somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষ পরিক্রমাঃ সামহোয়্যার ইন... ব্লগ' ২০১৪

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কালের পরিক্রমায় সামহোয়্যার ইন... ব্লগ আরো একটি বছর অতিক্রম করলো, সেই সাথে বাংলা কম্যুনিটি ব্লগেরও অতিক্রান্ত হলো ৯টি বছর। রাজনৈতিক অস্থিরতা দিয়ে বছরটি শুরু হলেও ২০১৪ সালটি সামহোয়্যার ইন... ব্লগ ছিলো অনেকটাই নিরুত্তাপ। তবে বরাবরের মতোই বিষয় ভিত্তিক আলোচনা তর্ক বিতর্ক সচেতনতা সাহিত্য নাগরিক সাংবাদিকতা এবং লেখালেখির বিভিন্ন ধারা ছিলো আলোচনা সমালোচনায় মুখর। যাইহোক, আমরা দেখে নেই বছর জুড়ে কেমন ছিলো আমাদের প্রিয় সামহোয়্যাইন... ব্লগ।


রাজনৈতিক অস্থিরতা দিয়ে বছর শুরুঃ
নবম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বছরের শুরু হয়েছে দেশব্যাপী এক অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে। বাংলা ভাষাভাষীর প্ল্যাটফর্ম হিসেবে সামহোয়্যারইন...ব্লগের ব্লগারাও নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত জানিয়েছে। এসেছে নির্বাচন বিরোধী মতামত , নির্বাচনের সাংবিধানিক গ্রহনযোগ্যতা , আবার এসেছে বর্তমান সরকারের পুনরায় ক্ষমতায় আসার প্রয়োজনীতা আবার এসেছে নতুন বছরের প্রত্যাশার কথা।


বিকল্প গণমাধ্যমঃ
ইন্টারনেটের ব্যবহার যেমন বাড়ছে তেমনি বিকল্প গণমাধ্যম হিসেবে ইন্টারনেট এগিয়ে যাচ্ছে অবিশ্বাস্য গতিতে। বিশেষ করে কম্যুনিটি ব্লগসমূহ নাগরিক সাংবাদিকতার সে পথকে করেছে আরো প্রশস্থতর। ২০১৪তে সামহোয়্যারইন...ব্লগ ছিলো নাগরিক সাংবাদিকতার এক অনন্য উদাহরণ, যেখানে তৈরী পোষাক খাতে শ্রমিক শোষণের কথা যেমন উঠে এসেছে তেমনি উঠে এসেছে বহুজাতিক কোম্পানির জেনেটিক্যালী মডিফাইড (জিএম) ধান গোল্ডেন রাইস বা বিটি বেগুনের এর ক্ষতিকর দিক নিয়ে, একই সাথে এসেছে শস্য বীজ নিয়ে বহুজাতিক প্রতিষ্ঠানের আগ্রাসনের চিত্র। উঠে এসেছে বাজারে বিক্রীত পরিচ্ছন্ন সেমাইয়ের নামে এবং চকবাজারের ইফতারির নামে আমরা কি খাচ্ছি বা রূপচর্চায় প্রসাধনীর ব্যবহারের নামে বা ফেয়ারনেস ক্রিম ব্যবহারের নামে আমরা আসলে কি ব্যবহার করছি বা গরু মোটাতাজা করণের বিষাক্ত প্রক্রিয়া । এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল পুনরুদ্ধার নিয়ে ব্লগাররা যেমন সোচ্চার ছিলো তেমনি ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ছাত্রীদের উপর নির্যাতনের খবর অথবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের খবর। একই সাথে উঠে এসেছে বিশ্ববিদ্যালয় সমূহে ছাত্র রাজনীতির নামে আসলে কি হচ্ছে।

প্রশ্নপত্র ফাঁস ছিলো বছরের অন্যতম আলোচিত বিষয়। শিক্ষা বিধ্বংসী এই প্রক্রিয়া বন্ধের জোর দাবী এসেছে ব্লগারদের থেকে। একই সাথে এসেছে হলুদ সাংবাদিকতা বা মুক্তমতের প্রতিবন্ধক ৫৭ ধারা নিয়ে আলোচনা অথবা আইসিটি আইনের ৫৭ ধারার বিরুদ্ধে নাগরিক বন্ধনের ডাক।

