somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

চন্দ্রমোহিয়ান।

আমার পরিসংখ্যান

মিথী_মারজান
quote icon
মুক্ত আমি,রুদ্ধ দ্বারে..বন্দী করে কে আমারে!!!
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

আকাশের ঠিকানায় চিঠি

লিখেছেন মিথী_মারজান, ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৩



কেমন আছো জুঁথি তুমি???
ভাল থাকার, মন্দ থাকার অনুভূতি কেমন তোমার দেশে?
তোমারও কি মন খারাপ হয়?
কিম্বা অভিমানের অনুভূতি!
মন খারাপে সে দেশেও কি তোমার চোখে বৃষ্টি নামে?
বুক আকাশের সাদা মেঘের ধোঁয়াশাতে
চাপা পরে প্রিয় সব মুখ?
কত দূরে আছো তুমি? কোন সুদূরের অচিন গ্রামে?
কিইবা সেই দূর ঠিকানা?
আমার যে খুব জানতে ইচ্ছে করে... বাকিটুকু পড়ুন

৬৬ টি মন্তব্য      ৭৬৭ বার পঠিত     ২২ like!

বিদায়ী নৈশভোজ

লিখেছেন মিথী_মারজান, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৭



ফিনিক ফোঁটা জোছনা ঝরানো রাতে
শেষক্ষণেতে বিদায়ী নৈশভোজ,
মায়াবী আলোয় নিবদ্ধ দৃষ্টিতে
চোখের তারায় হারানো স্মৃতির খোঁজ।

উন্মাদনার উচ্ছ্বাস নেই ঠোঁটে
বিষন্নতার ফেনিল সাগর বুকে।
শুধু জানি, দূরত্ব প্রয়োজন
ভীরু বুকে তাই বিদায়ী আয়োজন।

আজ থেকে শেষ কথার পিঠে কথা
অভিমানী চোখ খুঁজে পাবে পেলবতা।
নেই অভিযোগ, অভিলাষ নেই বাকী
হৃদয় খাতায় জমা থাক কিছু ফাঁকি।

চলে গেলে তুমি... বাকিটুকু পড়ুন

৫৪ টি মন্তব্য      ৪৯৫ বার পঠিত     ১৮ like!

হৃদয়ের শোকগাথা

লিখেছেন মিথী_মারজান, ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯



কেউ কেউ চলে গিয়েও
রয়ে যায় ঘাসে; শিশিরের কান্নায়,
নাহয় স্বচ্ছ ফড়িং ডানায়।

আকাশে নেই, বাতাসে নেই...
নেই আর্ত চিৎকার কিম্বা নিগূঢ় নীল মৌনতায়।
দূর আকাশের সপ্তর্ষিমন্ডলের আহাজারিতে মন ভিজিয়ে
শূন্যতায় আঁকি তেমনই এক প্রশ্নবোধক চিহ্ন।
আমাদের ছেড়ে তুমি কোথায় আছো জুঁথী???

যাবার সময় -
চলে গেছ দস্যুবেশে।
গৃহকর্তাকে নি:শেষ করে -
ঠিক যেভাবে সর্বস্ব লোটে দুর্ধর্ষ ডাকু সর্দার।
আড়চোখে... বাকিটুকু পড়ুন

৭০ টি মন্তব্য      ৯৩৮ বার পঠিত     ১৫ like!

অকুণ্ঠ আব্দার

লিখেছেন মিথী_মারজান, ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫



এসো, নীরবতার ছন্দে পা মিলিয়ে
চুপচাপ পাশাপাশি হাঁটি দু'জন।
সবুজের আঁচল পাতা নরম কোমল ঘাস
আজ নাহয় শিশিরে ভেজাক রুক্ষ নগ্ন পা।
নীড়ে ফেরা পাখির ডানায় চোখ রেখে
অন্তত: একটিবার মুচকি হাসুক দগ্ধ দুটি মন।
হাতটা বাড়িয়ে একবার ছুঁয়ে দিয়ে দেখ -
কথা দিচ্ছি, কক্ষনো গাইবোনা রিমঝিমে বৃষ্টির গান।
এলোকেশের মৌ ঘ্রাণে নাক ডুবিয়ে দেখ -
কাশফুলে গাল... বাকিটুকু পড়ুন

৮৫ টি মন্তব্য      ৯৪৭ বার পঠিত     ২০ like!

পান খাওয়া লাল টুকটুকে ঠোঁটের টিয়াপাখি ; প্রিয় দাদী আমার

লিখেছেন মিথী_মারজান, ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

কখনো যদি জ্বর আসে, দাদীকে অনেক মিস্ করি। জ্বর কম হোক অথবা বেশি, বিছানাতে মাথার নীচে প্লাস্টিকের রাবার ক্লথ বিছিয়ে তারউপর শুইয়ে দিয়ে মগ অথবা এ্যালুমিনিয়ামের বদনার নল দিয়ে মাথায় ঠান্ডা পানি ঢালা আর ভালবেসে মাথায় হাত বুলানো। ওহ্! কি অদ্ভুত শান্তি! প্রায়ই আমি মাথার তালুতে সেই ঠান্ডা পানির প্রবাহটা... বাকিটুকু পড়ুন

৬৮ টি মন্তব্য      ১৫৭৯ বার পঠিত     ১৩ like!

