somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"অতিশ দীপঙ্করের পাণ্ডুলিপি"

৩০ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আজ থেকে দুই হাজার তিনশো বছর আগে, পারস্যের রাজা দারিউসকে পরাজিত করে ও রাজকোষ লুটকরে একরাতে ইতিহাসের সবচেয়ে ধনী বেক্তিতে পরিনত হয়েছিলেন মহাবীর “আলেকজেন্ডার”।
অর্ধেক পৃথিবীর বেশী জয় করে তিনি এসেছিলেন ভারতবর্ষে, কিন্তু এক ভারতীয় সম্রাটের ভয়ে যুদ্ধ না করেই ফিরে যেতে হয় তাকে। পরবর্তীতে তার সেনাপতি সেলুকাসকেও ফিরতে হয়েছিলো পরাজিত হয়ে, রেখে যেতে হইয়েছিল আলেকজেন্ডারের অর্জিত সব সম্পদকে।
কে এই ভারতীয় সম্রাট ?
ইনি মৌর্য বংশের প্রথম রাজা “চন্দ্রগুপ্ত” । যিনি আলেকজেন্ডারের সমস্ত সম্পদকে গুপ্তধনে রুপান্তর করেন।
কিন্তু পরবর্তীতে সম্রাট আশোক কিভাবে এই সম্পদের মালিক হলেন এবং কি উদ্দেশ্যে গুপ্তধনকে বাংলায় স্থানান্তরিত করলেন ?
এই ঘটনার ১২০০ বছর পর পৃথিবীর অন্যতম সেরা পণ্ডিত “অতিশ দীপঙ্করের” হাতে কিভাবে এই গুপ্তধন এসে পৌছালো, কেন তিনি এর “পাণ্ডুলিপি” তৈরি করলেন?
অতঃপর বখতিয়ার খিলজির হাতে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা ধংসের পর কিভাবে সেখান থেকে এই গুপ্তধনের পাণ্ডুলিপি লক্ষন সেনের বাংলায় এসে পৌছালো ?
সেই ঘটনার ৩৩০ বছর পর মুঘল সাম্রাজ্যের গোলাপ রানি, “গুলবদন” কিভাবে এই পাণ্ডুলিপির কথা জানতে পারলো ?
এই গুপ্তধনকে উদ্ধার করতে গিয়ে কিভাবে “সম্রাট হুমায়ুন”, “শের শাহের” কাছে দিল্লীর সিংহাসন হারিয়ে পথের মানুষে পরিনত হলেন?
বাংলার নায়ক “ঈশা খা”, যার হাতে অবিশ্বাস্য ভাবে এই পাণ্ডুলিপি এসে পৌছালো, সে কিভাবে এই গুপ্তধনকে “সম্রাট আকবর” এবং পরবর্তীতে মুঘলদের হাত থেকে রক্ষা করলেন ?

১৯৭১ সালে “তাজউদ্দীন আহমেদের” নির্দেশে ২নাম্বার সেক্টরের প্রধান “খালেদ মোশারফ” যখন ক্র্যাকপ্লাটুনের পাশাপাশি গ্ল্যাডিয়েটর নামের আর একটি দলকে পাঠালেন সব বুদ্ধিজীবীদের ঢাকা থেকে সরিয়ে আনার জন্য, তখন সেই টিমের ৪ সদস্যের হাতে কিভাবে এই পাণ্ডুলিপি এসে পৌছালো ? কোথায় গেলো সেই গেরিলা যোদ্ধারা ? কেন এর পর এই গুপ্তধনের কথা বাংলাদেশের কেউ জানলো না ?
৩১শে অক্টোবর ২০১৫ সাল, জাতীয় জাদুঘর থেকে চুরি হলো এক পাণ্ডুলিপি। দেশের সনামধন্য গোয়েন্দা “মানুষ রহমানের” কাছে পুলিশ বাহিনী থেকে অনুরোধ আসলো সহায়তার জন্য। দুই সহযোগী “সময় মাহমুদ” আর “বৃত্ত আহসানকে” নিয়ে ঝাপিয়ে পরলেন তিনি।

জানা গেলো পাকিস্থানি গোয়েন্দা সংস্থা আই,এস,আই, তাদের এমব্যাসির মাধ্যমে এদেশে আটকে পরা বিহারীদের নিয়ে কাজটা করেছে। তারা গুপ্তধন থেকে প্রাপ্ত অর্থ খরচ করবে এই দেশে জঙ্গি উত্থান ঘটানোর জন্য। ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিবে বাংলাদেশকে বেরথ রাষ্ট্রে পরিনত করে। কি হবে বাংলাদেশের ? ত্রিভুজ গোয়েন্দা কি পারবে বাংলাদেশকে রক্ষা করতে ? রহস্য ভেদ করতে গিয়ে তারা মুখমুখি হচ্ছে নানা রকম বাধার। আই,এস,আই সিদ্ধান্ত নিয়েছে মানুষ রহমানকে সরিয়ে দিতে হবে দুনিয়া থেকে।
পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধন উদ্ধার করে মানুষ রহমান কি পারবে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা তুলে দাড় করাতে? নাকি আফগানিস্থান, সিরিয়ার মতো বেরথ রাষ্ট্রে পরিনত হবে বাংলাদেশ ?

এটা বাংলার প্রাচীন ইতিহাসের এক শ্বাসরুদ্ধকর অজানা কাহিনী। হাজার হাজার বছর ধরে যে পাণ্ডুলিপি বহু বিখ্যাত চরিত্রের হাত বদল হয়েছে, কোথায় গেলো সেই গুপ্তধন? জানতে হলে পড়ুন-“অতিশ দীপঙ্করের পাণ্ডুলিপি”।
উপন্যাসের প্রতি মুহূর্তেই সামনে আসে নতুন নতুন ঘটনা আর ক্ষণে ক্ষণে পরিবর্তিত হতে থাকে সেগুলোর দৃশ্যপট। দমবন্ধ করা টানটান উত্তেজনা নিয়ে আবর্তিত এই অবিস্মরণীয় কাহিনী শুধু একটা গল্প না, “এ যেন দুইহাজার তিনশ বছরের ইতিহাস খুড়ে বের করে আনা এক অজানা ফসিল !!!”
আমার লেখা মৌলিক থ্রিলার উপন্যাস, আসছে আগামী বই মেলায়..



