somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০. যেভাবে আমি পাঠক হলাম/পাঠকের জবানবন্দী।

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তুমি আমার প্রথম সকাল
একাকি বিকেল, ক্লান্ত দুপুর বেলা,
তুমি আমার_ সারা দিনমান
তুমি আমার সারা বেলা।

ইন্টারনেটের শুরুটা ২০০৯ থেকে। নেশাটা তখনও বই আর পাবলিক লাইব্রেরীর মধ্যেই ছিল। ২০১০এ ক্লাসের পড়ার চেয়ে রবীন্দ্র, শরৎচন্দ্র, সুকান্ত, সুকুমারের বই এত বেশী পড়তাম(!!) যে, এক সাবজেক্টে ফেলও করেছিলাম। :P
২০০৯-২০১১পর্যন্ত নকিয়া১১০০ মোবাইলই ভরসা ছিল। নেটের কাজগুলো বাইরে/বন্ধুদের মোবাইলে সারতে হত।
২০১২, নেট ইউজ করবো বলে নতুন মোবাইল নিলাম। কয়েক সপ্তাহ না যেতেই ব্যাটাকে হারিয়ে ফেললাম।(ফোনটা আমার বর্তমান স্মার্টফোনের চাইতেও দামি ছিল!:()। তবে খুশির খবর হল, ২০১২তেই নতুন ল্যাপটপ হাতে আসলো। আর আমাকে পায় কে....;)

জানুয়ারি, ২০১৩
ডাটা এন্ট্রির কাজ করতাম। একদিন ব্রাউজিং করতে গিয়ে সামুকে পেয়ে গেলাম(এর আগেও সামুর লেখা পড়েছি হয়তো, তবে সেভাবে মনে নেই)। লেখা পড়ে বেশ মজা লাগল। ব্লগ নিয়ে আগ্রহ তৈরী। এরপর নেটে ঢুকলেই ব্লগে উঁকি-ঝুঁকি মারতাম। টেকটিউনস আর সামু, এ দুটো বেশী পড়তাম। আমি অবস্য "সামু" বলতাম "মামু"।(গণজাগরণ মঞ্চ ও রাজাকারের ফাঁসি সংক্রান্ত জ্বালাময়ী সেই পোস্টগুলো এখন ভুলি নি।):P
দু'জন বন্ধু সামুতে লেখালেখি শুরু করে। আড্ডার ফাঁকে একজন তাঁর লেখাটা দেখায়, তখনও ওর নিকটা জানতাম না। মূলত, ওদের খুঁজতে এসেই সামুর প্রেমে পড়া।

২০১৪,
ব্লগে নানা রকম সমস্যা ও ক্যাচাল শুরু হয়। একদিন হঠ্যাৎ করেই আমার লেখক বন্ধু ব্লগে লেখা ছেড়ে দিল। নিজের অজান্তেই ব্লগে আসা কমে যায়, ব্যস্ত হয়ে পড়ি জীবন নিয়ে। কতদিন ব্লগ থেকে দুরে ছিলাম, ঠিক মনে নেই।
ঈদের ছুটি(সম্ভবত কোরবানির ঈদে) কাটাতে বাসায় এসেছি। মোবাইলে এলোমেলো ব্রাউজিং করছিলাম। হঠাৎ সামুকে পেয়ে গেলাম। মনে পড়ল সেই স্মৃতিকথা। আহ্! এই আমি, যে কিনা ৫-৭টা ব্লগ নিয়মিত পড়তো, সে কিনা আজ পত্রিকার সম্পাদকীয়তে বন্দি! তখন থেকে অবসরে ব্লগ পড়া শুরু করলাম। আমার এখনো মনে আছে, জিপিতে তখন 3MB/7MB এর প্যাক পাওয়া যেত। প্রতিটা পেজ লোড নিতে বেশ খানিকটা সময় লাগতো, 4Kb ডাটা খরচ হত।।:D

২০১৫,
প্ল্যান ছিল ট্যাব কিনব, কিন্তু নিলাম সাদা টাচ ফোন। মজার ব্যাপার হল, মাঝেমধ্যে আমি দুটো ফোন থেকেই ব্রাউজিং করতাম। সামু থেকে ইস্টিশন, সময় পেলেই টুকটাক পড়তাম। কখনো নিয়মিত, কখনো কালেভাদ্রে। লেখা পড়ে ভেবেছি, হেসেছি, কেঁদেছি। কিছু লেখা পড়ে মনে হয়েছে? আরে! এতো একদম আমার মনের কথা!
২০১৬,
টঙ্গীতে মোবাইল চুরি গেল। ফেব্রুয়ারিতে অ্যান্ডয়েড ফোন নিলাম। শান্তিমত ব্লগ পড়াটা শুরু হল তখন থেকে। সামুর সব পোস্ট না পড়লেও প্রিয় লেখকের লেখাগুলো খুব একটা মিস করতাম না। মাঝেমধ্যে দু-একটা পোস্টে যখন মন্তব্য আর প্রতিমন্তব্যে দারুন এক আড্ডা জমে উঠতো! আমি হা করে পড়ে যেতাম; আফসোস হতো, মন্তব্য করার জন্য মনটা কেমন উসখুস করতো। লেখকদের দেখে মাঝেমধ্যে ঈর্ষা/হিংসেও হতো, ব্লগে আসতে ইচ্ছে করতো। কিন্তু যেখানে প্রিয় বন্ধুরাই নেই, সেখানে আমি আসবো কেন? (ল্যাপটপ থেকেও পড়তাম, তবে সেটা কালে ভাদ্রে)

