somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহমদ ছফার কলাম ( ২) - শেখ মুজিব : ইতিহাসের নিরিখে

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আহমহদ ছফা বলেছিলেন, "আজ থেকে অনেক দিন পরে হয়তো কোনো পিতা তার শিশু পুত্রকে বলবেন জানো, খোকা!আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিলো যার দৃঢ়তা ছিলো,তেজ ছিলো আর ছিলো অসংখ্য দূর্বলতা।কিন্তু মানুষটির হৃদয় ছিলো,ভালোবাসতে জানতেন।দিবসের উজ্জ্বল সূর্যালোকে যে বস্তু চিকচিক করে জ্বলে তা হলো মানুষটির সাহস। আর জ্যোস্নারাতে রূপোলি কিরণ ধারায় মায়ের স্নেহের মতো যে বস্তু আমাদের অন্তরে শান্তি এবং নিশ্চয়তা বোধ জাগিয়ে তোলে তা হলো তার ভালবাসা।জানো খোকা তার নাম? শেখ মুজিবুর রহমান"



যা হোক , ছফার অনেক হারানো লেখাকে লেখক সাংবাদিক নুরুল আনোয়ার এক করে একটি বই আকারে প্রকাশ করেছেন । লেখা গুলি লেখকের বিভিন্ন সময় বিভিন্ন পত্র পত্রিকায় লেখা কলাম ও দেয়া সাক্ষাৎকার ।আমি তাঁর কাছ থেকে ধার করে ছফার বিভিন্ন সময়ে লেখা লেখাগুলি একটি সিরিজ আকারে সামহোয়ার ইন ব্লগের পাঠকদের জন্য শেয়ার করছি । আজ থাকল তাঁর দ্বিতীয় পর্ব -


একজন বড় মানুষের মূল্যায়ন একদিন , একবছর বা একযুগে করা অনেক সময় অসম্ভব ।মৃত্যুর অনেকদিন পর পর্যন্ত ইতিহাসে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা সমালোচনা চলতে থাকে ।নেপোলিয়ানের ভূমিকা সম্পর্কে বিতর্ক এখনও সমানে চলছে । জর্জ ওয়াশিংটনের ব্যাপারে বিতর্কের এখনও অবসান হয়নি । ফরাসি বিপ্লবের নায়ক রোবস পিয়ার এবং দাতোঁর পক্ষে বিপক্ষে ঐতিহাসিকেরা এখনও নানা রকম রায় দিয়ে যাচ্ছেন ।

আমার ধারণা শেখ মুজিব এই ধরণের একজন বড় মাপের মানুষ । এ অঞ্চলের ইতিহাসে তিনি যে বিরাট ভূমিকা পালন করে গেছেন তা ভারত উপমহাদেশের পূর্বদিকের ভূখণ্ডসমূহে অনেকবার পরিবর্তন ও রূপান্তর ঘটাবে । শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে ভারত উপমহাদেশের ইতিহাসের একটি ভিন্নমুখি প্রক্রিয়া ক্রিয়াশীল এবং জোরদার হয়েছে । শেখ মুজিবের রাজনৈতিক অনুসারীরা এটা সমর্থন করবেন কি করবেন না সেটা বড় কথা নয় । বিরোধীরা শেখের রাজনৈতিক ব্যাক্তিত্বের কতদূর স্বীকৃতি দেবেন সেটাও ধর্তব্যের বিষয় নয় । বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে সমস্ত ঘটনা এ উপমহাদেশে ঘটছে, নিরপেক্ষ বিচারেও সেগুলোর সঙ্গে বাংলাদেশের অভ্যুদয়ের প্রতিক্রিয়া জড়িত না করে উপায় নেই ।

