somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

সোনার মানুষ খুঁজি

আমার পরিসংখ্যান

কাজী জাকির হোসেন
quote icon
প্রাক্তন সাংবাদিক, লেখক, শিক্ষক
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

শুভ বসন্ত

লিখেছেন কাজী জাকির হোসেন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫১

গাছে গাছে মুকুলিত অসংখ্য জীবনের আহবান,
নতুন পত্র-পল্লবে সুশোভিত হবে ফুল্লকুসুম ধরা।
দিকে দিকে মর্মরিত ঝরাপাতার বিরহ ব্যথা।
আনন্দ-শোকে একাকার তবু বসন্ত আসে ওই
শুভ বসন্ত নিয়ে আসে নতুন জীবনের পয়গাম,
আগুনে-ফাগুনে উদ্বোধন হলো প্রাণের ধারা।

বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৯৬ বার পঠিত     like!

ইশারা

লিখেছেন কাজী জাকির হোসেন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২২

মনটা ভালো নেই দুরবিন, তো তুমি কী করতে পারো!
তোমার কাছে কী আছে এমন যে এই জাল এই অন্ধকার ভেদ করে
আলোর ইশারা দিতে পারো!
দুরবিন, তুমি কি দূর দিগন্ত দেখতে পাও?
না কি ঘরের কাছে পড়ে থাকা মরা ঘাস, শ্বাস, লতাপাতা দেখতে পাও?
একটুকু খড়কুটাও যদি দেখতে পাও,
যারা তোমার চোখের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!

সভ্যতার পাঠ নিই

লিখেছেন কাজী জাকির হোসেন, ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৮

সময়টা ভালো কাটবে না জানি তবু কেনো ভালোই থাকবো?
শকুনেরা হানা দেবে মাংস খুবলে নেবে তবুও ভালোই থাকবো!
হ্যাঁ, ভালো থাকবো প্রতিবাদ-প্রতিরোধ-দ্রোহ নিয়ে ভালোই থাকবো।
অনেক কষ্টের সাজানো গৃহে ঢুকে দুধের সরটা খেয়ে নেবেন
তবু কেনো ভালোই থাকবো, কিচ্ছুটি বলবো না, প্র্রিয়তমা!
হাসি হাসি মুখ করে বলবো গিয়ে ভালোই করেছেন শকুনিমামা!

দিন তো থাকবে না কারুরই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

মৃত্যু যেমনি হোক বন্ধু বিদায়

লিখেছেন কাজী জাকির হোসেন, ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৩

তোমাদের মৃত্যু বলে দেয় বন্ধু বিদায়!
মুখরিত জীবনের সঙ্গে হয়ে যায় চিরবিচ্ছেদ।
যেখানে যেসব স্মৃতি রেখেছো বুনে
মুহূর্তে মুহূর্তে করেছো সৌন্দর্য কিংবা কদর্য চয়ন
সেই সূত্রে জীবন্ত আত্মীয়-অনাত্মীয় মাঝে ওঠে হাহাকার;
হয়ে যায় চিরবিচ্ছেদ নামে অন্ধকার আলোর গভীরে।
তোমাদের মৃত্যু বলে দেয় বন্ধু বিদায়!
আর কোনোদিন হবে না দেখা মর্ত্যমাঝে।
মৃত্যুরা তাই বলে যায় বন্ধু বিদায়!
ক্ষণকাল আয়ু মাঝে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৫১ বার পঠিত     like!

অনুভূতির বোনোজলে

লিখেছেন কাজী জাকির হোসেন, ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৮

এককালে পেতাম ভালোবাসা
এককালে ছিলাম ফুলেল!
এককালে দিতাম ভালোবাসা
এককালে ছিলাম উদ্বেল।
যা বিলিয়েছি মনে মনে,
যা বিলিয়েছি জনে জনে,
যা নিয়েছি মনেপ্রাণে,
সেইটুকু খরচ করি এখন!
যে যা বলুক তোরে।
ওরে! যে যা ভাবুক ঘোরে।
এককালে দিতাম সবই
উজাড় করে!
তারই প্রতিদান পাই,
তাতেই মজিছি ভাই,
এখনো বাঁচি তেমনি জীবন।
কোনো হিংসা-দ্বেষ নাই,
নিঃস্বার্থ বিলিয়েছি ভাই,
এখনো প্রতিদান পাই,
প্রেম অনিঃশেষ অফুরান।
যতদিন বেঁচে আছি এই,
ততদিন কোনো খেদ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     like!

