somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি মানুষ,আর কি কোন পরিচয় চাই?আমার তা মনে হয় না ....

আমার পরিসংখ্যান

জায়গীরদার
quote icon
..I'm the world you’ll never see I'm the slave you’ll never free I'm the truth you’ll never know I'm the place you’ll never go I'm the sound you’ll never hear I'm the course you’ll never steer I'm the will you’ll not destroy I'm the mystery you'll never solve..
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

তুমি কি আজও আছো মিশে

লিখেছেন জায়গীরদার, ০৬ ই মে, ২০১৬ ভোর ৬:৫৪

মনে পরে সেই তোমাকে
নীল সাগরের ঢেউয়ের মাঝে
মনে পড়ে আজও সেই তোমাকে
নীলোভ আলোর শেষ ছায়াতে
তুমি কি আজও আছো লুকিয়ে
আমারই এই হৃদয়ে
তুমি কি আজও আছো মিশে
আমারই এই হৃদয়ে...

সন্ধ্যাতারার ভিড়ের মাঝে
মন খুঁজে তোমায় চাঁদেরহাটে,
আজও মনে পড়ে চন্দ্ররাতে,
আসবে কি তুমি আমার হয়ে
উদাস হাওয়ায় ভেলায় চড়ে,
তুমি কি আজও আছো মিশে
আমারই এই হৃদয়ে
তুমি কি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২১৩ বার পঠিত     like!

সেই তোমাকে

লিখেছেন জায়গীরদার, ০২ রা মে, ২০১৬ ভোর ৫:৪২

দিনের নিলোভ শেষ আলোর 'পরে
যখন সন্ধ্যার মিছিলে
নেমেছে-নিঝুম আধার,
হিমশীতল রাত্রি কেটেছে,
একা-বাসর শয্যায়,
শুধু তোমারই প্রতিক্ষায়।
আজও আমি খুঁজে বেড়াই,
সেই তোমাকে।
অন্ধকার পথ বেয়ে,
যুগ থেকে যুগান্তরে...
কত যুগ,কত বসন্তের শেষে
সূর্যোদয়ের পথে,
গোধূলীর প্রত্যহের ছায়ায়,
আজও আমি খুঁজে বেড়াই
সেই তোমাকে।
কত না অহংকার তোমার!
গভীর অন্ধকারে,মধ্যরাত্রিতে,
তন্দ্রার অগোচরে,দু:স্বপ্নের বিবর্ণ চোখে
আজও আমি খুঁজে বেড়াই
সেই তোমাকে।
অতৃপ্ত,তৃষ্ণার্ত আমি-মৃত নই...
সুযোগ পেলে আজো নিতে পারো আমায়
অরণ্যের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৫১ বার পঠিত     like!

তুমি কি আসবে কাছে

লিখেছেন জায়গীরদার, ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

মন,তুমি জেনে রাখো,
সেখানে আর কেহ নাই।
মন,তুমি জেনে রেখো,
পৃথিবীর পথে-পথে রূপ খুঁজে খুঁজে
আজ আমি ক্লান্ত।
জ্যোস্না সাগরের মাঝে
মনে মেঘ জমতে থাকে,
দিনের আলোয় মুছে যায় সব।
তবুও আজ খুঁজে ফিরি
দুপুরবেলার হলদে হাওয়ায়
উদাস হয়ে শিশির জলে।
ফাহা,আমার হাত ধরো,
আলো-অন্ধকারে যাই-স্বপ্ন নয়
পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথে,
স্বর্গের উদ্দেশ্যে ওড়ে,স্বর্গে যাবো।
ধূসর সন্ধ্যায় দখিনা বাতাসে
মনে পড়ে সেই বসন্তের... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৭৪ বার পঠিত     like!

বালিকা

লিখেছেন জায়গীরদার, ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২৫

নক্ষত্রের আলো জ্বেলে,নতুন রাত্রির সাথে
কথা কয় বালিকা,শোনা যায় নদীর কিনারে
ঝিঁ ঝিঁ পোকার আনাগোনা।
রমণীয় বৃষ্টি,শরীর ভিজিয়ে এসে,মিশলো বুকে।
তার শরীরের গন্ধও পাই আমার শরীরের ঘ্রাণে;
সে এসেছে,-নদীর পারে রাত্রি এসেছিল যখন,
পশ্চিম আকাশের শেষ আলোয়,আবার পেয়েছি তারে-
মেঘে ডাকা সন্ধ্যার রক্তিম লালে।
নদীর পাড়ে নেমে আসে সন্ধ্যা,
বালিকা তোমাকে এখনও-
একটুও দেখা হয়নি!
করা হয়নি আলিঙ্গন অথবা চুম্বন,
আমি... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫৭ বার পঠিত     like!