*** তথ্যসুত্র-

ইকরাম আলীর- "ছোটদের অতীশ দীপঙ্কর"
নির্মলেন্দু গুণ (ফেব্রুয়ারি ২০০৮)। আত্মকথা ১৯৭১ (১ম সংস্করণ)। বাংলা প্রকাশ।
হোসেন তওফিক ইমাম (২০০৪)। বাংলাদেশ সরকার ১৯৭১। আগামী প্রকাশনী।
রফিকুল ইসলাম বীর উত্তম (২০০৬)। লক্ষ প্রাণের বিনিময়ে, অনন্যা প্রকাশনী।
শামসুল হুদা চৌধুরী (২০০১)। একাত্তরের রনাঙ্গন, আহমদ পাবলিশিং হাউস।
তিব্বতে সওয়া বছর - রাহুল সাংকৃত্যায়ন, অনুবাদ - মলয় চট্টোপাধ্যায়, প্রকাশক - চিরায়ত প্রকাশন প্রাইভেট লিমিটেড, ১২ বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা ৭০০০৭৩,

দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ, বাংলা বিশ্বকোষ। দ্বিতীয় খণ্ড। নওরোজ কিতাবিস্তান। ডিসেম্বর ১৯৭৫, সংসদ বাঙালি চরিতাভিধান। প্রথম খণ্ড। জানুয়ারি ২০০২।
স্বামী অভেদানন্দের কাশ্মীর ও তিব্বত ভ্রমণ - প্রকাশক- শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ, কলকাতা।
ভারতের ইতিহাস - অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।
মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী (২০০০)। এক জেনারেলের নীরব সাক্ষ্য। মাওলা ব্রাদার্স
শাহাদুজ্জামান (২০১০)। ক্রাচের কর্নেল। মাওলা ব্রাদার্স
কর্নেল শাফায়াত জামিল (১৯৯৮)। একাত্তরের মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগষ্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর। সাহিত্য প্রকাশ
নীলুফার হুদা (২০১২)। কর্নেল হুদা ও আমার যুদ্ধ। প্রথমা
মেজর রফিকুল ইসলাম পিএসসি (২০১১)। পঁচাত্তরের রক্তক্ষরণ। আফসার ব্রাদার্স
লেফটেন্যান্ট কর্নেল এমএ হামিদ (২০১৩)। তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা। হাওলাদার
জহিরুল ইসলাম (২০১২)। মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্তক বিদায়। প্রথমা
ক্রাইম কাহিনীর কালক্রান্তি – সুকুমার সেন; আনন্দ পাবলিশার্স, ২০০৮,
সাহিত্য-সন্দর্শন", শ্রীশচন্দ্র দাশ, বর্ণ বিচিত্রা, ঢাকা, ৬ষ্ঠ সংস্করণ, ১৯৯৫, "সাহিত্য-সন্দর্শন", শ্রীশচন্দ্র দাশ, বর্ণ বিচিত্রা, ঢাকা, ৬ষ্ঠ সংস্করণ, ১৯৯৫,
ভুল ভোর- আনিসুল হক।
আমার ছোটবেলা ১৯৭১ এবং বাবা তাজউদ্দীন আহমদ - সিমিন হোসেন রিমি
বাংলাদেশের তারিখ - মুহাম্মদ হাবিবুর রহমান
তাজউদ্দীন আহমদের ডায়েরী, ১৯৪৭-৪৮ প্রথম খন্ড, প্রতিভাস প্রকাশনী
তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা, শারমিন আহমদ
মঈদুল হাসান (২০০৪)। মূলধারা ৭১। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।
বাংলাদেশের ইতিহাস/- রমেশচন্দ্র মজুমদার।
বাংলাদেশের ইতিহাস- ডঃ মুহাম্মদ আব্দুর রহিম।
শ্রীযোগেন্দ্রনাথ গুপ্ত- বিক্রমপুরের ইতিহাস
আশ্রয়ী প্রাচীন বাংলা- আতিকুর রহমান রচিত গবেষণা কর্ম: পার্বত্য চট্টগ্রাম
মুসলিম বাংলা সাহিত্য (ফেব্রুয়ারি-১৯৫৫, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন) ড. মুহম্মদ এনামুল হক
মাহে নও (সম্পাদক : তালিম হোসেন) বিশেষ সংখ্যা-কার্তিক-১৩৭২, অক্টোবর ১৯৬৫ ১৭শ বর্ষ সপ্তম সংখ্যা, সুলতান আহমেদ ভূইয়া।
বাংলা ভাষা ও সাহিত্য : ড. মুহম্মদ শহীদুল্লাহ
ভাষা ও বাংলা ভাষা : ড. মেহেদী হাসান
দি অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অব দি ব্যাংগলি ল্যাংগুয়েজ : ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
প্রাচীন বাংলা সাহিত্যের কালক্রম : সুখময় মুখোপাধ্যায় (চর্যাগীতি পৃষ্ঠা ১-১৫)
চর্যাগীতি পদাবলী, সুকুমার সেন, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, ১৯৯৫
নব চর্যাপদ, শশিভূষণ দাশগুপ্ত সংগৃহীত ও অসিতকুমার বন্দ্যোপাধ্যায় সম্পাদিত, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা, ১৯৮৯
চর্যাগীতিকা - সম্পাদনায় মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা
"অবণাগবণ ; সমকালীন বাংলা ভাষায় প্রাচীন চর্যার রূপান্তরিত গীতবাণী", সাইমন জাকারিয়া, অ্যাডর্ন পাবলিকেশন, ঢাকা, ২০১০
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, প্রথম খণ্ড, অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, মডার্ণ বুক এজেন্সী প্রাইভেট লিমিটেড, কলকাতা, ২০০৬
বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাস, ক্ষেত্র গুপ্ত, গ্রন্থনিলয়, কলকাতা, ২০০১
বাঙ্গালীর ইতিহাস: আদি পর্ব, নীহাররঞ্জন রায়, দে’জ পাবলিশিং, কলকাতা, অগ্রহায়ণ, ১৪১০
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
"প্রাচীন বাংলার বুদ্ধ নাটক", সাইমন জাকারিয়া, বাংলা একাডেমী, ঢাকা, ২০০৭
"বাংলাদেশের লোকনাটক ; বিষয় ও আঙ্গিক-বৈচিত্র্য", বাংলা একাডেমী, ঢাকা, ২০০৮
"বাংলা সাহিত্যের অলিখিত ইতিহাস", সাইমন জাকারিয়া ও নাজমীন মর্তুজা, অ্যাডর্ন পাবলিকেশন, ঢাকা, ২০১০
মুনতাসীর মামুন, কিশোর মুক্তিযুদ্ধ কোষ, সময় প্রকাশন।
মুনতাসীর মামুন, যে সব হত্যার বিচার হয়নি, সময় প্রকাশন।
মুনতাসীর মামুন ও মহিউদ্দিন আহমেদ সম্পাদিত, পাকিস্তানীদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।
'শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী ,শ্যামলী নাসরিন চৌধুরী, মাওলা ব্রাদার্স
'মুক্তিযুদ্ধে শহীদ চিকিত্‍সক: স্মৃতিকথা', ১৯৯২
'আমার বাবা: শহীদ বুদ্ধিজীবীর সন্তানদের স্মৃতিকথা' ,আমীরুল ইসলাম ও আসলাম সানী সম্পাদিত, সময় প্রকাশন(১৯৯১)
'স্মৃতি: ১৯৭১' ও 'শহীদ বুদ্ধিজীবী কোষগ্রন্থ', সম্পাদনা রশিদ হায়দার, বাংলা একাডেমী
'শহীদ বুদ্ধিজীবী স্মারকগ্রন্থ' বাংলা একাডেমী
কে কোথায়- আনোয়ার কবির
পান্না কায়সার, মুক্তিযুদ্ধঃ আগে ও পরে, আগামী প্রকাশনী।
বাংলাদেশ - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকর্তৃক প্রকাশিত বিজয় দিবস স্মারক গ্রন্থ, ১৬ ডিসেম্বর, ১৯৭২; সম্পাদক - সৈয়দ আলি আহসান
অধ্যাপক সুনীল চট্টোপাধ্যায়; প্রাচীন ভারতের ইতিহাস; প্রথম খন্ড
বাদশাহ নামদার (২০১১), হুমায়ূন আহমেদ, ঢাকা ,বাংলাদেশ
ইফফাত আরা, জানার আছে অনেক কিছু‌‌, ১৯৯৯, দেশ প্রকাশন, ঢাকা।
বাংলা বিশ্বকোষ, দ্বিতীয় খণ্ড। নওরোজ কিতাবিস্তান। ডিসেম্বর ১৯৭৫।
সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড। জানুয়ারি ২০০২।
-------------------------------------------------------


