somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাহেলা হত্যা মামলা।। মিডিয়া রিপোর্ট ও অন্যান্য

২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাহেলা হত্যা মামলার সাক্ষ্য গ্রহন।। রিপোর্ট #৩
চাঞ্চল্যকর রাহেলা হত্যা মামলার নিখোজ নথিপত্র ও আলামত উদ্ধারের দুই বছর পর নতুন করে শুরু হয়েছে এই মামলার সাক্ষ্য গ্রহন। আজ সাক্ষ্য দিয়েছেন চান মিঞা ও প্রত্যক্ষ্যদর্শী তিন জন মালী। পরাগ আজিমের রিপোর্ট, ভিডিও দেখুন >

রাহেলা হত্যা মামলার সাক্ষ্য গ্রহন।। রিপোর্ট #২
ঘটনার প্রায় ৪ বছর পর মিলেছে সাভারের চাঞ্চল্যকর মামলার নিখোজ নথিপত্র ও আলামতের হদিস। পাওয়া গেছে রাহেলার মৃত্যুকালীন জবান বন্দি'র কপিও। চ্যানেল আই এ এই মামলার নিখোজ থাকার খবর পাচারের পর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা মামলাটির বিষয়ে খবরদারী বাড়ান। রিপোর্ট পরাগ আজিমের, ভিডিও দেখুন >

বাইট্স্: রাহেলা ".....তার পর ছোড়া দিয়া না কি দিয়া আমার গলার ভিতর পোছ দেয়। তহন আমার রক্ত দিয়া ভাইসা যায়। তখন পাচ মিনিট পরে আইয়া আমার চুলের মুঠিডা উচা কইরা লইয়া অমনি ফালাইয়া আমার গাড়ডা মোচর দিয়া ধইরা ভাইঙ্গা হালায়....."

পরাগ আজিমের ন্যারেশন: জীবন মৃত তিন দিন জঙ্গলে ধর্ষিত হয়ে পড়ে থাকবার পর উদ্ধারকৃত রাহেলা এভাবেই জানিয়ে দেয় ঐ পশুদের কথা, ৩৩ দিন ঢাকা মেডিক্যাল হাসপাতালে লড়তে লড়তে মারা যায় ক্লান্ত রাহেলা। রাহেলা'র মৃত্যুকালীন জবানবন্দি রেকর্ড হয় প্রথম শ্রেনী'র মেজিষ্ট্রেটের উপস্থিতিতে। রাহেলা'র মৃত্যুকালিন জবানবন্দি সহ বিভিন্ন আলামত নিখোজ থাকায় এর আগে বিভিন্নবার পিছিয়েছে রাহেলা হত্যা মামলা'র সাক্ষ্য গ্রহন।

বাইট্স্: রাশেদ চৌধুরী, মামলা'র তদন্ত কর্ম কর্তা

...আলামত ত ছিল...আলামত ত কোর্টেই আছে।
(আলামত ত ছিল না!)
...না ছিল।
(আলামত কি শুরু থেকে ছিল?)
...হ্যা।
(কিন্তু আমরা ত শনেছি, এ আলামত কোর্টে ছিল না। আলামতের অভাবে এ মামলা'র সাক্ষ্য গ্রহন কয়েকবার পিছাইছে!)
...না না ছিল। ছিল, ছিল...না না কোর্টে পাওয়া গেছে। আমরা পাইলাম ত। আমরা আজকে পাইলাম।

পরাগ আজিমের ন্যারেশন: রাষ্ট্র পক্ষের আইনজীবি বললেন, আগামী সাতই এপ্রিল থেকে আসামীদের উপস্থিতিতে আদালতে সাক্ষ্য গ্রহন শুরু হবে।

