বিরোধী দলীয় চিফ হুইপের উপর এমন হামলা সমর্থন যোগ্য নয়।
এই ঘটনায় আজ হোক বা কাল হোক অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় না হলেও রাজনৈতিক খগড় নেমে আসবে এটা মোটামোটি নিশ্চিত। তবে আমার আগেও অনেকেই এখানে মন্তব্য দিয়েছেন, তাদের নিকট আমার কিছু বিনীতে জিজ্ঞাসাঃ-
-সংসদ সদস্যদের অধিকার গণতন্ত্রের জন্য হরতাল কর্মসূচী পালন করা। কিন্তু ‘সব শ্যালারা শুয়রের বাচ্চা’(টিভি নিউজে যতটুকু শুনেছি) একদল মহিলা এমপি নিয়ে রাস্তায় এমন সঙ্গিত পরিবেশন করা কি হরতালের অংশ?
-আর পুশিশ যখন তাদের জানালো সামনে গেলে তারা (পুলিশ) এ্যাকশনে যাবে, তখন কি এক জন সংসদ সদস্য হিসেবে তিনি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরো একটু ভালো ব্যবহার করতে পারতেন না?
-এক একজন পুলিশ কর্মকর্তা কমপক্ষে ডিগ্রীধারী শিক্ষত লোক। তিনি একজন সম্মানিত লোক হিসেবে অন্যের সম্মানটার প্রতিও তার খেয়াল রাখা কি উচিত ছিলো না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






