somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিঙ্গাপুরের পথে কিছু ছন্নছাড়া বোহেমিয়ান (ছবি ও ভ্রমণ ব্লগ)

০৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিসার জন্য আবেদন করার মতন বিরক্তিকর কাজ বোধকরি আর নেই। জনাপাঁচেকের গ্রুপ যাচ্ছি সিঙ্গাপুরে, এক বৈজ্ঞানিক আলোচনা সভায় মতবিনিময়ের জন্য, আমি ছাড়া আর কারু ভিসা লাগবেনা, কারন আমিই একমাত্র বাংলাদেশী, কি বিরক্তিকর! যাহোক- ভিসা নিতে গেলাম কোরিয়ার সিউলে, ওখানে চায়নিজ বন্ধুদের সাথে জম্পেশ আড্ডা ও থিয়েটারে ম্যুভি দেখে পরদিন ভিসা নিয়েই চলে গেলাম সরাসরি দঃকোরিয়ার ইনচন বিমানবন্দরে। আমার ভ্রমন সঙ্গী এক কোরিয়ান, একই গবেষণাগারের ছাত্র আমরা।


সিউল স্কোয়ার - সন্ধ্যেয় যেখানে আড্ডা মারছিলাম আর 'রক গানের উৎসব' উপভোগ করছিলাম।


সিউল সিটি (দক্ষিন কোরিয়া)


সিউলের ইনচন বিমান বন্দর।

এদিকে মালয়শিয়ান উড়োজাহাজ একঘন্টা দেরী করল ছাড়তে, মেজাজ চিড়বিড় করতে করতে বিমানের অভ্যন্তরের একটা ছবি তুলে নিলাম।


সাত ঘন্টার ভ্রমন শেষে পৌছুলাম সিঙ্গাপুরের 'চাঙ্গি বিমানবন্দরে'



সিঙ্গাপুরে আমার প্রচুর বুয়েটিয়ান বন্ধু-বান্ধব আছে, আশা করেছিলাম সময় খারাপ কাটবেনা, কাটেওনি, আশাতীত ভাবে ভালো কেটেছিলো, আফসোস ছিলো হাতে আরও কিছু সময় বেঁধে যে কেন নিয়ে এলাম না, তার জন্য। এদিকে বুয়েট থেকে আরেকটি ছোট ভ্রাতা এল, ০৩ ব্যাচের। ও আবার প্রভাষক-ও বটে। খবর দিলাম নানইয়াং বিশ্ববিদ্যালয়ের বন্ধু শান্ত-কে, অনেকদিন পর দেখা...হই হই করে বেড়িয়ে পড়লাম সিঙ্গাপুর সিটি দেখতে।


নিচের ছবিতে, শান্ত, কোরিয়ান বন্ধু মিন কি ও আমি


এদিকে প্রভাষক মহোদয় মনিরের জয়নুল ভাষ্কর্য হইবার চরম ইচ্ছা জেগেছে স্পষ্টত-


সিঙ্গাপুরের ন্যাশনাল ডে উপলক্ষে বিমান মহড়া চলছিলো,




সে এক তুমুল বিতর্ক - বিষয় 'গরুর গাড়িতে করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসার সহজ রাস্তা কোনটা'।


অবশেষে মনির দেখিয়ে দিলো কিভাবে গরুর গাড়িতে চরে সিঙ্গাপুরে আসতে হয়!
বেলা পড়ে যাচ্ছিলো, হাতে সময় কম-দ্রুত খাওয়া-দাওয়া সারলাম ম্যাক থেকে-


মেরলায়নের সামনে পোলাপান, আর আমি? ছবি তুলছিলামঃ


আতশবাজির মনোমুগ্ধকর খেলা,


মেরিনা বে - স্যান্ডস টাওয়ার


নাইট ফটোগ্রাফী করতে মন চাইলো, কিন্তু সাথে ট্রাইপড নিয়ে বের হইনি দেখে নিজের ওপর-ই রাগ লাগলো। তাহলে হয়তো আপনাদের আরও কিছু সুন্দর ছবি উপহার দিতে পারতাম।


সে রাতের বাদবাকি ছবি গুলো পাবেন পূর্ববর্তী এই ব্লগে

রেরদিন আবার শহর ঘুরতে বের হলাম, এসেছি কনফারেন্সে যোগ দিতে, কিন্তু ওখানে যাবার নাম নিশানাও নেই। সিঙ্গাপুরে খাবারের দাম বেশ সস্তা মনে হল আমার কাছে, হয়ত অনেকদিন কোরিয়ায় থাকার কারনে। আর খাবারের অনেক রকমভেদ আছে, যেমন আছে মানুষগুলোর। এরা মূলত চায়নিজ, দক্ষিন ভারতিয় ও মালয়। তাই তিন জাতীর চার ধরনের খাবার (জাঙ্ক ফুড সহ) ছাড়াও আরও হরেক রকম খাবারে বোঝাই, আর খাবার গুলো আবার হালাল-ও বটে, যা আমি কোরিয়াতে এসে পাইনি।

চায়নাটাউনের চায়নিজ খাবারের দোকানের পিকিং ডাক, বেশ ভালোই লেগেছিলো খেতে, পরের ছবিতে ড্রাগন ফল


চায়নাটাউনের সামনে আমি।
এরপর গেলাম স্যান্টোসা আইল্যান্ডে, সত্যি বলতে কি- বীচটা অনেক সাজানো গোছানো, অনেক আয়োজন ও অনেক ট্যুরিস্টের ভীর, কিন্তু বীচটাকে আমার একেবারেই পছন্দ হয়নি। কেমন যেন ময়লা মাখা পানি আর পুকুরের মতন ঢেউ। দুঃখ হল আমাদের কক্সবাজার আর সেইন্টমার্টিন নিয়ে, কত অবহেলায় ফেলে রেখেছি আমরা ওগুলোকে।


