somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় অভিনেতার সব গুলো মুভির রিভিউ আর ডাউনলোড লিঙ্ক B-) পর্ব -১

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার প্রিয় অভিনেতা জনি ডেপ এর সব গুলো মুভির রিভিউ আর ডাউন লোড লিঙ্ক B-)



সবগুলো ডাউনলোড লিঙ্কই কাজ করে । আপনার প্রথমে পিসিতে কোন টরেন্ট সফটওয়ার ইন্সটল এবং চালু থাকতে হবে । এর পর লিঙ্ক গুলাতে ক্লিক করলে সরাসরি ডাউনলোড শুরু হয়ে যাবে।

[১] Cry-Baby



নব্বই এর দশকের সেরা কমেডি টিন মুভি যা এই আমলের টিন মুভি থেকে অনেকগুনে ভালো । ওয়েড ওয়াকার (জনি ডেপ) হিপ্পি গ্যাং "Drapes" এর লিডার । অপরদিকে এলিসন সমাজের উঁচু জাতের এক মেয়ে । কিন্তু তারা একে অপরকে ভালোবেসে ফেলে , কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় এলিসনের নানী।
এই মুভিতে আমার খুব প্রিয় একটি গান আছে, যা আমি প্রায়ই শুনি B-)



Download

[২] Edward Scissorhands



এক বিজ্ঞানীর একবার তার কাজে সাহায্য করার জন্য আবিষ্কার করেন এডওয়ার্ড (জনি ডেপ) কে । এডওয়ার্ড এর হাত এর জায়গায় ছিল নানা আকারের ছোট বড় কাঁচি । বিজ্ঞানী এডওয়ার্ড এর কাজে খুশি হয়ে তার শরীরে হাত লাগানোর সিদ্ধান্ত নেন, কিন্তু তার আগেই তিনি মারা যান । এরপর এডওয়ার্ড কে খুজে পায় একটি পরিবার । যারা তার অস্বাভাবিকতা সত্ত্বেও তাকে আপন করে নেয় , এডওয়ার্ড প্রেমে পরে যায় অই বাড়ির মেয়ে কিম এর । কিন্তু পরবর্তীতে কি হয় জানতে . .



Download

[৩] Ed Wood





দীর্ঘদিন টপ ২৫০ তে থাকলেও সম্প্রতি বাদ পড়া এই মুভিটি আমার প্রিয় একটি মুভি । মুভিটি পৃথিবীর ইতিহাসে সব থেকে বাজে পরিচালক খ্যাত Ed Wood এর জীবনী এর উপর নির্মিত এবং যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, জনি ডেঁপ । Edward D. Wood এর মুভিগুলো তত সমাদৃত না হলেও তার হাত ধরেই কিন্তু হরর মুভির সূত্রপাত । Plan 9 from Outer Space, Night of the Ghouls, Bride of the Monster , Glen or Glenda এর মত অনেক বিখ্যাত অথবা কুখ্যাত মুভি তার হাত ধরেই আসে । মুভিটার কাহিনী নিয়ে বলার কিছু নেই তেমন। তবে মুভিটা খারাপ লাগবে না এই গ্যারান্টি আমি দিচ্ছি ।

