somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার সাথে কার তুলনা?

১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বে বসবাসের অযোগ্য শহরগুলোর তালিকায় ঢাকা দ্বিতীয় স্থান পেয়েছে।
লন্ডনভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০১৮ জরিপে এই তথ্য উঠে এসেছে।

রিপোর্টটি বা জরিপটি কারা করলো?
সেই ইকোনমিষ্ট যারা গত ৭-৮ বছরজাবত যুদ্ধাপররাধী ও যুদ্ধাপররাধী সমর্থকদের পক্ষে বাংলাদেশ বিরোধী শত শত ফরমায়েসি রিপোর্ট করে গেছে।
ইকোনমিষ্ট নিজেও করেনি, দক্ষিন আফ্রিকার জোহানসবার্গ/কেপটাউন ভিত্তিক থার্ডপার্টি মারফত করে থাকে, দেখলাম। তাদের কেউ বাংলাদেশে এসে জরিপ করে নি। ভিন্নভিন্ন টুরিষ্ট/ট্রভেল এজেন্সি ও আউটসোর্সিং মারফত উপাত্ত সংগ্রহ। মুলত শহর কতটা টুরিজম/বিজনেস বান্ধব, সেটারই একটা দায়সারা তালিকা। এদের চিফ দক্ষিন আফ্রিকার নাগরিক হলেও সম্ভবত পাকি বংশ।


তালিকা প্রস্তুতকারক চিফ এনালিষ্টগন


বাংলাদেশী পত্রিকা বাদে পৃথিবীর কোন পত্রিকায় এই টেবিল রিপোর্টটিকে গুরুত্ব দেয়া তো দুরের কথা, ছাপেই নি।
বাংলাদেশী মিডিয়া ছাপবেই, কারন পাবলিক খাবে।
আনফরচুনেটলি হতভাগ্য জাতির একটা উল্লেখযোগ্য অংশ দেশের অবমাননাকর অসম্মানজনক খবর পেলে উল্লসিত হয়।
শুধু বাংলাদেশকে নিয়ে যারা ফরমায়েসি নেতিবাচক খবর নিয়োমিত দেয়, BBC DW CNN শুধু তারাই এই তালিকা নিয়ে লাফালাফি করছে।

বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব এই রিপোর্টটিকে সাংঘাতিকভাবে প্রশ্নবিদ্ধ বলে প্রত্যাখ্যান করেছেন।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এই রিপোর্টটির কিছু গুরুতর ত্রুটি তুলে ধরেন এই নগরবিদ।
তার মতে, এই মূল্যায়নের মুল ভিত্তিটি ত্রুটিপুর্ন। নগরের জনঘনত্ব ও জনমিতিকে বিবেচনায়ই নেয়া হয় নি। এসব না থাকাটা রিপোর্টটিকে সাংঘাতিকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। রিপোর্টটি আরও সর্বাঙ্গীন এবং সার্বিকতা নির্ভর হওয়া উচিত ছিল। তিনি বলেন, ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের মূল্যায়ন নির্ণয়কগুলো সাংঘাতিক ভাবে একপেশে। একটা শহরের মূল প্রাণ হচ্ছে মানুষ, রিপোর্টে মানুষ সংখা বিবেচিত হয় নি। জনমিতি জনঘনত্ব, জনমানুষের পারস্পরিক সহমর্মিতা, পারিবারিক বন্ধন, সাংস্কৃতিক বিন্যাস। এসব বিষয় বিবেচিত হয়নি, রিপোর্টে নেই।

কার সাথে কার তুলনা?
মেলবোর্ন পার স্কোয়ার কিলোতে মানুষ কত ? মাত্র 490
ঢাকা তার চেয়ে শতগুন - 46,997

ধরা যাক সুইজারল্যান্ডের জেনেভাতে মানুষ হচ্ছে ১০০ জন, তার বিদ্যমান অবকাঠামোতে যে গুণগত অবস্থা, ঢাকা্র দুর্বল অবকাঠামোতে শতগুন বেশী ১০ হাজার জন মানুষের ক্ষেত্রে সেই গুণগত মান কিভাবে আশা করে?।
বরং পারফরমেন্স বিবেচনায় ঢাকায় সমসংখক ১০০ মানুষ হলে অনেক অনেক ভালো পারফরমেন্স করতে পারতো।
এই ফ্যাক্টরটি এই রিভিউ ও এনালাইসিসে সম্পুর্ন ভাবে অনুপস্থিত।




ইকবাল হাবিব আরও বলেন। বাংলাদেশ তথা ঢাকার মানুষের চ্যালেঞ্জ মোকাবেলায় ঘুরে দাঁড়ানোর সক্ষমতা অসম্ভব রকম হাই। একটা শহরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার নাগরিকদের দুর্যোগ কালে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা। দুবছর আগের বিরামহীন নৈরাজ্য আগুনসন্ত্রাস, তাবেলা হত্যা, বিদেশী হত্যা, গত বছর যে হিসেবে এই জরিপ হয়েছে সেই বছর পৃথিবীকে নাড়া দেয়া হলি আর্টিসানের পরের বছর যেভাবে ঢাকার ব্যবসা বাণিজ্য, শিক্ষা সংস্কৃতি, উৎসব, সবাই যেভাবে সবকিছু ঘুরে দাঁড়িয়েছে- তা সত্যি অবিশ্বাস্য কল্পনাতীত। প্রশংসনীয়।
ইকোনমিষ্টের তথাকথিত জরিপে সেই তুলনায় ওইখানেও আমাদের প্রতি অবিচার করা হয়েছে।

ইকনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইইইউ) ‘গ্লোবাল লিভবেলিটি ইনডেক্সে’ ঢাকার পিছিয়ে পড়ার পেছনে দুর্বল অবকাঠামো নীতিমালা ও অনুশাসনের ঘাটতিকে অন্যতম কারণ বলছেন বিশিষ্ট স্থপতি ইকবাল হাবিব। তিনি বলেন, গণপরিবহন ও গণপরিসরের ক্ষেত্রে আমাদের নীতিমালা, অনুশাসন এই দুটোকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে না পারায় আমরা পিছিয়েছিা।

স্থপতি ইকবাল হাবিব এক সাক্ষাৎকারে ঢাকাকে তুলনা করেছিলেন মায়ের সঙ্গে। সেই মা তিনি নিজে সব সহ্য করে সন্তানদের অন্নের অভাব হতে দেন না।

তিনি বলেছিলেন, অবকাঠামোগত, পর্যটন বা বিনিয়োগ দৃষ্টিকোণ থেকে প্রতিবছর ঢাকাকে নিকৃষ্ট শহরের উপাধি দেওয়া হয়।
তবে আমি গর্বের সঙ্গে বলতে চাই, জনসংখ্যার এত বিপুল ঘনত্ব নিয়েও সচল ও সফল শহর হিসেবে টিকে আছে ঢাকা।
স্বল্প আয়তনের রাজধানী সত্যিকার অর্থেই বাংলাদেশের প্রাণকেন্দ্র। সারা দেশের সব নাগরিক কোনো না কোনোভাবে ঢাকানির্ভর। কেউবা স্বপ্নের খোঁজে, কেউ বা জীবিকার প্রয়োজনে, কেউবা উন্নত জীবনের খোঁজে এই শহরে ঠাঁই নেয়।
অকৃপণ ঢাকার তাতে কোনো বিরাম নেই।

গতকাল ইকোনমিষ্টের রিপোর্টের পর বলেন, করাচি, নায়রোবি, কিংসাসা, সানসালভাদর বা পেশোয়ারের চেয়ে ঢাকা কখনই এসব ক্ষেত্রে পিছিয়ে থাকার কথা নয়। নেই। আর্থসামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ঢাকা পিছিয়ে নেই দাবি করে তিনি বলেন, ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে মানুষ প্রায় ৪৭ হাজার। একটা মানুষ গ্রামথেকে খালীগায়ে লুঙ্গি পড়ে ঢাকায় উপস্থিত হলে সরকারি সুবিধা বা ভাতা ছাড়াই তার জীবন জীবিকার যে সুবিধা এবং যোগান সেটা এই ঢাকা শহর সফলভাবে দিতে সক্ষম। দিয়ে যাচ্ছে। অন্য দেশের শহরে সরকারি সাহায্য ছাড়া একজন টিকতে পারা অসম্ভব।
বাংলাদেশে ও ঢাকায় এলাকার লোক গ্রামের লোক, জেলার লোক হিসেবে ভাতৃবন্ধন।
আর্থ সামাজিক নিরাপত্তা, পারিবারিক বন্ধন ও সাংস্কৃতিক ক্ষেত্রে অন্য শহরের চেয়ে পিছিয়ে থাকা নয়, দরিদ্র ঢাকা অন্যান্ন শহরের চেয়ে অনেক অনেক এগিয়ে।

তিনি বলেন এত জন ঘনত্বের পরেও এই শহরের আমাদের তুলনামূলক অবস্থা ও এইসকল উপাত্ত সার্বিক বিবেচনা করলে তালিকা ফালিকা সবকিছু ওলটপালট হয়ে যাবে।

* পত্রিকা ও টিভিতে বিশিষ্ট স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিবের বক্তব্যের আলোকে আমার এই লেখা।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২০
২২টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খুলনায় বসবাসরত কোন ব্লগার আছেন?

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩২

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা কুয়েট-এ অধ্যয়নরত কিংবা ঐ এলাকায় বসবাসরত কোন ব্লগার কি সামুতে আছেন? একটি দরিদ্র পরিবারকে সহযোগীতার জন্য মূলত কিছু তথ্য প্রয়োজন।

পরিবারটির কর্তা ব্যক্তি পেশায় একজন ভ্যান চালক... ...বাকিটুকু পড়ুন

একমাত্র আল্লাহর ইবাদত হবে আল্লাহ, রাসূল (সা.) ও আমিরের ইতায়াতে ওলামা তরিকায়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৬:১০



সূরাঃ ১ ফাতিহা, ৪ নং আয়াতের অনুবাদ-
৪। আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই।

সূরাঃ ৪ নিসার ৫৯ নং আয়াতের অনুবাদ-
৫৯। হে মুমিনগণ! যদি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় রাজাকাররা বাংলাদেশর উৎসব গুলোকে সনাতানাইজেশনের চেষ্টা করছে কেন?

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৯



সম্প্রতি প্রতিবছর ঈদ, ১লা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস এলে জঙ্গি রাজাকাররা হাউকাউ করে কেন? শিরোনামে মোহাম্মদ গোফরানের একটি লেখা চোখে পড়েছে, যে পোস্টে তিনি... ...বাকিটুকু পড়ুন

ঘুষের ধর্ম নাই

লিখেছেন প্রামানিক, ১৯ শে এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫


শহীদুল ইসলাম প্রামানিক

মুসলমানে শুকর খায় না
হিন্দু খায় না গাই
সবাই মিলেই সুদ, ঘুষ খায়
সেথায় বিভেদ নাই।

হিন্দু বলে জয় শ্র্রীরাম
মুসলিম আল্লাহ রসুল
হারাম খেয়েই ধর্ম করে
অন্যের ধরে ভুল।

পানি বললে জাত থাকে না
ঘুষ... ...বাকিটুকু পড়ুন

×