somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু মানুষের বিখ্যাত উক্তিসমূহ যা সবসময় শুনে আসেন।না শুনে আসলে কর্তৃপক্ষ দায়ী। (রম্যও হতে পারে) ;) ;)

০৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে তো ছবির ডায়ালগ কতই মুখস্থ করলেন।তবে ভেবে দেখেছেন কি,আপনার আশেপাশের মানুষগুলো সারাদিন কি ডায়ালগ ছাড়ে?চলুন,দেখে নিই,আশেপাশে থাকা কিছু মানুষের ডায়ালগ -----

মা:জীবনের সবচেয়ে আপনজন।ছোট বেলা হতে যার কাছে অ,আ শেখা,তার কাছেই শিখে নিই মজার কিছু ডায়ালগ যেমন:
১/পড়তে বসলে:পড়ালেখা তো করস না,শুধু শুধু বই নিয়া বইসা আছীস।(সত্যটা জানিলো কেমতে?)
২/খাইতে বসলে:কিরে,দিন দিন খাওয়া কমাইয়া দিতেছোস কেন?(আপনে চার প্লেট খাইলেও একই কথা)
৩/বাহির হইতে গেলে:আজকে বাহির হইলে আর ঘরে ঢুকতে দিমু না।(প্রত্যেকদিন একই কথা)
৪/মোবাইল হাতে থাকলে:মোবাইলের ভিত্রে ঢুইকা যাহ।(আম্মারে কেমনে বুঝাইতাম সম্ভব হইলে তাই করতাম)
৫/বাহির থেকে দেরীতে আসলে:এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল?(ক্ষিদা লাগছে তাই)
৬/অনিচ্ছা সত্ত্বেও কিছু করাইতে গেলে:বাবা,তুই না আমার ভালো ছেলে?(আহা,)
৭/কেউ বিচার নিয়া আসলে:আমার ছেলে এরকম না(আসলেই,সত্য কথা)
৮/বিয়ের বয়স হইলে:বয়স তো কম হইলো না,বিয়েটা করে ফেল(মানা করছে কে?)
৯/ডাক্তারের কাছে গেলে:আমার ছেলেটা কিছুই খায় না।(তাহলে,বাঁইচ্চা আছি কেমনে?)
১০/মন খারাপ থাকলে:কিরে,কার সাথে ঝগড়া হইছে(গার্লফ্রেন্ড)

বাবা,এই মানুষটা সবসময় দূর থেকে পাশে থাকে।।তবে এই বাবার দায়িত্বটা পালন করতে গিয়ে শুনাতে হয় কিছু নিত্য বাণী।
১/পরীক্ষায় ফেল করলে:বেড়িয়ে যা আমার ঘর থেকে।(সামনের বার ভালো হবে এই।প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেক বার বেঁচে যাই।)
২/বাইরের কেউ বিচার দিলে:মা কে বলবে,তোমার ছেলের নামে অন্য লোক আমার কাছে বিচার দেয়।আমার মাথা হেট করে দিল তোমার ছেলে।(আমি বুঝি না আমি কি দোষ করলে শুধুই আমার মায়ের ছেলেই হয়ে যাই?)
৩/ভালো কিছু করলে:দেখতে হবে না,আমার ছেলে।(এইবার মনে হয় বাবা আসলেই স্বার্থপর।)
৪/খেলতে যাওয়ার জন্য রেডি হইতে গেলে:খেলাধুলার কথা ঠিকই মনে থাকে।প্রাইভেটের কথা তো মনেই থাকে না।(প্রাইভেটের কিথা মনে থাকবো কেমনে?)
৫/বেকার থাকলে:কাম-কাজ নাই।বাপের হোটেলে আর কতদিন?(যতদিন কোন কিছু না করতে পারি ততদিন)
৬/বাবা আমি বিয়ে করবো এই কথা বললে:ঠাস ঠাস ঠাস(গাল ডলতে ডলতে ঘর থেকে বাহির হওয়ার ইমু)

