somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

"আমি শুধুই মানুষ অন্য কিছু নয়"

আমার পরিসংখ্যান

এম এস আরেফীন ভুঁইয়া
quote icon
সমস্ত ভালোবাসা কবি এবং কবিতার জন্য
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ভোরের পাখি। এম এস আরেফীন ভুঁইয়া।।

লিখেছেন এম এস আরেফীন ভুঁইয়া, ০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৯



ভোরের পাখি
----------------------------------

তুমি ভোরের পাখি হতে বললে,
কেন? বুঝিনি!
তবে হতে চাই তাই
আমি ভোরে উঠে দেখবো ভোরের পাখিদের কি আচরন
আর ভোরে উঠা মানুষদের ঢঙ্।
আজ আমি জাগবো খুব প্রতু্যষে,
যখন উঠে না কোন প্রাণী কুল
তখন ঘাসে থাকবে শীতের শিশির বিন্দু
যেমনটি সতেজ থাকে ঊষাসমাগমে নববধুর রূপ।
তখন থাকবে অনূঢ়া'র দুখের স্মৃতি ছবি
বেদনার প্রতিফলন।
যেমনটি... বাকিটুকু পড়ুন

৩৬ টি মন্তব্য      ৫০৩ বার পঠিত     like!

অনুশোচনা।। এম এস আরেফীন ভুঁইয়া।। ছোট গল্প।

লিখেছেন এম এস আরেফীন ভুঁইয়া, ৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৫৯


অনুশোচনা


চৈত্রের ক্লান্তিময় দুপুর। হঠাত ফোনের ক্রিং ক্রিং আওয়াজ। অপরিচিত নাম্বার।রিসিভ করার সাথে সাথে হাসি মুখে বলল কেমন আছেন, আলিফ ভাই। মেয়ে কণ্ঠের আওয়াজ শুনে কিছুটা অন্য রকম অনুভুতি লাগল।মনে অনেকটা পুলকিত উৎফুল্ল হলো বটে ভাব জাগল মনে।দ্বিধাদ্বন্দে পড়ে গেলাম অনেকটা। আরো নামও জানে। কিছুটা স্থির হয়ে উত্তর... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৮১৩ বার পঠিত     like!

যদি ফিরে আসো। এম এস আরেফীন ভুঁইয়া।

লিখেছেন এম এস আরেফীন ভুঁইয়া, ২৯ শে মে, ২০১৬ বিকাল ৪:১৮



যদি ফিরে আসো
--------------------------


যদি কখনো বৃষ্টি হয়ে ঝরো
তোমার ছোঁয়ায় নিজেকে করবো শোধন
তোমার প্রতি বৃষ্টির কণার
ছোঁয়ায় পুলকিত করবো মন।

যদি কখনো শীত হয়ে আসো গাঁয়ে
গরম জামায় আঁকড়ে ধরবো তোমায়
মধুর আলিঙ্গনে,
উষ্ণতায় ভরিয়ে দেবো তোমার ভবন ।

যদি কখনো আসো ভরা পূর্ণিমায়
জ্যোস্নার আলো হয়ে,
আলোকিত করবো তোমায়
মনের যতো আলোয়
করিয়ে দেবো তারার আলোয় স্নান।

যদি... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৯৪ বার পঠিত     like!

বালিকা।। এম এস আরেফীন ভুঁইয়া।।

লিখেছেন এম এস আরেফীন ভুঁইয়া, ২৮ শে মে, ২০১৬ বিকাল ৪:২৪

..................................................................
বালিকা

বালিকা তুমি কি দেখেছো জীবন
কিভাবে কেটে যায় প্রস্রবের পর হতে যৌবনের পদার্পণ সময়
কতো জটিলতায়,
কিভাবে যায় এই সময় ধাপে ধাপে একটু একটু করে
তুমি যখন কান্না করেছো সামান্য ব্যথায় খাদ্যাভাবে
তখন মা শত প্রস্রব বেদনা ফেলে রেখে আসে তেড়ে
তুমি যখন পৌছবে আঠার উনিশে,তখনো মায়ের হুস ঠিক আগের মতোই আছে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৪৬১ বার পঠিত     like!

ঠিক আগের মতো।। এম এস আরেফীন ভুঁইয়া।।

লিখেছেন এম এস আরেফীন ভুঁইয়া, ২৭ শে মে, ২০১৬ রাত ৮:০৮


ঠিক আগের মত
--------------------

যদি কোন দিন দেহ থেকে প্রাণ ত্যাগ হয়
তখন তুমি বলো না আমায়, অনেক কষ্ট করেছ
অনেক খেটেছ
তাহলে আমি মরেও যে শান্তি পাবো না
বলতাম না আমি।
অনেক সময় দেখেছি অনেকে তাই করে।
আমি জানি তোমাকে সুখি করতে পারিনি
কেউ কখনো পেরেছে কিনা জানি না?
কিন্তু কখনো অ মার্যাদা অবহেলা করিনি
এক বাক্যে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২২৮ বার পঠিত     like!