২০১৭,
অনেক দিন ভেবেছি অ্যাকাউন্ট খুলি! হয়ে ওঠে নি। ল্যাপটপে ব্লগ পড়তে গিয়ে, হঠ্যাৎ একদিন রেজিস্ট্রেশন করে ফেললাম। নিজের নাম, পরিচয়, ছবিসহ। পরে অবস্য ওসব চেঞ্জ করি। প্রথম দিকে পোস্ট দিতাম না, মন্তব্যও করতাম না, লগআউট করে শুধু পড়তাম।(কয়েক মাস ব্লগের বাইরে ছিলাম)
ফেব্রুয়ারি, ২০১৮
বেশ কিছুদিন পর ব্লগে এলাম। লেখাও শুরু করলাম। কতদিন কন্টিনিউ করতে পারবো জানি না। কত প্রিয়মুখ ব্লগে ছিল, সময়/জীবনের প্রয়োজনে অনেকেই হারিয়ে গিয়েছে। কোন একদিন আমিও হয়তো হারিয়ে যাব/জড়িয়ে পড়ব জীবন যুদ্ধে। কালের বিবর্তনে কোন এক আড্ডার ফাঁকে মনে পড়বে মামুকে(সামুকে), মনে পড়বে তার ভাগ্নে-ভাগ্নিদের(ব্লগারদের)। সেদিন আমি অবাক হবো না !! !! !! [উল্লেখ্য যে, সামুর সাথে আছি বেশ ক'বছর, তবে কখনই নিয়মিত ছিলাম না।]
(এই পর্যন্ত একবার পোস্ট করেছিলাম। ওটা এডিট করে দিলাম।)


অক্টোবর, ২০১৮
১. এতদিন ব্লগে থাকতে পারব ভাবি নি। ইদানিং ব্লগিংটা মনেহয় নেশা হয়ে গিয়েছে। প্রতিদিন কয়েকবার ব্লগে আসি/লগইন করে বসে থাকি। ব্লগে এসে যখন প্রিয় মানুষদের দেখি, দারুন লাগে।
২. ফ্লাডিং দেখতে দেখতে ক্লান্ত, বিরক্ত। আমি সাধু পুরুষ না, কিন্তু পাবলিক প্লেসে এসব দেখলে মেজাজ ঠিক থাকে না। এই কারণে মডুদের সেদিন কিছু রুঢ় মন্তব্য করেছিলাম। শাস্তিস্বরুপ, কমেন্ট ব্যানে আছি।
৩. সত্যি কথা বলতে কী, ব্লগে এসেছিলাম কিছু কাজে। ব্লগারদের মনোভাব জানতে, নিজেকে যাচাই করতে, আরো একটা ইচ্ছে ছিল। ভাবতাম(এখনও ভাবি) একটা নতুন জেনারেশন তৈরী হোক। যারা দলকানা না হয়ে, সাদাকে সাদা আর কালকে কাল বলবে। যারা সামাজিক সমস্যাগুলো বুঝবে, ওসব নিয়ে লিখবে। যাদের হাত ধরে সমাজ, দেশ ও জাতী এগিয়ে যাবে।
৪. ব্লগে চলতে গিয়ে কিছু অপ্রাসঙ্গিক মন্তব্য করেছি। ক্যাচাল, প্যাচাল, কাইজাও তো কম করি নি! বিরোধী পক্ষের অনেকে তো এখন ব্লগেই আসে না। নিয়মিত/ফাঁকিবাজ সবার কাছে ক্ষমাপ্রার্থী।

