somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

তখন খুব খড়া চলছিলnজল ছিল না নদী খালে বিলেnশুধু কিছু বৃষ্টির ফোঁটাnজমেছিল কবিতায়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

Like A November Rain

লিখেছেন মেহেদী রবিন, ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৭



When you come
Come like a mid November rain
So sudden in my days and nights
That they will be drenched again
Thinking not about wrongs or rights.
With those little drops rolling on greens
And blacks to revive them in beauty,
You hold me there erasing away my sins
To make a man beyond my past... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

বিপ্লবী

লিখেছেন মেহেদী রবিন, ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৫






আমার বেশী কিছু চাই না, বেশী কিছু কখনই লাগে নি

অদম্য ভারী মেশিন গান কিংবা দূরপাল্লা মর্টার শেল,

লাগে নি তো;

একটা সেকেন্ড হ্যান্ড স্টেনগান অথবা মান্ধাতা থ্রি নট থ্রি

সাথে হয়ত জং পড়া দু’ডজন গুলি

তাতেই চলেছিল ঢের

কলমহীন নষ্ট ছেলের লালচে কবিতা

সবুজ হৃদয়ে স্থান পেয়েছিল । ।




আমরা স্বাধীন হয়েছি কিন্তু আসলেই কি আমরা... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৯৫ বার পঠিত     like!

এমনই এক শীতের ভোর

লিখেছেন মেহেদী রবিন, ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:১১



যদি কোন দিন
কোন মুহূর্তে আনমনা স্মৃতিদের ভিড়ে
যদি কোন এমনই এক রোদহীন শীতের ভোরে
আমাকে খোঁজ তুমি
জেনো সেই কুয়াশায় কলই শাকের মাঠে আমি থাকি।
সোনা রঙ ঝরা পাতায় শিশিরের উৎসবকামী
পড়ন্ত হিম বিন্দুতে পৃথিবীর ছায়া যখন
অশান্ত চোখের তারায় বিম্বিত সূর্যের মতন
তাদের ক্ষণিকের প্রসারিত বুকে অঙ্কিত হয়
যখন দিগন্তের বাসন্তি সর্ষেরাও ফুলেল উত্তরায়
তোমার হাসির মত... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৪৮৮ বার পঠিত     like!

ধুম্রশলাকা(একটি সিগারেটের আত্মকাহিনী)

লিখেছেন মেহেদী রবিন, ২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৭




যতটা না ভুল, তারও চেয়ে অনেক বেশী আকাঙ্ক্ষা
যতটা না নির্বাচন, তারও চেয়ে অনেক বেশী নিয়তি
ধ্বংস আমাকে টানে শেষ পরিণতির মত
তাই যেখানে যখনই যেভাবেই মরণকে পেয়েছি
অমোঘ প্রত্যাশায় ছুটে গেছি;
কিন্তু সেখানেও পেয়েছি বিস্তৃত শান্তি আর সুখের মতই দুর্নীতি
ভুয়া, মিথ্যা, প্রতারণাই ছিল আগাগোড়া
বিষুবের বদলে সত্ত্বায় মেরু ধরিয়ে দিল আদার ব্যবসায়ী।
এভাবেই যখন পথেঘাটে আড়ষ্ট... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৬৩৯ বার পঠিত     like!

ছিন্ন কথা

লিখেছেন মেহেদী রবিন, ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০২



অনামিকা,
মহাকাল আবদ্ধ আজ বাসন্তী দিন, ঈশিকার হাওয়ার অনুরাগ তোমার দীপ্ত নিঃশ্বাস
আর প্রশ্বাসের শব্দের মতনই গভীর ব্যাঞ্জনায় প্রাচীন হৃদয়ে সাধছে একটি না গাওয়া
গান, একটি না মেলা সুর। একটি না দেখা সুখ অনেক দিনের মতন, ঈশানের কোণে
ছায়াছবি; পেয়ালায় কিছু আরো আসক্ত চুমুক গোনা ব্যর্থতার আহাজারি আজও
এই জগতের বিবাগী নদীর তীরে নিশ্ছন্দ পায়চারি... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     like!

