মেটাল বুলেটের হিসাব এখনো বাকি আছে ভাইজান, ...........দেড়লাখ মেটাল বুলেট
সাধাসিধা মানুষের রক্তের হিসাব এখনো বাকি আছে ভাইজান, ............২,৫০০ সাধাসিধা মানুষ
আহত মানুষের অব্যক্ত আর্তনাদের হিসাব এখনো বাকি আছে ভাইজান ........ ১০,০০০ মানুষ
ছেলে, ভাই, স্বামি - প্রিয়জন হারানোর অব্যক্ত কান্নার হিসাব এখনো বাকি আছে ভাইজান..........হাজার হাজার ফোটা চোখের পানি
নিঃস্ব হয়ে যাওয়া অনেক পরিবারের হিসাব এখনো বাকি আছে ভাইজান.........
নেভার বিন ইজি........ভাইজান, নেভার বিন ইজি........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