দৈনিক প্রথম আলো- অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের খোঁজে, অদিতি ফাল্গুনী, ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৬-০৯-২০১১ খ্রিস্টাব্দ।
বাংলাদেশ বার্তা ডট কম- মুন্সিগঞ্জের বজ্রযোগিনী গ্রামে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাস্ত ভিটা,মো: রুবেল, ঢাকা থেকে প্রকাশের তারিখ: ৮ মার্চ,২০১২ খ্রিস্টাব্দ।
দৈনিক যুগান্তর- লে. জেনারেল মাহবুবুর রহমান (অব.) | প্রকাশ : ২৮ জুন ২০১৫
কাপাসিয়া অনলাইন- অধ্যাপক শামসুল হুদা লিটন।
গফরগাঁও অনলাইন- ঐতিহ্যের ধারক ঈসাখাঁ দূর্গ, ডিসেম্বর২৬, ২০১৪ আজহারুল হক।
দৈনিক মানব কণ্ঠ- মোশতাক চৌধুরী, জঙ্গলবাড়ীর ঈশা খাঁ
রাইজিংবিডি-ঈশাখাঁর-জঙ্গলবাড়িদূর্গ, কিশোরগঞ্জ/১৮জানুয়ারি,২০১৫/রুমন চক্রবর্ত্তী/সনি
দৈনিক আমাদের অর্থনীতি- কেদার রায়ের ইতিহাস।
দৈনিক সমকাল- একটি অপারেশন- মাহাবুব মরশেদ।
সাপ্তাহিক;- শ্রদ্ধাঞ্জলি: মুক্তিযোদ্ধা সম্পাদক শাহাদত চৌধুরী। প্রকাশকাল: ২০ ডিসেম্বর, ২০১২।
দৈনিক প্রথম আলো;- তোমাদের এ ঋণ শোধ হবে না। প্রকাশ: ৩১-০৫-২০১১।
দৈনিক প্রথম আলো- তোমাদের এ ঋণ শোধ হবে না।; প্রকাশ: ০৪-১২-২০১২।
দৈনিক প্রথম আলো- তোমাদের এ ঋণ শোধ হবে না। প্রকাশ: ১৮-১১-২০১২।
দৈনিক প্রথম আলো- তোমাদের এ ঋণ শোধ হবে না।; প্রকাশ: ২২-১২-২০১২।
যায়যায়দিন- গর্ভধারিণী: মুক্তিযোদ্ধার সাহসী মায়ের প্রতি শ্রদ্ধা। ঈদ সংখ্যা-২০০৬।
অনলাইন চাঁদপুর নিউজ- মোফাজ্জল হোসেন চৌধুরী, বীর বিক্রম. সাহসী এক মুক্তিযোদ্ধা।
দৈনিক সমকাল- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম।; প্রকাশের তারিখ: ৯ডিসেম্বর ২০১২।
দৈনিক জনকন্ঠ- কর্নেল হায়দারের কাহিনী: নাজমুল আহসান শেখ। প্রকাশ: ১৭ডিসেম্বর ২০১০।
ধানেরশীষ নিউজটুয়েন্টিফোর.কম;- বিচার দেখে যেতে চান মুক্তিযোদ্ধা জালাল। প্রকাশ: ১৪-১২-২০১২।
দৈনিক ইত্তেফাক; - স্বাধীন বাংলাদেশে ক্রিকেট খেলতে চেয়েছিলেন শহীদ জুয়েল। প্রকাশকাল: ১৬ ডিসেম্বর ২০১১।
দৈনিক নয়া দিগন্ত; - বঙ্গোপসাগর অভিমুখে সপ্তম নৌবহর। প্রকাশকাল: ১১ ডিসেম্বর, ২০১২।
দ্য ডেইলী স্টার, ৪ জানুয়ারী, ২০১২ইং, মুদ্রিত সংস্করণ, পৃষ্ঠা-২৩
দৈনিক জনকণ্ঠ- জাদুঘর থেকে পদক ও মুদ্রা চুরির ঘটনার মামলা।
দৈনিক সমকাল- জাতীয় জাদুঘর থেকে হারিয়ে গেছে ১৭২ প্রত্ন নিদর্শন
দৈনিক সংবাদ- জাদুঘরে চুরি, পৌষ ১৮, ১৪১৪। জানুয়ারী ১, ২০০৮ লেখাটির অংশ বিশেষ প্রকাশিত। নিবটি কাজী মোহামমদ শীশ-এর ‘কালের চোখে আমার দেশ’ গ্রন্থ থেকে সংকলিত।
বাংলামেইল২৪ডটকম, ফিচার ডেস্ক, - নালন্দা বিশ্ববিদ্যালয়ের অতীত ও বর্তমান।
প্রথম আলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ নেই জাদুঘরের ৯৮ পাণ্ডুলিপির পাঠোদ্ধার সম্ভব হচ্ছে না, সুজন ঘোষ, চট্টগ্রাম | তারিখ: ০৭-০৩-২০১১
দৈনিক মানবকণ্ঠ- পাচারকারীদের লম্বা হাত, আজিজুর রহমান, /2014/07/14