নাগরিক সাংবাদিকতার অনন্য নিদর্শন হিসেবে ব্লগারদের হাত ধরে যেমন উঠে এসেছে প্রত্যন্ত অঞ্চলের বন্যা কবলিত মানুষের দুর্দশা তেমনি এসেছে নাগরিক জীবনে রাস্তার কাজের দীর্ঘসুত্রিতায় বেহাল নাগরিক জীবনের গল্প এবং বন লুটের সার্বিক চিত্র। আবার একই সাথে প্রত্যক্ষদর্শী ব্লগারের হাত ধরে উঠে এসেছে শিক্ষা বঞ্চিত প্রত্যন্ত হাওড়ে ভেসে থাকা শিক্ষা তরীর চিত্র।

আন্তর্জাতিক পরিমন্ডলের বিভিন্ন ঘটনাপ্রবাহের বিশ্লেষণধর্মী লেখাও ছিলো উল্লেখযোগ্য পরিমাণে। ফিলিস্তিনীদের উপর ইজরায়েলীদের বর্বর হামলা , বিশ্বরাজনীতির বর্তমান চিত্র , স্কটল্যান্ডের গণভোট । একই সাথে পশ্চিমবঙ্গ নিবাসী ব্লগার তুলে ধরেছেন বর্ধমান সন্ত্রাসের চিত্র।


সামাজিক আন্দোলন, সচেতনতা, যাপিত জীবন, দেশ ভাবনা ও তর্ক বিতর্কঃ
নাগরিক সাংবাদিকতার পাশাপাশি অন্যান্য বছরের মতো ২০১৪তেও আমরা বেশ কিছু সামাজিক আন্দোলন দেখতে পাই। সেখানে যেমন রয়েছে দেশের উচ্চশিক্ষার বেহাল দশা নিয়ে লেখা তেমনি রয়েছে এন্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহারের কথা। রয়েছে ক্যান্সার সচেতনতা , ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতি। বাংলাদেশ প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপুর্ণ কিন্তু সচেতনতা তৈরীর ক্ষেত্রে উপেক্ষিত কয়েকটি বিষয়ে এসেছে বেশ কিছু গুরুত্বপুর্ণ পোষ্ট। বলা হয়ে থাকে ভবিষ্যৎ পৃথিবীর সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুপেয় পানির সমস্যা ও করনীয় বিষয়ে পোষ্ট। বিস্মৃত সেই নীমতলী ট্র্যাজেডি এবং অগ্নি সচেতনতায় করনীয় । ভয়াবহ ভুমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ ব্লগারদের হাত ধরে এসেছে সেই ভুমিকম্পের প্রস্তুতির কথা এবং উপেক্ষিত কিন্তু প্রতিবছর মৃত্যুহার উল্লেখযোগ্য পরিমাণে বেশী একটি ব্যাপার হচ্ছে বজ্রপাত, ব্লগারদের লেখায় সেখানে এসেছে বজ্রপাতের সচেতনতা নিয়ে বিস্তারিত পোষ্ট।

যাপিত জীবনে এবার ব্লগার শোভন শামস আফ্রিকা থেকে ঘুরে চলেছেন এশিয়াতে, বরাবরের মতো মধুমিতা লিখে গেছেন আরব ডায়েরী, রেজওয়ানা আলী তনিমা বিলেতকে দেখেছেন পাখির চোখে, আইমান জাছিম জানিয়েছেন অরেগনের পথের খবর, ব্লগার সাইফুল আজীম ঘুরেছেন দিল্লীর পথে, কর্মসুত্রে ইরান অবস্থান করা ব্লগার মুহাম্মদ জহিরুল ইসলাম ঘুরেছেন ইরান জুড়ে, ব্লগার ইচ্ছের ঘুড়ি বলেছেন ভেনিসের গল্প, ব্লগার সেলিম আনোয়ার লিখেছেন মালয়েশিয়া ভ্রমণ, ব্লগার অন্যমনস্ক শরৎ লিখেছেন বার্লিনের ডায়েরী আরো রয়েছে ব্লগার বাকি বিল্লাহর কলকাতা আগ্রা ভ্রমণ। এদিকে ব্লগার বোকা মানুষ বলতে চায় দেশব্যাপি ঘুরে তুলে এনেছেন অপরূপ বাংলার চিত্র।

আরেকটি কথা আলাদা করে না বললেই নয়, এবার মানসিক রোগ সচেততনতা নিয়ে পোষ্ট এসেছে উল্লেখযোগ্য পরিমাণে। লেশ-নাইহান সিনড্রোম , অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার , সিজোফ্রেনিয়া সহ আরো অনেক বিষয়ের পাশাপাশি মানসিক রোগ বিশেষজ্ঞের ব্লগে উঠে এসেছে অটিজম নিয়ে বিস্তারিত আলোচনা


