somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

তোমার অবিশ্বাসে আমার কোন রাগ নেই আছে কষ্টের সীমাহীন গভীরতা,,,,,,,

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

অভিমান

লিখেছেন nilkabba, ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৩

মনের সাথে আজকে আমার যোজন যোজন ফারাক,
মনটা হেথায় কাদুক বসে দুঃখতো আর নাই,,,,
মনকে এবার বলবো আমি তোমার সঙ্গে আড়ি
তাইতো আমি স্বপ্ন দেখা কবেই ভুলে গেছি,,,, বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

নারীর অসমাপ্ত প্রেমের ব্যাখ্যা

লিখেছেন nilkabba, ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৯

যে নারীর বিদায়ে
বিরহী যাপনে কাটে অসমাপ্ত প্রহর
সে নারীই দিল নির্বাসিত জীবনে
যোজন যোজন অমাবস্যা।

যে নারীর বিদায়ে
বিরহী ক্রন্দনে বুক যায় ফেটে
সে নারীই বলে
ভালবাসা ছিল বলেইতো
আজ দীর্ঘ সময় অপেক্ষার নিত্য অাসা যাওয়া।

নারী বলে
প্রেম সেতো আছে সারা দেহ জুড়ে
নারীর অদৃশ্য শিহরণে কেপে উঠে
অলিন্দ -নিলয়,
বুক পাজরের ব্যাথাটাও একটু একটু করে
উর্ধ্ব গগনে বিলাপ করে।

যে নারীর... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

প্রত্যাখ্যান

লিখেছেন nilkabba, ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:৩০

আমি কাদঁবো না আর তোমার ব্যাথায়
আমি গাইবো না গান তোমার আশায়
আমি লিখবো না আর কাব্য কোন
স্মৃতির চোরাপাতায়।

আমি ছিড়বো না ফুল কোন গাছের
গাঁথবো না... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

আবার সে এসেছিল বৃষ্টি জলে স্বপ্ন নিয়ে

লিখেছেন nilkabba, ২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৭

নিরঙ্কুশ বিজয়ে হেসেছিল যে
আজ সে দুঃখের দুলালী,
অহংকারের দাবানলে চোখ রাখেনি যে,
আজ সে অাটপৌড়ে শাড়ীর অাচঁলে বন্দী,
গায়ের উজ্জ্বল লাবন্যে দিশেহারা ছিল যে,
আজ সে রোদে পোড়া ময়লা অচেনা নারী।
বুঝেছিল বুঝি সুখের সাগরে দিয়েছি পাড়ি!
অন্য কারো কান্না নিয়ে,
কান্নার আজ চোখ বদল হয়েছে,
বুঝেছিল কি যে নারী?
বিলাসী জীবনের রঙ্গিন পাখনায়!
আজ নারী অন্য কথা বলে,
আজও... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

স্বপ্নবাজের বাহাদুরি

লিখেছেন nilkabba, ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৫২

সূচনার ব্যাখ্যায় হয়না উপসংহার
কাটেনা বিষাদের ঘোর ভরা পূর্ণিমায়
দহনে যখন পোড়ে অন্তরঅাত্না
অাত্মগোপনের অভিলাষ অসমাপ্ত গন্তব্যে
ছুটে চলে বিচ্ছিন্ন নিরানন্দে
অমাবস্যাতিথি যখন বুক পাজরে
বিষাক্ত নিশ্বাস ছুড়ে
হারানো স্বপ্ন তখন লুকানো কান্নার ভীড়ে
মুখগোঁজে পুরানো পিরানে
এখনো পাইনা সূচনায় তাহার ব্যাখ্যা
ফুলের সুবাসে বিমোহিত
সুরে পাইনা ছন্দ
স্বপ্নের হিংসুক দলগুলো অাজ
খোঁজে ফেরে ছলচাতুরী
নির্জন কুঠি অাজ ঠাহর করে
অভাগা বিলাপ
বিচ্ছিন্ন দুটি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

অনন্ত একা

লিখেছেন nilkabba, ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৩


একলা চলে একলা পথিক
একলা টানে চুরট
একলা মুখে ধুয়া ছুটে
একলা থাকা বারন।

একার সাথে আরেক একার
হয়না কভু মিলন
একলা শুধু একলা চলে
একলা অকারণ।

একলা কষ্ট একলা দুঃখ
একলা কাঁদে মন
একলা হৃদয় একলা একা
একলা সারাক্ষণ।

একলা নীরব একলা মায়া
একলা আকাশ পাতাল
একলা চোখের নোনা পানি
একলা একা মাতাল।

জীবন নদী... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!

