somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাজোটের ১১ মাসে ১১৮ ক্রসফায়ার : রাজনৈতিক সহিংসতা ১৫১২৬

২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান মহাজোট সরকারের আমলে ১১ মাসে বিচারবহির্ভূত হত্যকাণ্ডের (ক্রসফায়ার) শিকার হয়েছেন ১১৮ জন। এ সময় র‌্যাব ও পুলিশের গুলিতে আহত হয়েছে আরও দুই শতাধিক। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকরা ঘোষণা দেন, চারদলীয় জোট সরকারের মতো এ সরকারের আমলে একটি লোকও ক্রসফায়ারে মরবে না। বর্তমান সরকারের প্রায় এক বছর শাসনামলে দেখা গেছে, ক্রসফায়ার বন্ধ তো হয়ইনি, বরং কোন কোন ক্ষেত্রে ক্রসফায়ারকে উৎসাহিত করা হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যখন অকাতরে ক্রসফায়ার চলছিল ঠিক ওই মুহূর্তে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছিলেন, সন্ত্রাসীরা গুলি করবে আর র‌্যাব-পুলিশ দাঁড়িয়ে গুলি খাবে, তা হতে পারে না। মন্ত্রীর এহেন মন্তব্যকে মানবাধিকার সংগঠনগুলো ক্রসফায়ারকে উৎসাহিত করা হয়েছে বলে সমালোচনা করে।

প্রতিমন্ত্রী শামসুল হক টুকুও র‌্যাব কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেছিলেন, আপনার হাতে লাঠি থাকতে সাপ আক্রমণ করলে আপনি তখন কি করবেন? সংশ্লিরা বলছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর পেশাদার সন্ত্রাসী, চরমপন্থী ও জঙ্গিসহ নানা শ্রেণীর সন্ত্রাসী মাঠে নেমে পড়ে। আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। পরিস্থিতি সামাল দিতে সেই পুরনো বিতর্কিত ক্রসফায়ার পদ্ধতিকেই অবলম্বন করা হয়। সঙ্গে সঙ্গে সরকারের সংশ্লিষ্টদের ভোল পাল্টে যায় রাতারাতি। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দাবি করেন, তার সরকারের আমলে দেশে একটি ক্রসফায়ারের ঘটনাও ঘটেনি। এদিকে, ক্রসফায়ারের বিষয়টি উদ্বেগ ছাড়ালে মানবাধিকার সংগঠন ছাড়াও বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়।

১৭ নভেম্বর ক্রসফায়ারের একটি ঘটনা নিয়ে সুয়োমটো রুল জারি করেন বিচারপতি আবদুর রহমান ও বিচারপতি ইমদাদুল হক সম্বন্বয় গঠিত সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ। আদালত স্বপ্রণোদিত হয়ে মাদারীপুরে লুৎফর খালাসি ও খায়রুল খালাসি নামে দু’ভাইকে গুলি করে হত্যার ঘটনাটি কেন বিচারবহির্ভূত ঘোষণা করা হবে না, সরকার ও র‌্যাবের কাছে জানতে চেয়ে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। দুই সহোদরকে র‌্যাব আটক করার পর তাদের হেফাজতে হত্যা করা হতে পারে বলে পরিবারের পক্ষ থেকে আশংকা প্রকাশের ৩৬ ঘণ্টা পর তাদের মৃত্যুর খবর প্রকাশিত হয়। আইন-শৃংখলা বাহিনী ও মানবাধিকার সংগঠন সূত্রে জানা গেছে, এ বছর ১১৮টি ক্রসফায়ার সংঘটিত হয়। ক্রসফায়ারে এর মধ্যে র‌্যাবের হাতে ৫৮, পুলিশের হাতে ৫০, র‌্যাব ও পুলিশে যৌথভাবে ২১ জন, আনসারের হাতে ২ জন, কারারক্ষীর হাতে ১ জন, বনরক্ষীর হাতে ১ জন, কোস্টগার্ডের হাতে ১ জন ও বাকিরা অন্যান্য বাহিনীর হাতে নিহত হয়েছেন।

