somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবি দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া।

আমার পরিসংখ্যান

এফ.কে আশিক
quote icon
বাংলাদেশী
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ভাবনাংশ ১০ম পর্ব

লিখেছেন এফ.কে আশিক, ০৯ ই জুন, ২০২০ রাত ৯:২৪
২ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

পাঠশালা

লিখেছেন এফ.কে আশিক, ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:০২


- ছবি নেট

শৈয়ে নাই চিং মারমা একটি পাহাড়ি ঝরনার নাম
চোচো ওয়েং, চো চিং দুটি উজ্বল মাছ
অথবা নীল পদ্ম ফুল।

মং দাদা, আপনাকে রাঁজহাস বলি ?
সবাই মিলে আপনারা একটি পাঠশালা
আমি শিখলাম- জীবন, প্রেম ও প্রকৃতি
শিখলাম সুন্দর এবং মায়া।

এখন আমি ভালোবাসতে পারি দীর্ঘায়ু কামনা করতে পারি
আমার, আপনার সকলের। বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

ফানা

লিখেছেন এফ.কে আশিক, ০৬ ই জুন, ২০২০ রাত ৯:০১


-ছবি নেট

কত তারে ডাকি রোজ
কত তারে চাই
কত তারে ভালোবাসি
কি দিয়া বুঝাই।

মেঘবালিকা ডাকি
মনের অসুখ
চরণে পুষ্পঢালি
হাসে যদি মুখ।

চোখ তুলে যদি চাও
কাঙাল বড়
আমিও সুখি হই
হাত দুটি ধরো।

হাসিতে বিলিন হলো
জীবনের সোল আনা
রুপেতে মজনু হলাম
নামেতে ফানা। বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

শুভ জন্মদিন মেঘবালিকা

লিখেছেন এফ.কে আশিক, ০৯ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৯



খুব বেশি প্রিয় কাউকে নিয়ে লেখা সত্যি খুব দুরূহ ব্যাপার। কি লিখবো, কি ভাবে শুরু করবো বুঝে উঠতে পারছি না। সমস্ত ভাবনাগুলো তালগোল পাকিয়ে যাচ্ছে। অক্ষরগুলো চোখের সামনে দুলছে যেন সমূদ্রের উত্তাল ঢেউ। এত বিস্ময়! এত আনন্দ কি আসলে ভাষায় প্রকাশ করা যায় ? কয়েকটা অক্ষরে কী লিখে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৪৬৯ বার পঠিত     like!

ভাবনাংশ ৯ম পর্ব

লিখেছেন এফ.কে আশিক, ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৪



৫২
ইচ্ছে করে পালিয়ে যাই
শহর ছেড়ে, গ্রাম ছেড়ে, শেষ তুমিও
পিছুটানের বালাই ভুলে হারিয়ে যাই
এমন কোথাও- নিজের মতন একলা একা
কেউ যেন আর খুঁজে না পায়,
তুমিও না...

৫৩
দরবার শেষ হলে রাজাও বেহায়া হয়ে উঠেন
দীর্ঘ চুমুর আলিঙ্গনে,
প্রজারও প্রজা হন বিনা শর্তে
রাজ্য ভাসিয়ে দেন মাতামহুরীর জলে।
ঈশ্বরের এই গোলক ধাঁধাঁয় সবার একি রুপ
বনজ... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৯২ বার পঠিত     like!

ভাবনাংশ ৮ম পর্ব

লিখেছেন এফ.কে আশিক, ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৯


ছবি নেট

৪৯
কোমরের সারস কাশফুল যথা
রুপের কথা বলবো কি,
চোখের মন্ত্রে খুন হলো কত রথী-মহারথী
কবি, সে আর এমন কি?

৫০
ছলনায় জুড়ি মেলা ভার
রুপ, আগুনে ঢেলেছে ঘি,
বিনা প্রদীবে একি দেখায়
রাজরানী কি’বা রাজনটী।

৫১
মুখশ্রী যেন অগ্নি গোলক
কুশল সুধাবো উপায় কি?
রুপের দেমাক এতটা তীব্র
পাথর গলে হয় নদী। বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৭৯ বার পঠিত     like!

ভাবনাংশ ৭ম পর্ব

লিখেছেন এফ.কে আশিক, ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৪


ছবি নেট

৪৪
তোমাকে বন্দনা করে কবি
লিখছে অমর কবিতা খানি,
স্মৃতি মন্থনে ছলছল চোখ
অঙর যেন ভাসমান অশ্রুনদী।

৪৫
চেনা পথটায় আসো কতদিন
কবিও ফেলেনা পা,
তেপথির বকুল বিরহে ঝরে
কুহু ডাকে কোকিল জানালো তা।

৪৬
উঠোনের পরে ছোট্ট জলধি
তুমি যেন জলজ পরি,
ভরা বর্ষায় উছলায় মন
পুষ্প রুপের বিরহে পুরি।

৪৭
তেপথির বকুল অঙ্কুরে ঝরে
ফুলকুমারে বহে নষ্ট জল
শিমুলেও ধরেছে পচন বহুদিন,
কোকিলও... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     like!

