

স্ক্রিপ্ট চোর, আর দালাল

লিখেছেন ফারহানা শারমিন, ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৫




এই দুইজন আমাকে বাটপারি করে পাঁচ লাখ টাকার বাজেট ধরিয়ে গোঁজামিল করে ধরিয়ে দিছে। একটু ভাবেও নি আমি টাকাগুলি কিভাবে আমি বিপদ থেকে উদ্ধার হবো। মাসে বারো হাজার টাকা কিভাবে ইন্টারেস্ট দিবো।
আমি এদেরকে শুধু ফেইসবুকে ব্লক করিনি আমি জানতাম ও আমার স্ক্রিপ্ট না ছয় করবে।
ঠিকই আজকে নায়িকা... বাকিটুকু পড়ুন

১৯ টি মন্তব্য      ৪৬৯ বার পঠিত     like!

কিছু অগোছালো ভাবনা

লিখেছেন ফারহানা শারমিন, ০৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪৯

নারী দিবস আসলে ব্লগ, ফেইসবুকে পোস্টের ধুম পরে যায়। এতে যে মেয়েটা যৌতুকের জন্যে নির্যাতিত হয়ে ধুকে ধুকে মরছে, বা যেই মা মরা মেয়েটাকে বড় ভাইরা সম্পদের জন্যে নির্যাতন করছে, বা যে মহিলাকে তার বর নিয়মিত নির্যাতন করছে, কারণ মেয়েটার যাওয়ার কোন যাওয়া জায়গা নেই। এমনকি বরের কাজের মেয়ের... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

এই পাগলের সঙ্গী হবে কে?

লিখেছেন ফারহানা শারমিন, ০৩ রা মার্চ, ২০২৪ রাত ৩:২৫

ঘুম আসে না
পথে জ্যাম
শত শত স্বপ্নের গাড়ি
এলো পাথারি।
তেলের অভাবে
অসহায় পরে আছে।
এদের তেল দেবে কে?
একটাতে লেখা স্কুলের মাঠ,
এতো কি সোজা একখান স্কুলের মাঠ?
কাঠা প্রতি যেখানে হাঁকায় এতো এতো লাখ?
একটা বৃদ্ধাশ্রম?
এখনো কেনো পুষছো মনে ভ্রম?
বৃদ্ধ মানে বুঝ?
খুবই সন্নিকটে
যাদের শ্রাদ্ধ।
এদের জন্যে বড়োজোর কবর খুড়তে পারো।
তাও বলবো অপ্রয়োজনীয় খরচা!!
এর... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ১৭৩ বার পঠিত     like!

আমার তৃতীয় কাজ

লিখেছেন ফারহানা শারমিন, ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪২

আমার তৃতীয় কাজ : সংসার নামের গাড়িটা।
https://youtu.be/A3NlDupeq3U?si=o1JDPMVJ-e4p0n0-



সবাই প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে এই পাগলিটার পাশে থাকবেন।। বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১৮৭ বার পঠিত     like!

আমাকে কি কোনভাবে সাহায্য করা যায়?

লিখেছেন ফারহানা শারমিন, ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৩


আমার ঘর থেকে বের হওয়ার বা কারো সাথে কথা বলার তেমন সুযোগ নেই। তা ও লুকিয়ে লুকিয়েই দুইবার শিশুতোষ গল্প প্রকাশ করেছি।
যার মধ্যে দুইবারই দুই প্রকাশক আমাকে ঠকিয়েছে।
গুনি পরিচালক শিহাব শাহীন ভাই কে একবার স্ক্রিপ্ট লিখে দিয়েছিলাম। শুটিং এর সময় নায়ক মুসফিক আর ফারহান অসুস্থ... বাকিটুকু পড়ুন

৪২ টি মন্তব্য      ৭১৮ বার পঠিত     like!

কোলাহল

লিখেছেন ফারহানা শারমিন, ২৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:০৯

কি বিচ্ছিরি রকম কোলাহল
আজ আমার বাড়ির আঙিনা জুড়ে।
বন্ধু, সহকর্মী, সহধর্মিণী,
সকলেই আছেন সেখানে ।

আমার সেই ন্যাংটা কালের বন্ধু
ফরিদ ও আছে এখানে।
আমার ঘুড়ি, নাটাই নাকি
রেখে দিয়েছিলো স্বযতনে।
আজ ছত্রিশ বছর পর
তার সেকথা পরেছে মনে।
তাই নিয়ে সে ছুটে এসেছে।
বলছে আমার কানে,
তার একটাই... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

মিছে সবই মিছে

লিখেছেন ফারহানা শারমিন, ২০ শে জুন, ২০২৩ রাত ১:১১

মাটির এ শরীর
মাটিতেই যাবে মিলে।
তবু্ও কেন জানি
এ অভাগা, অট্টালিকা গড়ে।
টাকার পাহাড়
তারে হাতছানি দেয়।
পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ বার সিজদা
রাম, নাম সীতা
ভুলে সে টাকার জপ ধরে।
তার নামাযের সময় হয় না কভু,
কিন্তু, কোথাও কারো ভুল যদি একবার পেয়েছে শুধু
অমনি, মশাই হতচ্ছাড়া ঘড়ির কাঁটাটাও যেন জোড়ে জোড়ে ছুটে।... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

ও বাজি!

