আমি বাংলা ভালো লিখতে পারি না।অভ্রথেকে ক্লিক করে করে লিখতে হয়। ২ লাইন লিখতে ২০ মিনিট ( কারেন্টের যা অবস্তা ২৪ ঘন্টায় ৫ ঘন্টা থাকে ) লেগে যায় । ঐ ( ১টি নিবন্দ,৩টি কবিত ও ২টি গান )গুলো সময় করে শুনলে হয়ত দেশাত্ত্ববোধক কিছু উপকরন পাবেন। যা সাধারনুষের কিছুটা উপকারে আসবে মনে হয়। আমাদের এই দরিদ্র দেশটির দিকে তাকান, এটি কি ভালই চলছে।সরকারি যে প্রতিস্টানটিতেই যান ঐ খানেই কি দুরনীতি নাই ? নীতি-আদরশ্য কি কোথাওআছে ? কেন নাই ? আমার পরিচয়:- নাম :- মোমতাজুল হক (পাপ্পু ) , গ্রম:- দ্বীপশ্বর, উপজিলা:- হোসেন পুর , জিলা:- কিশোর গন্জ, বিভাগ:- ঢাকা । ৬ বৎসর পুর্বে ব্রেইন ষ্টোক করে অকর্মন্য হয়ে আছি,চলাফেরা করতে পারি। ব্যবসায় বসেছিলাম,ব্যাবসার ঝামলা,চিন্তা করলে মাথায় সমস্যা হয়,অগত্যায় বাদ দিলাম।বাপ কছু সম্পদ রেখে গিয়েছিলেন,ফলে স্ত্রী ও এক মেয়ে নিয়ে আপনাদের দোয়ায় ভালই আছি। ভুল হলে মাফ করবেন সাধারন পাবলিকের কথা শুনুন ১ টি নিবন্দে(এ কেমন বালাদেশ),১১ টি কবিতা ও গানে।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