দুর্বৃত্ত, সংযত হও

লিখেছেন কাজী জাকির হোসেন, ২৬ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:০১

দুবৃত্ত, ভ্রষ্ট নাগরিক,
আজ এই মুহূর্ত হতে সংযত হও,
এইখানে এই শহিদের বেদিতে দাঁড়িয়ে
তোমার কুপ্রবৃত্তিতে এখনি ফুলস্টপ দাও!
যে দেশ লাখো শহিদের রক্তে ভেজা,
যে দেশ লাখো মা-বোনের ইজ্জতে পাওয়া,
সেই দেশে দাঁড়িয়ে আর একটাও ছুঁয়ো না
যা তোমার প্রাপ্য নয়, গরিব কৃষকের পকেট থেকে
আর একটা কড়িও ছুঁয়ো না!
যে দেশের জন্য লালন ছেড়েছিল ঘর,
যে দেশের জন্য... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

ঘুমের ভেতর পূর্ণাঙ্গ এক জীবন আছে

লিখেছেন কাজী জাকির হোসেন, ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২১

স্বপ্নের ভেতর ঘুমের ভেতর পূর্ণাঙ্গ এক জীবন আছে,
ঘুমের ঘোরে ওঠা-বসা, ঘুমের ভেতর দেখা পাওয়া,
বাস্তবে পাই না যারে, যে নাই চোখের সম্মুখে;
যারা গেছে চিরতরে জীবনের সব রেখা মুছে দিয়ে,
বন্ধন ঘোচে নাই যার সাথে জীবনে-মরণে,
তারেই কাছে পাই, তার সঙ্গেই ওঠা-বসা;
এ যে জীবনের ভেতর বসত গাড়া আরেক জীবন!
তবে যে মানুষ বলে মৃত্যুর পরে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

বন্ধু হে

লিখেছেন কাজী জাকির হোসেন, ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:২১

এখনো জপি তোমায়
সুন্দর যেন অবহেলায়,
হারিয়ে না যায়,
দূর বনছায়।
বন্ধু হে প্রিয় ন্যায়!

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৪ বার পঠিত     like!

গোঁয়ারনামা

লিখেছেন কাজী জাকির হোসেন, ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৩

২০ জানুয়ারি লিখেছিলাম-
একটা গোঁয়ার বসবে আজ সিংহাসনে
পড়বে তুমুল করতালি দূর ভুবনে।
কে আর ঠেকায়, কী আর বিকায়!
জগৎজুড়ে নিরীহ সব ব্রাত্যজনে
আজ বলছি-
এরই মধ্যে গোয়ার্তুমি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে,
প্রতিবাদের দুর্গ গড়ুন ছিটকে পড়বে ভরদুপুরে!
সর্বনাশটা না যদি চান মানবতার রক্ষাকবচ,
সারাবিশ্ব শামিল হলে ট্রাম্প দুর্গে নামবেই ধস। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

শুভ নববর্ষ ২০১৭

লিখেছেন কাজী জাকির হোসেন, ৩১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩


বছর যায়, বছর আসে
ফুরায় আয়ু নিশ্বাসে-প্রশ্বাসে।
সুখ-দুঃখ ঘিরে থাকে,
জীবনের বান ঠিকই ডাকে।
আগত যৌবন নতুন আশায়,
অজানা টান ভালোবাসায়।

শুদ্ধিতে চিত্ত আগুনে পোড়াই,
আমিও পুড়ি, তুমিও পোড়াও!
নিভাও অশুভ বাসনা বহ্নি,
বিবেক শুভবোধ করো জাগ্রত।
শুভ নববর্ষ সম্মুখে আগত
শুভ হোক ২০১৭ সাল।
যাক কেটে যাক বন্ধু,
দুঃখ-দুর্ভোগ শোষণের কাল। বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!

আহ, পৃথিবী, নীরবে সইছ কেনো!

লিখেছেন কাজী জাকির হোসেন, ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

ইরাক আজ ধ্বংসপ্রাপ্ত, প্রেতপুরী,
সিরিয়ার আলেপ্পো জ্বলছে,
অসহায় মানুষ, মানবতা কাঁদছে!
হাওয়ার ভাসছে মানুষের আর্ত হাহাকার,
বাস্তুচ্যুত রিক্তহস্ত নর-নারী,
শিশু-বৃদ্ধ অবরুদ্ধ লাখো মানুষ,
যুদ্ধবাজদের অসহায় শিকার,
আহা! পৃথিবী, নীরবে সইছ কেন?
পক্ষপাতদুষ্ট মানবতাবাদীর মুখ
আর্সেনিক দূষণে কি থেতলে গেছে!
সাদ্দাম নিধনে জাতিসংঘের সেই সক্রিয়তা
কোথায়ই বা আজ উবে গেলো!
তোমরা নাকি বোবা-কালা হলে,
শুনতে কি পাচ্ছ না মানুষের কান্না!
মিয়ানমারের রাষ্ট্রীয় বিভৎসতা
বর্বরতার কোন অন্ধ... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

ঘুরে দাঁড়াও প্রিয় স্বদেশ!