লিখছি তোমাকে আজ

লিখেছেন জায়গীরদার, ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৩

নদীর কিনারে দাঁড়িয়ে রয়েছে,
হিমশীতল সুদীর্ঘ রাত
তোমার প্রতিক্ষায়।
ছায়াঘন,অরণ্য-নিবিড় দেখে তোমাকে,
তুমি ছিলে না,তবুও যেন তোমারই কাছে আসা।
কাছে এসো,হে মানষী
আজকে যেন স্বপ্নের দিনগোনা।
চুল খুলে দাও হাওয়ায় অন্ধকারে,
ও চুলে তোমার বেণী মানাবে না।
লিখছি তোমাকে আজ,
তোমাকে ভেবেছি কতদিন,
কতবার অবাধ্য হয়েছে মন।
মনে আছে,সেই রাত্রি?জ্যোস্নার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

তোমার পায়ে অঞ্জলী

লিখেছেন জায়গীরদার, ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০

আজ রাত্রে তন্দ্রাঘোরে দেখিলাম চেয়ে
চারিদিক নিস্তব্ধ নিঝুম।
তারই মাঝে কে যেন হাসলো,
আধো তন্দ্রা,আধো জাগরণে
মনে হয় তুমি দেবী,তুমি সরস্বতী,
তোমার বাণীতে আমার মনের ব্যাকুলতা।
নিবিড় বাদল দিনে,এই নব ঘন ঘোরে
তুমি কি ডেকে নেবে মোরে,শ্যামল রঙ বনে?
রঙে রঙে আজ গোধূলী গগন,
সাঁঝের আঁধার ঘিরল তখন-
শাল পিয়ালের বন।
প্রতীক্ষায় আছি,বিদায়ের পথে
তোমার পায়ে অঞ্জলী দিতে। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

তোমার ধূসর স্মৃতি

লিখেছেন জায়গীরদার, ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

শেষ বিকেলের সেই ঝুল বারান্দায়,
উড়ে এসেছিল কোথা থেকে
কাল বৈশাখির পদার্পণে।
তোমায় কিছু দিয়েছিলাম,প্রীতির ছায়াতলে
দিনের নিয়মমতো দিন শেষ হয়,
আমিও প্রস্থান করি অন্তিমপর্বের দিকে,
প্রখর আলোর সীমা হতে গোপনে নির্জনে।
অন্ধকার থেকে কে যেন ডেকে উঠলো,দাঁড়াও
দাঁড়াও আমার চোখের সামনে এসে।
তাকাই দূরের দিকে,যতদূর দৃষ্টি যায়
চেয়ে দেখি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬২ বার পঠিত     like!

দাও আলো আজ এই ছায়াতে

লিখেছেন জায়গীরদার, ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২

অন্ধকার প্রান্তরের মধ্যে থাকে শুধু অন্ধকার,
এত অন্ধকার,এত নিসঙ্গ,হারিয়ে যাওয়া প্রান্তরের মধ্যে
কোন পথে নিয়ে যাবি মোরে?
অমর্ত্যের আলোক সন্ধানী আমি।
জেনেছ তুমি নিবেদিত প্রাণে,গোপনে
অজানা প্রাণের নীরব এ ব্যাকুলতা,
কী মধুর,কী সুন্দর,কী তীব্র যন্ত্রণা!
একলা এসে বারান্দায় দাঁড়ালেই মনে হয়
তখন কি তুমি এসেছিলে-
ছিল দুয়ার খোলা।
তোমার পাশে,তোমার ছায়ায়
ঘুরে বেড়ায় আজ একেলা বিদায় বেলা,
দাও আলো আজ এই... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!

দেখা আবার তোমার সাথে

লিখেছেন জায়গীরদার, ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

লিখিনি,হয়তো আর কখনো
লিখবো না হে বন্ধু আমার।
আমি ভুল সময়ে জন্মেছি,
আজনা পথযাত্রি,তাই
আমায় কেউ চিনতে পারে না।
আমি যাকে চেয়েছিলাম অসীম বিশ্বতলে,
সে যেন রয়ে গেছে
অন্য এক শতাব্দীতে।
দিগন্তের ওই নীল নয়নের আলোতে
ফিরে যেতে যেতে পথে,
তোমায় করি গো নমস্কার।
তোমার চরণতলে কোটি
শশী সূর্য মরে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭৪ বার পঠিত     like!

ঐ তো আমার স্বর্গ

লিখেছেন জায়গীরদার, ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৬

দিনের নিয়মমতো দিন শেষ হয়
আচমকা টের পাই-অন্ধকার উদ্ভাসিত করে আছে।
পূর্বগগনভাগে দীপ্ত হইল সুপ্রভাত,
সদ্য ঘুম ভেঙে আমি,মনে হল
আমি চিৎকার করে উঠি,
আকাশের কাছে, বৃষ্টির কাছে;
ঐ তো আমার স্বর্গ।
যদিও মাটিতে রয়েছি দাঁড়িয়ে
তবুও,সব যেন এক স্বপ্ন।
ধপধপে সাদা বক উড়ে যায়,
উড়ে যায় মায়াবী সন্ধ্যা পেরিয়ে।
হঠাৎ চাঁদের পাশে ফুটে ওঠে আভা,
সেথায় আমিও ধরিব একটি জ্যোতির... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

এ কেমন বেঁচে থাকা?