বাংলাদেশের প্রনিধানযোগ্য পরিচয় হল বাংলাদেশ একটি ভাষাভিত্তিক জাতীয় রাষ্ট্র । ১৯৭৫ সালের ১৫ আগস্টে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পরে প্রত্যেকটি সরকার জাতীয় রাষ্ট্র পরিচয় পাশ কাটিয়ে নানারকম পরিচয় চিহ্ন আবিষ্কার করতে চেষ্টা করেছেন । কিন্তু তাঁর কোনটিই ধোপে টিকেনি । ভাষাভিত্তিক জাতীয় রাষ্ট্র – এ পরিচিতি এড়িয়ে গিয়ে অন্যকোন পরিচয়ে বাংলাদেশকে চিহ্নিত করার উপায় নেই । সেদিক দিয়ে দেখতে হলে এ উপমহাদেশে বাংলাদেশ ই হচ্ছে যথার্থ অর্থে একটি রাষ্ট্র যা ইউরোপের জাতীয় রাষ্ট্রসমূহের মত অনেকটা একই রকম বৈশিষ্ট্যের ধারকবাহক । ভারত – পাকিস্তান রাষ্ট্রের ভিত্তিমূল যথেষ্ট রকমের সূদৃঢ় নয় ।আজ পর্যন্ত ভারত এবং পাকিস্তান সেসব দেশের সর্বসাধারণের বোধগম্য একটি জাতীয় ভাষা চালু করতে পারেনি । ভারতের শিক্ষিত জনসাধারণ ইংরেজির মাধ্যমেই পরস্পরের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন । এ ভাষাটা ভারতের কোন অঞ্চলেরই জনগণের মুখের ভাষা নয় । সুতরাং যোগাযোগ রক্ষার এ পদ্ধতিটা সম্পূর্ণভাবেই কৃত্রিম ।শেষ পর্যন্ত বিচ্ছিন্নতার শক্তিকে প্রতিহত করে ভারত জাতীয় অখণ্ডত্ব কিভাবে রক্ষা করে তা সকলেরই আগ্রহ এবং অনুসন্ধিৎসার বিষয় ।পাকিস্তান ঘোষিতভাবে ধর্মতান্ত্রিক রাষ্ট্র ।ইসলামই হল পাকিস্তানের জাতীয় ঐক্যের প্রতীক ।কিন্তু ইসলামি সৌভ্রাতৃত্ববোধ পাকিস্তানের জাতীয় ঐক্যকে সূদৃঢ় করছে না ।সেখানে জাতিগত বিরোধ মাঝে মাঝে এমন প্রবল আকার ধারণ করে মনে হয় এই বুঝি পাকিস্তান টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়ল । ভারত পাকিস্তানের জাতিগত দাঙ্গা – হাঙ্গামা বিদ্রোহ এগুলো কমবেশি রাষ্ট্রের কৃত্রিম ভিত্তির প্রমাণ বহন করে ।