বড় ভাই:বড় ভাই জিনিষটা খুবই কনফিউজড।ক্ষতি করবো করবো কইরাও করে না।করতাম না করতাম না কইরাও কইরা ফেলে।তার কমন ডায়ালগ
১/মোবাইল হাতে থাকলে:সারাদিন মোবাইলে কি?দেখি,তোর প্যাটার্ন লক খোল।(সুবোধ বালকের মত খুইলা দিই।)
২/বাইরে দেখলে:এখন বাসার বাইরে কি?যাহ,বাসায় যা।(নিজে বাসার বাইরে বইয়া আছে হেই খবর নাই,আমারে নিয়া টানাটানি)
৩/মারামারি করলে:কার সাথে মারামারি করছোস?নাম ঠিকানা বল।(এইগুলা নিয়া আসলে করেটা কি?)
৪/বাসায় থাকলে:আমার এটা আইনা দে,ওইটা আইনা দে।(নিজের কামের চাকর পাইছে)
৫/ভাই মোবাইলে কথা বলার সময়:বিরক্ত করিস না তো।এখান থেকে যা।(বুঝি,বুঝি,সব বুঝি।)

বড় বোন:এই মেয়ে গুলারে দিয়া কোন কামই হয় না।কেবল ভেজাল লাগানোর তালে থাকে।তার কিছু আবালীয় ডায়ালগ।
১/বাসায় থাকলে:ঘুরাঘুরি করস কেন?যাহ,পড়তে বয়।(নিজের খবর নাই)
২/মোবাইল হাতে থাকলে:আম্মুউউউউউউউউউউউ(কিছু কওয়ার নাই।)
৩/বাসা থেকে আসলে:আসছে তোমার আদরের ছেলে,আম্মুরে শুনাইয়া।(আম্মু কি তোরে কম আদর করে?)
৪/কিছু আনতে রাজী না হইলে:আরেহ,যাস না।দুই টাকা দিমু।(এই এমাউন্ট একটু বাড়ানো যায় না?)
৫/বাইরে বাহির হইতে গেলে:কিরে,এত পাংকু কইরা কার কাছে যাস?(তোর ভাই বড় হইছে এইটা তো বুঝার দরকার আছে)

স্কুল শিক্ষক:এই মানুষগুলোর সাথে কাটানো মুহূর্ত সত্যিই চমৎকার।তাদের বেতের বাড়ির ভয়,আর সন্তানের মত আদরের সাথে এই ডায়ালগ গুলো থাকেই।
ক্লাশে গোলমাল হলে:আরেহ,সবাই চুপ।এটা কি মাছ বাজার পাইছো নাকি?(মাছ বাজার হইলে আমরা কি মাছ বেপারি?)
২/নতুন স্যার আসলে:আজকে পড়া হবে না,সবার সাথে পরিচিত হব।(এর থেকে খুশির খবর আর আছে নাকি?)
৩/রেগে গেলে:ক্যাপ্টেন,আমার ড্রয়ার থেকে বেত টা নিয়ে আসো তো।(খাইছে রে)
৪/অসন্তুষ্ট হলে:এবারের রেসাল্ট সবচাইতে খারাপ হবে।তোরা জীবনে কিছুই করতে পারবি না।(বড় ভাইদের থেকে শুনছি,আপনে তাদেরকেও একই কথাই বলছেন।কিন্তু তারা ভালো পজশনে আছে)
৫/নাম ডাকার আগে:একবার হাজিরা মিস হইলে আর হাজিরা দিব না।(গপ মারেন কেন,)

মুরুব্বি:এলাকার মুরুব্বিরা কখনো কাউকে খারাপ উপদেশ দেয়।আমার বিশ্বাস হয় না।তাদের কিছু উপদেশ বাক্য
১/দেখা হইলে:কেমন আছো?পড়ালেখা কেমন চলছে?(জ্বী,ভাল।সংক্ষেপে উত্তর দিয়া।পালাতে পারলেই বাঁচি।)
২/নামাজের টাইমে:আসো,মসজিদে আসো।(জ্বী,আসতেছি,এই কথা বলেই চম্পট)
৩/খারাপ কিছু নজরে পড়লে:তোমার পরিবারে সবাই ভালো,তুমি এইগুলা কি করতেছো?(আমি তো ভালো ছেলে,কিছুই করি নাই)
৪/মুরুব্বীর অবসর সময় থাকলে:দুনিয়ার কোন কথাই আর বাদ রাখতো না।(আমি শুধু এই কান দিয়া ঢুকাই,আরেক কান দিয়া বাহির করি।)