গঙ্গাস্নানে। এম এস আরেফীন ভুঁইয়া।।

লিখেছেন এম এস আরেফীন ভুঁইয়া, ২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:০৮


গঙ্গাস্নানে
................

আমি তোমাকে দেখেছি অনাবৃত
গঙ্গাস্নানে,
করেছিলে প্রার্থনা আনমনা
ঈশ্বরকে পাবে বলে।

কি যে অপরূপ রূপে কি যে মায়াময়
তুমিতো ছিল প্রার্থনারত
প্রণাম ঢঙ্গে,
আমি বিমোহিত তোমায় দেখে
যত ছিল লাজ সব কিছু ভুলে।
একবারের জন্য
পারিনি চোখ ফেরাতে
অন্য কোথায় ছলনার ছলে,
আজো ভাবি তোমায় স্বপ্নালোকে ।

আমিও গিয়েছিলাম নিজের জন্য কিছু চাইতে
তোমায় দেখে আর চাওয়া হলোনা
সবেই গেছি... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২৬৫ বার পঠিত     like!

শুধু সময়ের ব্যবধানে।। এম এস আরেফীন ভুঁইয়া।।

লিখেছেন এম এস আরেফীন ভুঁইয়া, ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:১১


শুধু সময়ের ব্যবধানে
..........................

তুমি কি কখনো ভেবেছো অন্ধকারে আমার সাথে এক হবে,
কখনো ভাবোনি একবারও!
কিন্তু দেখো,
নিয়তি তোমায় আমায় এক করে দিলে ঘন কালো অন্ধকারে
শুধু কিছু সময় পরে।
আজ অন্ধকারে তুমি কতো স্বাচ্ছন্দ্য অনুভব করছো আমাকে আপন ভেবে
একান্তে করছো সময় পার।
অথচ যে সময়ে তোমার আমার প্রয়োজন ছিল কিছু সময়
একটু আড়ালে থাকার
তুমি তখন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৫১ বার পঠিত     like!

প্রতিশ্রুতি।। এম এস আরেফীন ভুঁইয়া।।

লিখেছেন এম এস আরেফীন ভুঁইয়া, ২৪ শে মে, ২০১৬ সকাল ১০:৫৯

প্রতিশ্রুতি
------------------

প্রিয় অনেক অনেক দিন আগে তুমি বলেছিলে
সময় করে যাবে বৃন্দাবনে
কিছুটা সময় একান্তে কাটাবে বলে
কিন্তু সেই সময়টা আজো কি হয়ে উঠেনি!
তোমার সময়ে অপেক্ষায় থেকে
আজ পড়ন্ত বিকেলে,অনেকটা শেষ বেলায়।
তুমি কি সময় করে আসবে!
না অপেক্ষার ছলে কাটিয়ে দেবে
বাকিটা সময়।
আমি আর ভার বইতে পারছিনা একা
তোমারেই অপেক্ষার ভারে আমি আজ নি:স্ব
অনেকটা দেউলিয়া।
শুধু চিন্তা... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৭৫ বার পঠিত     like!

অতঃপর তুমি আমি।। এম এস আরেফীন ভুঁইয়া।।

লিখেছেন এম এস আরেফীন ভুঁইয়া, ২৩ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৮

.........................

চারিদিকে শুনশান নীরবতা স্তব্দ রাজপথ
নেই মানুষের কোলাহল,কেউ একা হাঁটছে শুধু গুনগুন শব্দ
খুব দূর থেকে বাতাসে ভেসে আসছে চিৎকার ধ্বনি,
আসছে অসহায়ের মনের কান্নার রোল!
ঠিক ঐ সময় ভাবছি আমি তোমাকে নিয়ে,
কতো না ভাবনায়,
ভাবছি ভবিয্যত তোমার আমার ঠিকানার কোথায়?
কিছু সময় পর এ্যাম্বুলেন্সের সাইরেন আওয়াজ,সোরগোল শব্দ,
কোথায় কি হয়েছে?
যত কুচিন্তা গ্রাস করছে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

আমি এক দিন গল্প হবো।। এম এস আরেফীন ভুঁইয়া।।

লিখেছেন এম এস আরেফীন ভুঁইয়া, ১৯ শে মে, ২০১৬ সকাল ১০:৫৮


আমি একদিন গল্প হবো
.......