কালের কণ্ঠ ডেস্ক- পেরু ও ইকুয়েডরকে প্রত্নসামগ্রী ফেরত দেবে আর্জেন্টিনা, সুত্র-বিবিসি।
রেডিও রাশিয়া- 2013_03_29, ইজিপ্টের ঐতিহাসিক উত্তরাধিকারের পাণ্ডুলিপি চুরির ষড়যন্ত্র।
রেডিও তেহরান/এএইচ/৩১- ইয়েমেনের জাদুঘর থেকে চুরি হয়ে গেছে ১,৩০০ বছরের পুরনো কুরআন।
বিবিসি অনলাইন- মোনালিসা চুরি।
আজকাল ভারত- ভারত থেকে পাচার হোল দুর্গামূর্তি।
দৈনিক আমার দেশ, ল্যুভ জাদুঘরে দ্য ভিঞ্চির সেই জাদু- সৈয়দ আবদাল আহমদ
দৈনিক কালের কণ্ঠ- মিসরের জাদুঘর থেকে প্রায় ১০০টি প্রত্নতাত্তি্বক নিদর্শন চুরি। 2014/01/04
প্রতিক্ষণ ডট কম- রবীন্দ্রনাথের নোবেল চুরির ইতিহাস, প্রকাশঃ মে২৬, ২০১৫ ডেস্ক রিপোর্ট।
দৈনিক ভোরের কাগজ- পিকাসোর চুরি হওয়া চিত্রকর্ম ফেরত দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার, ১৪ আগস্ট ২০১৫
দৈনিক মানব কণ্ঠ- নেপোলিয়নের চুল ও আংটি চুরি ! 2014/05/05
দৈনিক সমকাল- খুলনা জাদুঘর থেকে কৃষ্ণমূর্তি চুরি।
দৈনিক বাংলা, ২৩ ডিসেম্বর ১৯৭১
সাপ্তাহিক ২০০০(বিজয় দিবস সংখ্যা), ১৮ ডিসেম্বর, ১৯৯৮,
বিডি নিউজ ২৪ ডট কম, প্রসঙ্গ: একাত্তরের বুদ্ধিজীবী হত্যা, মঙ্গলবার ১৩ডিসেম্বর২০১১
দৈনিক কালের কণ্ঠ, ঐতিহাসিক মুঘল সাম্রাজ্য, 2013/04/29
পাক্ষিক বিবর্তন, সম্রাট বাবর ও বাবরী মসজিদ- মুহাম্মদ ইশতিয়াক
দৈনিক মানব জমিন, সম্রাট হুমায়ূনের জয়-পরাজয়, 2014/03/08
বাংলানিউজ টুয়েন্টিফোর.কম- বুদ্ধিজীবী হত্যার ৪২ বছর পরে ন্যায়বিচার, অশোকেশ রায়, ঢাকা। ৩রা নভেম্বর, ২০১৩।
প্রথম আলো দৈনিক পত্রিকা- বুদ্ধিজীবী হত্যার সাজা ফাঁসি, লেখকঃ কুন্তল রায় ও মোছাব্বের হোসেন, ৪ঠা নভেম্বর, ২০১৩।
বিবিসি বাংলা, ঢাকা- মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের মৃত্যুদণ্ড, আকবর হোসেন, ৩রা নভেম্বর, ২০১৩।
দৈনিক ইত্তেফাক ফিচার- শালবন বৌদ্ধ বিহার, ১২-৬-৮৯।
দৈনিক ইত্তেফাক- লালমাই সভ্যতার প্রাচীন নির্দশন, ১০নভেম্বর, ২০১৪ ইং।
আনন্দ বাজার, মুগল সম্রাট আকবর, ২২-৪-৯২।
দৈনিক কালের কণ্ঠ, শালবন বিহার- জাকারিয়া জামান
দৈনিক কালের কণ্ঠ- মুঘল সম্রাট আকবর।22-06-11.
আনন্দ বাজার, রবিবাসরীয় প্রবন্ধ সম্রাট আশোক। 08-11-89.
দৈনিক প্রথমআলো, মাস্টার দা সূর্যসেনের ৮০তম ফাঁসি দিবস, গাজী ফিরোজ | জানুয়ারি ১২, ২০১৪
দৈনিক ডেস্টিনি-গোলাম কাদের, অতিশ দীপঙ্কর, ৮-৫-১২।
দৈনিক ইত্তেফাক-আবুল কাসেম, অতীশ দীপঙ্করের রাজবংশ পরিচয়, ৩১ অক্টোবর, ২০১৪ ইং
ময়মান্সিং ডট কম-বরহান রাজু, দেখে আসুন অতীশ দীপঙ্করের স্মৃতিস্তম্ভ 06/10/2009
দৈনিক জনতা- সুমন ইসলাম, মুন্সীগঞ্জে আবিষ্কৃত বৌদ্ধবিহার এবং প্রত্নতাত্তি্বক গবেষণা, অনলাইন।
প্রথম আলো-BOTTOM OF FORM অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের একটি রচনা, রায়হান রাইন, আপডেট: ০২:৪৭, জুন০৭, ২০১৩
ট্রাভেল নিউজ, ময়নামতি- ইন্টারনেট