প্রকাশ্যে অপ্রকাশ্য

লিখেছেন মেহেদী রবিন, ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২২



দশ তলা বিল্ডিংটা কোন সন্ন্যাসী ছিলো না নিশ্চয়ই
আমি আজও তাই ভাবি, আর
এই ভাবনাটা যদিও আমার নিজস্ব নিতান্তই,
তবুও আমি জোর গলায় দাবি করি সেরকমই।

তা না হলে রূপসী কিশোরীটি যখন তার মাথায় চড়ে বসল
নিদাঘের আলোয় অপলক
চেয়ে থাকা সারি সারি দৃষ্টি দেখল যাকে, বিল্ডিং ছাঁদ কেন দিল না আশ্রয় তাকে ?
কেন... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২৭৪ বার পঠিত     like!

ও সময়

লিখেছেন মেহেদী রবিন, ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭



সময়টা এলোমেলো
আমার অগোছালো বিছানার চাদরের মত
টেবিল জোড়া লাল নীল খয়েরি যত
প্রয়োজনীয় বইগুলো
এলোপাতারি, ছেঁড়া, ছড়ানো ছিটানো
তার পড়ে থাক পুরানো ভুল ভ্রান্তির মত
কেন গোছানোর বৃথা আয়োজন
তারচেয়ে বরং আজ এই সময়
এ বিছানারই এক কোণে
একটা বালিশ চেপে থাক বুকের নিচে
আর আঙুলে পরুক ধরা
একটা কলম আর কয়টা পাতা
একটা কবিতা খুব সুখের ঘোষণা লিখুক
জ্বলজ্বলে চোখে ভাসুক... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

আঙ্গিক

লিখেছেন মেহেদী রবিন, ১০ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৬




তুমি ঈশ্বরের কাছে অনুযোগ জানাতে পারো
চাঁদের নিজস্ব আলো নেই বলে
দুঃখ করতে পারো অন্যের প্রতিফলনে তার নিজস্ব প্রকাশে
যেখানে তার কোন স্বকীয়তা নেই, তার বন্ধাত্যে;
অথবা তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারো
চাঁদের নিজস্ব আলো নেই বলে
তার উদারতায় সূর্যের সমস্ত তপ্ততা শোষণ করে কোমল আলোয় তোমার
রাত্রিকে আরো স্নিগ্ধতর করে তুলছে বলে
তুমি বিনম্র কৃতজ্ঞ... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৬৬ বার পঠিত     like!

প্রত্নতত্ত্ব

লিখেছেন মেহেদী রবিন, ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪০



তুমি চলে যাওয়ার পর
আমাকে বলা তোমার খুঁটি নাটি সব কথা
আমার অমনোযোগী দৃষ্টি, ক্ষতিপূরণ গুণে
তোমাকে দেয় নির্ঘুম যত রাত্রি গাঁথা
সেই সব টেলিফোন, বুঝতে না পারা ফিসফিসানি
আরো পনের বছর পরের পরিকল্পনা
তিরিশ বছর পরের কথা ভেবে আধপোড়া
কিছু ফেলে দেয়া সিগারেট, সুস্থ থাকতে চাওয়ার আকাঙ্ক্ষা
যারা থেকে গেছে প্রচণ্ড কৌতুক হয়ে আজও
সেই সব কম... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৩৯০ বার পঠিত     like!

হেমন্ত শোন

লিখেছেন মেহেদী রবিন, ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১১



এই শোন, এসো পাশে, এসো এইখানে
এসো বিবশে দু’দণ্ড পাশাপাশি থাকি
দেখি এই স্বর্ণ দুপুর আগুনে পুড়ে
কত খাঁটি, দেখো নদীটার ওইপারে
সাদা কিছু ধুলো বালি মাটি শুষ্কতার
অভিমানে খসে যাওয়া পাতাটিকে জড়ায়
বলত কি পরিচয়ে এত কাছাকাছি
দখিনাতে তারা কেন একসাথে ওড়ে
আজীবন যারা ছিল প্রজন্ম দূরে?
দেখো প্রসক্ত ইঙ্গিত চোখের কোণায়
বুনে ডাকপাখি ঘনান্তে নিভৃতাচারী
শোন কোমল... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

