somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইসব হাসপাতাল থেকে সাবধান

১৪ ই জুন, ২০১৪ সকাল ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তরুণ ডাক্তারদের সুবিধার্থে কিছু হাসপাতাল ও ক্লিনিকের নাম লিস্ট করে দিলাম, যেগুলো থেকে সাবধান। এরা রোগীর লোকজনকে চিবিয়ে খায় আর ডাক্তারের বেতনের টাকা নিয়ে প্রতারণা করে কিংবা মাস শেষে আর বেতন দেয় না।

কুমিল্লাঃ
১) মেডিকেয়ার হাসপাতাল, চান্দিনা,কুমিল্লা
২) আল নূর জেনারেল হাসপাতাল,লাকসাম,কুমিল্লা
৩) মোহন জেনারেল হাসপাতাল, গৌরীপুর, কুমিল্লা।
৪) আধুনিক হাসপাতাল,লাকসাম, কুমিল্লা
৫) চেকআপ হাসপাতাল,লাকসাম, কুমিল্লা
৬) দিগন্ত হাসপাতাল,লাকসাম, কুমিল্লা
৭) নিউরন হাসপাতাল, কুমিল্লা
৮) সেবা হাসপাতাল, কুমিল্লা
৯) সোনার বাংলা হাসপাতাল কুমিল্লা
১০) ইউনিক হাসপাতাল, পদুয়া বাজার বিশ্বরোড, কুমিল্লা
১১) গোমতী হাসপাতাল, বুড়িংচং, কুমিল্লা
১২) মা ও শিশু হাসপাতাল, মুরাদনগর, কুমিল্লা।
১৩) হলি ফ্লাওয়ার জেনারেল হাসপাতাল, নাঙ্গলকোট, কুমিল্লা।
১৪) নোভা হাসপাতাল, কুমিল্লা।

নোয়াখালীঃ
১) কমফোর্ট হাসপাতাল,নোয়াখালী
২) এশিয়ান ট্রমা সেন্টার এন্ড জেনারেল হাসপাতাল, মাইজদী,নোয়াখালী
৩) মাইজদী হসপিটাল প্রাইভেট‚ মাইজদী‚ নোয়াখালী
৪) ক্ল্যাসিক হসপিটাল‚ চৌমুহনী‚ নোয়াখালী

লক্ষীপুরঃ
১) মানারাত হাসপাতাল লিমিটেড‚ লক্ষীপুর।

ফেনীঃ
১) মায়া হাসপাতাল, ফেনী।
২) আল রাজি হাসপাতাল, ফেনি।
৩) ইউনাইটেড হাসপাতাল, মহিপাল, ফেনি।
৪) Sensive হাসপাতাল, ফেনী।

ঢাকাঃ
১) ব্রাইটন হাসপাতাল,হাতিরপুল,ঢাকা
২) আল বারাকা হাসপাতাল, কেরানীগঞ্জ, ঢাকা
৩) মেঘনা জেনারেল হাসপাতাল, ঢাকা
৪) এস আর হাসপাতাল রোহিতপুর, কেরানীগঞ্জ, ঢাকা
৫) জয়পাড়া ক্লিনিক‚ জয়পাড়া‚ দোহার‚ ঢাকা
৬) অনাবিল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ৩৪২,দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা।
৭) রিলায়েন্স রেনাল এন্ড হাসপাতাল, গ্রিন রোড, ঢাকা
৮) বাংলাদেশ আই ফাউন্ডেশন এন্ড রিসার্চ হাসপাতাল, যাত্রাবাড়ী, ঢাকা।
৯) মা হাসপাতাল, চিটাগং রোড।
১০) পাড়াগ্রাম জেনারেল হাসপাতাল, নবাবগঞ্জ, ঢাকা।
১১) ওয়েল কেয়ার হাসপাতাল, শেখেরটেক, মোহাম্মদপুর।
১২) আমেরিকান হাসপাতাল, উত্তরা।
১৩) আল-আশরাফ হাসপাতাল, উত্তরা।
১৪) ইসলাম হাসপাতাল, জিরানি, সাভার, ঢাকা।
১৫) আশিয়ান মেদকেল কলেজ এন্ড হাসপাতাল।
১৬) নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল।
১৭) ঢাকা জেনারেল এন্ড অর্থপেডিক হাসপাতালে (হুমায়ুন রোড, জেনেভা ক্যাম্পে