-------------------------------------------------------------------------

বিশেষ কৃতজ্ঞতা- অমি রহমান পিয়াল, মুক্তিযুদ্ধ গবেষক। মুক্তিযুদ্ধের অসংখ্য ইতিহাস তার কাছ থেকে এবং মাধ্যমে জানতে পেরেছি। বিশেষ করে মেজর খালেদ’স ওয়ার ডকুমেন্টারি এবং ২ নাম্বার সেক্টরের অনেক ঘটনা তাঁর মাধ্যমে জানতে পেরেছি।
বাংলা ব্লগ “মুক্তমনা” -অনেকের ভীড়ে একজন (পর্ব: রুকসানা), লিখেছেন মইনুল রাজু- মার্চ ৭, ২০১১।
"চন্দ্রগর্ভ থেকে শ্রীজ্ঞান" - ত্রৈমাসিক ঢাকা, ১ম বর্ষ, ১ম সংখ্যা,
বাংলা ব্লগ “আমার ব্লগ”, লিখেছেন-প্রভাষক, ক্র্যাক প্লাটুন... আমাদের মুক্তিযুদ্ধের "দ্যা এ-টীম"... স্যালুট টু দ্যা লিজেন্ড!!!
বাংলার বারো ভূঁইয়া বিষয়ক জটিলতা।– বাংলা ব্লগ
বীর মুক্তিযোদ্ধা, তোমাদের এ ঋণ শোধ হবে নাঃ খালেদ মোশাররফ, বীর উত্তম অতুলনীয় এক অধিনায়ক। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, অস্ট্রেলিয়া; প্রকাশ কাল: Nov 24, 2012।
আসরার চৌধুরী, শ্রদ্ধেয় শিক্ষক , অর্থনীতি বিভাগ, জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
ক্র্যাক প্লাটুন- সামহোয়্যার ইন বাংলা ব্লগ
বাংলা ব্লগ সোনেলা, বই পর্যালোচনাঃ ক্র্যাক প্লাটুনের বদি- ফাতেমা জোহরা,
ক্র্যাক প্লাটুনের শহীদ গেরিলারা- (তথ্যসূত্র, ও কৃতজ্ঞতা : GUERRILLA1971)
(দ্য রিপোর্ট/এমডি/এজেড/শাহ/আগস্ট ৩০, ২০১৫)
বাংলা ব্লগ আমার বন্ধু- ক্যু ও পাল্টা ক্যু, শওকত মাসুম | এপ্রিল ১৮, ২০১১।
বাংলা ব্লগ আমার ব্লগ, জুলিয়াস সিজার- মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক, সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ, পর্ব- ০১, ১০/১২/২০১৩
বাংলা ব্লগ খেরো খাতা – লেজেন্ডারী ক্র্যাক প্লাটুন : সভ্যতা ব্লগ, ডন মাইকেল করলেওনে
বাংলা ব্লগ ইষ্টিশন, ফরহাদ রেজা- সেক্টর কমান্ডার খালেদ মোশারফ বীর উত্তম একটি নাম একটি বিস্ময় 23/07/2013
মিলন আশরাফ- রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৫/তারা
বাংলাপিডিয়া, সেন বংশ- আবদুল মমিন চৌধুরী
বাংলা পিডিয়া, মো শরিফুল ইসলাম- বাংলাদেশের জাতীয় জাদুঘর
বাংলা ব্লগ “আমার ব্লগ” একের পর এক চুরি হয়ে যাচ্ছে দেশের পুরাকীর্তি..।- লিখেছেনঃ মনসওদাগর (তারিখঃ রবিবার,২০/০৩/২০১১)
বাংলা ব্লগ “সামহোয়্যার ইন”- জাতীয় জাদুঘর থেকে ১৪ পুরাকীর্তি চুরি ১৮ ই মার্চ, ২০১১
বাংলাদেশ, জাতি গঠনকালে এক অর্থনীতিবিদের কিছু কথা … নুরুল ইসলাম।
তাজ উদ্দিন আহমেদের হাতঘড়ি- (১৫.৭.০৯) মুহম্মদ জাফর ইকবাল
সামহোয়্যার ইন বাংলা ব্লগ (২৩ জুলাই) তাজউদ্দীন।
প্রাচীন ভারতের বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের সেই মর্মান্তিক কাহিনী।– ইন্টারনেট
বাংলা ব্লগ “মুক্তমনা” - নালন্দার ধ্বংস বনাম ধর্মীয় বিজয়। রাজেশ তালুকদার| ১৯,০৪ ২০১১
বাংলা ব্লগ “সদালাপ” - প্রাচীন ভারতীয় সভ্যতার প্রতীক নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস: একটি নিরপেক্ষধর্মী বিশ্লেষণ- শামস।
বাংলা ব্লগ “সামহোয়্যার ইন” নালন্দা - হারিয়ে যাওয়া এক প্রাচীন বিশ্ববিদ্যালয় ১১ই মে, ২০১৩
বাংলা ব্লগ “আমার ব্লগ” - ১৮ জন সেনা নিয়ে বখতিয়ারের বঙ্গ বিজয় : ভুল ও অস্পষ্ট ইতিহাস (১) লিখেছেনঃ হাসান রায়হান (তারিখঃ শুক্রবার, ২৫/০৭/২০০৮
বাংলা পিডিয়া, বখতিয়ার খিলজি- এ.বি.এম শামসুদ্দীন আহমদ
বাংলা পিডিয়া, বাংলা একাডেমী- বশীর আল হেলাল
বাংলায় বারো ভুইয়ার সংঘর্ষ- ভারতের ইতিহাস । অতুলচন্দ্র রায়, প্রণবকুমার চট্টোপাধ্যায়।
বিক্রমপুর সাহিত্য পরিষদ‎, স্বাধীন বাংলার রাজধানী বিক্রমপুর: একাল সেকাল - মুহাম্মদ জমির হোসেন
প্রজন্ম ফোরাম- বিক্রমপুরের সংক্ষিপ্ত ইতিহাস ২পর্ব সেন সভ্যতা ও বাংলার রাজধানী রামপাল
সেরা সাত চিত্রকর্ম চুরির ঘটনা- তানভীর আহমেদ (ইন্টারনেট)