Download

[৪] The Ninth Gate





কবি রাজ এর দা নাইনথ গেট(The Ninth Gate) : আমার প্রিয় সুপারন্যাচারাল মিসটেরি থ্রিলার মুভি থেকে রিভিউ টা উদ্ধৃত -
দা নাইনথ গেট(The Ninth Gate) আমার প্রিয় থ্রিলার মুভিগুলোর একটি।১৯৯৯ সালে নির্মিত এই মুভিটি পরিচালনা করেছেন রোমান পোলনস্কি,অভিনয় করেছেন জনি ডেপ,ফ্র্যাঙ্ক লাঙ্গেলা,ইমানুয়েলে সেইনার প্রমুখ।মুভিটি দা ক্লাব দুমাস নামে একটি উপন্যাস অবলম্বনে নির্মিত।
ছবির প্লট মোটামুটি এরকম - বরিস বলকান(Frank Langella) নামে একজন ধনাঢ্য ব্যক্তি সতেরশ শতাব্দীতে রচিত "The Nine Gates of the Kingdom of Shadows" নামে একটি বই সংগ্রহ করেন সম্প্রতি আত্মহত্যা করা একজন ব্যক্তির কাছ থেকে।এই বইয়ের লেখক ছিল শয়তান নিজে।বলকান ধারণা করেন,বইয়ের নয়টি অনুচ্ছেদ যদি ঠিকভাবে ইন্টারপ্রেট করা যায় এবং শ্লোকগুলো যদি সঠিকভাবে উচ্চারণ যায় তাহলে শয়তানের বাৎসল্য অর্জন সম্ভব। এই বইয়ের আরো দুই কপি পৃথিবীতে এখনো বিদ্যমান আছে,এটা জানতে পেরে বলকান ডিন করসো(Johnny Depp) নামক ব্যাক্তিতে বই সংগ্রহে নিযুক্ত করেন।যাতে করে জালিয়াতি দুই কপি বই থেকে প্রকৃত বইখানা আলাদা করা যায়।ইতোমধ্যে করসো আবিষ্কার করে যে তার এক বন্ধু যার কাছে সে বইখানি লুকিয়ে রাখতে দিয়েছিল,সে আত্মহত্যা করেছে এবং তার মৃতদেহ এমন ভাবে ঝুলে আছে যা ওই বইয়ের একটি চিত্রের সাথে হুবহু সাদৃশ্যপূর্ণ। করসো বা বলকান সেই আরাধ্য নয়টি গেট ভেদ করতে পেরেছিল কিনা জানতে চাইলে মুভিটি নিজের দেখতে হবে।

Download

[৫] Blow



২০০১ সালে মুভিটি রিলিজ হয়। পরিচালক Ted Demme ।
মুভিটি আমেরিকান কোকেন স্মাগলার George Jung এর জীবনী এর উপর ভিত্তি করে নির্মিত । কিভাবে ছোটকাল থেকে অর্থাভাবে বড় হতে হতে শেষ পর্যন্ত জর্জ কোকেন বিজনেস এ জড়িয়ে অনেক টাকার মালিক হয় তা জানা যাবে। আমেরিকাতে সর্বপ্রথম কোকেন ঢোকে জর্জ এর হাত ধরেই । মুভিতে অভিনেত্রী পেনেলপে ক্রুজ এর অভিনয় ও ছিল অনবদ্য ।

Download

[৬] From Hell





১৮৮৮ সালে লন্ডনের রাস্তায় মেরি কেলি আর তার পতিতার দল একে একে খুন হওয়া শুরু করে অজানা এক খুনির হাতে । যদিও প্রথম দিকে কেও তত পাত্তা দিত না কারন সবাই ভাবত হয়ত খদ্দের এর সাথে বনিবনা না হওয়ায় মেরে ফেলা হয়েছে । কিন্তু পুলিশ অফিসার এবারলাইন (জনি ডেঁপ) কে যখন হত্যা রহস্য বের করার দায়িত্ব দেয়া হয় তখন কাহিনী অন্য দিকে মোড় নেয়। এবারলাইন কি পারবে কুখ্যাত খুনি জ্যাক দা রিপার এর হাত থেকে মেরি কেলি কে রক্ষা করতে ?