সেসব কথা থাকুক । আমরা শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করছিলাম । শেখ মুজিবুর রহমান হয়ত জানতেন , হয়ত জানতেন না তিনি একটি ভাষাভিত্তিক জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করছেন । আমরা দেখেছি তাঁর সে সংগ্রাম জয়যুক্ত হয়েছে । তথাপি বাংলাদেশকে পুরোপুরি ভাষাভিত্তিক জাতীয় রাষ্ট্র হিসেবে মেনে নিতে অনেকেরই আপত্তি আছে । তাঁর সঙ্গত কারণ ও রয়েছে ।এক সময় হিন্দু – মুসলমান জনসংখ্যার ভিত্তিতে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল । তৎকালীন পূর্ব পাকিস্তান পাকিস্তান রাষ্ট্রেরই একটি দূরবর্তী অংশ ছিল । এখানে ইসলাম একটি রাজনৈতিক শক্তি সেকথা অস্বীকার করার উপায় নেই ।ধর্মভিত্তিক রাষ্ট্রদর্শনটি ১৯৭১ মুক্তিযুদ্ধে পরাজিত হলেও তাঁর সবটা প্রাণশক্তি এখনও বোধ করি অবসিত হয়নি । তাই ভাষাভিত্তিক জাতীয় রাষ্ট্র বাংলাদেশেও ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠার জিগির লক্ষ্য করা যায় ।কিন্তু সে ধরণের আরেকটি রাষ্ট্রের প্রতিষ্ঠা একরকম অসম্ভব ।ভাষাভিত্তিক জাতীয় রাষ্ট্র বলার আরও একটা বিপদ আছে ।এখানকার জনসাধারণের এক মুষ্টিমেয় অংশ ( অর্থাৎ উপজাতীয়রা ) বাংলাভাষায় কথা বলেন না ।আবার বাংলাভাষী জনগণের এক বিরাট অংশ বাংলাদেশের বাইরে অবস্থান করেন । এসব সত্য , বাংলাদেশের কিছু মানুষ বাংলায় কথা বলেন না ।বাংলাদেশে ইসলাম ধর্মের আবেদন বেশ সক্রিয় এবং জোরাল ।বাংলাভাষী সব মানুষ বাংলাদেশের অভ্যন্তরে বাস করেন না । তারপরেও বাংলাদেশকে ভাষাভিত্তিক জাতীয় রাষ্ট্র বলে অস্বীকার করার কোন উপায় নেই ।হতে পারে সবগুলো বৈশিষ্ট্য সমানভাবে পরিস্ফুট নয় ।এ ভাষাভিত্তিক জাতীয় রাষ্ট্রটির সঙ্গে শেখ মুজিবুর রহমানের নামটি যুক্ত হয়ে গেছে ।ইতিহাসে পাঁচ দশ কিংবা বিশ বছর অধিক সময় নয় । কালে কালে এ জাতীয় রাষ্ট্রের প্রভাবে পূর্বাঞ্চল , পূর্বাঞ্চল কেন , সমগ্র ভারত উপমহাদেশ জুড়ে ভাষাভিত্তিক জনগোষ্ঠীর একটা আশ্চর্য উত্থান লক্ষ্য করা যাচ্ছে । এর পরিণতি কি হবে তা এখনও কেউ বলতে পারে না । কোন কোন দূরদর্শী ব্যাক্তি এ গোটা উপমহাদেশে জুড়ে একটা কনফেডারেশন গঠনের সম্ভাবনার স্বপ্ন দেখছেন । আবার কেউ কেউ বলছেন ভাষার পরিচয়ই হয়ে দাঁড়াবে ভৌগলিক সীমানা নির্ধারণের মুখ্য পরিচয় চিহ্ন । পরিস্থিতি যেদিকেই যাক না কেন , বাংলাদেশ আধুনিক অর্থেই একটি আধুনিক জাতীয় রাষ্ট্র সেকথা মেনে নেয়া ছাড়া কোন গত্যন্তর নেই এবং শেখ মুজিবুর রহমান এই রাষ্ট্রটির স্থপতি। বাংলাদেশের লিখিত ইতিহাস যতদূর জানা যায় তাতে স্বাধীন সার্বভৌম কোন রাষ্ট্রের অস্তিত্বের প্রমাণ মেলে না ।প্রসঙ্গক্রমে আমরা দার্শনিক হেগেলের সে মতটির কথা উল্লেখ করতে পারি ।মানুষের যাবতীয় সৃষ্টির মধ্যে রাষ্ট্রই হচ্ছে তাঁর সৃষ্টিশক্তির সর্বশ্রেষ্ঠ প্রকাশ । বাঙালি কোনদিন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রযন্ত্রের চালক হতে পারেনি । বাঙালি চরিত্রের যে অসম্পূর্ণতা এবং অসঙ্গতির কথা অনেক সময় বিজ্ঞজনেরা উল্লেখ করে থাকেন ।একটি স্বাধীন রাষ্ট্রযন্ত্রের অধিকারি না হওয়ার জন্য তাঁর চরিত্রে এই সমস্ত অবগুণ্ঠন আশ্রয় করেছে । ১৯৭১ – এর মুক্তি সংগ্রামের পরে এ অঞ্চলে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা । যদিও রাষ্ট্র সবগুলো প্রতিশ্রুতি এবং সম্ভাবনা মূর্ত করে তুলতে পারেনি , তথাপি এর ভৌগলিক অবস্থানের বিশেষ একটি মূল্য রয়েছে । কল্পনা করতে দোষ কি ? যদি ভূমিকম্পে কিংবা কোন প্রাকৃতিক দুর্বিপাক দুর্যোগে এ ভূখণ্ড তলিয়ে না যায় তাহলে এই রাষ্ট্রের অস্তিত্ব কেউ পয়মাল করতে পারবে না । শেখ মুজিবুর রহমানের সংগ্রামের মধ্যদিয়ে প্রথম বাঙালি জনগোষ্ঠীর একটি জাতীয় রাষ্ট্র অস্তিত্ববান হয়ে উঠেছে ।ভারতবর্ষের আধুনিক ইতিহাসে এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা না হলেও গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের একটি ।