খিলগাঁওয়ে ছাত্রলীগ কর্মী সুমন, খিলগাঁও রামপুরায় রাজিব, মোহাম্মদপুরে কলেজছাত্র সুমন, পুরনো ঢাকায় ব্যবসায়ী দুধ মিয়া ও পলিটেকনিকের দুই ছাত্র মহসীন ও জিন্নাহর মৃত্যু সমালোচনার জন্ম দেয়। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সোহেল তাজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হলে তিনি ঘোষণা দেন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে অথাৎ কাউকে গ্রেফতার বা আটকের পর কোন ক্রসফায়ার বা এনকাউন্টারের ঘটনা ঘটবে না। তার এই ঘোষণার পরপরই পলেটেকনিকের দুই ছাত্রের মৃত্যু ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। গ্রেফতারের পরই বেশিরভাগ ক্রসফায়ারের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এমনও হয়েছে, চরমপন্থী দলের ক্যাডারদের রাজধানী থেকে গ্রেফতার করে বাইরে নিয়ে ক্রসফায়ার দেয়া হয়েছে। একদিন আগে তাদের গ্রেফতারের খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। যশোরের সন্ত্রাসী পাগলা সেলিম ও তার ভাইকে ঢাকার শ্যামলী থেকে গ্রেফতারের একদিন পর যশোরে নিয়ে ক্রসফায়ার দেয়া হয়। প্রকাশ্য ক্রসফায়ারের ঘটনা ছাড়াও র‌্যাব-পুলিশ পরিচয় দিয়ে আটকের পর নিখোঁজ হয়ে যাওয়ার কিছু ঘটনা ঘটেছে। এমনকি রাজধানীর কাফরুলে আমিরুল ইসলাম ও শাহেদ ওরফে পাইক শাহেদকে র‌্যাব-পুলিশ পরিচয়ে বাসা থেকে ধরে নেয়ার পর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এর আগেও কয়েকটি ঘটনায় র‌্যাবের পরিচয় দিয়ে বাসা থেকে ধরে নেয়ার পরে তাদের আর হদিস পাওয়া যায়নি। বিশেষ করে বহিষ্কৃত যুবলীগ নেতা লিয়াকত হোসেনের নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জোট সরকারের পুরস্কারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম লিয়াকতকে গত বছরের ২৪ নভেম্বর তার বোনের লালমাটিয়ার বাসা থেকে র‌্যাব পরিচয়ে সাদাপোশাকধারী এক দল লোক তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ। ২০০৪ সালে ৬৮ জন, ২০০৫ সালে ১১১ জন, ২০০৬ সালে ১৯৫ জন, ২০০৭ সালে ৯৪ জন, ২০০৮ সালে ১৮৬ জন র‌্যাব ও পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছেন। এই নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার হাতে ৬০৩ জনের মৃত্যু ঘটে। Click This Link


এদিকে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সারাদেশে ১৫ হাজার ১২৬টি রাজনৈতিক সহিংস ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় মোট ২৩৯ জন নিহত হয়েছে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলে নিহত হয়েছে ৩৯ জন। এদের মধ্যে ৩৭ জন আওয়ামী লীগের এবং ২ জন বিএনপির। একই সময় দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে ২২৯টি। এসব হামলায় নিহত হয়েছেন ৩ জন এবং গুরুতর আহত হয়েছেন ৭১ জন।
‘গণমাধ্যমের ওপর চাপ এবং রাজনৈতিক সহিংসতা : রাষ্ট্রের দায়িত্ব এবং গণতান্ত্রিক সংস্কৃতি’ শীর্ষক আলোচনায় এসব তথ্য তুলে ধরা হয়। Click This Link

৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায় অত্যাচার ও অনিয়মের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ

লিখেছেন রাজীব নুর, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪০



'অন্যায় অত্যাচার ও অনিয়মের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ'।
হাহাকার ভরা কথাটা আমার নয়, একজন পথচারীর। পথচারীর দুই হাত ভরতি বাজার। কিন্ত সে ফুটপাত দিয়ে হাটতে পারছে না। মানুষের... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সাংঘাতিক উস্কানি মুলক আচরন

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



কি সাঙ্ঘাতিক উস্কানিমুলক আচরন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর । নাহ আমি তার এই আচরনে ক্ষুব্ধ । ...বাকিটুকু পড়ুন

একটি ছবি ব্লগ ও ছবির মতো সুন্দর চট্টগ্রাম।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮


এটি উন্নত বিশ্বের কোন দেশ বা কোন বিদেশী মেয়ের ছবি নয় - ছবিতে চট্টগ্রামের কাপ্তাই সংলগ্ন রাঙামাটির পাহাড়ি প্রকৃতির একটি ছবি।

ব্লগার চাঁদগাজী আমাকে মাঝে মাঝে বলেন চট্টগ্রাম ও... ...বাকিটুকু পড়ুন

দ্য অরিজিনস অফ পলিটিক্যাল জোকস

লিখেছেন শেরজা তপন, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৯


রাজনৈতিক আলোচনা - এমন কিছু যা অনেকেই আন্তরিকভাবে ঘৃণা করেন বা এবং কিছু মানুষ এই ব্যাপারে একেবারেই উদাসীন। ধর্ম, যৌন, পড়াশুনা, যুদ্ধ, রোগ বালাই, বাজার দর থেকে... ...বাকিটুকু পড়ুন

×