somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাত্র বিশ হাজার টাকায় যে ব্যবসা গুলো শুরু করতে পারবেন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তরল সাবান তৈরির ব্যবসা


সাবান আমাদের নিত্য প্রয়োজনীয় একটি দ্রব্য। প্রতিদিন নানান কাজে আমরা সাবান ব্যবহার করি। থালা-বাটি ধোয়ার জন্য বর্তমানে সাবানের পাশাপাশি তরল সাবান বা লিকুইড ডিশ ওয়াশও ব্যবহার করা হয়। থালা-বাসন ধোয়ার জন্য লিকুইড ডিশ ওয়াশ ঠিক গুঁড়া সাবানের মতো পরিস্কার পরিচ্ছন্ন করার কাজে ব্যবহৃত হয়। অল্প পরিমাণ তরল সাবানে অনেক ফেনা হয়। ব্যবহারে সুবিধার কারণে সাধারণত থালা-বাসন ধোয়ার জন্য তরল সাবান এখন অনেক বেশি ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে হোটেল রেষ্টুরেন্ট-এ প্লেট, গ্লাস, চামচ ইত্যাদি ধোয়ার জন্য তরল সাবান ব্যবহার করা হয়। যে কোন নারী বা পুরুষ তরল সাবান তৈরি করে সাবলম্বী হতে পারেন।


• বাজার সম্ভবনা
• মূলধন
• প্রশিক্ষণ
• প্রয়োজনীয় উপকরণ, পরিমাণ, মূল্য ও প্রাপ্তিস্থান
• তরল সাবান তৈরির নিয়ম
• আয় ও লাভের হিসাব
• সচরাচর জিজ্ঞাসা


ছবি: তরল সাবান


বাজার সম্ভাবনা

লিকুইড ডিস ওয়াশ বা তরল সাবান দিয়ে থালা বাসন ধোয়া খুব সহজ। অল্প পরিমাণ তরল সাবানে অনেক ফেনা হয় এবং সহজেই থালা বাসন পরিস্কার হয় বলে দিন দিন এর চাহিদা বাড়ছে। অনেক বাড়ীতেই এখন থালা বাসন ধোয়ার জন্য তরল সাবান ব্যবহৃত হয়। এছাড়া হোটেল বা রেস্টুরেন্টে এবং বিভিন্ন অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষে প্লেট, গ্লাস, চামচ ইত্যাদি ধোওয়ার জন্য তরল সাবান ব্যবহার করা হয়।

মূলধন

লিকুইড ডিশ ওয়াশ বা তরল সাবান তৈরি করার জন্য স্থায়ী উপকরণ কিনতে প্রায় ৩০৬০ থেকে ৩৫৮০ টাকার প্রয়োজন হতে পারে। এছাড়া কাঁচামাল কেনার জন্য প্রায় ৪০০০ টাকার প্রয়োজন হবে। যদি ব্যক্তিগত পূঁজি না থাকে তাহলে মূলধন সংগ্রহের জন্য নিকট আত্মীয়-স্বজন, ঋণদানকারী ব্যাংক(সোনালী ব্যাংক, জনতা ব্যাংক , রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক)বা বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও)-এর সাথে যোগাযোগ করা যেতে পারে। এসব সরকারি, বেসরকারি ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান (আশা, গ্রামীণ ব্যাংক, ব্রাক, প্রশিকা) শর্ত সাপেক্ষে ঋণ দিয়ে থাকে।

প্রশিক্ষণ
অভিজ্ঞ কোন ব্যক্তির সহকারী হিসেবে কিছু দিন কাজ করলে লিকুইড ডিশ ওয়াশ তৈরি করা শিখে নেয়া যাবে এবং ব্যবসার বিস্তারিত সম্পর্কে জানা সম্ভব হবে। এছাড়া স্থানীয় বেসরকারি কোন প্রতিষ্ঠান এ ধরণের প্রশিক্ষণ দেয় কিনা সে সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যেতে পারে।

