somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

ছোট বেলা থেকেই গল্প, উপন্যাস পড়ার প্রতি প্রবল ঝোঁক ছিল,বড় হয়ে কবিতা লিখা শুরু করলাম। কোন নিয়মকানুন জানি না, যা মনে আসে তাই লিখি। আমিই নিয়ম ভাঙ্গি, আমিই নিয়ম তৈরি করি।ফেসবুক আইডি---- https://www.facebook.com/swapnaislamchowa

আমার পরিসংখ্যান

স্বপ্না ইসলাম ছোঁয়া
quote icon
একজন খেয়ালী মনের মানুষ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

সহস্র বছর পর।

লিখেছেন স্বপ্না ইসলাম ছোঁয়া, ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১২


তারপর একদিন এই পৃথিবীর
বুক থেকে মুছে যাবে অতৃপ্ত আত্মার রোদন,
পাতা'রা ঝরবে না কোথাও হলুদ অসুখে;
অকৃত্রিম জ্যোৎস্নাতেও বিলি কাটবে না
অমানিশার সর্পিল ফণা—
নির্ঘুম রাতের কোলে থাকবে না কান্নার দাগ;
জল কলমীর গা থেকে মুছে যাবে
নগ্ন পায়ের ছাপ- কিছুটা পদচিহ্ন
চৈত্রের ধুলোয় উড়ে যাবে।
এভাবেই কেটে যাবে সহস্র বছর,
স্বপ্ন'রা ঝরে পড়বে অসাড় আঙুল... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৯৫ বার পঠিত     like!

আত্মাভিমান।।

লিখেছেন স্বপ্না ইসলাম ছোঁয়া, ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০১





জন্মের পর পরই রন্ধ্রে রন্ধ্রে
জেগে উঠেছিল একা থাকার নেশা,
অদ্ভুত এই নেশা ছড়িয়ে পড়েছে
আমার রক্ত কণিকায়, কোষ কোষান্তরে।
একা হতে হতে অবসন্ন পাখির মতোন
আটকে গ্যাছি বেদনার মায়াজালে;
বয়সের সাথে বেড়ে চলে তুমুল একাকীত্ব;
মুখরিত সকাল, শুনশান দুপুর, এমনকি
পিদিম জ্বালানো সন্ধ্যা- কেবলই একরাশ
বেদনা ঢেলে গ্যাছে মনের সরোবরে;
একবিন্দু আলোও দেখিনি কোথাও,
জমকালো রাতের আড়ালে জমাটবদ্ধ আঁধার
আলগোছে ঝুলে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭৮ বার পঠিত     like!

রাতের হ্যাঙারে নিকষ অমাবস্যা।

লিখেছেন স্বপ্না ইসলাম ছোঁয়া, ০৬ ই মে, ২০১৭ রাত ১১:৩৯





তুমি বরং এক ঠোঙা ব্যথা দিও,
করাল দুপুরে একফালি কষ্ট দিও,
ঠোঁটের মলাটে নষ্ট প্রেমের চিহ্ন এঁকো;
তবু একবিন্দু প্রেমও দিও না;
প্রণয়ের আকালে আমৃত্যু ভুগে আমি না হয়,
ব্যথা গিলেই লিখে যাব একশত প্রেমের পদ্য।
দুঃখ, দৈন্য, ক্লেশে আমার আকাশটা
অনেক আগেই ভারী হয়ে গ্যাছে;
রাতের হ্যাঙারে ঝুলে থাকা আমি এক
নিকষ অমাবস্যা,... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ১৮৯ বার পঠিত     like!