বাইট্স্: আব্দুল কাইয়ুম খান, রাষ্ট্র পক্ষের আইনজীবি

আজকে ৩জন সাক্ষি আদালতে হাজিরা দিয়েছে। এর ভিতরে এক জন আসামী...। এই মামলায় তো মোট ৪ জন আসামী, এক জন আসামী পলাতক শুরু থেকেই। তিন জন আসামী জামিনে আছে...তো এক জন আসামী আদালতে গর হাজির এবং তার পক্ষে বিজ্ঞ আইনজীবি আদালতে পিটিশন দিয়েছে, যে এই আসামী সাভারে অপর এক মামলায় জেল হাজতে আছে। তো যে কারনে আজকে ঐ আসামী'র অনুপস্তিতিতে আজকে ৩ জন সাক্ষি'র সাক্ষ্য গ্রহন সম্ভব হয় নাই্ এবং পরবর্তী তারিখ ৭ই এপ্রিল ধার্য্য করা হয়েছে। ঐ দিন সাক্ষী হবে।
এখানে যেহেতু রেফারেন্স নাম্বার নাই ঐ কারনেই আই, ওকে কল করা হয়েছে। যে আই.ও এসে যে আলামতটা কোথায় আছে সেটা ডিটেক্ট করে দিবে। ইতমধ্যে আলামতটা ডিটেক্ট হয়েছে। আলামতটা পাওয়া গেছে।

পরাগ আজিমের ন্যারেশন: তবে মামলা'র মূল আসামী লিটন এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে।

পরাগ আজিম
চ্যানেল আই
ঢাকা।

রাহেলা হত্যা মামলার সাক্ষ্য গ্রহন।। রিপোর্ট #১
আগামী ৩১শে মার্চ শুরু হচ্ছে সাভারের চাঞ্চল্যকর গার্মেন্টস্ কর্মী রাহেলা হত্যা মামলার সাক্ষ্য গ্রহন কার্য্যক্রম।
থানা থেকে গায়েব হয়ে গেছে মামলার মূল নথীপত্র। রাহেলার মৃত্যুকালীন জবানবন্দী সহ বিভিন্ন আলামত নিখোজ থাকায় সাক্ষ্য গ্রহন কার্য্যক্রম বিলম্বিত হয়েছে কয়েক দফা।
এ জন্য পুলিশের তদন্ত কর্ম কর্তাকেই দায়ী করেছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের এক পিপি। রিপোর্ট শারমিন আজাদের,
ভিডিও দেখুন >

শারমিন আজাদের ন্যারেশন: ২০০৪ সালের ১৯ আগষ্ট গার্মেন্টস্ কর্মী রাহেলা আক্তারকে বাসায় পৌছে দেয়ার কথা বলে জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে নিয়ে যায় আসামী লিটন। এর পর রাহেলাকে ধর্ষন করে গলা কেটে ফেলে রেখে যায় মীর মোশারফ হোসেন হলের পাশের জঙ্গলে -

২২শে আগষ্ট সকালে সাইফুল, ফিরোজ ও বুলু সহ লিটন এসে দেখে যায় রাহেলার অবস্থা। মৃত্যু নিশ্চিত করতে ক্ষত স্থানে ঢেলে দেয় এসিড। লাশ উদ্ধার হলেও কেউ যেন পরিচয় জানতে না পারে সে জন্য আগুন ধরিয়ে দেয় চুলে। তবে সে দিনই বিশ্ববিদ্যালয়ের এক মালী রাহেলার আমি মরি নাই বেচে আছি, অস্ফুট আকুতি শুনতে পেরে মৃতবৎ অবস্থায় উদ্ধার করে রাহেলাকে। ভর্তী করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

বাইট্স্: রাহেলা ".....আমার গলায় টিবি দিয়া ফালায়া আমারে উফুত করে। তার পর ছোড়া দিয়া না কি দিয়া আমার গলার ভিতর পোছ দেয়। তহন আমার রক্ত দিয়া ভাইসা যায়। তখন পাচ মিনিট পরে আইয়া আমার চুলের মুঠিডা উচা কইরা লইয়া অমনি ফালাইয়া আমার গাড়ডা মোচর দিয়া ধইরা ভাইঙ্গা হালায়....."