প্রয়োজনীয় উপকরণ, পরিমাণ, মূল্য ও প্রাপ্তিস্থান
• স্থায়ী উপকরণ
উপকরণ পরিমাণ আনুমানিক মূল্য (টাকা) প্রাপ্তিস্থান
চুলা ১ টা ১০০-১২০ হার্ডওয়ারের দোকানে
প্লাস্টিকের বালতি ১ টা ৬০-৭০ তৈজসপত্রের দোকান
মিকচার মেশিন ১ টা ১০০০-১২০০ তৈজসপত্রের দোকান
স্টিলের পাত্র ১ টা ৩০০-৩২০ তৈজসপত্রের দোকান
মাপার যন্ত্র ১ টা ৩০০-৩৫০ ইলেকট্রনিক্স দোকান
মাপার পাত্র ১ টা ৩০০-৩২০ তৈজসপত্রের দোকান
ইলেকট্রিক হিটিং পাঞ্চ ১ টা ১০০০-১২০০০ ইলেকট্রনিক্স দোকান
মোট=৩০৬০-৩৫৮০ টাকা

• কাঁচামাল (১০০ লিটার লিকুইড ডিশ ওয়াশ তৈরির জন্য)
উপকরণ পরিমাণ মূল্য আনুমানিক (টাকা) প্রাপ্তিস্থান
জেনথাল গাম ২ কেজি ১২০০ কেমিক্যালসের দোকান
সোডিয়াম ট্রাই পলি ফসফেট ৪ কেজি ১২০০ কেমিক্যালসের দোকান
পানি ৯০ লিটার -
সোডিয়াম মেটাসিলিকেট ৪ কেজি ৪৪০ কেমিক্যালসের দোকান
ল্যাবসা ৪ কেজি ৮০০ কেমিক্যালসের দোকান
রঙ ৬ আউন্স ৫০ কেমিক্যালসের দোকান
পারফিউম/সুগন্ধী ১/২আউন্স ২০ পারফিউমের দোকান
মোট=৩৭১০ টাকা
তথ্যসূত্র : মাঠকর্ম, চকবাজার, ঢাকা, সেপ্টেম্বর ২০০৯।


লিকুইড ডিশ ওয়াশ তৈরির নিয়ম
1. প্রথমে একটি পাত্রে ৯০ লিটার আয়রনমুক্ত পরিস্কার পানি নিতে হবে।
2. পানি গরম করতে হবে। পানি একটু গরম হলে তাতে ২ কেজি জেনথাল গাম ধীরে ধীরে ঢালতে হবে।
3. জেনথান গাম মিকচার মেশিন দিয়ে গোলাতে হবে। গোলানো হয়ে গেলে মিশ্রণটা ২৪ ঘন্টা বা একদিন রেখে দিতে হবে।
4. ২৪ ঘন্টা বা ১ দিন পর এই মিশ্রনের সাথে ৪ কেজি সোডিয়াম ট্রাই পলি ফসফেট আস্তে আস্তে ঢালতে হবে এবং মিক্সার মেশিন দিয়ে ভালভাবে মেশাতে হবে।
5. এর পর এই মিশ্রণের সাথে ৪ কেজি সোডিয়াম মেটাসিলিকেট ধীরে ধীরে ভালোভাবে মেশাতে হবে।
6. এই মিশ্রণের সাথে ৪ কেজি ল্যাবসা ধীরে ধীরে মিক্সার মেশিনের সাহায্যে মিশাতে হবে।
7. এর পর এতে ১ কেজি ফরমালিন ঢেলে তা মিক্সার মেশিনের সাহায্যে গুলিয়ে নিতে হবে।
8. সব উপকরণ ভালোভাবে মিশানো হয়ে গেলে তাতে ৩ থেকে ৬ আউন্স রঙ মেশাতে হবে।
9. সুন্দর গন্ধের জন্য এই মিশ্রণের সাথে ১/২ আউন্স পারফিউম বা সুগন্ধী মিশাতে হবে।

