somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কোলাহল ত্যাগী

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বশেখ মানেই

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৪

বশেখ মানেই ঝড় বুঝ আর
খুঁজে বেড়াও আমের বন
আমি কিছু বলার আগেই
ভাবো দেখি কিছুখখন,

পেলে কিছু খুঁজে?
এলো কিছু বুঝে?

শোন!
কাল বশেখি
প্রবল বেগে চলা শেখায়
সত্য কথা
বুক ফুলিয়ে বলা শেখায়
আরো শেখায়
শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা
মনের ভেতর
দূর্বলতা যায়না রাখা।

যেনো!
টিকে থাকে সাহসী -
শক্ত হয়ে দাঁড়ায় যে।
ঝরে যায় কাপুরুষ -
আস্তাকুঁড়ে হারায় সে। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৫ বার পঠিত     like!

স্বপ্নবার্তা

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ০১ লা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

দরোজা ঠেলে ভেতরে এলাম,
দেখলাম তিনি শুয়ে আছেন
বিরাশি বয়সের দাড়িগুলো শরতের রঙ ধরেছে
পরনে সাদা গেঞ্জি আর সাদা চেক লুঙ্গি।

পাশে বসলাম,
বললাম কেমন বোধ করছেন এখন!
তিনি হাসলেন
বললেন - অবশেষে এলে!
চলো বাহিরটায় ঘুড়ে আসি একটু।

: আপনাকে যখন দেখতে চাইলাম
তখন আপনি ইবনে সিনার আই সি ইউ তে
নিজাম ভাইয়ের কাছে জানলাম।
তারপর আর দেখা হয়নি।

: দেখেছো কেমন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৫ বার পঠিত     like!

তোমার সবুজ

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ১৭ ই মার্চ, ২০১৯ রাত ১:১৭

একদিন দেখো সবুজ ছায়া মেঘলা আকাশ থাকবে না
ঝর্ণা পাহাড় নদীর কায়া শিল্পী কোন আঁকবে না
আলোর কুসুম আনতে সেদিন দোয়েল পাখি ডাকবে না
বটের তরু আঁচল দিয়ে রোদের ধমক ঢাকবে না
শাপলা কমল হাসবে না
নৌকা ডিঙ্গি ভাসবে না
পানকৌড়ি আর আসবে না
এ দেশ ভালোবাসবে না।
কারণ তুমি তোমার সবুজ ধূসর করেই চলেছো
পাহাড় নদী খিদের জ্বালায়... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

কেউ না এলে

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪২


আমার সাথে
কেউ না এলে একাই চলি
আমার জ্ঞানে
ঠিক মনে হয় সেটাই বলি
শুধরে দেয়ার থাকলে কেহ
শুধরে দাও
তোমার কথার সমর্থনে
যুক্তি দাও।

পথ জানা আছে
আর সাহস আছে
কাউকে না খুঁজে পাই
কেউবা না এলে তাই
থাকবো কি বসে!
বসে থাকা ভীরুতা
যার নেই দৃঢ়তা
সে থাকে বসে।

পথে নেমে এসে ঠিক
পেয়ে যাবো পথের দিক
সময় এলে জেনো সাথিও পাবো
সেই সাথে প্রয়োজন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

অন্ধকার

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১২




রাতের অন্ধকার
এ অন্ধকার সূর্য না থাকা অন্ধকার
সূর্য এলে এ অন্ধকার নিভে যায়।

অন্তরের অন্ধকার
এ অন্ধকার বিবেক ঘুমিয়ে পড়া অন্ধকার
বিবেক জাগলে এ অন্ধকার দূরে সরে যায়।

অজ্ঞতার অন্ধকার
নিজেকে এবঙ স্রষ্টাকে না জানা অন্ধকার
প্রকৃত জ্ঞান এলেই শুধু এ অন্ধকার কেঁটে যায়।

সমাজের অন্ধকার
অন্যায় জুলুম অপ-সংস্কারের মতো অন্ধকার
ন্যায় ইনসাফ এবঙ সত্য এলে এ অন্ধকার থাকে না।

জীবনের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮২ বার পঠিত     like!

তুমিও তোমার কাজেই ছোটো

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০


হাল ছেড়ো না!
মিষ্টি পানির নহর মিলে যেতে পারে
আর কিছুদূর পরেই
এক পা দু’পা করেই
পাথুরে পথ ধরেই
রুক্ষ মরুর পরেই
পৌঁছুতে পারো শীতল তরুর ছায়ায়

আশা ভেঙ্গো না!
তোমার হাতেই গড়া হতে পারে অনিন্দ সেই মিম্বর
তোমার মনের সকল শক্তি নিয়ে
হৃদয়ের যতো প্রেম মমতা... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৮০৮ বার পঠিত     like!

সোঁনারগা যাদুঘর ও পানাম নগর-২০১৯

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪২

খন্ডকালের দুই চমৎকার কাবুলি বন্ধু দুয়েলি পেকতিন এবঙ দ্রেশামস আহমেদজাই এর সাথে কিছু সময়


আপুমনি দোতারার তালে মুগ্ধ হয়ে উপহার প্রদান করছেন


ভাই জয়নুল! আপনার ছবিটা সামু ব্লগে প্রকাশিবে একটু তাকান না দয়া করে


বাহিরে তো ব্যাপক মানবজ্যাম কিন্তু অন্দরের এ হাল ক্যান!


