somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

কাহ্নপাদ
quote icon
এখনো ছাত্র। বিশ্ববিদ্যালয়ের পারিপার্শিকতায় শিখছি। সেই সঙ্গে শিখছি বিশ্বজোড়া পাঠাশালায়ও। সাহিত্যে আকর্ষন আছে, সেই সঙ্গে আছে অনুরাগও। জীবন, সমাজ, দেশ ও মানুষ নিয়ে মনের ভাবের নান্দনিক প্রকাশ করতে ও কাউকে করতে দেখতে পছন্দ করি।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

না কবি না কৃষক

লিখেছেন কাহ্নপাদ, ১৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:০২

এই মাঝরাতে কৃষ্ণপক্ষ পঞ্চমীর চাঁদের সঙ্গে
কোনো মহাজনী চলে না।
সুসুপ্ত এই প্রহরে জেগে থাকে তারাই,
অন্তরে যাদের সৃষ্টির প্রসব বেদনা।
এই ঘোলাটে জোৎস্নার আলোয়
আঁকা যায়না মিথ্যের আঁকিবুকি।
রাত্রিশেষের এই বিশুদ্ধ বাতাস-
চুমে আসে ফুটন্ত বেলি গন্ধরাজের পাঁপড়ি।
সে বাতাসে শ্বাস নিয়ে কাৎরাই আরেকটি পল,
সম্মুখে পড়ে আছে একতাল মাটি

তারে গড়ে নিতে পারি পুতলের গড়নে,
কিন্তু সে পুতুল শক্ত... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     like!

বালুর সভ্যতা

লিখেছেন কাহ্নপাদ, ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৪

ভাঙা ভাঙা কাঁচ, জলের ঝিরঝিরে বিন্দু-
আমরা যাকে ঝর্ণা বলি
সব ভেসে আসে চোখের সীমানায়
ভেসে ওঠে মানুষের করুন অবয়ব
ভাঙা কাঁচের টুকরোয়। যেগুলো
ক্রমশ ছোট হচ্ছে চীড় ধরা কাঁচের টুকরোর মতন।
ঝর্ণার পানিতে ধুয়ে যাচ্ছে সেসব মানব অবয়ব।

ঝাপসা কুয়াশায় দৃষ্টি চলে না
কুয়াশারা ভেসে যায় ঝর্নার জলে
ছোটাছুটি শান্ত হয়ে এলে
ঝিরি হয়ে ছুটে যায় চঞ্চল বালুকার... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

ক্রিপি বাস্টার্ডস

লিখেছেন কাহ্নপাদ, ২৩ শে জুন, ২০১৮ ভোর ৪:৩৯

গাড়িতে সবেমাত্র উঠে একটা সিগনাল পার হচ্ছেন রেবেকা। এখনো সিগন্যাল ছাড়েনি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে অপেক্ষা করছেন কখন ছাড়বে গাড়ি। হঠাৎ চোখ গেল পাশের একটা গলিপথের দিকে। একটা মেয়ে, তারই বয়সী কিংবা আরো কমই হবে বয়স। মাথাটা নিচু করে হন হন করে ত্রস্তপদে গলিটা অতিক্রম করে বাসায় ঢুকে গেল।... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৪৭ বার পঠিত     like!

খোয়াবে মগ্ন সভ্যতা

লিখেছেন কাহ্নপাদ, ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

তন্দ্রার খেয়ালে খোয়াব এসেছে চোখে,
খোয়াবে কেটে যাবে রাত।
রোজ রাতে এমনি হচ্ছে,
খোয়াবের ঘোর তবু কাটছে না।
খোয়াবে মগ্ন আমাদের সভ্যতা;
উচু দালানের খোয়াব, ফ্লাইওভারের খোয়াব,
মার্সিডিজ আর সেডানের খোয়াব,
সকাল থেকে সন্ধ্যা অবধি খোয়াবের আবেশ-
পাঁচ তারকার ঝলমলে রাতের খোয়াব,
সুরাপাত্রে উথলানো বর্ণীল স্বপ্নের খোয়াব,
খোয়াবে ভেসে রাত্রি যৌবন পেরিয়ে আসে মধ্যরাত-
আত্মার টেবিলে টেবিলে ভেসে চলে
খোয়াবের সুরাপাত্র।
শুধু... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