• সাবধানতা
1. সব উপকরণ সঠিক পরিমাণে মিশাতে হবে।
2. মিশ্রণের সাথে পারফিউম মেশানোর পর বেশিক্ষণ খোলা রাখা যাবে না। কারণ, বেশিক্ষণ খোলা রাখলে সুগন্ধী হালকা হয়ে যাবে।

আয় ও লাভের হিসাব
লিকুইড ডিশ ওয়াশ তৈরি হয়ে গেলে বোতল বা প্যাকেট ভরে বাজারজাত করতে হবে। প্রতি প্যাকেট বা বোতল ২৫০ মি.লি. ধরলে ১০০ লিটার দিয়ে ৪০০ প্যাকেট লিকুইড ডিশ ওয়াশ তৈরি হবে।
• মোট খরচ
খরচের ক্ষেত্র আনুমানিক মূল্য (টাকা)
৪০০ প্যাকেট লিকুইড ডিশ ওয়াশ তৈরি করতে কাঁচামাল বাবদ খরচ ৩৭১০ টাকা
স্থায়ী উপকরণের অবচয় (ক্ষতি) বাবদ খরচ ১০-১৫ টাকা
যাতায়াত ও অন্যান্য খরচ ৫০০-৫৫০ টাকা
মোট খরচ ৪২২০-৪২৭৫ টাকা
তথ্যসূত্র : মাঠকর্ম, চকবাজার, ঢাকা, সেপ্টেম্বর ২০০৯।
• আয় ও লাভ
বর্তমান বাজারে ১ প্যাকেট লিকুইড ডিশ ওয়াশের দাম ২৫-৩০ টাকা
৪০০ প্যাকেট লিকুইড ডিশ ওয়াশের দাম ১০০০০-১২০০০ টাকা
৪০০ প্যাকেট লিকুইড ডিশ ওয়াশ তৈরিতে খরচ ৪২২০-৪২৭৫ টাকা
মোট লাভ ৫৭৮০-৭৭২৫ টাকা
বিনিয়োগ ও বিক্রয়ের উপর ব্যবসার লাভ-ক্ষতি ও আয় নির্ভর করে। অনেক সময় জিনিসপত্রের দাম উঠা-নামা করে। তাই এই ক্ষেত্রে হিসাব শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য। সেক্ষেত্রে লাভের পরিমাণ কম বা বেশি হতে পারে।
তথ্যসূত্র : মাঠকর্ম, চকবাজার, ঢাকা, সেপ্টেম্বর ২০০৯।

প্রয়োজনীয় স্থায়ী ও অস্থায়ী উপকরণগুলো কিনে বাড়ির বাড়তি একটি ঘরে বাসন পত্র ধোয়ার তরল সাবান তৈরি শুরু করা যায়। পরিবারের সবাই মিলে কাজ করা যায়। তাই সহজেই এই ব্যবসা করে স্বাবলম্বী হওয়া সম্ভব।

সচরাচর জিজ্ঞাসা
প্রশ্ন :১ লিকুইড ডিশ ওয়াশ কি কাজে ব্যবহৃত হয় ?
উত্তর : থালা বাসন ধোয়ার জন্য লিকুইড ডিশ ওয়শ ব্যবহার করা হয়।
প্রশ্ন : ২ ব্যবসা শুরু করার জন্য ঋণের প্রয়োজন হলে কি করতে হবে?
উত্তর : ঋণের প্রয়োজন হলে ঋণদানকারী ব্যাংক বা বেসরকারী প্রতিষ্ঠান (এনজিও)-এর সাথে যোগাযোগ করা যেতে পারে।
প্রশ্ন : ৩ তরল সাবান তৈরির পর কত দিন পর্যন্ত তা ব্যবহার করা যাবে ?
উত্তর : তরল সাবান সাবান তৈরির পর থেকে দুই বছর পর্যন্ত এর মেয়াদ থাকে।