আহা! আমার আর কিছু লাগবে না তোমাদের সাথেই থেকে যেতে চাই



প্রায়... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!

কষ্টেরা জড়ো হও

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫


কষ্টেরা এসো জড়ো হও
বুকের চারপাশ জুড়ে
ব্যথা জমে মেঘলা হয়ে যাক
বুকের আশমান
তারপর বৃষ্টি হয়ে ঝরে পড়ুক
কবিতার অশ্রু
সে অশ্রুতে ভিজে যাক
কোন ব্যথিত মনের শুকনো জমিন
ধুয়ে যাক তার পুরনো কোন ব্যথা
চাষ হোক সেথা নতুন জীবন
সার্থক হোক আমার কবিতারা। বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     like!

সময় বয়ে যায়

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫


সময় বয়ে যায়
সময় সেতো নয়
যেনো জীবন ক্ষয়ে যায়।
সময় বয়ে যায়
জীবন ক্ষয়ে যায়
এক নিমেষেই ফেলে আসা পথ
ইতিহাস হয়ে যায়।

জীবনের মতো সময়
সময় সম জীবন
সময়ের মতো জীবনের এই
মোমবাতি গলে যায়।
সময় বয়ে যায়
সময় সেতো নয়
যেনো জীবন ক্ষয়ে যায়।।

জীবনের কত সময়
সময়ের মাঝে জীবন
হিসেব মেলার আগেই ওরা
পরষ্পর ছেড়ে যায়
সময় বয়ে যায়
সময় সেতো নয়
যেনো জীবন ক্ষয়ে... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৫৫৩ বার পঠিত     like!

তোমার প্রতীক্ষায়...

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২২


সহস্র গ্রহের কক্ষপথে আবর্তন করে একটি নক্ষত্র
গ্রহেরা নির্বিঘ্নে ঘুমায়
নক্ষত্রের চোখে ঘুম নেই
এভাবে আবর্তিত হতে হতেই
সময়ের আকাশ গলে বেরিয়ে যায় সে নক্ষত্র
শতাব্দীরা পাড় হয়ে যায় চৌদ্দ বা তার কিছু কম
অথচ এই সুদীর্ঘ সময়ের আকাশে
সে নক্ষত্র আর ফিরে আসে না
দুনিয়ার আকাশে সূর্য আসে
আলো দেয় পৃথিবী হাসে
কিন্তু সময়ের আকাশ আঁধারেই থেকে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     like!

একাই চলি

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০০


আমার সাথে
কেউ না এলে একাই চলি
আমার জ্ঞানে
ঠিক মনে হয় সেটাই বলি
শুধরে দেয়ার থাকলে কেহ
শুধরে দাও
তোমার কথার সমর্থনে
যুক্তি দাও। বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৪০ বার পঠিত     like!

সময়ের আস্তাকুঁড়ে নিজেকে খুঁজি

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:২৮


জীবনের লক্ষ্য নিয়ে কখনো তেমন মাথা ঘামাইনি। কি হতে চাই এ ব্যাপারে কেউ প্রশ্ন করলে এড়িয়ে যেতাম। পড়াশুনায় বরাবরই ছিলাম অমনোযোগী। প্রতিদিনের ধরাবাঁধা নিয়মকানুন ভালো লাগতো না। প্রতিদিন সকালে মায়ের ঘ্যানর ঘ্যানর, মক্তবে হূজুরের বেত, স্কুলে অংক-ইংরেজি স্যারের এ্যাকশন এসব বিষের মতো ঠেকতো।


স্কুল ছুটি হলে এক দৌড়ে বাড়ী... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৫৬৯ বার পঠিত     like!

কোলাহল ভুলে যাও

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪


মুহুর্তের জন্যে ভুলে যাও আমি আছি
অর্থাৎ আমার অস্তিত্ব ভুলে যাও
অথবা তুমি তোমার সব কোলাহল ভুলে যাও
অথবা আরো (ভালো হয়) থেমে যাও চিরকালের জন্যে।

তোমার সন্তানদের আঘাতে জর্জরিত আমি হাসতে ভুলে গেছি
অর্থাৎ আমি এখন রুক্ষ মরুর বালুরাশি
অথবা চৈত্রের মাঠে এক ঝলক শুষ্ক হাসি
অথবা তার চেয়ে রুক্ষতা আর শুষ্কতায়... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৮৬ বার পঠিত     like!

আমি সেই শিল্পীর কাছে মাথা নতো করি

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৬
৮ টি মন্তব্য      ১৮৩ বার পঠিত     like!

কেমনে তোমায় মানুষ বলি

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১১


মানুষ মরে নাতো যেনো কীটপতঙ্গ মরে
রক্ত ঝরে নাতো যেনো ঝর্ণাধারা ঝরে
আকাশ কালো করে যেনো বৃষ্টি-বাদল নামে
কোথায় বৃষ্টি অশ্রু নামে সাগর হলো জমে।

কেউ কখনো মৃত্যু এমন দেখেছে কি আগে?
এসব দেখে তোমার মনে আঘাত কিছু লাগে?
তোমার হৃদয় কোমল নাকি শুকনো মরুর ধূ ধূ?
তোমারও মন কাঁদে নাকি দেখেই চলে শুধু?
চনমনিয়ে ওঠে নাকি তোমার... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ৩১৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৩৪৩৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