somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রিক্তের রোদন
কিছু শোক ভিতরটাকে দুমড়ে মুচড়ে ফেলে,কিন্তু হৃদয়ের কান্না কেউ শুনতে পায়না ৷ কিছু যন্ত্রণা আছে ধুঁকে ধুঁকে মারে, কিন্তু কারো কাছে তা ব্যক্ত করা যায় না ৷তবে আমার শোক আত্মীয় বিয়োগের কারণে নয় ৷ আমার এ বেদনা স্বজন হারানোর বেদনা নয় ৷ তাহলে কিসের?

ইসলাম, মৌলবাদ ও সন্ত্রাস - ডাঃ জাকির নায়েক

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাকির নায়েককে প্রশ্ন
করা হয়েছিল, "মুসলমানদের
অনেকেই মৌলবাদী ও
সন্ত্রাসী কেন?"
জবাবে তিনি বলেছিলেন-

আন্তর্জাতিক সম্পর্ক অথবা ধর্ম সম্পর্কিত
কোনো আলোচনা উঠলেই প্রত্যক্ষ বা
পরোক্ষভাবে এ প্রশ্নটি মুসলমানদের
দিকে ছুঁড়ে মারা হয়। সুপরিকল্পিত এ
প্রচার, বিরামহীনভাবে প্রচারের
প্রতিটি মাধ্যম থেকে আরো অসংখ্য
মিথ্যা ও ভুল তথ্য সহকারে ইসলাম ও
মুসলমানদের বিরুদ্ধে চালানো হচ্ছে।
কার্যত এই ধরনের ভুল তথ্য ও মিথ্যা রটনা
মুসলমানদেরকে বর্বর হিসেবে চিহ্নিত
করা এবং অন্যান্য ধর্মাবলম্বী
মানুষদেরকে মুসলমানদের বিরুদ্ধে
ক্ষেপিয়ে তোলার জন্যই করা হয়।
ওকলাহোমায় বোমা বিষ্ফোরনের পরে
আমেরিকান প্রচার মাধ্যমের মুসলিম
বিরোধী প্রচারণার একটি প্রকৃষ্ট নমুনা
পাওয়া যায় গেছে। যেখানে এই
আক্রমনের নেপথ্যে ‘মধ্যপ্রাচ্যের
ষড়যন্ত্র’ কাজ করেছে বলে সংবাদ
মাধ্যম গুলোর ঘোষণা করে দিতে এতটুকু
দেরি হয়নি। অথচ মূল অপরাধী হিসেবে
পরবর্তীকালে যাকে সনাক্ত করা
হয়েছে সে ছিল ‘আমেরিকান সশস্ত্র
বাহিনীরই একজন সৈনিক’। আসুন এবার
সন্ত্রাসবাদ ও মৌলবাদের অভিযোগ
দুটি পর্যালোচনা করে দেখি।

ক. মৌলবাদী শব্দটির সংজ্ঞা
মৌলবাদী এমন এক ব্যক্তি যে অনুসরণ ও
আনুগত্য করে তার চিন্তা বিশ্বাসের
মৌলনীতি ও শিক্ষা সমূহকে। কেই যদি
ভালো ডাক্তার হতে চায় তাহলে
তাকে জানতে হবে, বুঝতে হবে এবং
কঠোর অনুশীলনী চালাতে হবে ঔষধের
মূল কার্যকারীতার ওপর।
অন্য কথায় তাকে হতে হবে ঔষধী জগতের একনিষ্ঠ
মৌলবাদী। একইভাবে কেই যদি
গণিতবেত্তা বা গণিতবিদ হতে চায়
তাহলে তাকে জানতে হবে, বুঝতে
পারতে হবে এবং একাগ্র মনোযোগে
অনুশীলনী চালাতে হবে গণিতের মূল
সূত্রের ওপরে। অর্থাৎ তাকে হতে হবে
গণিত শাস্ত্রের মৌলবাদী।
একইভাবে কেউ যদি বিজ্ঞানী হতে চায় তাহলে
তাকে জেনে নিতে হবে, বুঝতে হবে
এবং গভীর গবেষণায় নিমগ্ন হয়ে
অনুশীলনী চালাতে হবে বিজ্ঞানের
মৌলতত্ত্ব ও মূল সূত্রগুলোর ওপর। অর্থাৎ
তাকে হতে হবে বিজ্ঞান জগতের
মৌলবাদী।