বিশ্বকাপ ফুটবল এবং খেলা পাগল ব্লগারঃ
২০১৪তে ছিলো বিশ্বকাপ ফুটবলের মূল পর্বের খেলা। সারা বিশ্বের সাথে সাথে সামহোয়্যার ইন... ব্লগ এর ব্লগাররাও ছিলো এই উন্মাদনার অংশীদার। খেলা চলাকালীন সময়ে ব্লগারদের তৈরী বিভিন্ন ব্যানার দিয়ে সাজানো থাকে ব্লগের প্রচ্ছদ । খেলা পাগল ব্লগাররা বিশ্বকাপ নিয়ে পোষ্ট দিয়ে , আড্ডার আয়োজন করে , নিজের পছন্দের দলকে সমর্থন জানিয়ে পোষ্ট দেয়। সারা দেশের মতো এখানেও ছিলো আর্জেন্টিনাব্রাজিল দলের সমর্থকদের আধিক্য। তাইবলে থেমে থাকেনি দেশীয় খেলাধুলার বিষয়। দেশের ক্রিকেটফুটবল বা তার ইতিহাস নিয়েও লেখা আসে।


সাহিত্য ও অনুবাদঃ
নাগরিক সাংবাদিকতা ভ্রমণ যাপিত জীবন ইত্যাদির পাশাপাশি বাংলা ব্লগ বর্তমান সাহিত্য চর্চার অন্যতম প্রধান একটি মাধ্যম। এবারের অন্যতম গুরুত্বপুর্ণ একটি বিষয় ছিলো বিভিন্ন অনুবাদ ধর্মী লেখা। সেখানে সক্রেটিসের এপোলজির অনুবাদ যেমন রয়েছে তেমনি রয়েছে কাহলিল জিবরানের গল্পের অনুবাদআরো রয়েছে ফরাসী কবিদের কবিতার অনুবাদ , ব্রিটিশ ঔপন্যাসিক Roald Dahl এর থ্রিলার অনুবাদ , প্রখ্যাত উর্দু সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের লেখা গল্পের অনুবাদ , আরো রয়েছে ল্যাটিন আমেরিকার গল্প , কৃষাণ চন্দরের অনুবাদ এবং আফ্রিকার রূপকথা । একই সাথে বরাবরের মতোই এসেছে নিয়মিত গল্প , কবিতা এবং ফিচার।

ছবিব্লগঃ
একটি ছবি হাজার কথা বলে। সামহোয়্যার ইন... ব্লগ এর ব্লগারদের ক্যামেরায় ধরা পড়েছে বিভিন্ন অসংগতি থেকে শুরু করে নৈসর্গিক দৃশ্য। ছবি বলেছে তুরাগ নদীর জীর্ণতার কথা , দুষ্ট চোর কাঠবেড়ালীর খেজুর রস চুরির গল্প , নয়নাভিরাম ইনানী সমুদ্র সৈকত , তিনবিঘা করিডোর , ব্লগার সাজিদ ঢাকার ক্যামেরায় বাংলার পথে, ব্লগার সাদা মনের মানুষের ক্যামেরায় অপরূপ বাংলা। আবার মাত্র পাঁচটি ছবি মিলেই হয়ে উঠেছে অসাধারণ এক গল্প।

ধর্ম ও জীবনঃ
মানবিক বোধের অন্যতম একটি দিক হচ্ছে ধর্ম। বিগত বছরগুলোর ন্যায় এবারও এসেছে অনেক ধর্ম ভিত্তিক পোষ্ট। এসেছে ইসলামী জীবন দর্শন , আল্লাহ্‌র গুণাবলী , মুহাম্মদ (সাঃ) এর জীবনের লুকানো বেদনা । এদিকে বরাবরের মতোই ব্লগার দীপান্বিতা লিখে গেছেন সনাতন ধর্ম ভিত্তিক পুরাণ মহাভারতের সহজবোধ্য গল্প, শারদীয় উৎসব দূর্গা পূজার স্মৃতিচারণ । আরো এসেছে বৌদ্ধ ধর্মের প্রকারভেদ এবং চীনাদের লাফিং বুদ্ধের পরিচিতি সহ আরো অনেক কিছু।