হারিয়ে যাওয়া প্রাণের কাবুলিওয়ালা

লিখেছেন মিথী_মারজান, ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪



বিকাল বেলা স্কুল থেকে বাসায় ফিরতেই আমার ছোট ফুফু খুব এক্সাইটেড হয়ে বলল, মিথী,জলদি দেখো বাসায় কে এসেছে!
কে এসেছে এটা জিজ্ঞেস করার সুযোগ না দিয়েই আমার কাঁধ থেকে ব্যাগ টেনে নিয়ে ফুফু ভেতরে চলে গেলেন। আমি ডাইনিং রুমে চেয়ারে বসে জুতোর ফিতা খুলতে খুলতে কিছুটা আন্দাজ করার চেষ্টা করলাম ভেতরে... বাকিটুকু পড়ুন

৫৪ টি মন্তব্য      ৮৮২ বার পঠিত     ১২ like!

সাঁঝবেলাতে স্মৃতির ফানুশ

লিখেছেন মিথী_মারজান, ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৪



পালা করে হাতছানিতে শৈশব আমায় আজও ডাকে।
সবুজ শাড়ির নীল আঁচলে তখন আমি ক্লান্তির ঘাম মুছি।
দু'চোখে কাপড় বেঁধে শৈশব তখন ফিরে আসে কানামাছির ছলে।
একঝাঁক বন্ধু আমাকে ঘিরে আলতো ছুঁয়ে কোরাস করে -
'কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ'।
মনের ভুলে পেছন ফিরে হাতড়ে হাতড়ে আমিও তাদের খুঁজি।
চোখ থেকে আঁচল সরে গেলে,বুকে... বাকিটুকু পড়ুন

৪২ টি মন্তব্য      ৯৬৪ বার পঠিত     like!

দু:স্বপ্নের মায়াজাল

লিখেছেন মিথী_মারজান, ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪৬




মাঝরাতে কেউ এসে কড়া নাড়ে ঘুমে
অনাহুতের মতো, নিঃশব্দে, মৃদুপায়।
চিরচেনা সেই রূপে অথবা ছায়াতে কায়ার ভীড়ে
কিছুটা সময় যেন থমকে যায় সব।
অকারণ অস্হিরতার চাপা দীর্ঘশ্বাসে
উচিত অনুচিতের বিষ্ময়ঘেরা প্রশ্নেরা
কানে কানে কথা বলে নিশুতি বাতাসে।
ভদ্রতায়, স্বেচ্ছায় বা অনাগ্রহে
একবুক সাহস নিয়ে ভীত কাঁপা গলায় জিজ্ঞেস করতে হয়,
কতদিন পর!... কেমন আছো?
অস্হির দুটি চোখ আমার চোখে... বাকিটুকু পড়ুন

৪৫ টি মন্তব্য      ৭০০ বার পঠিত     ১২ like!

বেগুনী খামের চিঠি

লিখেছেন মিথী_মারজান, ০৩ রা জুলাই, ২০১৮ রাত ২:১৩



সমুদ্রের পোস্ট বক্সে দেবার জন্য
জল রঙে এঁকেছিলাম মস্ত এক চিঠি।
নালিশের বিশাল ফর্দ ছিলো বেগুনী খামে লুকোনো।
কেন যে সে জানেনা!
হাতে হাত রেখে সাগরের নীলে মন ভেজাতে হয়।
বোকা ছেলেটা এটাও বোঝেনা -
শুধু সে পাশে থাকলেই
সমুদ্রের ফেনিল ঢেউ এসে
আলতো করে আলতা রাঙায় পায়ে।
খোলা হাওয়ায় এলোমেলো চুলের ঘ্রাণে
দাঁড় ভাঙা টলমলে নৌকার মত
দিগ্বিদিক শূন্য... বাকিটুকু পড়ুন

৫৮ টি মন্তব্য      ৭২২ বার পঠিত     ১৩ like!

অস্তিত্বের বৈপরীত্য

লিখেছেন মিথী_মারজান, ১৪ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৭




মেঘের খেয়ায় ভেসে বেড়ানো আকাশের শূন্যতা
কখনো সখনো বুকের ভেতরেও বাসা বাঁধতে পারে, জানো!
ঝরা শিউলির মত অগনিত নক্ষত্র যেখানে
জেলে নৌকোর পিদিম জ্বলা অন্ধকার এক নদী।
ভারী পাহাড়টা তার গোড়া গেড়ে
আসন পোক্ত করে রাখে
হৃদপিন্ডের খুব কাছে কোথাও।
দূরন্ত ঝিঁ ঝিঁ পোকার গুঞ্জন যেখানে
ভাবনাতে উন্মত্ত নিরবধি।

দুইয়ে দুইয়ে চারের মত সরল গণিত হিসাবে
এমন করে... বাকিটুকু পড়ুন

৪৬ টি মন্তব্য      ৫৩৯ বার পঠিত     like!