এলাকার বড় ভাই:এই বাদাইম্মাগুলা কোন কাম করে না।সারাদিন টোঁ টোঁ করাই তাদের কাম।তাদের ডায়ালগ গুলাই আমার সবচেয়ে পছন্দ।

১/ক্রিকেট খেলার সময়:ম্যাচ জিততে হইবো।আমি আগে নামি।পরেরবার তুই আগে নামিস(জন্মের পর থেইক্কা একই কথা শুনে আসতেছি)
২/এলাকায় কোন মাইয়া আইলে:ছোড ভাই,মাইয়াডারে চিনো?(চিনলেও কইতাম না,এইডা শুধুই আমার)
৩/কেউ মারলে:কে তোরে মারছে,একবার বল।ফাটাইয়া ফালামু।(ফাটাইতে গিয়া নিজেই বেশিরভাগ সময় ফাইট্টা আসে)
৪/কোন কাম না থাকলে:ছোড ভাই,গিয়া একটা সিগারেট নিয়া আসো।(ধুর শ্লা,দূরে যাই মর)
৫/মারামারি লাগলে:আমি গেলে মারামারি থাইম্মা যাইবো।আগে দুই একটা মর।এরপর গিয়া থামামু।(চাপা আর কারে বলে)

বন্ধু:এই গুলার জন্যই তো জীবন এত সুন্দর।তারা না থাকলে জীবনটাই থেমে যেত।তাদের ডায়ালগ কি বলে শেষ করার মত?তবুও যা মনে আসেসে,তাই বলছি।
১/পরিক্ষার হলে:দোস্ত কিছুই পারি না।শুধু পাস করাইয়া দে।(আমি নিজেও তো তোর আশাতেই আসছি)
২/মাইয়া দেখলে:দোস্ত,তোগো নতুন ভাবী।(গাছে কাঠাল গোফে তেল দিলেও মানা করতাম না,কিন্তু তুই স্লা তো গাছ না লাগাইয়াই গোফে তেল দিতেছোস।)
৩/পকেটে টাকা আছে বুঝতে পারলে:ছিড়া পকেট নিয়া বাসায় যাইতে হয়।(কি আর কইতাম?)
৪/নতুন কিছু কিনলে: jo tera hein,wo mera hei।এই ডায়ালগ দিয়া সব হাতাইয়া নেয়।(কিছু কইতাম না)।
৫/ফুসকা দোকানে:নিজের টা সাবাড় কইরা, আমি আর তুইই একই তো।এই কথা কইয়া গপাগপ গিলতে থাকে।(ফইন্নির পুতেরা খাস নাই জীবনে)?
৬/প্রেমিকার সামনে:দোস্ত,এই মেয়েটা কালকের টার থেকেও চুন্দ্রী।(হ্লার পুত)
৭/আম্মার কাছে:আন্টি,ফয়েজ তো পড়ালেখা করেই না,সারাদিন টোঁ টোঁ করে।(আম্মায়ায়া,আমি ভ্লা পুলা)
৮/বাড়ির কাজ না নিলে:দোস্ত,আমার জন্য একদিন মাইর খাইতে পারবি না?(তুই শ্লা কবে খাইছোস?)
৯/মোবাইলে কল কইরা:টাকা নাই,ব্যাক কর।(আমি টাকার বস্তা নিয়া বইসা আছি)
১০/মাইর খাইয়া আসলে:কোন__________________,তোরে মারছে?মাইরাই ফেলুম।(এই না হলে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল???)


লেখকের কথা:
লেখকের যা মনে এসেছে তাই লিখেছে,কারো সঙ্গে মিলে গেলে আমি জানি না। :P :P
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
৩৩টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডালাসবাসীর নিউ ইয়র্ক ভ্রমণ

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে এপ্রিল, ২০২৪ রাত ২:৪৪

গত পাঁচ ছয় বছর ধরেই নানান কারণে প্রতিবছর আমার নিউইয়র্ক যাওয়া হয়। বিশ্ব অর্থনীতির রাজধানী, ব্রডওয়ে থিয়েটারের রাজধানী ইত্যাদি নানান পরিচয় থাকলেও আমার কাছে নিউইয়র্ককে আমার মত করেই ভাল ও... ...বাকিটুকু পড়ুন

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

×