somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

VoIP দেশে বসে বিদেশি মুদ্রা আয় করুন খুব সহজে

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি “VoIP দেশে বসে বিদেশি মুদ্রা আয় করুন খুব সহজে” পার্ট ২ এর লেখা। মূল লেখা শুরু করার আগে কিছু কথা বলছি আপনাদের অবগতির জন্য। আমি গত কাল ১টি টিউন করেই এখন পযন্ত ৪৮ জনার সারা পেয়েছি শুধু মাত্র মোবাইল এর মাধ্যমে। প্রায় সকলেই জানতে চেয়েছেন বিস্তারিত এবং অনেকেই চেয়েছে ফ্রি ক্রেডিট। কিন্তু এত মানুষকে ফ্রি ক্রেডিট দেওয়া কি সম্ভব? সত্যি কথা বলতে কি ১ ডলার ক্রেডিট আমার ই কেনা পরে ৩৩.৫০ টাকা হিসেবে। তো সেখান থেকে কত জনকে ট্রাই করার জন্য ফ্রি ক্রেডিট দেওয়া সম্ভব। তাই আপনাদের কাছে আমার বিনিত অনুরোধ যারা এই অফার টি ট্রাই করতে চান তারা আমাকে মাত্র ৩০ টাকা ফ্লাক্সি করে দিলেই আমি আপনাদের ১ ডলার এর ক্রেডিট দিতে পারি ট্রাই করার জন্য। অবশ্য ১২ জন অলরেডি ট্রাই করেছেন। যদি কেহ ফ্লাক্সি করেন তবে অবশ্যই Transaction ID টা [email protected] ইমেইল করে পাঠিয়ে দিবেন এবং আপনি সার্ভিস টা মোবাইলে না পিসি তে ব্যাবহার করতে চাচ্ছেন তাও পাঠাবেন। আপনার লগ-ইন ডিটেইলস প্রেরিত ইমেইল এড্রেসে রিপ্লে করা হবে ১২ ঘন্টার মধ্যে। চলুন মূল কথায় যাওয়া যাক------

বাংলাদেশে আইনানুগ ব্যবস্থা:
যদি এটা পিসিতে ব্যাবহার করেন তবে এটা আইন বহির্ভূত কিন্তু মোবাইলের জন্য নয়, এটা আমার কথা নয় গ্রামীনফোনের সাথে আলাপ করেই কথাটা বলছি। বিস্তারিত বলতে গেলে বলা যায় আমরা মোবাইলে Nimbuzz, Mig33 ইত্যাদি কম বেশি সবাই ব্যাবহার করি কিন্তু এই ক্ষেত্রে আইনানুগ কোন সমস্যা নেই (এগুলো কিন্তু এককথায় VoIP এর ভিতর ই পরে) তবুও আমাদের দেশে অবৈধ নয়, যেমন ধরুন আমি যতুদূর যানি UAE তে Skype সাইটটি ব্লক করা কারন এটা তাদের কল পলিসির বহির্ভুত সার্ভিস দিচ্ছে। কিন্তু বাংলাদেশে এই সার্ভিস গুলো বন্ধ বা ব্লক করা না কারন এগুলো বাংলাদেশি কলিং পলিসির বহিভূর্ত না। মিগ৩৩ তে কিছু সমস্যা করছে বাংলাদেশি নম্বর থেকে রেজিষ্ট্রেশন করলে, কিন্তু অন্যকোন দেশ এর মোবাইল নম্বর থেকে রেজিষ্ট্রেশন করলে এই সমস্যাটা থাকে না। তো এটা প্রমানিত VoIP বলতে আমার উল্লেখিত সার্ভিস টিও আইন বহির্ভূত নয়। তা হলে VoIP সার্ভিস দিচ্ছে এরকম সাইট গুলো UAE এর মত আমাদের দেশ থেকেও ব্লক করা থাকত। তাই নিশ্চিন্তে এই সার্ভিস ব্যাবহার করতে পারেন।