যাপিত জীবন ও সভ্যতা

লিখেছেন nilkabba, ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০২

সব হারিয়েছে আজ যাপিত জীবন থেকে।ঝলমলে অালোয় মেতে থাকে রাত্রি আজ সজাগ দৃষ্টিতে।।শুধুই নিরন্তর ছুটে চলা মানবতাকে দু 'পায়ে মাড়িয়ে।শব্দের হুলিতে আজ মেতেছে যান্ত্রিকতা ও যন্ত্র মানব।হাপিত্তেসে ভরা জীবনে ক্রমান্বয়ে বাসা বেধেছে মরীচিকা। জীবনের সব প্রাপ্তি যেন হাত বাড়ালেই।এ প্রাপ্তিতো সহজে মেটেনা যান্ত্রিক মানবের যাপিত জীবনে।সময়ের নিংড়ানো সভ্যতায় আজ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

নতুন অালো

লিখেছেন nilkabba, ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৩

আজ হারিয়ে গেছি আমি
ফুরিয়ে গেছে আলো
আজ চোখের কোনে
জল জমেছে
দুঃখ পাবো আরো,
দুঃখ পাবো দুঃখ পাবো
দুঃখের সাগর পাড়ি দেব
দুঃখের আলোয় ভাসবো আমি
দুঃখ আমার নেশা
দুঃখটাকে আপন করে
থাকবো আমি একা।
গাইবো আমি হাসবো আমি
লিখব আমি কাব্য
পড়বে ঝড়ে আলোর ছটা
থাকবেনা আর কষ্ট।
হাঁটবো একা পথে পথে
এপার থেকে ওপার
দুঃখ – কষ্ট মুছে ফেলে
ফুল ফোটাব আবার,
ফুটবে যে ফুল,... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!

নার্গিসকে লেখা প্রেমিক কাজী নজরুল ইসলামের অমর প্রেমপত্র

লিখেছেন nilkabba, ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫২

নজরুলের জীবনে দু’জন নারীর উপস্থিতি খুব গভীর ভাবে লক্ষ্য করা যায়- একজন নার্গিস আরেকজন হলেন প্রমীলা। নজরুলের হৃদয়ের দুই সারথী- একজন চাঁদ তো অন্যজন নীল সরোবর।
প্রিয় কবি নজরুলকে, তার প্রথম স্ত্রী নার্গিস একটি পত্র লিখেছিলেন সেই কুমিল্লা থেকে বিয়ের প্রথম রাতে নজরুলের চলে যাবার অনেক দিন পর।সেই চিঠির উত্তর... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৭৬৬ বার পঠিত     like!

মৌনতার অাগুনে পোড়াও তাকে

লিখেছেন nilkabba, ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৬

স্মৃতির গহনে আজ মহাকাব্য
সে অতীত আজ মাঝে মাঝে
আসে আলসে সময়ে,
দিব্যি হেটে যায় অলিখিত কথনে,
পুরোনো কৈশরে থাবা মারে অকস্মাৎ।
জীর্ণ ভূমি পিপাসিত হৃদয়ে
ভাগাড়ে হাত মেলে।
নয়ন হারিয়েছে হাসি
সেতো শতাব্দী পেরিয়ে গেল,
হৃদয় কপাটে খিল
অাজ কৃতদাস হয়ে
অন্যের ভূমি বিচরণ করে।
নিঃসঙ্গতা আজ রাত্রির ঘুম ভাঙ্গায়।
চৈতন্য ফিরে পাবার অাগেই
সময় পেরিয়ে যায়
অন্য কারো হাত ধরে।
দৃষ্টির অগোচরে সীমানা প্রাচীর
চোখ... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     like!

