somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কবিতার সাথেই থাকি ; সংসারে যাই মাঝে মাঝে।

আমার পরিসংখ্যান

যাযাবর জিয়া
quote icon
হাজার বছর পথ চলা শেষে,পাঁজিতে পুরাণে চেপে ; আমারা এসেছি নদীতে-নায়েতে, বেনো জল মেপে মেপে।।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

যমুনা ও নীল শাড়ি

লিখেছেন যাযাবর জিয়া, ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

স্বামিত্বের অধিকার ফলাতে চাই না
এযুগে ওসব অচল আধুলি ; বাতিল এ্যাপস
কী কথা তাহার সাথে- তার সাথে?
এতো ওয়েটিংয়ে রাখে ক্যানো তোমার ফোন?
এসব প্রশ্নের মতো বুর্জোয়া প্রেমিকের অভিমান-
আমার অভিধানের মধ্যরাতে নেই

চাইবো না- পিরিতের ধান কুটে
... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     like!

দুঃখপাড় জলপাই শাড়ি

লিখেছেন যাযাবর জিয়া, ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

স্বজন এবং বন্ধুরা বলেন-
সমাজ থেকে তোমার দূরত্বের পথটুকুতে আমরা টাঙিয়ে দিয়েছি কবিতার নামফলক
আমি নামফলককে এপিটাফ ভেবে
খুঁজে ফিরি শব্দের বিশল্যকরণী
শত্রুরা বলেন-
তোমার কবিতার খাতায় আমরা চড়িয়ে দেবো
হাপিত্যেশের ঘুঘু
আমি ঘুঘুটির জন্য প্রস্তুত করে রাখি
... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

বেদনার সামান্য নীচে

লিখেছেন যাযাবর জিয়া, ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

আমি জানি আমার মৃত্যু হবে সূর্যাস্তের মতো
আমি জানি আমার মৃত্যুতে
কারো চোখ থেকে ঝরবে না হাপিত্যেশের শিশির
আমার অনুল্লেখ করুণ মৃত্যুর মুখে তাকিয়ে কণ্ঠনালি চিরে বেদনার সামান্য নীচে উচ্চারিত হবে না
আক্ষেপের নূন্যতম অর্ধযতি
আমার মৃত্যুর সময় আমাকে ঘিরে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

পাখিঠোঁটে সন্দেহ

লিখেছেন যাযাবর জিয়া, ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

দুধমাখা ভাত প্রাণে ধরা চাঁদ
গামছায় বাঁধা দই
সে প্রাণটা তোর কই পড়শি-
সেই বঁধুপ্রাণ কই
আমাদের ছিল
গোলাভরা রাত মানবীয় ভুলচুক
সেলাইআঁধারে ধ্রুবতারা ছিল
... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

কৃত্তিকার শুশ্রূষাপ্রবণ হৃদয়

লিখেছেন যাযাবর জিয়া, ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩

আমার চেতনার ঘা জুড়ে
সময়ের মাছিরা পেড়ে গেছে কামনার মৃত ডিম
চেতনার হাড়-মাংস
পুনঃস্হাপিত হয়ে গ্যাছে মৃত ডিমেদের নুনে

এইসব কিংকর্তব্যবিমূঢ় অমাবস্যায় শূন্য থেকে
নেমে আসে এক নক্ষত্র;
তার দুই ডানা- কল্পনার পালকে বোনা
আমাকে নিয়ে সেই আশ্চর্য নক্ষত্র বের হয় রাত্রিকালীন
গ্যালাক্সি ভ্রমণে
... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

তেমন বিরহ পেলে

লিখেছেন যাযাবর জিয়া, ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯

কী করে তোমাকে ছোঁব ?

জন্মান্ধ আঙুল আমার ;
ভুল কেন্দ্রে রাখে যদি হাত !

কামান্ধ কবন্ধ চোখ-
কহবতী... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

জোছনা ও জননীরা (কবিতা)

লিখেছেন যাযাবর জিয়া, ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৪

গণিকালয়ে যাইনি কোনোদিন
চৈত্রের চোখে চেয়ে থাকি বৈশাখে

ঈশ্বর

শুনেছি সেখানে জোছনা ও জননীরা থাকে

ঝালকাঠী,
১৯/০১/২০১৬ খ্রিঃ বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

প্রথাগত রাত (কবিতা)

লিখেছেন যাযাবর জিয়া, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৯

মাঝরাতে রাত এসে
খটখটালো আমার দরজায়
বললো- "যাবে ? পূর্ণিমায় ?"
হাঁটতে হাঁটতে আমরা বসলাম
গ্রামটাকে দু'ভাগ করে চলে যাওয়া
পাঠশালাফেরত ভণিতাহীন নদীর বাতায়
রাতের ভ্রুমধ্য আঁধারে
জ্বলজ্বল করছিলো ম্যাচিং চাঁদ
রাধাচূড়া খোপায় কয়েকটি ভূমিকাহীন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

