somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

উৎসর্গীত ভালোবাসা

লিখেছেন কখনও মেঘ কখনও বৃষ্টি, ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৭

লাল বেনারশী,
হাতে এক ঝাঁক চুড়ি,
মাথায় টিকলী,
দেহ ভর্তি গহনা,
মুখে বিষাদের হাঁসি,
চোখের কোণে লুঁখিয়ে থাকা,
হাজারো ব্যথা বেদনা,
বলতে না পারার অশ্রু।
পাশে দাড়িয়ে থাকা,
এক হতাশাগ্রস্ত যুবক,
হাতে এক গুচ্ছ,
শেষ বিদায়ের ফুল,
চিরচেনা সেই আপন হৃদয়কে,
বিদায় জানানোর জন্য,
মাঝে মাঝে,
সবার আগছড়ে,
শেষ বারের মতো,
একটু চোখাচোখি।
এ যেনও,
এভারেষ্ট জয়ের আনন্দ,
এ হৃদয় শূন্য,
হয়ে যাওয়ার সুখ।
ফুল দেওয়ার সাথে যেন,
সমস্ত হৃদয়ের ভালোবাসা বিসর্জন,
একটু... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

অবুঝ ভালোবাসার ইচ্ছে

লিখেছেন কখনও মেঘ কখনও বৃষ্টি, ২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৩

তোমায় নিয়ে লিখব বলে ছিলাম,
টেবিলের কোনে,
পরে রয়েছে সেই কাগজ আর কলম,
কিন্তু লিখা হয়নি কিছুই ।

বাগানের প্রথম গোলাপটা,
খোপতে গুজে দিব বলেছিলাম,
জানালার পাসে রয়ে গেছে,
সেই গোলাপের গাছটা আজও,
তবু হয়নি দেয়া ফুল গুজে।

রাতের আধারে স্বপ্ন খুঁড়াতে চেয়েছিলাম,
স্বপ্নরা পরে রয়েছে,
রাতেরো নিতর আধারে,
তবু হয়নি স্বপ্ন খুঁড়ানো।

চাঁদ দেখব বলেছিলাম,
জোছনা ময় রাতে,
চাঁদটা রয়েছে আজো নির্ঝন রাতে,
হয়নি দেখা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৬৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