নিয়তির কাছে নতজানু।।

লিখেছেন স্বপ্না ইসলাম ছোঁয়া, ১৩ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮






মনে হলো- এই পথ ধরেই
তুমি হেঁটে হেঁটে চলে গিয়েছিলে;
ধুলোপড়া কংক্রিটের পাঁজর ঘেঁটে ঘেঁটে
অকস্মাৎ খুঁজে পেলাম, এত এত অভিমান,
রক্তের ছিটেফোঁটা, ঝরা ফুলের পাপড়ি,
টুকরো টুকরো কাঁচ, ধূসর পদচিহ্ন,
মাটিতে তোমার শরীরের ঘ্রাণ এখনো প্রাণবন্ত,
এমনকি- নিকোটিনের শেষ নির্যাশটুকুও।
চারপাশ জুড়ে জ্বলজ্বলে ব্যাকুলিত দৃষ্টি;
কীভাবে যে বোঝাই- আমরা অনাত্মীয় নই,
তুমি আমার চিরচেনা কেউ,... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ১৯৫ বার পঠিত     like!

অভিমানের মৃত্যু।

লিখেছেন স্বপ্না ইসলাম ছোঁয়া, ০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪


কতোটা দুর্বোধ্য প্রাচীরে ঘেরা ছিল
তোমার অহমিকা পূর্ণ মন, গোটা তুমি;
এতোটা বছর পর একটু একটু করে
ধোঁয়াশার আস্তরণ ছিঁড়ে বুঝে নিলাম।
ঋণী হয়ে আছি বসন্তের কোকিলের কাছে,
কিছুটা ঋণ জমা আছে ডাকপিয়নের ঝুলি'তে।
বহুবার যন্ত্রণার নীরব চাবুকে তাঁদের,
একাগ্রত্ব ফালা ফালা করে দিয়েছিলাম বলে;
আজ আর ব্যাকুলতা নেই- নেই কোঁচড় ভরা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৭৫ বার পঠিত     like!

প্রখর বেলা শেষে।

লিখেছেন স্বপ্না ইসলাম ছোঁয়া, ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১০:১২





পুরো শহরটা চষে বেড়ালাম,
চিবুক ছুঁয়ে খেলা করছিল রোঁয়া ওঠা রোদ,
পাখীদের ঠোঁটে ঠোঁটে তাম্বুরা অনুরাগ,
অথচ, তৃষ্ণায় কাঁপছিল অধর অঞ্চল;
তখনও থামেনি যাযাবর বেলা,
ধুলোমাখা আকাশ, হাওয়াই মিঠাইয়ের মতো
পেঁজানো মেঘ'কে উষ্ণ অভিবাদন জানায়।
বিধ্বস্ত আত্মা বলে ওঠে সন্তর্পণে,
কামারশালায় তপ্ত হাপরের স্পন্দন দেখেছো?
চারপাশের ম্লান মুখগুলোতে তাকাও,
কংক্রিটের দেয়াল টপকে ছোট্ট সংসার দেখো,
দোহাই তোমার- মুখ ঢেকো না রুমালে;
তীক্ষ্ণ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

শ্যাওলার অগোচরে।।

লিখেছেন স্বপ্না ইসলাম ছোঁয়া, ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৯



কিছু কান্নার সাক্ষী রাখতে নেই,
শুধু অন্ধকার কুঠিরের স্যাঁতস্যাঁতে মেঝে
আর শিয়রে রাখা ধুলো পড়া ডায়েরী'টা
জানুক কেউ একজন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে;
কিছু কষ্টের কারণ জানতে নেই,
শুধু চোখের গভীরে লুকিয়ে থাকা বেদনা
আর ঠোঁটের কোণের মুচকি হাসি'টা
জানুক ভেতরে কতো'টা ঝড় বয়ে যাচ্ছে। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮২ বার পঠিত     like!