শারমিন আজাদের ন্যারেশন: ২৪ সেপ্টেম্বর হাসপাতালে মারা যায় রাহেলা। প্রথম দিকে মামলা নিয়ে পুলিশ কিছুটা তৎপর থাকলেও বার বার তদন্ত কর্মকর্তা বদল আসামীদের জামিন লাভ ও মূল আসামী লিটনকে ধরতে না পারার কারনে অনিশ্চিত হয়ে পড়ে মামলার ভবিষ্যৎ। গায়েব হয়ে যায় আলামতও,

বাইট্স্: আবদুল কাইয়ুম খান ।। এডভেকেট (স্পেশাল পিপি)
".....আলামতটা কোথায় আছে তারা বলতে পারছেন না। এবং আইও কে বেশ কয়েক বারই আদালত থেকে আইওকে নোটিশ দেয়া হয়েছে আইও আসে নাই, এবং আইও এসে আলামতটা কোথায় আছে সেটা সে সঠিক ভাবে সে উপস্থাপন করে নাই। মৃত্যুকালীন জবানবন্দীটা এখনো কেন বার করা হয় নাই(!) তাদেরকে সমন দেয়া হয়েছে....."

শারমিন আজাদের ন্যারেশন: আলামত গায়েবের কথা অস্বীকার করেছে পুলিশ,

বাইট্স্: আমির উদ্দিন ।। ডি আই জি, ঢাকা বেঞ্চ
".....ব্যাংন্ক ডিক্লারেশনের তথ্যমোতাবেক, যথাযথ তদন্ত শেষ করে সময় মতই চার্জশিট দেয়া হয়েছে....."

শারমিন আজাদের ন্যারেশন: আর্থিক অসঙ্গতির কারনে রাহেলার মা মামলার খোজ খবর রাখতে পারেননি। রাহেলার স্বামী চাঁন মিঞা বিয়ে করে নতুন সংসার বাঁধায় আসামীদের শাস্তির ব্যাপারে খুব একটা আগ্রহী নন। এ অবস্থায় তদারকির অভাবেই এক সময়'র তুমুল চাঞ্চল্যকর এই মামলাটি ধামাচাপা পড়েযাবার আশঙ্কা করছেন খোদ রাষ্ট্র পক্ষের আইনজীবি।

শারমীন আজাদ
চ্যানেল আই
ঢাকা ।।

ব্লগার মানবী'র ডাকে সাড়া দিয়ে চ্যানেল আই এ প্রচারিত রাহেলাকে নিয়ে আরেফিন ফয়সলের সেই হৃদয় নাড়ানো টিভি রিপোর্টিং।

১.আপনার একটি স্বাক্ষর আর মানববন্ধনে হাতে হাত রাখার অনুরোধ...মানবী
২. রাহেলা'র জন্য মানব বন্ধন চ্যানেল আই রিপোর্ট।
৩. জাবি'র মানব বন্ধনের খবর পেতে এই ব্লগটি পড়ুন।
৪. শ্রীমঙ্গলে'র মানব বন্ধনের খবর পেতে এই ব্লগটি পড়ুন।

৫. ব্লগ আর্কাইভঃ দুই পয়সা'র মানুষরা চল জেগে থাকি ।। রাহেলার জন্য
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০০৮ রাত ১:৩৫
২৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে...

লিখেছেন খায়রুল আহসান, ১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে,
পড়তো তারা প্লে গ্রুপে এক প্রিপারেটরি স্কুলে।
রোজ সকালে মা তাদের বিছানা থেকে তুলে,
টেনে টুনে রেডি করাতেন মহা হুলস্থূলে।

মেয়ের মুখে থাকতো হাসি, ছেলের চোখে... ...বাকিটুকু পড়ুন

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

×