somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'উম্মে সায়মা'র প্রথম বর্ষপূর্তি এবং কিছু কথা

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





        উম্মে সায়মা; সামু ব্লগে কেটে গেলো তার পুরো একটি বছর। পাওয়া না পাওয়ার হিসেব কষতে কষতে একটা সময় সে দেখলো হারিয়ে যাওয়া গত একবছরে সে পেয়েছে অনেকগুলো নতুন মুখ। তাদের সাথে কখনো উম্মে সায়মার দেখা হয়নি। অদূর ভবিষ্যতে কখনো হবে কিনা তাও বলা যায় না। তবে তাদের কাছ থেকে পাওয়া ভালোবাসা বয়ে বেড়াতে হবে সারাজীবন এ কথা ভাবতেই ঠোঁটের কোনে মৃদু হাসি চলে আসে তার।

         সামহোয়্যার ইন ব্লগ; বাংলা ব্লগ গুলোর মধ্যে যে পথ দেখিয়েছে অন্য ব্লগ গুলোকে কিভাবে পথ চলতে হয় অনেকগুলো মানুষকে এক সূতোয় বেঁধে। এই ব্লগে আজ থেকে ঠিক এক বছর আগে উম্মে সায়মা নামের যে নিকটি জন্ম নিয়েছিল আজ তার বর্ষপূর্তি।  আর আমি সেই উম্মে সায়মা বলছি.....


          ঠিক এক বছর কয়েকঘন্টা আগেও ভাবিনি আমি কখনো ব্লগিং করব। ব্লগিংয়ের ব্যাপারে তেমন কোন স্বচ্ছ ধারনাও ছিল না। টুকিটাকি ডায়েরীতে লেখালেখি করার অভ্যাস সেই ছোটবেলা থেকে। একটু একটু করে বেশ কিছু লেখা জমেছে। কিন্তু অন্তর্মুখী স্বভাবের কারণে কখনো কোথাও প্রকাশ করা হত না। একবছর আগে একদিন হঠাৎ মনে হল কোথাও তো প্রকাশ করি নিজের অনুভূতিগুলো, কেউ তো দেখুক! সেই ভাবনা থেকেই ব্লগে রেজিস্ট্রেশন। আগে কেবল মুখে মুখে কয়েকজনের কাছে সামহোয়্যার ইন ব্লগের নাম শুনেছি। সেভাবে পরিচিতি ছিলনা। কী হয় না হয়, কিভাবে করতে হয় কিছু না জেনে বুঝেই রেজিস্ট্রেশন করে ফেললাম। আর আমার সামনে উন্মোচিত হল এক নতুন দুনিয়া। কত সাহিত্যপ্রেমীর মিলনমেলা এ ব্লগ! কত জ্ঞানীগুণী মানুষের সাহচার্য পেয়েছি, কত নতুন কিছু শিখতে পেরেছি, কত অজানা জানতে পেরেছি!

           রেজিস্ট্রেশন করার সময় ভেবেছিলাম কয়দিন আর ব্লগিং করব, বড়জোর ৩ মাস, ৪ মাস? দেখা যাক কয়দিন আগ্রহ থাকে! শুরুর দিকে তেমন উৎসাহও তৈরি হয়নি। লেখা প্রথম পাতায় যায়না, কেউ আমার লেখা পড়েওনা। তার মানে কী আমার লেখার মান তেমন একটা ভালো না? এসব ভেবে কিছুটা হতাশ হচ্ছিলাম। আমার প্রথম পোস্ট ছিল একটি কবিতা-'বলতে পারিস?'। সে কবিতায় প্রথম মন্তব্য পেয়েছি এক মাস পর! আর প্রথম পাতায় সুযোগ পেয়েছি দীর্ঘ ৭ মাস পর। তবু ব্লগিং শুরুর প্রায় প্রথম থেকেই কয়েকজন সিনিয়র ব্লগার পাশে থেকে উৎসাহিত করেছেন। আর এ সকল সহব্লগারদের আন্তরিকতা এবং ভালোবাসায় এক বছর ধরে তাই বহাল তাবিয়তেই টিকে আছি!