হাসপাতালে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্ব্য

লিখেছেন কাহ্নপাদ, ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখলাম রোগিরা আউটডোরে ডাক্তার দেখিয়ে বেরোলেই একদল সু্যট-প্যান্ট পরা লোক তাদের ছেঁকে ধরছেন। তারা রোগির ব্যবস্থাপত্রটি দেখতে চাইছেন। উদ্দেশ্য যে কী, তা বুঝতে কারো এক মিনিটও লাগার কথা নয়। লোকগুলো বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি। ভদ্র ভাষায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তাদের চাপে ও দৌরাত্বে কিংবা প্রলোভনে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

জীবনের ধুসর মাঠে বুনে দেই গম

লিখেছেন কাহ্নপাদ, ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

হঠাৎ করেই কেন যেন ছোটবেলায় গম ক্ষেতের বেড়ে ওঠার স্মৃতিগুলো মনে পড়ছে।
এইরকম শীত আসি আসি করছে, এমন সময়গুলোতে ধুলো ওড়া খেতে চাষের পর চাষ দিয়ে বুনে দেওয়া হত গম। মনে হত কোনো প্রাণের চিহ্নই বুঝি নেই ওই ক্ষেতে। রোজ আমরা দল বেধে পাহারা দিতাম, পাখি যেন বহুমুল্য গমবীজ খেয়ে না... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৮১ বার পঠিত     like!

স্বপ্নসম্বলে বাঁচি

লিখেছেন কাহ্নপাদ, ১৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮

চোখের তারায় স্বপ্ন ঝিলিক দেয়,
তবু আকাশের কোনো জমা হয় মেঘ
নিঃসঙ্গতায় হই অবরুদ্ধ ।
বাহিরে তুফান আসে,
অজানা এক অবধারিত ঝড়ে
থর থর কাঁপে হৃদয়ের ভিটেমাটি।
আশার খুটি আঁকড়ে ধরে থাকি,
আবার লড়বার পুঁজি খুজি ধ্বংসস্তুপের মাঝে
পাখির নীড়ে আশার ঝলকানি দেখা যায়।
বেঁচে থাকা আবার হয় স্বপ্নময়। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

মুগ্ধ চাহনীর অর্কেস্ট্রা

লিখেছেন কাহ্নপাদ, ১০ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯

নাগরিক নির্জনতা ভেঙে
বিকেলের ব্যস্ত রোদ্দুরে
ডানা ঝাপটায় খয়েরি প্রজাপতি।
দুলে ওঠে মায়াবী সবুজ পর্দা,
উঁকি দেয় দুটি চোখের ফুলেল কৌতুহল
ঘাসফুল মেলে ধরে রুপের ডালা,
বিকেলের রাঙা রোদে দ্রুত ঘোরে-
চোখের আয়নায় পড়া ধাবমান ছায়া।
নির্জন শহরে হঠাৎ-
কলরব ওঠে, হৃদয়ের ঘরে
বেজে ওঠে পিয়ানোর চাবি,
ফুলে-চোখে গাথা হয় সুর
স্বরলিপি লেখা হয় খয়েরি ডানায়,
নগরের নির্জনতা ভেঙে সৃষ্ট নতুন সুরে-
মুগ্ধ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

রাত্রির বাঁকে বাঁকে

লিখেছেন কাহ্নপাদ, ২৮ শে মে, ২০১৬ রাত ৩:৩০

তরঙ্গিনী নদীর মতন বয়ে চলে রাত,
নিঝুঁম নৈশব্দের বুকে কালো কালো বাঁকে
কত উপকথা লেখা হয় রোজ।
প্রথম রাত্রির আঁধারে শোনা যায়
টুক টাক কিছু কথা , কুপিতে আলো জ্বেলে
কুটিরের দোরে অপেক্ষায় সমিরন বিবি,
হাটুরেরা ঘরে ফেরে, আসে পান সুপারি।
তারপর সুপারির শাখা দোলা বাতাসে,
টিমটিমে আলো নেভে এক... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

জামরাঙা শৈশব

লিখেছেন কাহ্নপাদ, ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

আমাদের জামরাঙা শৈশবে
কত দুপুর কেটেছে হলুদ পাখির ডাক শুনে,
কত মুনিয়ার পিছে ছুটে কেটে গেছে
রোদ্দুর রাঙা সোনালী বিকেল।
গমের নাড়া মাড়ানো কঁচি পা
শৈবের আঙনা জুড়ে ছুটেছে দিনভর।
দুরন্ত ঘুরির মত উড়েছে
অবারিত আনন্দের শরৎ আকাশে।
কাউনের ক্ষেতে চড়ুই তাড়া করতে করতে
আমাদের পায়ের ধুলায় গোধুলি নেমেছে।
আমাদের কঁচি চোখের স্বপ্নে তৈরি রূপকথারা
মাতিয়েছে সন্ধ্যার আসর।
আদরের মাদুরে বসা সেই... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!