ইতিহাস ব্যাক্তির সংগ্রাম এবং আকাঙ্ক্ষার ভেতর দিয়ে এমনভাবে কাজ করে যা অনেক সময় ব্যাক্তিও ইতিহাসের গতিধারাটি সম্পর্কে ওয়াকিবহাল থাকেন না । এটা তো সত্য , প্রতিটি মানুষ – তিনি ক্ষুদ্র অথবা বিরাট যাই হোন, সকলেই তো ইতিহাসের হাতের পুতুল । ছোট – বড় সকলের কর্মকাণ্ডের মধ্যদিয়েই ইতিহাস তাঁর গতিধারা প্রসারিত করছে । ইতিহাসের প্রেক্ষাপটে শেখ মুজিবুর রহমানের ভূমিকা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আগাম বলে দেয়া সম্ভব নয় । ক্রমবিকাশের মাধ্যমে ঐতিহাসিক গতিধারায় কতিপয় সম্ভাবনা মূর্ত না হওয়া পর্যন্ত , অনেক সময় একেকজন বড় মানুষের চরিত্রের উজ্জ্বল দিকটা অনুদঘাটিত থেকে যায় । আমার মনে হয় বাঙালি জাতীয় রাষ্ট্রের স্থপতি হিসেবে শেখ মুজিবুর রহমান সবচেয়ে বড় আসনটি অধিকার করে থাকবেন । যতই দিন যাবে বাঙালির জনগোষ্ঠীর ইতিহাসে শেখ মুজিবুর রহমান দীর্ঘতর ছায়া প্রসারিত করতে থাকবেন ।


উত্তরণ
১৯ – ২৫ আগস্ট , ১৯৯০

সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৪
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি হাসান মাহবুবের তাতিন নই।

লিখেছেন ৎৎৎঘূৎৎ, ২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩৩



ছোটবেলা পদার্থবিজ্ঞান বইয়ের ভেতরে করে রাত জেগে তিন গোয়েন্দা পড়তাম। মামনি ভাবতেন ছেলেটা আড়াইটা পর্যন্ত পড়ছে ইদানীং। এতো দিনে পড়ায় মনযোগ এসেছে তাহলে। যেদিন আমি তার থেকে টাকা নিয়ে একটা... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় পণ্য বয়কটের কেন এই ডাক। একটি সমীক্ষা-অভিমত।।

লিখেছেন সাইয়িদ রফিকুল হক, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৫



ভারতীয় পণ্য বয়কটের কেন এই ডাক। একটি সমীক্ষা-অভিমত।।
সাইয়িদ রফিকুল হক

বিএনপি ২০২৪ খ্রিস্টাব্দে দেশে অনুষ্ঠিত “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে”-এ অংশগ্রহণ করেনি। তারা এই নির্বাচনের বহু আগে থেকেই নির্বাচনে অংশগ্রহণ... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সাংঘাতিক উস্কানি মুলক আচরন

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



কি সাঙ্ঘাতিক উস্কানিমুলক আচরন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর । নাহ আমি তার এই আচরনে ক্ষুব্ধ । ...বাকিটুকু পড়ুন

একটি ছবি ব্লগ ও ছবির মতো সুন্দর চট্টগ্রাম।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮


এটি উন্নত বিশ্বের কোন দেশ বা কোন বিদেশী মেয়ের ছবি নয় - ছবিতে চট্টগ্রামের কাপ্তাই সংলগ্ন রাঙামাটির পাহাড়ি প্রকৃতির একটি ছবি।

ব্লগার চাঁদগাজী আমাকে মাঝে মাঝে বলেন চট্টগ্রাম ও... ...বাকিটুকু পড়ুন

×