রেজিষ্ট্রেশন কি ভাবে করবেন?
আমি যেহেতু হোল সেলার সেহেতু আমি আমার সার্ভিস কে রিসেল করতে পারি যেকারো কাছে। তাই রেজিষ্ট্রেশন আমাকেই করে দিতে হবে। এক বার রেজিষ্ট্রেশনের পর/রিসেলার হবার পর আপনি আপনার সার্ভিসকে নিজের মত মডিফাই করে অন্যের কাছে বিক্রি করতে পারবেন। চলুন একটি উদাহরন দেখাযাক, ধরি আপনি আমার কাছ থেকে ১০০ডলার বা ৩৫০০ টাকার ক্রেডিট কিনলেন এবার তা ৫ জনার কাছে খুচরা বিক্রি করলেন ২০ ডলার হিসেবে এখন কথা হল ২০ ডলার=৭০০ টাকা আমাদের রেট হিসেবে কিন্তু আপনি ২০ডলার=কত? টাকা ধরবেন তা আপনার উপর নির্ভর করে। আবার অন্য ভাবে টাকা বাড়াতে পারেন, ধরি যেকোন দেশ থেকে ৮৮০ বসিয়ে বাংলদেশে কল করতে আমার ডিফল্ট ভাবে কাটবে 0.0714 সেন্ট মাত্র/২.৫০ পয়সা মাত্র, (১ডলার=৩৫টাকা হিসেবে) এখন আপনি তার কাছে ১০০ডলার=৩৫০০ টাকায়ই বিক্রি করলেন কিন্তু প্রতি মিনিট আমাদের 0.0714 সেন্ট টা বাড়িয়ে আপনার পছন্দ মত রেট বসিয়ে দিতে পারেন। এটা অন্যান্য দেশ থেকে বাংলাদেশে কল চার্জ এর একটা উদাহরন মাত্র। আশাকরি বুঝতে পেরেছেন কি বোঝাতে চেয়েছি।
রিসেলার একাউন্টে লগইন করুন এবং সফটওয়্যার ডাউনলোড করুন:
প্রথমে http://66.152.161.60:8998/ এই লিংকে গিয়ে ইউসার নেম test_hasmee এবং পাসওয়ার্ড Hasmee দিয়ে লগ ইন করুন।( এটা একটি ডেমো একাউন্ট, শুধু টেষ্টের জন্য) এবার মোবাইল বা পিসি ডায়ালারের জন্য একাউন্ট তৈরিকরুন।
মোবাইল ডায়ালার http://174.132.181.210:90/nitfone এই লিংকে যান তারপর আপনার মোবাইলের মডেল অনুযায়ী ডাউনলোড করে মোবাইলে ইনেষ্টল করুন। তারপর মোবাইল ডায়ালারটি Open করার পর Operator Code চাইবে এখানে 60633 দিন এবার যে ইউসার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন তা দিয়ে লগ-ইন করুন।
পিসি ডায়ালার এর জন্য http://66.152.161.60:7880/pc2phone.msi লিংকে যান এবং ডাউনলোড করুন এবার আপনার ইউসার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
বি:দ্র: বাংলাদেশের কোন রিসেলার কে আমি PC2Phone টি ব্যাবহার করার জন্য ক্রেডিট দেইনা, কারন এটি বাংলাদেশি কলিং পলিসির বহির্ভূত। কিন্তু আপনাদের ট্রাইকরার জন্য দিচ্ছি কারন যদি আপনি আমার কাছথেকে রিসেলার হন তবে আপনার কষ্টমার বিদেশে থাকলে তাকে PC2Phone সার্ভিস টি দেওয়া লাগতে পারে। তাই আপনার বোঝার জন্য PC2Phone সিষ্টেমটি দিলাম।
ক্রেডিট কিভাবে কিনবেন:
যেহেতু বাংলাদেশে এই সার্ভিস টি আমিই ডিল করছি তাই ক্রেডিট আমার কাছথেকেই নিতে হবে। প্রথম টেষ্টের জন্য ১-৩ ডলারের ক্রেডিট নিলেই চলবে। এ ছাড়া বড় অংঙ্কের ক্রেডিটের জন্য টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আপনাদের অবগতির জন্য:
আপনাদের অবগতির জন্য বলছি আমাদের এই সার্ভিস টি একটি চ্যলেঞ্জিং কলিং সার্ভিস। আপনারা হয়ত Talki সার্ভিসটির নাম শুনেছেন, আমরা মূলত তাদেরই একটি পার্ট হিসেবে সার্ভিস দিচ্ছি। তাই কোন হেজিটেশন ছাড়াই আমাদের সার্ভিসটি অন্তত একবার ট্রাই করে দেখুন। তবে মনে রাখবেন আপনি যদি ব্যাবসায়িক ভাবে আমাদের সার্ভিস ব্যাবহার করেন তবে মাসে ২৫ হাজার টাকা ইনকাম করা সম্ভব ( যদি আপনি আপনার সার্ভিস ২০-২৫ জনের কাছে বিক্রি করতে পারেন)। আমার বাংলাদেশে এখন পরযুন্ত ৩৮ জন রিসেলার আছেন, অন্যান্য দেশে আছে ৮০০ শতাধিক।