প্রেম বিদ্রোহ

লিখেছেন nilkabba, ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৯

আমি মাটি থেকে আকাশ ছুয়েঁছি
সাগর দিয়েছি পাড়ি
আমি ভিন্ন গ্রহে বসত গড়েছি
দুঃখ আমার নাহি।

আমি ছুয়েঁছি অনল
দেখেছি বিষাদ
বুকে বেধেছি পাথর
আমি কষ্ট থেকে কষ্ট কুড়িয়ে
হয়েছি অাজ নিথর।

আমার বুকের মধ্যখানে
যেই খানে তার বসত
সেই খানেতে জন্মেছে
আজ নষ্ট মনের রসদ।

আমি পর করেছি পৃথিবীকে আজ
জঞ্জাল করেছি মুক্ত
আমি চলে যাব আজ
দূর থেকে দূরে
নিজেকে করেছি শক্ত।

আমার ব্যথায় ব্যথিত আমি
আমার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

তুমি বুঝি নিজেই নিজেকে চিনলেনা

লিখেছেন nilkabba, ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০২

আমিতো চাইলেই পারতাম
আরো অনেকের মত হতে
যারা অনায়াসে পাল্টে নিতে পারে নিজেকে
নিজের খোলস ভেঙ্গে বেরুতে পারে বারবার
তুমি তাদের কতটা চেন?
এই না চেনা অন্ধকার রূপ
তোমাকে অার কিছুই চিনতে দিলনা।
যার হাত ধরে,
এই অচেনা পৃথীবির
যা কিছু তোমার চিনতে পারা,
জানতে পারা
তাকেই চিনলেনা তুমি?
হায়! তোমার বুঝি আর কিছুই চেনা হলোনা!
অদেখা হাসি
অদেখা কান্না
হাপিত্তেস অভাব -
মাঝরাতে বুনো... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

ক্ষণজন্মা প্রেম

লিখেছেন nilkabba, ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩২

একদিন তোমার ডাকেই ছিল
ভালবাসার ঐক্যতান,
সুরের মূর্ছনায় ছিল
মাতাল প্রেমের হাসনাহেনা।
একদিন তোমার প্রেমেই ছিল
নতুন কিছুর স্বাদ,
চেনা না চেনার প্রাণবন্ত উচ্ছাস।
একদিন তুমিই বলেছিলে
আমার প্রেম তোমার নীরবতা উল্লাস,
আমার প্রেমেই খোজে পাবে
অনন্ত আওয়াজ।
তোমারর উল্টোপথের প্রেমে
সাড়া দিয়েছিলাম না বুঝার আগেই,
যে পথ ভুল পথিকের
ক্ষণিকের পথপলা।
আজ তুমি অচেনা প্রেম কোথায় হারালে?
এসেছিলে বুঝি এমনি ভাবেই
ক্ষণজন্মা হয়ে?
নীরবে ছায়ার অাবডালে বসে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

নারীর স্বপ্ন ও কবির প্রেম

লিখেছেন nilkabba, ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১১

প্রেম তুমিতো আকাশ ছিলে
অরণ্যের সবুজে তুমি ছিলে
ছায়ার রোদ্দুর,
মেঘলা বিকেলে তুমি ছিলে
স্বপ্ন রাঙা পাখি।।

প্রেম তুমিতো ফাগুনের অাগুন ছিলে
সোনালী উদ্দানে তুমি ছিলে
বাহারি রং বিলাসী।।

প্রেম তুমিতো সাগর ছিলে
উন্মাদ প্রলাপে তুমি ছিলে
ঢেউয়ে ঢেউয়ে সূর্যোদয়।।

প্রেম তুমিতো পাহাড় ছিলে
অাকাশে ছিল তোমার সখ্যতা
মেঘের শীতল পরশে তুমি ছিলে
দানবীয় হিমালয়।।

প্রেম তুমিতো নারী ছিলে
সরল হৃদয়ে ছিল তোমার
স্বপ্ন স্বপ্ন ভালবাসা।
মন ঝুরিতে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৯৬ বার পঠিত     like!

আলাপন

লিখেছেন nilkabba, ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫০

অাকাশ ভরা নীল জোছনায়
মন হয়েছে উদাস
আজকে আমি তোমায় নিয়ে
ঘুরবো সারারাত।।
নীল অালোতে নীল প্রদীপের
হালকা অালোয় ভেসে
তোমায় নিয়ে হারিয়ে যাব
গাইব বেসুর সুরে।।
স্বপ্ন স্বপ্ন উড়াল আহা!
ঢেউ উঠেছে মনে
সব বাধা আজ পেরিয়ে মোরা
ছুটব অাপণ মনে।।
দুচোখ মেলে চাইবনা আজ
উড়ু উড়ু মন
তুমি অামি চাঁদেরহাটে
করব অালাপন।। বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬১৫৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