দিনলিপি

লিখেছেন এফ.কে আশিক, ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২১

ছবি নেট

যা কিছু দেখি
যা কিছু পড়ি
যা কিছু লিখি
যা কিছু বলি
যা কিছু গাই
যা কিছু কর্ম
যা কিছু আড়াল
যা কিছু মনোহর
যা কিছু চাওয়া
যা কিছু পাওয়া
যা কিছু ইবাদত
যা কিছু প্রার্থনা
যা কিছু মনোবাঞ্ছা
সব, তুমি- তুমি- তুমি। বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৭২ বার পঠিত     like!

যে নামে হৃদয় পুড়ে

লিখেছেন এফ.কে আশিক, ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৪

ছবি- নেট


আমার শুধু তোমার নাম মনে পরে,
আমার মনে শুধু তোমারি বিরহ ভর করে।
আমি শুধু তোমার নাম বলি জনে জনে,
কে জানে ঠিকানা তোমার, কে বা জানে?

আমি বলি সেই নাম- নিঠুর দরদিয়া।

ঘুরি দুলালী গ্রাম, লোহাকুচি,
মালদা‘র বাঁকে বাঁকে।
জানে ফুল, পাখি, ঢেউ, বাউরী বাতাস,
আমি গাই বেদনার সুর ঐ নামে।

জেনে যাক দুলালী,... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!

মনোহর গ্রাম

লিখেছেন এফ.কে আশিক, ০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৫

ছবি- নেট

হুতুমের ডাক, ঝিঝির আরতি
শিয়ালের কোরাস ভেদ করে
রাত নামে আমাদের মনোহর গ্রামে

দলবারি হাওয়া বহে পাতায় পাতায়
নেবু ফুলের ঘ্রাণে বুক ভরে উঠে

জানলায় দাড়িয়ে দেখি-
জোনাক জ্বলা পুকুর ঘাট
দূরের আসমানে তারার মেলা

ঘরভর্তি যে চন্দ্রদ্রুতি খেলে যায়
কবি তাকে বুকের ভাজে রাখে
কবি তাকে মেঘবালিকা নামে ডাকে। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

ইদানিং খুব উড়াচ্ছি নিজেকে

লিখেছেন এফ.কে আশিক, ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২১

ছবি নেট

ইদানিং খুব উড়াচ্ছি নিজেকে
এরুপ উড়াউড়িতে একদিন পাখি হবো অন্তরিক্ষে

পাখি হতে হতে উজাড় হবে নিজস্ব সব সবুজ
পালক কাশফুল হয়ে খসে পড়বে রংবেরং

সমস্ত খেদ ঝেড়ে ফেলে
আমি তখন ধোঁয়া হবো দারুণ দহনে-
কালো মেঘ রং ধোঁয়া

বাতাসে মিশে যেতে যেতে পৌঁছে যাবো অথৈ উচ্চতায়
আমাকে ফিরায় কে আছে এমন?
বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!

রোজনামচা

লিখেছেন এফ.কে আশিক, ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯

ছবি নেট

রোজ একটা আকাশ আঁকি
বৃষ্টি প্রিয় তাই।

রোজ একটা ফুল আঁকি
তোর খোঁপায় গুজবো তাই।

রোজ একটা পথ আঁকি
তোর হাতে হাত, হাঠবো বলে তাই।

রোজ একটা নদী আঁকি
তোকে নিয়ে ভাসবো বলে তাই।

রোজ একটা স্বপ্ন আঁকি
রোজি ভেঙ্গে যায়।

রোজ স্বপ্নে তুই আমার থাকিস
চোখ খুললে নাই। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

মেঘবালিকা এবং কিছু অলীক ভাবনা

লিখেছেন এফ.কে আশিক, ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

ছবি- নেট

মেঘবালিকা,
প্রিয় উষ্ণতা খুঁজি,
খুঁজি মাংসল সবুজ পাহাড়।

ত্রিশের জমানো বরফ ধুয়ে যাক,
জেগে উঠা কমলা কোষা ঠোট
নতুন উষ্ণতা পাক।

জলের নাচন
সোঁদা মাটির গন্ধ,
ভরে যাক
শুভ্র কাশফুলে ভরে যাক। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!

ভুল

লিখেছেন এফ.কে আশিক, ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০


কতটা সময় বয়ে গেছে অনর্থক
আমি তার কিছুই ছুঁতে পারিনি
পৌঁছাইনি, সামান্য ছায়ার পরিধিতেও
অহেতুক কিছু ব্যয়-ঋণ তুলে নিয়েছি কাঁধে।
ব্যবহারিক ভাষা আমি তখনো বুঝতাম-
এখনো বুঝি।
দুরে কোথাও অন্ধ বাদকের ফেরার সুর
আমাকে সব ভুলিয়ে দিত- এখনো দেয়।
তন্দ্রাহীন রাত আর চাঁদ ছোয়ার কল্পলোকে
চোখে যখন ধূসর কালো ধরে,
তখন হিসেব কষি- যোগ, বিয়োগ, ভাগ,... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!

অবেলায়

লিখেছেন এফ.কে আশিক, ২১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৮


বৃষ্টি তুমি ধুয়ে দাও, ধুয়ে দাও
তার গোপন কান্নার জল তুমি ধুয়ে দাও।
ঐ নদী, সাগর সাক্ষী থাক
আমার বিরতিহীন ঘুমের দিনে
গোপনে সেও কেঁদেছিল।
বেলা শেষে কিছুটা প্রেম
কিছুটা বিরহ তারো জেগেছিল। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৭৪৭৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