হাত বাড়িয়ে দাওঃ
মানুষ মানুষের জন্য। বিগত বছরগুলোর মতোই ছিলো বিভিন্ন সময়ে মানবিক সাহায্যে ব্লগারদের সম্মিলিত অংশগ্রহন। সাহায্যের হাত বাড়িয়েছেন উত্তরবঙ্গের শীত পীড়িত বা বন্যা কবলিত মানুষদের প্রতি, শীতবস্ত্র সংগ্রহে ছুটেছেন এখান থেকে সেখানে । একই সাথে সহব্লগারের চিকিৎসা সহযোগীতা এবং গোবিন্দ হালদারের চিকিৎসার দাবী । এছাড়াও শারীরিক প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার প্রকল্প , বিশ্বকাপ ফুটবলের সময় তৈরী বিভিন্ন দলের পতাকা দিয়ে শীতের কাঁথা তৈরীর উদ্যেগ, পথশিশুদের ঈদের জামা , অল্প অল্প টাকা জমিয়ে দরিদ্র পরিবারদের ঈদের বাজারে সহযোগীতা এবং এসেছে সহজে সেবামূলক কাজের পদ্ধতি ও পরামর্শ

অভ্যন্তরীণ অভিযোগ অনুযোগঃ
বছর জুড়ে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা ব্লগারদের একটি ভোগান্তির কারণ হয়েছিলো। ব্লগ ব্যবহারে অনাকাংখিত সাময়িক সমস্যা এবং সেগুলোর সমাধানের চেষ্টা আবার কখনও বা ব্লগারদের নিজ উদ্যেগে বিভিন্ন বিকল্প সমাধান বের করার চেষ্টা ছিলো লক্ষ্যনীয়। সমস্যার সমাধান লক্ষ্যে কখনও সাময়িক সময়ের জন্য সার্ভার বন্ধ রাখতে হয়েছে।

এছাড়াও নির্বাচিত পাতা এবং মডারেশনের বিরুদ্ধে নানা অভিযোগ অনুযোগ ছিলো বিগত বছরগুলোর মতোই এবং ছিলো নির্বাচিত পাতার উন্নয়ন নিয়ে ব্লগারদের নিজস্ব মতামত


ভালোবাসার সামহোহ্যার ইন... ব্লগঃ
বিভিন্ন অভিযোগ অনুযোগ থাকলেও সকলের প্রিয় সামু এবং সামু ব্লগারদের নিয়ে গঠনমূলক বিভিন্ন আলোচনায় হয়েছে। ব্লগের সম্ভাবনা , সংকলিত ব্লগ লেখার কৌশল কিংবা ব্লগিং এর গুরুত্ব নিয়ে এসেছে গুরুত্বপুর্ণ লেখা। এছাড়াও বছর জুড়ে এসেছে নানাবিধ সংকলন । এসেছেন ব্লগারদের প্রিয় সামুর প্রতি চাওয়া পাওয়ার কথা।


পুরষ্কার, সম্মাননা, বই প্রকাশ এবং মূলধারার গণমাধ্যমে ব্লগাররাঃ
এবারের বইমেলাতে প্রকাশিত হয়েছে ব্লগারদের বেশ কয়েকটি বই । এছাড়াও দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিয়মিত ছাপা হয়েছে ব্লগারদের লেখা।এবারের হরলিক্স-প্রথম আলো গল্প লেখা প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছেন ব্লগার সুমাইয়া বরকতউল্লাহ


নতুন ব্লগার এবং নতুন রূপে সামহোয়্যার ইন... ব্লগঃ
বছড় জুড়ে তুলনামূলক নতুন ব্লগারদের সরব উপস্থিতি ছিলো উল্লেখ করার মতো । একই সাথে পরীক্ষামূলক ভাবে গত ১৫ ডিসেম্বর সামহোয়্যার ইন... ব্লগের জন্মদিন উপলক্ষে ছাড়া হয়েছে পরীক্ষামূলক নতুন ভার্সন


বিজয় দিবস র‍্যালি, ব্লগ দিবস ও ব্লগার আড্ডাঃ
প্রতি বছরের মতো চলতি বছরের ১৬ই ডিসেম্বর এবারও সামহোয়্যারইনের উদ্যেগে বিজয় দিবস র‍্যালি উদযাপিত হয়। "যোগাযোগে সামাজিক মাধ্যম এবং আমাদের দায়বদ্ধতা" এই স্লোগানকে সামনে রেখে ১৯শে ডিসেম্বর উদযাপিত হয় ষষ্ঠ বাংলা ব্লগ দিবস । ব্লগ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে সামহোয়্যারইন ব্লগ ঘুড়ি ব্লগ সহ বেশ কয়েকটি ব্লগ যৌথ ভাবে আয়োজন করে আলোচনা অনুষ্ঠানের । এছাড়াও বিভাগীয় শহর চট্টগ্রাম , সিলেট , বরিশাল সহ বেশ কয়েকটি জেলায় ব্লগ দিবস পালিত হয়। বিগত বছরের মতো এবারও ব্লগারদের নিজ উদ্যেগে চলে সাহিত্য আড্ডা