বাংলা ব্লগ “সচলায়তন” বিশ্ব জাদুঘর দিবসে কিছু এলেবেলে কথা লিখেছেন, শেখ নজরুল [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৮/০৫/২০১০)
প্যারিসের জাদুঘর থেকে চুরি গেল পিকাসো-মাতিস’এর চিত্রকর্ম।প্রতিবেদন: দেবারতি গুহ, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী, তারিখ 21.05.2010
সার্চ ইঞ্জিন “পিপিলিকা”- গ্রিসে ঐতিহাসিক জাদুঘরে ডাকাতি, সূত্র: এএফপি, টেলিগ্রাফ, বিবিসি।
প্রবন্ধ : সাহিত্য পরিষদ পত্রিকা, ১৩৩৫ বঙ্গাব্দ : ড. বিনয়তোষ ভট্টাচার্য্য
হাজার বছরের পুরাণ বাঙ্গালা বৌদ্ধ গান ও দোঁহা, হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্গীয় সাহিত্য পরিষদ,কলকাতা, ১৩২৩
বাংলা ব্লগ “ইষ্টিশন”, বাংলা গানের ইতিহাস, লিখেছেনঃ উদ্ভট স্বপ্ন কারিগর >> সময়: রবি, 26/05/2013
বাংলা ব্লগ “সামহোয়্যার ইন” প্রসঙ্গ: একাত্তরের বুদ্ধিজীবি হত্যা
১৪ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৭
বাংলা ব্লগ “সামহোয়্যার ইন”, মুঘল সম্রাট ও তাঁদের সাম্রাজ্য- পর্ব ২, ১২ই জুলাই, ২০১২
বাংলা ব্লগ “চতুর্মাত্রিক”, বাদশাহ বাবরের প্রিয় পুত্র এবং আকবর দি গ্রেট এর মহান পিতা সম্রাট হুমায়ুনের সঙ্গে কিছুক্ষণ-লিখেছেনঃ দ্বিতীয় ধ্বনি (তারিখঃ ২৮এপ্রিল ২০১১)
বাংলা ব্লগ “এলিগান্তস”, মুঘল সম্রাট ও তাঁদের সাম্রাজ্য-
বাংলা ব্লগ “মুক্তমনা”, হুমায়ুননামা এবং একজন হেরেমবাসিনীর গল্প,
লিখেছেন ফরিদ আহমেদ, MAY ৭, ২০১২
বাংলা পিডিয়া, হুমায়ুন- কে.এম করিম
বোকা পর্যটকের ডায়রি- ইন্টারনেট
এ, কে, এম, শামসুল আলম, ময়নামতি, ১৯৭৬, ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি এন্ড মিউজিয়াম, ঢাকা।
মোঃ শফিকুল আলম, এক্সভেশান এট রুপবনমুরা‌‌, ২০০০, ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি এন্ড মিউজিয়াম, ঢাকা।
বাংলা ব্লগ, ইতিহাসের স্বাক্ষী শালবন বৌদ্ধ বিহার… ON MAY 15, 2015 BY BAPPIPAUL60
বাংলা ব্লগ “সচলায়তন”, ইতিহাস পুনর্পাঠ (১৩), লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: শনি, ২৪/১২/২০১১
বাংলা ব্লগ, গুলবদন বেগম এবং তাঁর ‘হুমায়ুননামা’, ২২শে জুলাই, ২০১০
বাংলা ব্লগ, এ এক অন্য ইতিহাস, লিখেছেনঃ আলোকিত আধারে (তারিখঃ ১৭ ফেব্রুয়ারী ২০১৫
আবুল ফজল- শাহ মতিন টিপু।
বাংলা ব্লগ এলিগেন্তস, আকবর দ্য গ্রেটঃ মুঘল সম্রাট ও তাঁদের সাম্রাজ্য- পর্ব ৩,
বাংলা ব্লগ, “সামহোয়্যার ইন”, রাজিব নুর- সম্রাট অশোক
২৪ শে জানুয়ারি, ২০১৩ ।
বাংলা ব্লগ “সামহোয়্যার ইন”, সম্রাট আকবর ও তার দীন-ই-ইলাহীর পতন কাহিনীÌ ০৫ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০০।
বাংলা পিডিয়া, পাটালি পুত্র- নাসরীন আক্তার
বাংলা ব্লগ, প্রাচীন ভারতের মৌর্য সম্রাট অশোক যে সব কারণে বৌদ্ধধর্ম গ্রহন করেছিলেন, ০৯ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪৪
বাংলা ব্লগ, “মুক্ত মনা”- সম্রাট অশোক:একটি অজানা অধ্যায়, লিখেছেন আলোকের অভিযাত্রী| JANUARY ৬, ২০১২
বাংলা ব্লগ “ইষ্টিশন”- মাস্টার দা সূর্যসেন। লিখেছেনঃ মাস্টারদা সূর্যসেন, 22/03/2013
বাংলা পিডিয়া- কানাইলাল রায়, দীপঙ্কর শ্রীজ্ঞান, অতীশ
বাংলা ব্লগ “আমাদের কথা”- অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান: কেন মহৎ।
বাংলা ব্লগ “বিক্ষন”- অতীশ দীপঙ্কর, ইমন যুবায়ের
বাংলা ব্লগ “মুক্তমনা”- পালকীর্তি পাহাড়পুর বিহার, লিখেছেন রাজেশ তালুকদার, February ৬, ২০১২
বাংলা ব্লগ “শোরগোল”, পাল সভ্যতা ও বাঙ্গালী শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর
BY ENCYCLOPEDIA IN স্থাপত্য জুন ১২, ২০১৩
বাংলা ব্লগ “সামহোয়্যার ইন”- অতীশ দীপঙ্কর, ১৭ই ফেব্রুয়ারি, ২০০৯।
ঈশাখাঁ ফাউন্ডেশন- মসনদে ঈশা খা। (অনলাইন)