আমড়া কাঠের ঢেঁকি

লিখেছেন মেহেদী রবিন, ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৯



এবার বুঝি চুকে গেছি, সমাজ কথা ঋনের খাতায়
এবার যেন তল পেয়েছি, অবুঝগাঁথা মুক্তি কথায়
দ্বন্দ্ব যত যুক্তি লড়াই, জেনে গেছি সব অভিনয়
গোলক ধাঁধায় জগত বাঁধা, ছাঁচে ঢালা সবার হৃদয়;
ছুটছো তুমি ছুটছে সবাই, অনেক আলোয় চোখ ধাঁধালো
আমায় তুমি বুঝবে সে কি ! আস্ত আমড়া কাঠের ঢেঁকি।
জন্ম-বিয়ে-জন্ম-মৃত্যু, খাদ্য-বস্ত্র-শিক্ষা-বাস্তু
পেতেই হবে রুটিন মত, তা... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২৪৫ বার পঠিত     like!

ইরাবতী

লিখেছেন মেহেদী রবিন, ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৬



সারিবদ্ধ সুতোর জোড়াতালি কারুকাজে
রিক্ততার চিত্রবাহী পাদুকার সুখতুলি খাঁজে
একরাশ বুনোঘাস দলিত মত্থিত হল
নীল রং শরতের পলাতক ভোরে।

পিছু ফিরে দেখলো না কেউ; তার বিলুপ্ত অবকাশে
চিল ডানা মেঘরাশি ছুটে চলে যায় রোদে সাদা ব্যস্ত সহিসে,
ছায়াপথ জুড়ে পড়ে থাকে পথিকের পাদুকার রেশ, আর কিছু অতীত অবশেষ
ভবিষ্য উপদেশে ঝুলি ভরা থাকে; বাদ বাকি আশ্রিত কাগজের... বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ২০৭ বার পঠিত     like!

পরপুষ্ট

লিখেছেন মেহেদী রবিন, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৬



গত আধ জনমের পাপে আমি জন্মের তরে ডুবে গেছি বোধ হয়
চোখ বুজলে আজও সে পাপেরই প্রায়শ্চিত্ত শোধ হয়
মাথার ভিতরে অনুতাপে যন্ত্রণার ইহলোকে অবিরত
নিরালায় ঘিরে ধরে চারধারে অবেলার মরনের মত।

অদূরের মৃত শান্ত দীঘিতে কখনো অশান্ত লহর মত জাগে
ওবেলায় নিভে গেছে যে প্রদীপ শৈত্যের তিক্ত অনুরাগে
অনুক্ষণে তারও সলিতায় আঁচ লাগে যেন কোন... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     like!

বরং মাস্তুল হও

লিখেছেন মেহেদী রবিন, ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫১



তাহলে থেমে থেকো না অসার বৃক্ষের মত
করোনা ডালপালা মেলে আলোকরশ্মি রুদ্ধ;
শক্ত শিকড় গেড়ো না নরম কমনীয় নিজের
দুঃখকষ্ট গুলো কামড়ে ধরে পড়ে থাকতে;
জেনো বিরহ-কান্নারও আছে পরজীবী
আঁকশি অজস্র, স্থবিরতায় সে মূল ভিজিয়ে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে প্রাণ রসে ভরা তোমার
শক্ত বাকলকেও খুবলে তুলে নিবে নিমেষেই;

ভেবোনা বাতাসের কানেকানে নাকি কান্না
জুড়ে দিলেই তোমার অশ্রু যত... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ৩৩৯ বার পঠিত     like!

তারার ফুল

লিখেছেন মেহেদী রবিন, ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮



মহাকাল সীমান্তে রাত্রি নিবিড়
স্থবিরতায় ডোবা জমাট পাথর কিছু
আবেগহীন প্রান্তরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে,
নীলাচল আবৃত অন্ধ মায়াজালে,
ঘোর সঙ্কটে কোন সিদ্ধ ধ্যানীর মত
মোচন প্রত্যাশে চক্ষু বুজেছে যেন।

মেঘালয় নিঃসৃত ধূসর আঠালো জল
কালকূট আবরণে
নগরে জমেছে এসে
ছড়িয়েছে কোণে কোণে,
গ্রাম্য পালং-এর শরীর অবশে
মিশে ছেয়ে গেছে ভীত সন্ত্রাসে,
রুদ্ধ দেয়াল পিঠে
সোনালী-রুপোলীর আলোক মত রেখা যত
সব ‘লীন হয়ে গেছে
কপাটবদ্ধ... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৬০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০০৪৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