জোছনা ও জননীরা

লিখেছেন যাযাবর জিয়া, ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

গণিকালয়ে যাইনি কোনোদিন
চৈত্রের চোখে চেয়ে থাকি বৈশাখে

ঈশ্বর

শুনেছি সেখানে জোছনা ও জননীরা থাকে

ঝালকাঠী,
১৯/০১/২০১৬ খ্রিঃ বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

শূন্য সম্ভাবনা

লিখেছেন যাযাবর জিয়া, ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

যে তুমি
ধরিবাজ দুধ থেকে পৃথক করতে পারো
সময়ের রাজহংস জল
যে তুমি
নাগরিক কৌটো থেকে কুশীলব আঙুলে
... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

একটি দুঃখ নীল

লিখেছেন যাযাবর জিয়া, ১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

কিছু কিছু দুঃখ আছে
যত্নে শিকেয় তোলা
কিছু কিছু দুঃখ আমার
চৌদ্দ আনা তোলা
কিছু কিছু দুঃখ থাকে
বিদেশে বিভুঁই
দেখা হলে আমি তাদের
লবন জলে ধুই
গোটা পাঁচেক দুঃখ আমার
অল্পদামে কেনা
এরই মধ্যে কয়েকটি বেশ
... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

সংকট

লিখেছেন যাযাবর জিয়া, ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

আজকাল
আমার এক অবাক করা অনুভূতি হচ্ছে মাঝে মাঝে
আমি যেন আমার অস্তিত্ব আর
খুঁজে পাচ্ছি না কোথাও
কিছুতেই
আমার হাতদু'টো হাতে নেই
আঙ্গুলগুলো
নিখোঁজ সংবাদের মতো বেপাত্তা
কী সাংঘাতিক ঘটনা
জানো-
ইদানীং নাক দিয়ে গন্ধ নিতে গিয়ে
টের পাই-
নাক নেই নাকের জায়গায়
কোন ঘ্রাণ-অনুভূতি নেই
যেন শ্বাস নেবার জন্য
ম্যানহোলের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

মোহন কিছু ক্ষতি

লিখেছেন যাযাবর জিয়া, ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

আঁকতে গেলে ময়ূরপঙ্খি
সপ্তপদী নাও;
অথচ তার ডানায় ঘুমায় কালিম
পাখির ছাও!
আঁকতে যে চাও
আকাশ-নদী মনমতো এক পাখি;
জানো কী তার বিয়োগ ফলের শুভঙ্করের
ফাঁকি ?
আঁকছো তুমি আঁকার নেশায়
আকাশগঙ্গা রবি;
হায় ভগবান ! রেখার ভেতর এ কোন কবি'র ছবি?

আঁকতে পারো
চন্দ্রবিন্দু বিসর্গ ও যতি;
মুগ্ধ কবি,
চিত্রপটে যত্নে রেখো মোহন
কিছু ক্ষতি !
একটি কোণে
পাপটি এঁকো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

একমাত্র মাতালদের পাঠযোগ্য কবিতা

লিখেছেন যাযাবর জিয়া, ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

সুধী মাতালবৃন্দ,
মহুয়ার গেলাস স্পর্শ করার পূর্বে
আপনারা নিজ নিজ ধর্ম মতো পবিত্র হয়ে নিন,
কেননা
অপবিত্র অবস্থায় স্পর্শ করলে
মহুয়া আপনার ভেতরের পশুকে উলঙ্গ করে দেবে ;

সুধীবৃন্দ,
মনে রাখবেন আপনাদের একমাত্র লক্ষ
মাতাল হওয়া,

বস্তুতঃ প্রেমিক মাতালরাই মহাবিশ্বে একমাত্র আবৃত্তিযোগ্য ।


>>>ঝালকাঠী।।
>>>২৫/০৯/১৫খ্রিঃ।। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

ঠিক তখনি তোমার কাছে ফেরা

লিখেছেন যাযাবর জিয়া, ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

যখন আমার
চেনা চেনা পথ হয়ে যায় ভুল
যখন আমার হাতের মুঠোয় মুখস্ত সব ভুল রমণীর
চুল,
ঠিক তখনি তোমার কাছে ফেরা ; ও নদী ও ধানের
শালিকেরা।
যখন আমার ভাল্লাগে না কিছু
নষ্ট শীতের কষ্টগুলো যখন আমার ছাড়ছে না
আর পিছু,
ঠিক তখনি তোমার কাছে ফেরা ; ও নদী ও ধানের
শালিকেরা।
যাপন জুড়ে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৭৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৭৫৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