"PORTRAIT OF ATISHA [TIBET (A KADAMPA MONASTERY)] (1993.479)"। TIMELINE OF ART HISTORY। NEW YORK: THE METROPOLITAN MUSEUM OF ART, 2000–। OCTOBER 2006। সংগৃহীত 2008-01-11।
REMEMBERING OUR VICTORY, OUR FREEDOM FIGHTERS। THE DAILY STAR; DECEMBER 13, 2006।
ANTHONY MASCARENHAS (1986). BANGLADESH: A LEGACY OF BLOOD. HODDER AND STOUGHTON.
THE WAR WAGED BY A HEROIC WOMAN, ‘‘THE DAILY STAR’’, AUGUST 25, 2012
TAJUDDIN AHMAD: ITIHASHER PATA THEKE. EDITED BY SIMEEN HUSSAIN RIMI.DHAKA: PRATIBHAS,2000.
* INDEPENDENCE OF BANGLADESH IN 266 DAYS: HISTORY AND DOCUMENTARY EVIDENCE.MUHAMMAD NURUL QUADIR.DHAKA.MUKTO PUBLISHERS,2004.
যুদ্ধকালে তাজউদ্দিন- (SOURCE: THE DAILY STAR. RETRIEVED 31 DECEMBER 2013 WRITTEN BY DR. SERAJUL ISLAM CHOUDHURY, PROFESSOR EMERITUS, UNIVERSITY OF DHAKA)
: TIME MAGAZINE’S COVER STORY BANGLADESH: OUT OF WAR, A NATION IS BORN, DECEMBER 20, 1971)
SOCIAL HISTORY OF THE MUSLIM OF BENGAL, ABUL KARIM
SEN, AMULYACHANDRA (১৯৫৪)। RAJAGRIHA AND NALANDA। INSTITUTE OF INDOLOGY, VOLUME 4। CALCUTTA: CALCUTTA INSTITUTE OF INDOLOGY, INDIAN PUBLICITY SOCIETY।
SOCIAL HISTORY OF THE MUSLIM OF BENGAL, ABUL KARIM
DR. AMBEDKAR SPEECH IN COLOMBO SRI LANKA 29TH MAY 1950.
MORTAJĀ, GOLAMA AHAMADA (২০০৭)। CEPE RĀKHĀ ITIHĀSA (HISTORY HUSHED UP) (BENGALI ভাষায়)। CALCUTTA: BIŚVABAṄGĪẎA PRAKĀŚANA।
THE PREACHING OF ISLAM: A HISTORY OF THE PROPAGATION OF THE MUSLIM FAITH BY SIR THOMAS WALKER ARNOLD,
বাংলার ইতিহাস- "HISTORY OF BANGLADESH"। BANGLADESH STUDENT ASSOCIATION। সংগৃহীত ২০০৬-১০-২৬।
THE ORIGIN AND DEVELOPMENT OF THE BENGALI LANGUAGE, সুনীতিকুমার চট্টোপাধ্যায়,কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা, ১৯২৬
MATERIALS FOR A CRITICAL EDITION OF THE OLD BENGALI CHARYAPADAS (A COMPARATIVE STUDY OF THE TEXT AND THE TIBETAN TRANSLATION), PART I, প্রবোধচন্দ্র বাগচী, JOURNAL OF THE DEPARTMENT OF LETTERS, VOL. XXX, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা, ১৯৩৮
TELEGRAM 978 FROM THE CONSULATE GENERAL IN DACCA TO THE DEPARTMENT OF STATE, MARCH 29, 1971, 1130Z
AJOY ROY, "HOMAGE TO MY MARTYR COLLEAGUES", 2002
DR. RASHID ASKARI, "OUR MARTYERD INTELLECTUALS", EDITORIAL, THE DAILY STAR, DECEMBER 14, 2005
SHASHI, SHYAM SINGH (1999) BAIRAM KHAN : SOLDIER AND ADMINISTRATOR (SERIES ENCYCLOPAEDIA INDICA VOLUME 58) ANMOL PUBLISHING, NEW DELHI, INDIA
PANDEY, RAM KISHORE (1998) LIFE AND ACHIEVEMENTS OF MUHAMMAD BAIRAM KHAN TURKOMANPRAKASH BOOK DEPOT, BAREILLY, INDIA
ডঃ এম এ হাসান (২০০১)।যুদ্ধাপরাধ,গণহত্যা ও বিচার অন্বেষণ, WAR CRIMES FACT FINDING COMMITTEE AND GENOCIDE ARCHIVE & HUMAN STUDIES CENTRE, DHAKA।
"125 SLAIN IN DACCA AREA, BELIEVED ELITE OF BENGAL", NEW YORK TIMES (NEW YORK, NY, USA)। ১৯ ডিসেম্বর ১৯৭১।
MURSHID, TAZEEN M. (ডিসেম্বর ২, ১৯৯৭)। "STATE, NATION, IDENTITY: THE QUEST FOR LEGITIMACY IN BANGLADESH"। SOUTH ASIA: JOURNAL OF SOUTH ASIAN STUDIES,(ROUTLEDGE) 20 (2): 1–34।
ASADULLAH KHAN THE LOSS CONTINUES TO HAUNT US IN THE DAILY STAR (BANGLADESH)14 DECEMBER 2005
KILLING OF INTELLECTUALS - BANGLAPEDIA
SEN, SAILENDRA (২০১৩)। A TEXTBOOK OF MEDIEVAL INDIAN HISTORY। PRIMUS BOOKS
RADHEY SHYAM CHAURASIA (২০০২)। ATLANTIC PUBLISHERS & DISTRIBUTORS, HISTORY OF MEDIEVAL INDIA: FROM 1000 A. D. TO 1707 A. D.
ERALY, ABRAHAM (২০০৪)। THE MUGHAL THRONE: THE SAGA OF INDIA'S GREAT EMPERORS। PHOENIX।
"AKBAR (MUGHAL EMPEROR)"। ENCYCLOPEDIA BRITANNICA ONLINE। সংগৃহীত ১৮ জানুয়ারি ২০১৩।