লিখেছেন জায়গীরদার, ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০২

পথ নির্জন,রাত্রি বিছানো অন্ধকার।
নিঃস্পন্ধ আঁধারে হে বন্ধু,
পশ্চাতে ফেলি অন্ধ হিমগিরি
চলো পালাই দূরে,আরো দূরে।
পুরনো পৃথিবী জেগেছে আবার মৃত্যুপারে,
জানি আসবে আবার আশিন-হাওয়া,শিশির-ছেঁচা রাত্রি।
তুমি ছিলে না।তবুও যেন-
পথ ভুলে তোমারই কাছে বেড়াতে আসা।
যেন কেউ বসে আছে জানালার আড়ালে-
যেন কেউ ডাকে যখন এসে দাঁড়িয়েছিলাম তোমারই দুয়ারে।
নেমে এসো ফাল্গুনী,বিস্মৃতির অন্ধকার পারে
দেখব,ওপরে আজো আছে কারা,
খসাব আঘাতে আকাশের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!

হয়তো তোমার পাব' দেখা

লিখেছেন জায়গীরদার, ৩১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৫

আমারই মনের তৃষিত আকাশে,প্রীতির ছায়াতলে
সন্ধ্যার শ্রাবণ ধারায়-তোমায় কিছু দিয়েছিলাম।
প্রিয় আমার নিয়েছিলে সব,শিউলি ফুলের রাশি
শিশির ভেজা পদ্ম,রং বেরংয়ের স্বপ্ন।
হয়তো তোমার পাব' দেখা
ঐ নীলের ঐ গহন-পারে,
ধরবে আমার হাতটি তুমি
হয়তো এসে মুচকি হেসে।
আজকে দেখি একা আমি বৃষ্টিতে ভিজে,
গোলাবাড়ি থেকে কিছু দূরে।

ঘাটে আমি একলা দাঁড়িয়ে,ভিজেছে আমার সর্ব শরীর
বন্ধু আমার!বুকের মধ্যে বৃষ্টি নামে, বিষম বৃষ্টি। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২১৩ বার পঠিত     like!

রাত্রির সমুদ্র

লিখেছেন জায়গীরদার, ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

নীলোভ ছায়ার মধ্যে
খুঁজে বেড়াই তোমাকে,
ঈশানকোণে অমনোযোগে-
চাঁদ উঠেছে অন্তরীক্ষে।
তখন ছিলো ঘন অন্ধকার,
মধ্য গগণে স্তব্ধ নিশীথ।
যেন বৃষ্টিতে ভিজে গেছে,
প্রতিমার রং।
হে হিম নিশীথ,হে জ্যোস্না
সর্ব অঙ্গে ছড়িয়ে আছে,-
ছড়িয়ে আছে তোমার দেয়া কুসুম গন্ধ।
তুমি এমন নিথর কেনো?
একি তোমার প্রতিচ্ছবি?
মৃত্যুর ভিতরে মৃত্যু!
অনেকদিন আমরা পরস্পরকে
আলিঙ্গন করিনি,ভোগ করিনি তোমার
সেই উষ্ণ চুম্বন।
মনে পড়ে? মনে পড়ে?
সেই গান,নদীতীরে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

কে তুমি পথিক

লিখেছেন জায়গীরদার, ২৩ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৩৩

কে তুমি পথিক এসে দাঁড়িয়েছিলে এই দুয়ারে?
পথ ভুলে এসেছিলে নাকি কাহারে খুঁজিতে?
হে পথিক বন্ধু মোর,তোমাকে-
পেয়েছি এই মৃদু রাত্রিতে,শীতকালের উষ্ণতায়।
পথিক শুধায়,মনে পড়ে?
মনে পড়ে খোলা আকাশের নীচে শেষ কবে বসেছিলে?
নির্জন নদীর পাশে বুনো ফুলের ঝাড়ে?
যাবে আরেকবার আমার সাথে?
আমি তোমায় পথ দেখিয়ে নিয়ে যাবো।
আমরা দুজনে একসঙ্গে যাবো,
তুমি পথ খুঁজে পাবে না একা।
শুনতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

কে যেন ডেকে নিতো তোমার কাছে।

লিখেছেন জায়গীরদার, ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

মেঘের সঙ্গে কথা বলিনি,হৃদয় উন্মুক্ত ছিল
বৃষ্টি এলো দুঃখের দিনে,মেঘমন্দ্র স্বরে গর্জন করেছি।
শুনিনি তোমার ডাক,অরণ্যের একাকীত্বে,
এ এক অন্য অরণ্য,আমি চলে যাই দূরে
তুমি র'য়ে যাবে,তবু-অপেক্ষায় রবে না সময়।
গহন অরণ্যে একা যেতে সাধ হয় না বারবার
তবু যেতে হয় বারবার যেতে হয়।
বিকেলের দিকে ঝড় আসে,শুকনো পাতার ভাঙা নিশ্বাসের মতো
বৃক্ষের ছায়ায় বসে মনে হতো;-
কে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১২৩৭৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