অনেকদিন থেকে মাথায় একটা ভূত চেপেছে। সামুর মত একটা পাবলিক ব্লগ করবো। যার স্লোগান হবে, 'আমি বাংলায় গান গাই'। যার ব্যানারে রিক্সা/ইট-পাথরের দেয়াল থাকবে না। " বরং থাকবে আবহমান গ্রাম বাংলার ছবি। থাকবে শহীদ মিনার, সবুজ প্রান্তর, লাল সূর্য, গ্রামের মেঠো পথ, ঝিলে ফোটা শাপলা কিংবা পাল তোলা নৌকা। যেখানে ফ্লাডিং হবে না; তেলাপোকা, ছুঁচো, গিরগিটি থাকবে না। কোন বন্ধু রাগ করে চলে যাবে না। তরুণসমাজ ও ছাত্ররা ব্লগিংএ এগিয়ে থাকবে।"
জানিনা স্বপ্নটা পুরণ হবে কিনা। অর্থনৈতিক, রাজনৈতিক, টেকনিক্যালি ও আইনি বিষয়গুলো জেনে, বন্ধু ও বড়দের সাথে পরামর্শ করে তবেই সিদ্ধান্তটা নিব। সেটা অবস্যই কয়েক দশক পর, পরিবেশ-পরিস্থিতি ও বাস্তবতা বুঝে। সত্যি করে বলতে গেলে, এখনো আমি লিলিপুট, ফাঁকা কলস। আগে বড় হই, নিজেকে একটু গুছিয়ে নি, ঝালিয়ে নি। আর ততদিন সামুতে লগইন করে বসে থাকি(লগইন করে আমি বিবিধ কাজ করি)।

অনেক ছেলেমি কথা হল। শেষ করবো একটা বাস্তবতা দিয়ে: "সামুর নিবন্ধিত সদস্য সংখ্যা প্রায় ২.৫ লাখ। ব্লগে আইডি খোলা, সেফ হওয়া, দিনে কয়েকটা পোস্ট দেয়া তেমন কোন ব্যাপার না। কয়েক সপ্তাহ লেগে থাকলে জনপ্রিয়তাও পাওয়া যাবে। এখানে সবচেয়ে কঠিন হল টিকে থাকা/লেগে থাকা। কত ব্লগার দেখলাম: এলো, ব্লগ কাঁপালো, ডুবও দিল। বিদ্রোহী ভৃগু, রাজীর নুর, শায়মার মত(+আরো কিছু অ্যাকটিভ ব্লগার) নিয়মিত হতে পেরেছে ক'জন?"

নিজেকে কখনোই ব্লগার ভাবি না। আমি বড়জোর এক ফাঁকিবাজ দর্শক/পাঠক। ফাঁকিবাজ ছাত্রটা ব্লগেও যে ফাঁকিবাজি করবে এটাই স্বাভাবিক। সেকি কারো জালি বেতকে ভয় পায়? ভয় পেলে তো সেই কবেই মেধাবীদের তালিকায় আমার নাম উঠতো!
সবার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাপি ব্লগিং...


পুনশ্চঃ ব্লগে ছিলাম, আছি, থাকার চেষ্টা করবো। তবে মন্তব্য করা কমে যাবে।



.
⚠⚠⚠মন্তব্য সেটিংসঃ আপাতত মন্তব্য করতে পারবেন না।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১৭
৪৪টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প

লিখেছেন ঢাকার লোক, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৫

মাত্র মাস দুই আগে আমার এক আত্মীয়ের সাথে দেখা আমার এক বোনের বাড়ি। তার স্ত্রী মারা গেছেন তার সপ্তাহ দুই আগে। মক্কায় উমরাহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে... ...বাকিটুকু পড়ুন

অভিমান

লিখেছেন জিনাত নাজিয়া, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১২

" অভিমান "

তোমার ঠোঁটে বোল শিখেছি
তুমি আমার মা, কেমন করে
ভুলছ আমায় বলতে
পারিনা। এমন করে চলে
গেলে, ফিরে ও এলেনা। হয়তো
তোমার সুখেই কাটছে দিন,
আমায় ভাবছ না।

আমি এখন সাগর... ...বাকিটুকু পড়ুন

আমার কিছু ভুল!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮

১। ফ্লাস্কে চা থাকে। চা খেতে টেবিলে চলে গেলাম। কাপে দুধ-চিনি নিয়ে পাশে থাকা ফ্লাস্ক না নিয়ে জগ নিয়ে পানি ঢেলে দিলাম। ভাবছিলাম এখন কি করতে হবে? হুঁশ ফিরে এল।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের লোকসংস্কৃতিঃ ব্যাঙের বিয়েতে নামবে বৃষ্টি ...

লিখেছেন অপু তানভীর, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:০০



অনেক দিন আগে একটা গল্প পড়েছিলাম। গল্পটা ছিল অনেক এই রকম যে চারিদিকে প্রচন্ড গরম। বৃষ্টির নাম নিশানা নেই। ফসলের মাঠ পানি নেই খাল বিল শুকিয়ে যাচ্ছে। এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি ভাবনা ও একটা সত্য ঘটনা

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৭


আমার জীবনের একাংশ জুড়ে আছে; আমি চলচ্চিত্রাভিনেতা। বাংলাদেশেই প্রায় ৩০০-র মত ছবিতে অভিনয় করেছি। আমি খুব বেছে বেছে ভাল গল্পের ভাল ছবিতে কাজ করার চেষ্টা করতাম। বাংলাদেশের প্রায়... ...বাকিটুকু পড়ুন

×