হারবার ফ্রন্টের দোরগোড়ায়।





স্যান্টোসা আইল্যান্ডের ফুডকোর্ট - এখানে আপনি যে কোন দেশের যে কোন স্বাদের খাবার পাবেন, খুব সস্তায়।



জিপলাইনিং, দারুন একটা এডভেঞ্চার, গতমাসে পাহাড়ের ওপর থেকে জিপ-লাইনিং ডেথ স্লাইড করেছি ৯ কোর্সের , সেই-রকম!
বীচের দৌড়-ঝাপ শেষ করে পরের দিন গেলাম নানইয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সেখানে বুয়েটের বড়ভাই ও ব্যাচমেইটদের সাথে কি যে আনন্দে কেটেছে সেটা আর বলার মতন না, জমে উঠেছিলো আমাদের আড্ডা। নানইয়াং এর ক্যাফেটিকে যেন আমাদের বুয়েটের সেন্ট্রাল ক্যাফে মনে হচ্ছিল বারবার।


সবাই মিলে তুললাম ছবি-


বাঁ থেকে-শরীফ, গৌতম দা, আরিফ ভাই, রাজিব, মনির (জনাব প্রভাষক), আরাফাত ভাই ও আমি (ছবি তুলেছে শান্ত)।
পরেরদিন গেলাম কনফারেন্সে (শেষ পর্যন্ত)। সেখানে গিয়ে আরেক বুয়েটিয়ান অনিরুদ্ধ দা-র সাথে দেখা। ঝটপট ছবি তুলে নিলাম-


আনিদা ও আমার মালয়শিয়ান গবেষণা সহযোগীর সাথে। কনফারেন্সে ভদ্রমহোদয় ও মহোদয়াগণের জন্য। তাই এই গরমের মধ্যে পোষাক বদল করে পড়তে হল স্যুটকোট, মহা বিরক্তিকর -


বিশ্বাস করুন - এটা আমি নই, হাহা।
এর পর চলে গেলাম এন.এউ.এস বা ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে। যেতে যেতে হয়ে গেল সন্ধ্যে। মাত্র ২ ঘন্টা ছিলাম, তাই পরিচিত অনেকজনের সাথে দেখা করতে পারিনি। ওখানে শাওন ভাই, সুদিপা দিদি ও দাদা-র সাথে দেখা করেই চলে এসেছি-


এদিকে কিছু কেনাকাটাও করা হল বিখ্যাত মোস্তফা সেন্টার থেকে। জিনিস পত্রের এত কম দাম দেখে বাক্স বোঝাই করে নিয়ে যাবার লোভটা অনেক কষ্টে সামলালাম।
পরদিন বার্ড-পার্কে ঘুরতে গেলাম ল্যাব-মেইট রা মিলে। বার্ড-পার্কের পাখির ছবি নিয়ে পড়ে একটা পুর্ণাঙ্গ পোষ্ট দেব- এখন শুধু একটা পাখির ছবি দেই-



যাবার ঘন্টা বেজে এল। ফিরতি পথে সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুর বিমানবন্দরে আট ঘন্টা ট্র্যাঞ্জিট পার করতে হল, ম্যাকের সাথে আড্ডা ও নোটবুক দিয়ে ফেইসবুকিং করে।


ম্যাকের সাথে আড্ডা মারছি।


অবশেষে কোরিয়ান এয়ারে করে ঘরের ছেলে ঘরে ফিরে এলাম। শেষ হল আমার সিঙ্গাপুর ভ্রমন।

সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১০ রাত ১:১৭
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মুমিনী চেহারা ও পোশাক দেখে শান্তি পেলাম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৮



স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্টেজে উঠেছেন বত্রিশ মুক্তিযোদ্ধা তাঁদের চব্বিশ জনের দাঁড়ি, টুপি ও পাজামা-পাঞ্জাবী ছিলো। এমন দৃশ্য দেখে আত্মায় খুব শান্তি পেলাম। মনে হলো আমাদের মুক্তিযোদ্ধা আমাদের মুমিনদের... ...বাকিটুকু পড়ুন

দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩৪


মিস ইউনিভার্স একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার নাম। এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীরা অংশগ্রহণ করলেও কখনোই সৌদি কোন নারী অংশ গ্রহন করেন নি। তবে এবার রেকর্ড ভঙ্গ করলেন সৌদি... ...বাকিটুকু পড়ুন

আমাদের দুই টাকার জ্ঞানী বনাম তিনশো মিলিয়নের জ্ঞানী!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ২:৫৯

বিশ্বের নামীদামী অমুসলিমদের মুসলিম হয়ে যাওয়াটা আমার কাছে তেমন কোন বিষয় মনে হত না বা বলা চলে এদের নিয়ে আমার কোন আগ্রহ ছিল না। কিন্তু আজ অষ্ট্রেলিয়ার বিখ্যাত ডিজাইনার মিঃ... ...বাকিটুকু পড়ুন

আমি হাসান মাহবুবের তাতিন নই।

লিখেছেন ৎৎৎঘূৎৎ, ২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩৩



ছোটবেলা পদার্থবিজ্ঞান বইয়ের ভেতরে করে রাত জেগে তিন গোয়েন্দা পড়তাম। মামনি ভাবতেন ছেলেটা আড়াইটা পর্যন্ত পড়ছে ইদানীং। এতো দিনে পড়ায় মনযোগ এসেছে তাহলে। যেদিন আমি তার থেকে টাকা নিয়ে একটা... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

×