লিখেছেন কাজী জাকির হোসেন, ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৭

অহঙ্কার এখনো আমাদের বিনীত হতে শেখায়নি। একুশ, একাত্তর আমাদের অন্যায়, অনিয়ম, উন্মাদনা, দুর্নীতি ও বৈষম্যের পূর্ণ মূলোৎপাটনে প্রয়োজনীয় মাত্রায় এখনো নির্ভীক এবং সংকল্পবদ্ধ করতে পারেনি। বরং নতজানু ও লোভী করেছে। প্রগতির হয়েছে অধঃগতি। দেশমাতৃকার জন্য ভালোবাসা আমাদের অন্যায্য উচ্চাভিলাষ থেকে বিচ্যুত করেনি। সবার জন্য সমানভাবে সহমর্মী করে তোলেনি। বরং অবৈধ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

মানব সভ্যতার মুক্তির প্রতীক কিংবদন্তির বিদায়!

লিখেছেন কাজী জাকির হোসেন, ২৬ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

কিউবার বিপ্লবী নেতা ফিডেল ক্যাস্ট্রো মুক্তিকামী মানুষের পরম বন্ধু চলে গেলেন! কিউবার জনগণের মুক্তির কাণ্ডারী এই সময়ে মানব সভ্যতার মুক্তির অন্যতম দিশারী পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় নিলেন। পৃথিবীর যেকোনো প্রান্তের অসহায় বঞ্চিত জনের তিনি ছিলেন পরম বন্ধু। তিনি ছিলেন মানব সভ্যতার মুক্তির প্রতীক এক কিংবদন্তি। বিপ্লবী বন্ধু চে-গুয়েভারাকে নিয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

একই মানুষ, একই কান্না: হৃদয়ের গভীরে কাঁটাতার নেই

লিখেছেন কাজী জাকির হোসেন, ২৪ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৩


ওপারে হায়েনার খপ্পড়ে মানুষ ছিন্নভিন্ন,
এপাড়ার মানুষ কী করে নীরবে সই!
রাষ্ট্র, সীমানা, নদী-সাগর-পাহাড়-মরু
মানবতার মাঝখানে বেড়া দিতে পারে?
ইউরোপ-আমেরিকার ঘোর কাটেনি আজও
তাদের যত খেলা মানবতা নিয়ে!
এশিয়া বহু আগেই করেছে প্রমাণ,
মানবিক আবেদন তার কাছে সবচেয়ে দামি!
বিবেকবানদের বলি,সাড়া দাও,
আওয়াজ তোলো প্রাণের গহীন থেকে
পৃথিবীর কোথাও যেন না মানবতা
ভুতলে লুটায়! সবার উপরে মানুষই সত্য,
অনুভূতির মানবিক সরোবরে ডুব... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     like!

হিংস্র ‘খামছাতুন’

লিখেছেন কাজী জাকির হোসেন, ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৬


যখন মৃত্যুর গাঢ়-কালো ছায়া
নেমে আসে রাখাইন রাজ্যে
বর্বর অন্ধকারাচ্ছন্ন একটি দেশে
দূর থেকে স্বস্তির নিশ্বাস ফেলি
ওই হত্যালীলা ছুঁতে পারেনি
আমাকে, বাকি বিশ্বকে, নপুংসককে।
মানুষগুলোর চেহারা আকর্ষণীয় নয়,
ট্রাম্পের মতো নাদুস-নুদুস তো নয়ই,
হয়তো তাই তসবিহ জপি:
গ্রামকে গ্রাম ধ্বংস হংয়ে যাক,
রোহিঙ্গা পুড়ে ছাই হয়ে যাক!

যেভাবে আমরা কিছুদিন আগে
নাসিরনগর পুড়িয়েছি,
সাহেবগঞ্জের সাঁওতালদের মেরেছি,
কনকনে শীতে খোলা আকাশের নিচে
যেভাবে বেঁচে থাকে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬০৭৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