Download

[৭] Sweeney Todd: The Demon Barber of Fleet Street





এই হরর মিউজিকাল ফিল্ম টি আমার খুব প্রিয় । আমার প্রিয় ২ জন অভিনেতা আর অভিনেত্রী এই মুভিতে আছে । Johnny Depp আর
Helena Bonham Carter । বেঞ্জামিন বারকার (জনি ডেঁপ) ,তাঁর স্ত্রী আর একমাত্র মেয়ে নিয়ে সুখের সংসার । কিন্তু বেঞ্জামিনের স্ত্রীর রূপে মুগ্ধ হয়ে তাকে পাবার আশায় অনীতিবান বিচারক তারপিন মিথ্যা মামলায় জড়িয়ে বেঞ্জামিন কে শহর থেকে বিতারিত করে । ১৫ বছর পরে বেঞ্জামিন শহরে ফিরে আসে, সুইনি টোড নাম নিয়ে । সুইনি শহরের সব লোক কে খুন করার সিদ্ধান্ত নেয় তাঁর সাথে অন্যায়ের প্রতিবাদ স্বরূপ । একমাত্র নাপিত এর কাছেই সব লোক আসে তাই সে তাঁর দোকান টাকেই খুন করার স্থান বানিয়ে ফেলে । জায়গা দিয়ে তাকে সাহায্য করে Mrs. Nellie Lovett । কিন্তু কোথায় তাঁর স্ত্রী-কন্যা । মুভিটার শেষে একটা বড় টুইস্ট আছে ।

Download

[৮] What's Eating Gilbert Grape



আবারো কবি রাজ এর মুভি রিভিউ : হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ(১৯৯৩) থেকে উদ্ধৃত -
ছবিটির প্রেক্ষাপট গড়ে গিলবার্ট গ্রেপ(Johnny Depp) এবং তার প্রতিবন্ধী ছোট ভাই আর্নি গ্রেপকে(Leonardo DiCaprio) কেন্দ্র করে।বাবা আত্মহত্যা করে করে মারা যাবার পর মা,দুই বোন এবং আর্নিকে নিয়ে নানা টানাপোড়েনের মাঝে সময় কাটতে থাকে গিলবার্টের।বাবার মৃত্যুর পর তার মা মরবিড অবেসিটিতে আক্রান্ত হয়ে পর্বতসমান মোটা হয়ে যান এবং উপহাসের স্বীকার হবেন বলে গৃহবন্দী হয়েই বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেন।গিলবার্ট স্থানীয় একটি পড়ন্ত গ্লসারিতে কাজ করে জীবিকা নির্বাহ করে।নিজের একঘেয়ে জীবন আর আর্নির প্রতি গিলবার্টের সহজাত অকৃত্রিম মমত্ববোধ এই নিয়েই চলছিল গিলবার্টের জীবন। যাহোক,তাদের দোকানের কাস্টমার মিসেস কারভারের সাথে গিলবার্ট পরকিয়ায় লিপ্ত হয়।একদিন হঠাৎ মিস্টার কারভার অন দা স্পটে এসে পরায় গিলবার্ট ভেবে নেয় সে ধরা গেছে এবং কানভার তাকে খুন করতে যাচ্ছে।এর মাঝে একদিন আর্নি একটি উঁচু টাউয়ার বেয়ে উঠা শুরু করলে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। যাহোক,তাদের দোকানের কাস্টমার মিসেস কারভারের সাথে গিলবার্ট পরকিয়ায় লিপ্ত হয়।একদিন হঠাৎ মিস্টার কারভার অন দা স্পটে এসে পরায় গিলবার্ট ভেবে নেয় সে ধরা গেছে এবং কানভার তাকে খুন করতে যাচ্ছে।এর মাঝে একদিন আর্নি একটি উঁচু টাউয়ার বেয়ে উঠা শুরু করলে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। এর মাঝে মিস্টার কানভারের অস্বাভাবিক মৃত্যুতে কাহিনী অন্যদিকে টার্ন নেয়।নাহ...আর কিছু বলা যাবে না। বাকিটা দেখে ফেলুন ।