লিখেছেন ফারহানা শারমিন, ০৯ ই মে, ২০২৩ রাত ৯:১০

ও বাজি!
গরম ফরের যে কেইল্লে?!
এই জীবনত নতো দেখি
গরম আজিয়ের ডইল্লে!
কানা মাছি ভোঁ ভোঁ
যারে পাবি তারে ছো( শিশুকন্ঠে)(তার বাচ্চারা উঠানে খেলে)
ছোঁয়া ছোঁয়ি দূর গড়(ধাক্কা দিয়ে)
বাসাত যাই হাম গড়।
আম্মাজানের সেবা গড়।
ও বাজি! গরম ফরের যে কেইল্লে!
আকাশেতে লক্ষ তারা
তুই তো সুইয্য
উগ্গেরে!
জীবনে তো নো তো দেখি
তোর ডইল্লে জারগে
আর ওগ্গেরে!তুই তো আঁরর বাড়ির
শিমুল তলার... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     like!

যদি স্বপ্ন থাকে ঐ আকাশটা ছোঁয়ার

লিখেছেন ফারহানা শারমিন, ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২৩

অনেক দিন ধরেই পূর্বকোণে লেখা পাঠানোর জন্যে কোন একটা বিষয় খুঁজছিলাম। মাথায় আসছিলো না। সেদিন আমার স্কুলের শিক্ষক নিয়োগের জন্যে সরাসরি সাক্ষাৎকার নিতে গিয়ে
কিছু কথা মাথায় আসে। ভাবলাম এইবার কিছু একটা লিখি।
আমি অনেককেই বলতে শুনি, সে জীবনে কিছু একটা করতে চায়। শুধু সুযোগের অভাবে করতে পারে না। কিন্তু,... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৩১ বার পঠিত     like!

আমার বই

লিখেছেন ফারহানা শারমিন, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:১৯

ছোটদের জন্য লেখা আমার পাঁচটা গল্প নিয়ে অক্ষরবৃত্ত থেকে বের হতে যাচ্ছে আমার নতুন বই,'চলো যাই গল্পের রাজ্যে'।ভেতরের কাজ এখনো শেষ হয়নি। তাই আর কয়টা দিন সময় লাগবে।

বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২১২ বার পঠিত     like!

শিরোনামহীন

লিখেছেন ফারহানা শারমিন, ২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৩

একটা গল্প বলি?
না থাক এখন বলবো না।
এখন বললে ট্রাজেডি জমবে না। আপনাদেরও ভালো লাগবে না। আপাতত নায়িকা নজরবন্দি আছে। সে কোথায় যায়, কি করে কয়বার হাঁচি মারে৷ কয়বার কাশি মারে, জানালা দিয়ে তাকায় নাকি, কারো সাথে কথা বলে নাকি , সব বিষয়েই কড়া নজরদারি! এই কড়া... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২১২ বার পঠিত     like!

কারণ, আমি, তুমি, আমরা সবাই শব্দ খাই

লিখেছেন ফারহানা শারমিন, ১৮ ই অক্টোবর, ২০২২ রাত ১০:১৯



কদিন আগে গ্রামের একজন জিজ্ঞেস করলো, আপনি এমন কেন?
কেমন?
এই সারাদিন বই না হলে লেখা লেখি না হলে স্কুল। এর বাইরে কিছু ভাবতে পারেন না?
ভাবি তো বাচ্চাদের কথা ভাবি, সবার কথাইতো ভাবি।
না তারপরেও। মানে আপনার মধ্যে মায়েইল্লা জিনিস কম।
কথোপকথনটা পুরাটা দিতে গেলে বেদরকারি কথায় পোস্ট ভরে যাবে।... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৯২ বার পঠিত     like!

ছোট্ট কথোপকথন

লিখেছেন ফারহানা শারমিন, ১০ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৩৯

ছোট্ট কথোপকথন

#কেমন আছেন?
-এই তো। আপনি কেমন?
#আলহামদুলিল্লাহ! আপনার বাসায় যাবো যাবো করে যাওয়া হচ্ছে না।
তো কি করেন?
-এই তো ফেইসবুক ঘাঁটি
#কি আর ঘাঁটবেন! প্রতিটা পোস্টেই দেখবেন তর্ক, বিতর্ক। কেউ কারো কথা শুনতে চায় না। সবাই নিজেরটা বলে যায়। সবার পছন্দ এক হবে এমন কোন কথা
আছে বলেন?
-সেটাই।
#সিন্ডিকেট... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৬৫ বার পঠিত     like!

দেখতে কি পাও? আমার ভাঙা কবরখানা

লিখেছেন ফারহানা শারমিন, ২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৯



এই যে খোকা
যাচ্ছো কোথা?
একটু করে থামো।

একটু বসো
আমার পাশে,
সবুজ শ্যামল
পুকুর পাড়ে।

এই যে আমি
মাটির ঢিবি
একদা ছিলাম
তোমারই যেন
প্রতিচ্ছবি।

তোমারই মতন ছোট্ট খোকা।
তারপর একে, একে
দূরন্ত কিশোর,
মাঝ বয়েসি, া
বুড়ো খোকা!

একদিন সব সাঙ্গ হলো
জীবন প্রদীপ নিভে গেলো।
সবাই মোরে একলা ঘরে
ঘুম পাড়িয়ে রেখে গেলো।


সেই থেকে আজ অবধি
একলা আমি শুয়ে আছি।

পথের পানে চেয়ে থাকি,
কেউ যদি মোর ঘরে... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ২৬২ বার পঠিত     ১১ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৫১৭৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