নামুক অন্ধকার, তাতে কী!

লিখেছেন কাহ্নপাদ, ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

রক্তের মত ফিনকি দিয়ে
অদ্ভুত আঁধার নামছে চারিদিকে,
গলা কাটা মুণ্ডু পড়ে আছে সবুজ ঘাসে,
তুমি আমি আমরা নির্বিকার হেটে চলি
জাপানি রোবটের মত,
দম দেওয়া পুতুল যেন!
দু:খ নেই আফসোস নেই
নেই রাগ, গোস্যা খেদ
মরন কিংবা মারনেও।
শুধু তিনবেলা রিফুয়েলিং করে
ব্যাটারি চালিত রোবটের মত
ছুটে চলি, শুণ্যে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

আমাদের ক্রিকেটেও বাজিকরদের কালোহাত ধেয়ে আসছে!

লিখেছেন কাহ্নপাদ, ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৪৪

ছুটিতে বাড়ি গিয়েছিলাম। এশিয়া কাপে বাংলাদেশ শ্রীলংকার মধ্যকার টি-২০ খেলা চলছে। বাড়ির কাছেই বাজারে গেলাম খেলা দেখতে। ভাবলাম অনেক মানুষ মিলে খেলা না দেখলে কী জমে। চাচাতো ভাই লাবু সহ বাজারে আলামিনের চায়ের দোকানে খেলা দেখতে বসলাম। মুহুর্তেই জমে গেল বিশাল ভীড়। অনেকে দাঁড়িয়েই খেলা দেখছে। দ্রুত দুটি উইকেট পড়ে... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৩৮৯ বার পঠিত     like!

খোয়াবের অসুখ

লিখেছেন কাহ্নপাদ, ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৪

স্বপ্নেরা লুকোচুরি খেলে
দুয়ারে খিরকিতে করে ঘোরাঘুরি
সাদা সাদা স্বপ্ন নয়
সব রঙিন ঝলমলে খোয়াব
খুলে বসি ধুলোপড়া খোয়াবনামা
আঙ্গুলে গুনি হাতের রেখা
আশার লাঙল চষে ক্লান্ত চোখে
ঘুম ভাঙে রোজ সকালে
তারপর রোজ সেই একই দুপুর
ক্লান্তি ও ঘামে ভেজা
ধোয়ায় ধুলিতে মেশে শরীরের ঘাম
তারপর আবার রাত্রিরে শুয়ে খোয়াবের অসুখ

বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

বৃষ্টি এলো দুটি পাতায়

লিখেছেন কাহ্নপাদ, ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

পাতা দুটো খূব চেনা
নিত্য দিনের দেখা আর সব পাতার অবয়ব
একটি লতায় সাজানো
জানালার গ্রিল আঁকড়ে আছে
রোজ রোজ যেমন থাকে।
আজ তবু ওরা মনমোহিনী
বছরের পয়লা বৃষ্টিস্নানের পর
জলের ফোটায় টিপ পড়েছে
গায়ে সবুজ জামদানি আর
চোখে নবযৌবনের উচ্ছ্বলতা।
বিকেলের আলোকে যেন বলছে,
মিতালি গড়বে সই?

বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

খুলির ভেতর লাল ধুলোর ঝড়

লিখেছেন কাহ্নপাদ, ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৪

শালবনে লালমাটির ধুলোয় ভাসে
সহস্র বছরের পুরনো কোন ঘ্রাণ,
গুঞ্জরী ফুল আমোদিত করে শুকনো বাতাস,
শত বছরের পুরনো গুড়িতে জমা শ্যাওলার ইতিহাসে
খুঁজি বনদেবীর সন্ততীদের।
ঘন বিটপীর ছায়ায়-
হেঁটে আসে সাঁওতাল রমনী,
কাঁধে তার আাঁটিবাধা বনদেবীর আশির্বাদ,
কোমরের পুতির বিছায় বাজে
বিশাখার কোমল গানের সুর,
বনছায়ায় ঢাকা পবিত্র জলের আয়নায় ভাসে
কারো বা ফেলে যাওয়া একটি হাড়িয়ার খোলা
সরল... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৪৫২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