ভালোবাসা'রা এভাবেই বেঁচে থাকুক।

লিখেছেন স্বপ্না ইসলাম ছোঁয়া, ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২০





বাসনা'রা আঁতুড় ঘরে বড় হচ্ছে,
একদিন সময় করে দ্রোহের বান ডেকে আনবে;
এই সুযোগে যত ইচ্ছে বেলেল্লাপনা করে নে ।
আমার চোখ ফাঁকি দিয়ে ঠোঁটের কোণে
সিগারেট জ্বালিয়ে তুই আড়চোখে
কত মেয়ের আপাদমস্তক মেপে দেখছিস,
ভেবেছিস আমি ভালোবাসায় অন্ধ?
তবে শোন- ইচ্ছে করলেই সিগারেটের আগুনে
তোর চোখদুটো আমি ঝলসে দিতে পারি;
কিংবা আরও পারি নির্দয়ের মত
তোর বুকের জমিন কোদালের... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৩৪৩ বার পঠিত     like!

নবপ্রেম।।

লিখেছেন স্বপ্না ইসলাম ছোঁয়া, ২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৪







অশনি সংকেত টের পাচ্ছি বেশ,
বুদবুদ করে মাথা চাড়া দিচ্ছে
একটু একটু আস্কারায় নবপ্রেম;
ভয়ে সিঁটিয়ে থাকি—
কখন য্যানো ঝিনুকের মত ডালা খুলে
দ্রাম করে বেরিয়ে পড়ে,
এক মুঠো আনকোরা ভালোবাসা;
ঝকঝকে নতুন তৈরি লৌহদণ্ডে,
খিল তুলে দেই সর্বনাশের মুখে।
সিঁদকাঁটির অতো ক্ষমতা নেই—
সাতস্তর নিরাপত্তা উপড়ে ফেলে
গোপন কুঠুরিতে পৌঁছুবে।
কিন্তু নিজেকে সামলে রাখবো
কোন নিরাপত্তার বলয়ে?
যেখানে অনাকাঙ্ক্ষিত... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

নীল খামে শেষ চিঠি

লিখেছেন স্বপ্না ইসলাম ছোঁয়া, ২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৭








অনেকদিন পড়া হয়নি বাক্সবন্দী চিঠি গুলো
ধুলো-ময়লা জমে আছে প্রতিটি খামের ভাঁজে।
শেষ চিঠিটা ঠিক উপরেই আছে,
কি ছিল ওটা তে? দেখবো নাকি!!!
এতদিন পর——
থাকুক না হয় ওভাবেই পড়ে;
অজান্তে, কিংবা কিছুটা ইচ্ছে করেই,
সন্তর্পণে শেষ পর্যন্ত ভাঁজ খুলেই ফেললাম;

‘তোমার ওখানে কি বৃষ্টি হচ্ছে?
চিঠিটা যখন তোমায় লিখছি
জানালা দিয়ে বৃষ্টির ছিটে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৬৩০ বার পঠিত     like!

কবিতা এবং আমি।।

লিখেছেন স্বপ্না ইসলাম ছোঁয়া, ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২২





প্রায় হাজার খানেক কবিতার
কবোষ্ণ শরীর ছুঁয়ে ছুঁয়ে আমার
নীরব অভিমানগুলো এতোদিন সরব হয়েছে;
আমিও প্রজাপতি মন নিয়ে প্রতিটা কাব্যে
উড়ে উড়ে জলছবি এঁকেছি।
কেউ কেউ প্রকাশ্যেই বলেছে, 'কীসব লিখো?
আদৌ কি কবিতার সঠিক সংজ্ঞা জানো?
ভুল ব্যাকরণে শব্দের চাতালে শব্দ সাজালেই
কাব্য হয় না- এসব ন্যাকামো আর কত?'
কবিতা ব্যবচ্ছেদ করে প্রণয়ের তৃষ্ণা ভুলেছি,
কেউ আবার... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ২৮১ বার পঠিত     like!