খ. সব মৌলবাদী একরকম নয়
সব মৌলবাদীর চিত্র যেমন একই তুলি
দিয়ে আঁকা যাবে না। তেমনি
ভালো কি মন্দ, হুট করে এরকম কোনো
মন্তব্যও করা যাবে না।
যে কোনো মৌলবাদীর শ্রেণিবিন্যাস নির্ভর
করে তার কাজ ও কর্মজগত নিয়ে।
একটি মৌলবাদী ডাকাত বা চোর
সমাজের জন্য ক্ষতিকর ৷ সুতরাং সে
অনাকাঙ্খিত। অপরদিকে একজন
মৌলবাদী চিকিৎসক সমাজের জন্য
কল্যাণকর এবং শ্রদ্ধা ও সম্মানের পাত্র।

গ. একজন মৌলবাদী মুসলিম হতে পেরে
আমি গর্বিত আমি একজন মৌলবাদী মুসলিম। আল্লাহর
অসীম কৃপায়-জানি, বুঝি এবং চেষ্টা
করি ইসলামের মুলনীতি সমূহকে অনুশীলন
করতে। আল্লাহতে সমর্পিত কোনো
একজন মৌলবাদী মুসলিম আখ্যায়িত
হতে আদৌ লজ্জিত হবে না। একজন
মৌলবাদী মুসলিম হতে পেরে আমি
গর্বিত এবং নিজেকে ধন্য মনে করি৷
কারণ আমি জানি ইসলামের
মৌলনীতি সমূহ বিশ্বমানবতার জন্য শুধুই
কল্যাণকর। পৃথিবীর জন্য তা আশির্বাদ
স্বরুপ। ইসলামের এমন একটি মূলনীতি
খূঁজে পাওয়া যাবে না যা
বিশ্বমানবতার জন্য ক্ষতিকর অথবা
সামগ্রিকভাবে মানুষের স্বার্থের
প্রতিকূলে।
অনেক মানুষই ইসলাম সম্পর্কে তাদের
মনে অসংখ্য ভ্রান্ত ধারণা পোষণ করে
এবং ইসলামের কিছু কিছু শিক্ষাকে
অযৌক্তিক ও অবিচারমূলক বলে
আখ্যায়িত করে। এটা ইসলাম সম্পর্কে
তাদের অশুদ্ধ ও অপ্রতুল জ্ঞানের
কারণে হয় ৷
কেউ যদি মুক্তবুদ্ধি, মুক্তমন ও ন্যায়পরায়ন
মনোবৃত্তি নিয়ে ইসলামের শিক্ষা
সমূহকে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ
করে দেখেন, তাহলে তারপক্ষে একথা
অস্বীকার করার কোনো উপায় থাকবে
না যে, ইসলাম ব্যক্তির স্বতন্ত্র পর্যায়ে
অথবা সমাজের সামগ্রিক পর্যায়ে -
মানবতার জন্য অফুরন্ত কল্যাণের এক
অমিয় ঝর্ণাধারা।