Wikipedia
Encyclopædia Britannica
www.thebengalitimes.ca
http://www.genocidebangladesh.org
muktadhara.net
www.jonmojuddho.com


পরিশেষে-
“অতিশ দীপঙ্করের পাণ্ডুলিপি” কোন ইতিহাসের বই না। এটা আদ্য-পান্তই একটা থ্রিলার উপন্যাস। শুধুমাত্র গল্পের প্রয়জনে অসংখ্য ঐতিহাসিক ঘটনা ও চরিত্র এখানে এসেছে। তবে আমি সবসময়ই চেষ্টা করেছি ইতিহাসের একেবারে কাছাকাছি থেকে ঘটনাগুলিকে বলার। ইতিহাস লেখার ক্ষেত্রে প্রত্যেকে ইতিহাস লেখকই প্রচুর গবেষণা করে লিখে। তারপরেও আমাকে সেসব ঐতিহাসিক ঘটনার সত্যতা যাচাই করতে অনেক বই পড়তে হয়েছে। কিছু জায়গায় দেখেছি একই ঘটনা বিভিন্ন বইয়ে ভিন্ন ভিন্ন সময়ের কথা উল্লেখ করেছে। আমি সে সব জায়গায় বেশিরভাগের পক্ষে গিয়েছি। বিভিন্ন তথ্যের জন্য সংবাদ পত্রের পুরানো সংখা বিস্তর ঘাটাঘাটি করতে হয়েছে। কাজ করার পদ্ধতি বোঝার জন্য কথা বলতে হয়েছে বিভিন্ন মানুষের সাথে। বার বার দেখতে যেতে হয়েছে গল্পের স্থানগুলিতে। সত্যি কথা বলতে কি, গল্পের প্লট মাথায় আসার পর আমি এক বছরেরও বেশি সময় ধরে বাংলার প্রাচীন ইতিহাস নিয়ে পড়াশুনা করেছি। এক্ষেত্রে আমি অসংখ্য ইতিহাস এবং রাজনৈতিক বইয়ের লেখক, জাতীয় দৈনিক পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টাল গুলির কাছে কৃতজ্ঞ। বাংলা ব্লগ গুলোর কাছে আমি বিশেষ ভাবে ঋণী, ইতিহাসের বহু ঘটনা আমি এখান থেকে পেয়েছি এবং কিছু কিছু জায়গায় হুবুহু ব্যাবহার করেছি। গল্পের ইতিহাস অংশের, সময় এবং স্থান নিয়ে আমি চেষ্টা করেছি ভুল না করার জন্য তারপরেও যদি কোন ভুল থেকে থাকে, বই যেহেতু এখনও প্রকাশিত হয়নি তাই প্রকাশের পূর্বেই সেই ভুল গুলি ঠিক করার আশা রাখি। কয়েকটা রেফারেন্সে লেখকের নাম, প্রকাশের সময়, বই বা ব্লগের নাম সব একসাথে পরিপূর্ণ ভাবে উল্লেখ করতে না পাড়ার কারনে আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। উপন্যাস লেখার মাঝপথে আমার ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার কারনে অনেক বই এবং লেখকের নাম দুঃখজনক ভাবে হারিয়ে গেছে। যা পরে অনেক চেষ্টা করেও বের করতে পারিনি। তাই রেফারেন্সের একটা বড় অংশ উল্লেখ করা গেলনা। তবে পরবর্তীতে খুজে পেলে অবশ্যই অন্তর্ভুক্ত করে নিবো। পরিশেষে যে সমস্ত লেখকদের লেখা আমাকে গল্পের ইতিহাস অংশ লিখতে সাহায্য করেছে তাদের সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালবাসা প্রকাশ করছি।

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ সকাল ১১:০১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কুড়ি শব্দের গল্প

লিখেছেন করুণাধারা, ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:১৭



জলে ভাসা পদ্ম আমি
কোরা বাংলায় ঘোষণা দিলাম, "বিদায় সামু" !
কিন্তু সামু সিগারেটের নেশার মতো, ছাড়া যায় না! আমি কি সত্যি যাবো? নো... নেভার!

সানমুন
চিলেকোঠার জানালায় পূর্ণিমার চাঁদ। ঘুমন্ত... ...বাকিটুকু পড়ুন

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

×