চন্দ্রাচ্ছন্নতা

লিখেছেন মিথী_মারজান, ০১ লা জুন, ২০১৮ রাত ১১:৫৮



মন খারাপের ঝাঁপি খুলে দিয়ে নিঃসঙ্গ এক চাঁদ
প্রতিশোধের স্পৃহায় বাতাসে ছড়ায়
একরাশ উচ্ছৃঙ্খল জোছনা।
শূন্য ঘরের বদ্ধ জানালার কাঁচ ভেদ করে
হুড়মুড়িয়ে সে আলো গ্রাস করে নির্জনতার নির্মেঘ মন।
পিচ ঢালা হাইওয়ের ঠিক মাঝখানে
অযত্নে খুঁড়ে রাখা ক্ষত বিক্ষত গর্তের মত
নির্দোষ স্মৃতির যানবাহন অতিষ্ট এক জ্যাম বাঁধিয়ে
ঘন্টার পর ঘন্টা আটকে রাখে অতীতমুখী... বাকিটুকু পড়ুন

৬০ টি মন্তব্য      ৭৬৬ বার পঠিত     like!

সে-ই যে আমার নানা রঙের দিনগুলি

লিখেছেন মিথী_মারজান, ১৫ ই মে, ২০১৮ রাত ১০:১৩



শৈশব মানেই আমার কাছে অদ্ভুত আনন্দময় স্মৃতির ভান্ডার। আমাদের ছিল বিভিন্ন বয়সের বাচ্চা কাচ্চা ভর্তি বিশাল এক পরিবার। আমাদের সমবয়সী আপন চাচাতো, ফুফাতো ভাইবোন ছাড়াও লুৎফা ফুফু (আমার দাদীর পালিত কন্যা) দুই ছেলে সহ থাকতেন আমাদের বাসায়। মিঠু ভাই আর নয়ন। মিঠু ভাই বয়সে আমাদের বড় ছিল, বেশ রাগী আর... বাকিটুকু পড়ুন

৫২ টি মন্তব্য      ৬৯০ বার পঠিত     like!

বিশ্বাস অথবা দীর্ঘশ্বাস

লিখেছেন মিথী_মারজান, ০৬ ই মে, ২০১৮ রাত ৯:৪২




যেতে চাইলে -
চলে যেতে পারো বহুদূরে।
যতটা দূরে গেলে হারিয়ে যেতে পারবে দিগন্তরেখায়।
উড়ে যেতে পারো স্কাইলার্ককে সাথে নিয়ে
আরো উঁচুতে সুদূর কোন মেঘ প্রদেশে।
নাহয় ডুব দিয়ে ভেসে যেও অতল সাগর নীলে,
ঝিনুক ভেলায় চেপে জলপরীদের জলসায়।
বন্দীত্বের দমবদ্ধ ভালোবাসায় বিশ্বাস নেই আমার।
যারা বলে চোখের আড়াল মানেই মনের আড়াল হওয়া,
তাদের উপর রাগ হয় আমার,... বাকিটুকু পড়ুন

৬০ টি মন্তব্য      ৮২০ বার পঠিত     ১৩ like!

অসময়ে ফিরোনা তুমি পথিক

লিখেছেন মিথী_মারজান, ২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩




খুব বেশি অপেক্ষার পর ফিরে এসোনা।
অবহেলার বিড়ম্বনা তুমি সইতে পারবেতো পথিক?
স্বল্প অপেক্ষায় থাকে
মৃদু পায়ের আশা জাগানিয়া শব্দের ভীরু কাঁপন।
উচ্ছল আনন্দে খেলা জমে ওঠে
স্বপ্নজালের রঙিন উলের গাঁটে।
কাঁধের মাপটায় হৃদয়ের অনুভব দিয়ে
এক ঘর দুই ঘর বেঁধে বেঁধে
ভালোবাসার সূক্ষ বুননে গড়া যায়
শুভ্র সাদা সোয়েটার।
তবে কাঙ্খিত সময় শেষে -
অভিমানী প্রেয়সীকে আর বসতে দেখা... বাকিটুকু পড়ুন

৫২ টি মন্তব্য      ৭৩৯ বার পঠিত     like!

ফুলের কানে গুনগুন

লিখেছেন মিথী_মারজান, ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৭



অভিমানী প্রিয় ফুল,
তোমরা কি ভুলে গেছো আমার ঠিকানা? সেই যে ধুলায় লুটানো এত্তগুলো গোলাপ! হ্যাঁ, তোমাদের সাথেই কথা বলছি। তোমাদের দীর্ঘশ্বাসেই কি অভিশপ্ত আমার বাতাস? আচ্ছা, বলো তো! -
গোধূলীর নিঃস্তব্ধ রাস্তায় আচমকা কোন ছেলে পথ রুখে দাঁড়ালে ভয়ে বুঝি কিশোরীর বুক কাঁপে না!
ধুর ছাই! সেই ভীতুর ডিম কিশোরটাও তো... বাকিটুকু পড়ুন

৪২ টি মন্তব্য      ৯৬৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৮৩২৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