ঘ. মৌলবাদ শব্দটির আভিধানিক অর্থ
ওয়েবেষ্টারস ডিকশনারী অনুযায়ী
“ফান্ডামেন্টালিজম” ছিল একটি
আন্দোলনের নাম। যা বিংশ শতাব্দীর
গোড়ার দিকে আমেরিকার
প্রোটেস্ট্যান বাদীরা গড়ে তুলেছিল।
এটা ছিল আধুনিকতাবাদীদের বিরুদ্ধে
তীব্র প্রতিক্রিয়া এবং বাইবেলের
নির্ভুল হওয়ার স্বপক্ষে কঠিন চাপ
প্রয়োগ। তা শুধু বিশ্বাস ও শিক্ষার
ক্ষেত্রেই নয়- সাহিত্য ও ঐতিহাসিক
তথ্যাদির ক্ষেত্রেও। বাইবেলের
ভাষা, আক্ষরিক অর্থেই তাদের গড় এর-
এভাবে ‘মৌলবাদ’ এমনই একটি শব্দ যা
প্রাথমিক পর্যায়ে ব্যবহৃত হয়েছিল
খ্রীস্টানদের একটি দলের জন্য, যারা
বিশ্বাস করতো ‘বাইবেল’সবধরনের ভুল ভ্রান্তিহীন, আক্ষরিক
ভাবেই আল্লাহর কথা।
অক্সফোর্ড ডিকশনারীতে বর্ণিত
‘ফান্ডামেন্টালিজম’-এর অর্থ- যে
কোনো ধর্মের মৌলিক শিক্ষাসমূহকে
কোনো শৈথিল্য বরদাস্ত না করে
কঠোর অনুশীলন, লালন ও পালন করা।
বিশেষ করে ইসলামের।
আজ যখনই কেউ ‘মৌলবাদ’ শব্দটি ব্যবহার
করে তার ভাবনায় চলে আসে এমন একজন
মুসলমান যে সন্ত্রাসী।

ঙ. প্রত্যেক মুসলমানের সন্ত্রাসী হওয়া
কাম্য ৷প্রত্যেক মুসলমা একজন
সন্ত্রাসী হওয়া উচিত। সন্ত্রাসী
তো তাকেই বলে যে ত্রাস বা
আতঙ্কের সৃষ্টি করে। যখনই কোনো
ডাকাত একজন পুলিশকে দেখে- সে
আতঙ্কিত হয়ে পড়ে। অর্থাৎ একজন পুলিশ
ডাকাতের জন্য ‘সন্ত্রাসী’। এভাবেই
চোর-ডাকাত, ধর্ষণকারী, বদমাশ তথা
সমাজ বিরোধী সকল দুষ্কৃতকারীর জন্য
একজন মুসলমানকে আতঙ্ক সৃষ্টিকারী
সন্ত্রাসী হতে হবে। যখনই সমাজবিরোধী কোনো বদমাশ একজন
মুসলমানকে দেখবে সে যেন আতঙ্কিত
হয়ে পড়ে।
এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ
নেই যে, ‘সন্ত্রাসী’ শব্দটি
সাধারণভাবে ব্যবহৃত হয় এমন এক লোকের
জন্য যে সাধারণ মানুষের মধ্যে
আতঙ্কের সৃষ্টি করে। কাজেই একজন
সত্যিকারের মুসলমান সন্ত্রাসী হবে
অপরাধীদের জন্য,নিরীহ সাধারণ
জনগণের নয়। বস্তুত একজন মুসলমানকে হয়ে
উঠতে হবে নিরীহ জনসাধারনের
সামনে শান্তি ও নিরাপত্তার প্রতীক ।