চলে যাওয়া মানে প্রস্থান নয়ঃ
২০১৪তে আমাদের থেকে চির বিদায় নিয়েছেন ব্লগার সেতু আশরাফুল হক ব্লগার ও কবি ওবায়দুল গনি চন্দন ও প্রবীণ ব্লগার বাংলার ভূমিপুত্র । তাঁদের আত্নার মাগফেরাত কামনা করি।


বর্ষপরিক্রমা সংশ্লিষ্ট পোষ্ট সমূহঃ
২০১৪ সালের সকল স্টিকি পোষ্ট নিয়ে কথা। - মৃদুল শ্রাবন
ফিরে দেখা ২০১৪ঃ বছর জুড়ে সামহোয়্যারইন ব্লগে স্টিকি হওয়া পোস্ট সমূহের সংকলন - অপু তানভীর
ফিরে দেখা ২০১৪ : সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক মন্তব্য পাওয়া পোস্টসমূহ - ইমিনা
♣সামহোয়্যারইন ব্লগের নারী পোস্ট সমগ্র ২০১৪♣ - আরজুপনি
সামহোয়্যার ইন ব্লগ সালতামামি ২০১৪ - জেরিফ

বিগত বছরগুলোতে আসা বর্ষ পরিক্রমার কয়েকটি পোষ্টের লিংকঃ

ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ
ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত...
ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত...
ফিরে দেখা ২০১২- বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে সকল স্টিকি পোস্টগুলোর সংকলন
বর্ষ পরিক্রমাঃ সামহোয়্যার ইন... ব্লগ' ২০১৩


সকলের আরো দায়িত্বশীল ব্লগিং এবং মডারেশন প্যানেলের আরো পেশাদারিত্ব মিলিয়ে ভালোবাসার সামহোয়্যারইন... ব্লগ পেরিয়ে যাক আরো সুদীর্ঘ পথ। সবাইকে ইংরেজী নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।


ফুটনোটঃ এটি কোনভাবেই সংকলন পোষ্ট নয়। বছড় জুড়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাপ্রবাহের একটি সারমর্ম মাত্র। খুব স্বাভাবিক ভাবেই একজনের পক্ষে সব গুরুত্বপুর্ণ বিষয় তুলে আনতে পারা অনেক কঠিন একটি কাজ। তাই অনুরোধ জানাচ্ছি অজ্ঞাতে বা ভুলে বাদ পড়ে যাওয়া বিষয়গুলো মন্তব্যের ঘরে তুলে ধরার জন্য। পোষ্ট এবং সহব্লগারদের মন্তব্য মিলিয়েই ব্লগের পরিপুর্ণতা।

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪
৭২টি মন্তব্য ৬২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩৪


মিস ইউনিভার্স একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার নাম। এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীরা অংশগ্রহণ করলেও কখনোই সৌদি কোন নারী অংশ গ্রহন করেন নি। তবে এবার রেকর্ড ভঙ্গ করলেন সৌদি... ...বাকিটুকু পড়ুন

আমার প্রফেশনাল জীবনের ত্যাক্ত কথন :(

লিখেছেন সোহানী, ২৮ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫৪



আমার প্রফেশনাল জীবন বরাবরেই ভয়াবহ চ্যালেন্জর ছিল। প্রায় প্রতিটা চাকরীতে আমি রীতিমত যুদ্ধ করে গেছি। আমার সেই প্রফেশনাল জীবন নিয়ে বেশ কিছু লিখাও লিখেছিলাম। অনেকদিন পর আবারো এমন কিছু নিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমি হাসান মাহবুবের তাতিন নই।

লিখেছেন ৎৎৎঘূৎৎ, ২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩৩



ছোটবেলা পদার্থবিজ্ঞান বইয়ের ভেতরে করে রাত জেগে তিন গোয়েন্দা পড়তাম। মামনি ভাবতেন ছেলেটা আড়াইটা পর্যন্ত পড়ছে ইদানীং। এতো দিনে পড়ায় মনযোগ এসেছে তাহলে। যেদিন আমি তার থেকে টাকা নিয়ে একটা... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সাংঘাতিক উস্কানি মুলক আচরন

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



কি সাঙ্ঘাতিক উস্কানিমুলক আচরন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর । নাহ আমি তার এই আচরনে ক্ষুব্ধ । ...বাকিটুকু পড়ুন

×