বি:দ্র: এই লেখাটি প্রথম প্রকাশ হয়েছে http://www.techtunes.com.bd তে, সেখান থেকে অগনিত সারা পাবার আপনাদের সাহায্যে আসতে পেরে ভেবে এখানে পুনরায় প্রকাশ করলাম

সবাই ভাল থাকবেন, আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।
হাশমী বিন মোস্তফা
মোবাইল:০০৮৮০১৭৩১৪৪৮৮০৯ (রাত ১১.০০-৩.০০ টা এর মধ্যে কল করবেন)
লাইভ চ্যাট: [email protected] (দুপুর ১২.০০-রাত ১১.০০ টা এর মধ্যে কল করবেন)
যেকোন তথ্য: [email protected]
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=বেনারসী রঙে সাজিয়ে দিলাম চায়ের আসর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২২ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫২



©কাজী ফাতেমা ছবি
মনে কি পড়ে সেই স্মৃতিময় সময়, সেই লাজুক লাজুক দিন,
যেদিন তুমি আমি ভেবেছিলাম এ আমাদের সুদিন,
আহা খয়েরী চা রঙা টিপ কপালে, বউ সাজানো ক্ষণ,
এমন রঙবাহারী আসর,সাজিয়েছি... ...বাকিটুকু পড়ুন

বিজ্ঞানময় গ্রন্থ!

লিখেছেন জ্যাক স্মিথ, ২২ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪২

একটু আগে জনৈক ব্লগারের একটি পোস্টে কমেন্ট করেছিলাম, কমেন্ট করার পর দেখি বেশ বড় একটি কমেন্ট হয়ে গেছে, তাই ভাবলাম জনস্বার্থে কমেন্ট'টি পোস্ট আকারে শেয়ার করি :-P । তাছাড়া বেশ... ...বাকিটুকু পড়ুন

অস্ট্রেলিয়ার গল্প ২০২৪-৪

লিখেছেন শায়মা, ২২ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪৫


চলে যাবার দিন ঘনিয়ে আসছিলো। ফুরিয়ে আসছিলো ছুটি। ছোট থেকেই দুদিনের জন্য কোথাও গেলেও ফিরে আসার সময় মানে বিদায় বেলা আমার কাছে বড়ই বেদনাদায়ক। সেদিন চ্যাটসউডের স্ট্রিট ফুড... ...বাকিটুকু পড়ুন

আপনি কি বেদ, উপনিষদ, পুরাণ, ঋগ্বেদ এর তত্ত্ব বিশ্বাস করেন?

লিখেছেন শেরজা তপন, ২২ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫২


ব্লগে কেন বারবার কোরআন ও ইসলামকে টেনে আনা হয়? আর এই ধর্ম বিশ্বাসকে নিয়েই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে সবাই? অন্য ধর্ম কেন ব্লগে তেমন আলোচনা হয় না? আমাদের ভারত... ...বাকিটুকু পড়ুন

আমার ‘অন্তরবাসিনী’ উপন্যাসের নায়িকাকে একদিন দেখতে গেলাম

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১:২৫

যে মেয়েকে নিয়ে ‘অন্তরবাসিনী’ উপন্যাসটি লিখেছিলাম, তার নাম ভুলে গেছি। এ গল্প শেষ করার আগে তার নাম মনে পড়বে কিনা জানি না। গল্পের খাতিরে ওর নাম ‘অ’ ধরে নিচ্ছি।

... ...বাকিটুকু পড়ুন

×