ওরা এলো দল বেঁধে----

লিখেছেন স্বপ্না ইসলাম ছোঁয়া, ২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৩





ওরা এলো দল বেঁধে,
সংখ্যায় অগণিত, রঙ মাখা মুখে
প্রত্যেকেই একই ধর্মের অনুসারী নয়;
মুঠো ভর্তি হরেক রকম আবীর,
রাস্তায় নেমেই ঝাঁপিয়ে পড়ল ক্ষ্যাপা
কুকুরের মতোন, হুডতোলা রিক্সা অথবা
দ্রুত যানবাহনে চেপে থাকা তরুণীদের ঘিরে।
একদল মানুষ চেয়ে চেয়ে অতৃপ্ত খোরাক মেটালো,
একদল মানুষ বিদ্রূপে দায়সারা শ্লেষ ঝরালো,
'বেপর্দায় মেয়েছেলে রাস্তায় নামলে এইতো হবে,
যা হবার ছিল- বেশ হয়েছে, শিক্ষা... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২০৭ বার পঠিত     like!

উদাসীনে কেটে গেছে অভিমান।।

লিখেছেন স্বপ্না ইসলাম ছোঁয়া, ১৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬






আজও আমি একাকীত্বের দেয়াল খুঁড়ে,
স্যাঁতসেঁতে গোপন কুঠুরিতে নষ্ট কিছু স্মৃতি
হাতড়ে বেড়াচ্ছিলাম,
চোয়াল নুয়েছে নিদারুণ অভিমান শোকে;
পাখী ডাকা ভোর, একলা দুপুর,
আবেগময় বিকেল, ক্লান্ত সন্ধ্যায়-
দ্যাখো এখনও এক বুক হাহাকার নিয়ে লীন হচ্ছে।
ঠিক এই সময়ই চাতকের তৃষ্ণা মাখা চৈত্রের বুকে,
হঠাৎই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে নেমে এলো
হিমহিম বৃষ্টি- সাথে নিঃসীম শূন্যতা।
মনে... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২৫৬ বার পঠিত     like!

অদেখা সেই মেয়ে।।

লিখেছেন স্বপ্না ইসলাম ছোঁয়া, ১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫০




যে মেয়েটা ভালোবাসা না পেয়ে মরে গেল,
সে আমার কেউ নয়- অথচ তাকে খুব
দেখতে ইচ্ছে করছে, তার কফিন ছুঁয়ে
অতৃপ্ত আত্মার শোকে কাঁদতে ইচ্ছে করছে;
জানতে ইচ্ছে করছে, জীবন চুল্লীতে দগ্ধ হওয়া
প্রতিটা মুমূর্ষু প্রহর প্রতি রাতে সে
কীভাবে গলাধঃকরণ করতো!
সে-কি সুইসাইড নোট রেখে গেছে?
কিম্বা মৃত্যুর আগে অতি প্রিয়জনের
কাঁধে মাথা... বাকিটুকু পড়ুন

৩৭ টি মন্তব্য      ৯৪৮ বার পঠিত     like!

অধীর প্রতীক্ষা।।

লিখেছেন স্বপ্না ইসলাম ছোঁয়া, ১৩ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৯





তোমাকে ভাবতেই -
একলা শালিখ'টা নড়েচড়ে বসে;
অথচ তুমি চশমা পরে এখন
অফিসের টেবিলে ফাইল ঘাঁটো;
বিকেল'টা বড্ড একা- বারান্দার
গ্রীল ছুঁয়ে যায় নীল অপরাজিতা;
সন্ধ্যার আগমনী'তে সম্মোহনী
চুম্বকের মত চোখে'রা আটকে
থাকে ঘূর্ণায়মান ঘড়ির কাঁটায়;
এই বুঝি তুমি - দরজায় রেখেছ
আস্তিন গুটানো ঘামে ভেজা হাত।
ফাগুনের এক মধ্য দুপুরে একলা
শালিখ কে চুপিচুপি বলেছিলাম,
ফাটল ধরেছে সুউচ্চ অহমিকায়;
একাকীত্বের... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৭৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১১৩২০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