চ. একই ব্যক্তিকে একই কাজের জন্য ভিন্ন
ভিন্ন নাম দেয়া হয়েছে- সন্ত্রাসী এবং দেশ প্রেমিক ৷
ইংরেজদের গোলামী থেকে ভারত
যখন স্বাধীনতা অর্জন করল তখন ভারত-মুক্তির অসংখ্য যোদ্ধা যারা গান্ধীবাদী অহিংসার পথকে সমর্থন
করেনি। ব্রিটিশ সরকার তাদেরকে
‘সন্ত্রাসী’ লেবেল লাগিয়ে
দিয়েছিল। সেই একই ব্যক্তিত্বদের
ভারতীয়রা সম্মানিত করেছে। আর সেই
একই কর্মকান্ডের কজন আখ্যা দিয়েছে
‘দেশ প্রেমিক’।
এভাবেই দুটি ভিন্ন ভিন্ন নাম দেয়া
হয়েছিল একই লোকদেরকে একই
কর্মকান্ডের জন্য। এক শ্রেণী যেখানে
তাকে বলেছে একজন ‘সন্ত্রাসী।
সেখানে অন্য শ্রেণী তাকে বলেছে
‘দেশ প্রেমিক’। যারা বিশ্বাস করত
ইংরেজদের অধিকার ছিল ভারত শাসন
করার তারা তাদেরকে সন্ত্রাসী বলত।
আর যারা বিশ্বাস করত ইংরেজদের
কোনো অধিকার নেই ভারত শাসন
করার, তারা তাদেরকে বলত ‘দেশ
প্রেমীক’ এবং ‘মুক্তিযোদ্ধা’। কাজেই
বিষয়টা হালকা করে গুরুত্বহীনভাবে
দেখার কোনো উপায় নেই। কারো
ব্যাপারে কোনো মন্তব্য করার আগে
ভালো করে শুনে নিতে হবে উভয়
পক্ষের যাবতীয় বক্তব্য। অবস্থা ও
প্রেক্ষিতের পর্যালোচনা করতে হবে।
ব্যক্তির লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে
রেখে তারপর বিচার করা যেতে
পারে। এবং তারপর প্রশ্ন আসবে চূড়ান্ত
মন্তব্যের।

ছ. ইসলাম মানে শান্তি
ইসলাম শব্দের উৎপত্তি ‘সালাম’ থেকে।
এর অর্থ শান্তি। একটা শান্তির জীবন
ব্যবস্থা। যার মৌলিক নীতি সমূহ তার
অনুসারীদের শিক্ষা দেয় গোটা
পৃথিবীতে শান্তির শ্লোগান উচ্চকিত
করতে এবং তা অর্জিত হলে তার
ধারাবাহিকতা বজায় রাখতে।
প্রতিটি মুসলিম মৌলবাদী হবে।
তাকে নিষ্ঠার সাথে অনুসরণ করতে
হবে শান্তির জীবন বিধান ইসলামের
মৌলিক শিক্ষা সমূহের। তাকে
মূর্তিমান আতঙ্ক ও সন্ত্রাসী হয়ে উঠতে
হবে সমাজ বিরোধী দুষকৃতিকারীদের
সামনে। যাতে সমাজে ন্যায়পরায়ণতা,
সুবিচার ও শান্তি-শৃঙ্খলা দিন দিন
বৃদ্ধি পায়- বজায় থাকে।'
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায় অত্যাচার ও অনিয়মের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ

লিখেছেন রাজীব নুর, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪০



'অন্যায় অত্যাচার ও অনিয়মের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ'।
হাহাকার ভরা কথাটা আমার নয়, একজন পথচারীর। পথচারীর দুই হাত ভরতি বাজার। কিন্ত সে ফুটপাত দিয়ে হাটতে পারছে না। মানুষের... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সাংঘাতিক উস্কানি মুলক আচরন

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



কি সাঙ্ঘাতিক উস্কানিমুলক আচরন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর । নাহ আমি তার এই আচরনে ক্ষুব্ধ । ...বাকিটুকু পড়ুন

একটি ছবি ব্লগ ও ছবির মতো সুন্দর চট্টগ্রাম।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮


এটি উন্নত বিশ্বের কোন দেশ বা কোন বিদেশী মেয়ের ছবি নয় - ছবিতে চট্টগ্রামের কাপ্তাই সংলগ্ন রাঙামাটির পাহাড়ি প্রকৃতির একটি ছবি।

ব্লগার চাঁদগাজী আমাকে মাঝে মাঝে বলেন চট্টগ্রাম ও... ...বাকিটুকু পড়ুন

দ্য অরিজিনস অফ পলিটিক্যাল জোকস

লিখেছেন শেরজা তপন, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৯


রাজনৈতিক আলোচনা - এমন কিছু যা অনেকেই আন্তরিকভাবে ঘৃণা করেন বা এবং কিছু মানুষ এই ব্যাপারে একেবারেই উদাসীন। ধর্ম, যৌন, পড়াশুনা, যুদ্ধ, রোগ বালাই, বাজার দর থেকে... ...বাকিটুকু পড়ুন

×