         বিভিন্ন সময় পোস্টে মন্তব্য করে যারা উৎসাহ ও সাহস জুগিয়েছেন ; আহমেদ জী এস, খায়রুল আহসান, শাহরিয়ার কবীর, ভ্রমরের ডানা, ঋতো আহমেদ, জুন , মানবী, জাহিদ অনিক, নাগরিক কবি, মৌমুমু, বিজন রয়, সুমন কর, পুলহ, মনিরা সুলতানা, নাঈম জাহাঙ্গীর নয়ন, সেলিম আনোয়ার, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, সামু পাগলা০০৭, পুলক ঢালী, মাহমুদুর রহমান সুজন, আরাফআহনাফ, পথহারা মানব, মোস্তফা সোহেল, শুভ_ঢাকা, মোহেবুল্লাহ অয়ন, মুশি-১৯৯৪, মলাসইলমুইনা, পলাশমিঞা, বিলিয়ার রহমান, মাহবুবুল আজাদ, ওমেরা, দ্যা ফয়েজ ভাই, জেন রসি, শায়মা, গেম চেঞ্জার, শাব্দিক হিমু, কাজী ফাতেমা ছবি, আবু হেনা ভাই, মোটা ফ্রেমের চশমা, ক্লে ডল, ইতি সামিয়া, ধ্রুবক আলো, ফরিদ ভাই, চাঁদগাজী, ডঃ এম এ আলী , দেবজ্যোতিকাজল, প্রামাণিক, কথাকেথিকথিকথন , গিয়াস উদ্দিন লিটন, ইতি সামিয়া, কাল্পনিক_ভালোবাসা, সিফটিপিন, সৈয়দ আবুল ফারাহ্‌, সামিউল ইসলাম বাবু, অতৃপ্তচোখ, কালীদাস, হাতুড়ে লেখক, নাদিম আহসান তুহিন, ব্রতশুদ্ধ, বিদ্রোহী ভৃগু,  নীলপরি, সোহানী, স্বপ্নের_ফেরিওয়ালা, দিশেহারা রাজপুত্র, অতঃপর হৃদয়, এডওয়ার্ড মায়া, চিন্তক মাস্টারদা, সিনবাদ জাহাজি, কাল্পনিক কামিনী, বে-খেয়াল, সচেতনহ্যাপী, হাসান কালবৈশাখী, ধ্রুবক আলো, নিরব জ্ঞানী, সত্যপথিক শাইয়্যান, সাদা মনের মানুষ, রাজীব নুর, বর্ষন হোমস, কাছের-মানুষ, রক বেনন, মধ্য রাতের আগন্তক, Artcell Sabuj, মানিজার, অনিকেত বৈরাগী তূর্য্য, কানিজ রিনা,  তপোবণ, রায়হানুল এফ রাজ, এই আমি রবীন, বিষাদ সময়, স্বপ্নের শঙ্খচিল, MirroredDoll, মো: নিজাম গাজী, জীবন সাগর, শূন্যনীড়, রুলীয়াশাইন, আখেনাটেন, অভিজিৎ দাস সহ আরো অনেকে। সবার জন্য রইলো নিরন্তর ভালোবাসা।

           আলাদা করে সবার কথা বলতে গেলে বলে শেষ করা যাবেনা। তবে কয়েকজনের নাম না উল্লেখ করলেই নয়। আমার পোস্টে প্রথম মন্তব্য করেছিলেন ঋতো আহমেদ ভাই। শাহরিয়ার কবীর ভাই প্রতিটি পোষ্ট পড়েছেন ও মন্তব্য দিয়ে অনুপ্রাণিত করেছেন। আহমেদ জী এস ভাই, খায়রুল আহসান ভাই, ডঃ এম আলী ভাই গঠনমূলক মন্তব্য করে সব সময় পাশে ছিলেন। আহমেদ জী এস ভাই, ড. এম আলী ভাই, জুন আপু কদাচিৎ পোস্ট করেন কিন্তু সেগুলো হয় একেকটি মনি-মুক্তো।  খায়রুল আহসান ভাইয়ের অভিজ্ঞতা প্রসূত জীবনদর্শন সবসময় আকর্ষিত করে। জাহিদ অনিক, শাহরিয়ার কবীর, ভ্রমরের ডানা'র কবিতার মুগ্ধ পাঠক আমি। নাগরিক কবি হঠাৎ কোথায় যেন উধাও হয়ে গেছে। তার কবিতা পড়া থেকে বিরত রেখেছে অনেকদিন। শুনেছিলাম সামনের বইমেলায় তার প্রথম কাব্যগ্রন্থ আসবে। শুভ কামনা তার জন্য। তেমনি প্রিয় ব্লগার মানবী আপু, পুলহ ভাই সহ আরো কয়েকজন অনিয়মিত হয়ে গেছেন। তাদের সবার জন্য ভালোবাসা সবসময়।

পরিশেষে সামহোয়্যার ইন ব্লগকে অশেষ ধন্যবাদ সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেয়ার জন্য। আর সকল সহব্লগারদের প্রতি প্রানঢালা ভালোবাসা এবং শুভ কামনা।।

সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৯
৭১টি মন্তব্য ৭২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

×