________________________________________
কৃতজ্ঞতা স্বীকার
লিকুইড ডিশ ওয়াশ তৈরি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য গত ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে ঢাকার চকবাজারের মোঃ সাইফুল ইসলামের সাক্ষাৎকার নেয়া হয়েছে। এছাড়া লিকুইড ডিশ ওয়াশ তৈরি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য নিচের বইটির সাহায্য নেয়া হয়েছে:
1. ওহাব, ইয়াহিয়া বিন ,মার্চ-২০০৪, লিকুইড ডিশ ওয়াশ তৈরি ব্যবসা, মার্কেট এন্ড লাইভলিহুডস প্রোগ্রাম আইটিডিজি-বাংলাদেশ।
তথ্য সুত্রঃ জাতীয় ই তথ্য কোষ
আরও ব্যবসা ও ছবি সহ বিস্তারিত তথ্যের জন্যে নিছের লিঙ্কে
তরল সাবান তৈরির ব্যবসা
চানাচুর তৈরির ব্যবসা
রসুনের আচার তৈরি ব্যবসা
পিঠা ঘর
মোমবাতি তৈরির ব্যবসা

জাতীয় ই তথ্য কোষ থেকে সিরিয়ালি তথ্য খোজা ঝামেলার মনে হতে পারে, কিন্তু ব্যপক তথ্য পাবেন।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:২৮
২৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিরিতের সংস্কৃতিওয়ালা তুমি মুলা’র দিনে আইলা না

লিখেছেন আরেফিন৩৩৬, ১৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৩:৫৬


---- আমাদের দেশে ভাষা, সংস্কৃতি এবং সামাজিক সমুন্নয়ন তলানিতে। তেমন কোন সংস্কৃতিবান নেই, শিরদাঁড়া সোজা তেমন মানুষ নেই। সংস্কৃতির বড় দান হলো ভয়শূন্য ও বিশুদ্ধ আত্মা। যিনি মানবের স্খলনে, যেকোন... ...বাকিটুকু পড়ুন

ইসরায়েল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪৮

ইসরায়েল
সাইফুল ইসলাম সাঈফ

এ মাকে হত্যা করেছে ইসরায়েল
এ বাবাকে হত্যা করেছে ইসরায়েল
নিরীহ শিশুদের হত্যা করেছে ইসরায়েল
এই বৃ্দ্ধ-বৃদ্ধাদের হত্যা করেছে ইসরায়েল
এ ভাইক হত্যা করেছে ইসরায়েল
এ বোনকে হত্যা করেছে ইসরায়েল
তারা মানুষ, এরাও মানুষ,... ...বাকিটুকু পড়ুন

গ্রামের রঙিন চাঁদ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:১২


গ্রামের ছায়া মায়া আদর সোহাগ
এক কুয়া জল বির্সজন দিয়ে আবার
ফিরলাম ইট পাথর শহরে কিন্তু দূরত্বের
চাঁদটা সঙ্গেই রইল- যত স্মৃতি অমলিন;
সোনালি সূর্যের সাথে শুধু কথাকোপন
গ্রাম আর শহরের ধূলি... ...বাকিটুকু পড়ুন

পাহাড়পুর বৌদ্ধবিহার।

লিখেছেন নাহল তরকারি, ১৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১৭



পাহাড়পুর বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষঃ
পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন।... ...বাকিটুকু পড়ুন

পরবাসী ঈদ

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১৬ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:২৩

আমার বাচ্চারা সকাল থেকেই আনন্দে আত্মহারা। আজ "ঈদ!" ঈদের আনন্দের চাইতে বড় আনন্দ হচ্ছে ওদেরকে স্কুলে যেতে হচ্ছে না। সপ্তাহের মাঝে ঈদ হলে এই একটা সুবিধা ওরা পায়, বাড়তি ছুটি!... ...বাকিটুকু পড়ুন

×