Download

[৯] Secret Window



এই মুভিতে যদিও আমি বিখ্যাত মুভি The Shining

এর ছায়া খুঁজে পাই কিন্তু তারপরও এই মুভিটি জনি ডেঁপ এর অন্যতম শ্রেষ্ঠ মাস্টারপিস । লেখক রেইনি (জনি ডেঁপ) মানসিক সমস্যায় ভুগতে থাকে যখন সে জানতে পারে, তার স্ত্রী এর সাথে অন্য লোকের সম্পর্ক আছে । হতাশা কাটাতে রেইনি যখন তার নিরালা কেবিন এ যায় তখনই এসে হাজির হয়, জন শুটার । শুটার দাবি করে, তার লেখা বই থেকে রেইনি তার একটি গল্প কপি করেছে কিন্তু রেইনি তা অস্বীকার করে । কিন্তু পরবর্তীতে রেইনি আবিষ্কার করে রেইনি আসলেই কপি করেছে অজান্তে । ওইদিকে শুটার রেইনিকে হত্যা করতে উদ্দত হয় । এরপর কি হল জানতে হলে দেখতে হবে মুভিটি।

Download

[১০] Finding Neverland



মুভির ফোকাস স্কটিশ লেখক বেরি (জনি ডেঁপ) এর সাথে বিধবা সিলভিয়া (কেট উইনস্লেট) আর তাঁর সন্তানদের বন্ধুত্ব এর উপর ভিত্তি করে । বেরি বিবাহিত হওয়া সত্ত্বেও সিলভিয়া আর তাঁর সন্তানদের সাথে মেলামেশা এর কারনে বেরি এর বউ তাকে ছেঁড়ে চলে যায় । সিলভিয়া এর মাও এই সম্পর্ক ভালো ভাবে দেখে না । কিন্তু সব থেকে বড় বাঁধা হয়ে দাঁড়ায় সিলভিয়ার অজানা এক অসুখ । জনি ডেঁপ এর অন্যতম সেরা রোমান্স মুভি । দেখা আবশ্যক ।

Download

পরবর্তী পর্ব -
প্রিয় অভিনেতার সব গুলো মুভির রিভিউ আর ডাউনলোড লিঙ্ক পর্ব - ২

প্রিয় অভিনেতার সব গুলো মুভির রিভিউ আর ডাউনলোড লিঙ্ক পর্ব - ৩
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:২৮
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খুলনায় বসবাসরত কোন ব্লগার আছেন?

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩২

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা কুয়েট-এ অধ্যয়নরত কিংবা ঐ এলাকায় বসবাসরত কোন ব্লগার কি সামুতে আছেন? একটি দরিদ্র পরিবারকে সহযোগীতার জন্য মূলত কিছু তথ্য প্রয়োজন।

পরিবারটির কর্তা ব্যক্তি পেশায় একজন ভ্যান চালক... ...বাকিটুকু পড়ুন

একমাত্র আল্লাহর ইবাদত হবে আল্লাহ, রাসূল (সা.) ও আমিরের ইতায়াতে ওলামা তরিকায়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৬:১০



সূরাঃ ১ ফাতিহা, ৪ নং আয়াতের অনুবাদ-
৪। আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই।

সূরাঃ ৪ নিসার ৫৯ নং আয়াতের অনুবাদ-
৫৯। হে মুমিনগণ! যদি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় রাজাকাররা বাংলাদেশর উৎসব গুলোকে সনাতানাইজেশনের চেষ্টা করছে কেন?

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৯



সম্প্রতি প্রতিবছর ঈদ, ১লা বৈশাখ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস এলে জঙ্গি রাজাকাররা হাউকাউ করে কেন? শিরোনামে মোহাম্মদ গোফরানের একটি লেখা চোখে পড়েছে, যে পোস্টে তিনি... ...বাকিটুকু পড়ুন

ইরান-ইজরায়েল দ্বৈরথঃ পানি কতোদূর গড়াবে??

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:২৬



সারা বিশ্বের খবরাখবর যারা রাখে, তাদের সবাই মোটামুটি জানে যে গত পহেলা এপ্রিল ইজরায়েল ইরানকে ''এপ্রিল ফুল'' দিবসের উপহার দেয়ার নিমিত্তে সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলা চালায়।... ...বাকিটুকু পড়ুন

×