আমি আজ যে গল্প লিখবো তার জন্য অপেক্ষা করেছিলাম অযুত নিযুত সময়
এক সময় তুমি বলেছিলে আমাকে,খুব শান্ত স্বরে অতি আবেগে,
আমি একদিন গল্প হবো তোমার
লিখবে তুমি কবিতার আদলে,
তুমিও বলেছিলে চুপিচুপি,খুজবে আমায় অতি আদরে অতি যত্ন করে।
ঠিক তাই হলো! কিছু অযুত সময় পর!
আমিও বলেছিলাম!যদি তাই হয়,
কোন ফাগুনের... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৫০ বার পঠিত     like!

স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকা অল্প অল্প করে ভালবাসুন, সম্পর্ক স্থায়ী এবং মধুর হবে।। এম এস আরেফীন ভুঁইয়া।।

লিখেছেন এম এস আরেফীন ভুঁইয়া, ১৮ ই মে, ২০১৬ সকাল ১০:৩৫


......

স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকার মধ্যে যত কাছে আসবে ততোই সম্পর্ক অবনতির দিকে দাবিত হবে,আবার সবার ক্ষেত্রে নয়।দেখুন প্রথম অবস্থায় প্রেমিক-প্রেমিকার নির্দিষ্ট দুরুত্ব রেখে শালীনতার সহিত আচরণ করে কিছু সময় পর দুইজন আর ঘনিষ্ঠ হয় হাত ধরে,এক সময় শরীরের অন্যান্য অঙ্গ স্পর্শ করে এতে করে দুইজনেই অভ্যস্ত হয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪২৬ বার পঠিত     like!

একবার বলো।। এম এস আরেফীন ভুঁইয়া।।

লিখেছেন এম এস আরেফীন ভুঁইয়া, ১৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৩০


একবার বলো

তোমার চোখের জল কত দেখেছি
আজ কেন অন্য রকম লাগে,
তোমায় কতো দেখেছে একান্তে অনেক বার
আজ কেন ভয় ভয় জাগে,
তোমার চাওয়া পাওয়া আমারি মতো
তা তো বুঝেছি সেই অনেক আগে
তবু কেন চোখে জল তোমার!
একবার বলো। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

তেরটি বছর পর।। এম এস আরেফীন ভুঁইয়া।।

লিখেছেন এম এস আরেফীন ভুঁইয়া, ১৫ ই মে, ২০১৬ সকাল ১১:২৫


তেরটি বছর পর।। এম এস আরেফীন ভুঁইয়া।।

আমিও ছিলাম তেরটি বছর আগে
তোমাদের মতো ছোট্ট এই ঘরে কোন এক সময়
আমার যৌবন কালে
ছিল মনে বাসনা বাধবো সুখে ঘর
ছোট্ট এই পরিসরে
কোন ঝঞ্জাট বিহীন শুধু মধুর সময়
কাটাবো বলে
কিন্তু সব ঠিক মতো হলোনা সময়ের চাহিদায়।
আজো আমি ভাবি সেই ছোট্ট সেই কুঠির কথা
যেখানে ছিলাম... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

খুব কষ্ট হয়।। এম এস আরেফীন ভুঁইয়া।।

লিখেছেন এম এস আরেফীন ভুঁইয়া, ১২ ই মে, ২০১৬ বিকাল ৫:০৯



খুব কষ্ট হয়

কষ্ট হয়,খুব কষ্ট হয়
যখন দেখি দেশ ধর্ষণকারী অট্টহাসি হাসে
ধিক্কার দেয় স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধাদের
বলে দেখ ঐ যায় একাত্তরের ধর্ষিতা
বলে যায় ঐ দেখ ধর্ষিতার পিতা
তখন মনের মধ্যে হয় আরেক যুদ্ধ,কেন এনেছিলাম লাল সবুজের এই পতাকা !
কেন করেছিলাম মুক্তির যুদ্ধ?
কষ্ট হয়,খুব কষ্ট হয়
স্বাধীন দেশের পরাজিত শত্রুরা বলে নেই দেশে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮৫ বার পঠিত     like!

আমিতো তোমাদের মতো হতে পারিনি।। এম এস আরেফীন ভুঁইয়া।।

লিখেছেন এম এস আরেফীন ভুঁইয়া, ১১ ই মে, ২০১৬ সকাল ১০:৪৮


আমিতো তোমাদের মতো হতে পারিনি


আমিতো তোমাদের মতো হতে পারিনি
তোমরাতো সব কিছু ভুলে অতীতকে করেছ
প্রবঞ্চনা,
পেরেছো তা অনেকটা করতে
কিন্তু আমি পারিনি তা ভুলতে।
আমি প্রতিটি ক্ষন অতীতকে আঁকড়ে ধরে নিদারুণ কষ্টে করেছি যাপন
ক্ষনে ক্ষনে ভুলতে গিয়েও পারিনি করতে দাফন
তোমাদের দেখলে হাসি!
লজ্জায় আমি মরি
অথচ তোমরা পারো বটে করতে নির্লজ্জ যাপন।
আরো কতো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০২৯০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