গাজীপুর ও টাঙ্গাইলঃ
১) আধুনিক হাসপাতাল, কোনাবাড়ি, গাজীপুর
২) সিটি হাসপাতাল, গাজীপুর
৩) নাগরিক হাসপাতাল, বরমি বাজার, শ্রীপুর, গাজীপুর।
৪) নিউ পদ্মা হাসপাতাল, গাজীপুর।
৫) আল বারাকাহ হাসপাতাল, শ্রীপুর, গাজীপুর।
৬) এলেঙ্গা হাসপাতাল, এলেঙ্গা, টাঙ্গাইল।

চট্টগ্রামঃ
১) সেবা ক্লিনিক, বহদ্দারহাট, চট্টগ্রাম।
২) কসমোপলিটন হাসপাতাল (পূর্বের নাম আমানত হাসপাতাল), ছত্রিশওয়ারি রোড, মেহেদিবাগ, চট্টগ্রাম।

চাঁদপুর ও বি.বাড়িয়াঃ
১) Apollo হাসপাতাল, হাজীগঞ্জ, চাঁদপুর।
২) সেবা হাসপাতাল, হাজীগঞ্জ, চাঁদপুর।
৩) মা ও শিশু হাসপাতাল, চাঁদপুর।
৪) আল ফালাহ হাসপাতাল, কাউখালী, বি.বাড়িয়া
৫) আস্থা হাসপাতাল, বি.বাড়িয়া।

মৌলভীবাজারঃ
১) শাহ মোস্তফা হাসপাতাল, মৌলভীবাজার
২) গ্রিনলাইফ প্রাইভেট হাসপাতাল, মৌলভীবাজার
৩) ফ্রেন্ডশিপ হাসপাতাল, মৌলভীবাজার

খুলনাঃ
১) ফাতেমা রহমান ক্যান্সার ক্লিনিক, খুলনা।

নরসিংদি, কিশোরগঞ্জ ও মুন্সিগঞ্জঃ
১) হলি লাইফ হাসপাতাল, ভেলানগর, নরসিংদি।
২) কাতার চ্যারিটি হাসপাতাল, ভৈরব।
৩) বিক্রমপুর হাসপাতাল, সেপাইপাড়া, মুন্সিগঞ্জ।
৪) আধুনিক হাসপাতাল মুন্সিগঞ্জ।
৫) A R ক্লিনিক, মুন্সিগঞ্জ।

নারায়ণগঞ্জঃ
১) মদনপুর আল বারাকা হাসপাতাল, মদনপুর, নারায়ণগঞ্জ।
২) ইসলামিয়া হাসপাতাল, নারায়ণগঞ্জ।

অন্যান্যঃ
১) ইউনিক হাসপাতাল, বাবুবাজার
২) পার্কওয়ে হাসপাতাল, রাজাবাজার।
৩) সালমা ল্যাব এবং হাসপাতাল, নওগা।

এগুলো সবই প্রতারক হাসপাতাল... যারা সেখানে খণ্ডকালীন ডিউটি করতে যায় কিংবা সাময়িক RMO হিসেবে থাকে, তারা সবাই ভুক্তভোগী।

আপনাদের কারও কাছে এ ধরণের কোন হাসপাতালের খোঁজ থাকলে জানান। লিস্ট edit করে নাম যোগ করা হবে। এদের বয়কট করুন। নিজে প্রতারকদের হাত থেকে বাঁচি, আর পরিচিত ডাক্তার বা আত্মীয়স্বজনদেরও বাচাই।

তথ্য দিয়ে সাহায্য করেছেন-
M.m. Rahman, Shafikul Islam, Rajib Maitra
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে...

লিখেছেন খায়রুল আহসান, ১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে,
পড়তো তারা প্লে গ্রুপে এক প্রিপারেটরি স্কুলে।
রোজ সকালে মা তাদের বিছানা থেকে তুলে,
টেনে টুনে রেডি করাতেন মহা হুলস্থূলে।

মেয়ের মুখে থাকতো হাসি, ছেলের চোখে... ...বাকিটুকু পড়ুন

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

×