somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

দুখিনী বাংলার সন্তান

আমার পরিসংখ্যান

চন্দ্রভুক
quote icon
এম এ তিতাস
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

নোবেল চোর

লিখেছেন চন্দ্রভুক, ৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৬


শান্তি নিকেতন অশান্ত আজ কাঁপছে জোড়া সাঁকো
রবীন্দ্র ভবন তছনছ হয়েছে একবার চেয়ে দেখো ।
বোল পুরের মানুষ হারিয়েছে ভাষা নিস্তব্ধ বীরভূম
উত্তরায়ণে চলছে আজ বুকফাটা কান্নার ধুম ।
পতিসর আর শিলাইদহে বইছে শোকের হাওয়া
বিশ্বকবির নোবেল পদক যাচ্ছে না খুঁজে পাওয়া ।
প্রথম বাঙালীর নোবেল নিয়ে পালিয়ে গেছে চোর... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

ক্ষয়ে যাওয়া আশা

লিখেছেন চন্দ্রভুক, ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩১



আমার অলস প্রাণে যন্ত্রণা বাঁধে বাসা
আমায় তাড়িয়ে বেড়ায় ক্ষয়ে যাওয়া সব আশা ।
প্রতি পদে পদে ব্যস্ত জনপদে
হারিয়ে ফেলি ঠিকানা
সুখের পৃথিবী রইল অধরা
স্বপ্নরা সব অচেনা ।

অচেনা স্বপ্নগুলো বার বার আসে ফিরে
দুখের ঊর্মিমালা নয়নে আছড়ে পরে
ফেরারি হৃদয় নিয়ত ডুবে যায়
কষ্টের গহীন বালুচরে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৯ বার পঠিত     like!

কেষ্ট কাকা

লিখেছেন চন্দ্রভুক, ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯







কেষ্ট কাকার কামারশালে
কেজি কেজি কয়লা ,
কাজের কালে কাকাবাবু
কোন কথা কয় না ।

কিশানেরা কাকার কাছে
কিনে কোদাল কাস্তে ,
কাঠুরিয়া কুঠার কড়াত
কিনে কাঠ কাটতে ।

কাকা কাকী কখনও
করেনা কোন ক্রন্দল ,
কাকা করলে কুকাজ
কাকী করে ক্রন্দন ।

কাকার কালো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯৭ বার পঠিত     like!

আরেকটি বার ফিরে আসো তুমি

লিখেছেন চন্দ্রভুক, ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:২৮



প্রাণে প্রাণে আজ ব্যথার বীণা
বাজছে করুণ সুরে ,
আরেকটি বার ফিরে আসো
মুজিব,পঙ্খী ঘোড়ায় উড়ে ।

ষোল কোটি প্রাণে তোমার স্পন্দন
সবার বুকেতে নিরব ক্রন্দন
প্রতি নিঃশ্বাসে মিশে আছে তুমি
মিশে আছে তোমার নাম ,
তুমি মুজিব তুমি চিরঞ্জীব
তুমিই বাংলার প্রাণ ।

আরেকটি বার ফিরে এসো তুমি
ফিরে এসো... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     like!

শেষ বিকেলের মেয়ে

লিখেছেন চন্দ্রভুক, ১২ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৩



শেষ বিকেলের মেয়ে তুমি
এসো আরেক ফাল্গুনে,
বরফ গলা নদীর স্রোতে
ভাসব মোরা দুই জনে।

পানকৌড়ির রক্ত দিয়ে
কপালে তোমার আঁকব টিপ ,
সোনার তরী ভাসিয়ে মোরা
খুঁজে নেব সুখের দ্বীপ ।

ঝিলিমিলি তারারা শুনবে
আমাদের প্রেমের কথা,
রাত্রিশেষে ভোরের পাখি
ভেঙ্গে দিবে নিরবতা ।

কাশবনের কন্যা সবে
দূর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭১৬ বার পঠিত     like!

দেশের ছড়া ঃ চীন

লিখেছেন চন্দ্রভুক, ১০ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৮



গ্রেট ওয়াল ডিঙিয়ে সবাই
যায় যে গ্রেট হলে,
মান্দারিনে বলে কথা
চায়না মোবাইলে।

চীনের দুঃখ দেখে সবাই
হলদে নদে ভেসে,
সমাজবাদী জাতি এরা
মাও সেতুং এর দেশে।

তিয়েন আনমেনে বিদ্রোহীরা
দেয় যে কত ভাষণ,
নিষিদ্ধ শহর যায় যে ঘোরা
না ভেঙে কারও শাসন।

বেইজিংয়ে ব্যাস্ত মানুষ
ইউয়ান মুদ্রার তরে,
হংকং এর রূপের মায়া
দেখলে নয়ন ভরে।

চোদ্দ দেশের সিমা ছুঁয়ে
আছে চীনের মাটি,
উইঘুরা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

হুমায়ুন

লিখেছেন চন্দ্রভুক, ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১১:২১




গুলতেকিনের সুখের ঘরে
শাওন তোলে ঝর,
কচি রূপের মোহে পড়ে
হুমায়ুন হয় যে পর।

পুরুষেরা রূপের নেশায়
সব কিছু যায় ভুলে,
স্ত্রী সন্তান ছেড়ে হুমায়ূন
শাওনের কোলে দোলে।

কাঁদতে কাঁদতে শিলা নুহাশ
চোখ ফুলিয়ে ফেলে,
গুলতেকিনের বুক ভেসে যায়
শাওন মাসের জলে।

গুলতেকিনের বুক ভেঙেছে
বুক করেছে খালি,
বাঙ্গালিরা এই খুশিতে
দেয় যে হাত তালি।
... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২৩৪ বার পঠিত     like!

প্রেমের পণ

লিখেছেন চন্দ্রভুক, ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৫৯



সকালে উঠিয়া আমি মনে মনে চাই,

সারাদিন আমি যেন তার দেখা পাই।

নিষেধ করুক যতই মোর গুরুজনে,

সারাদিন আমি যেন থাকি তার সনে।

আর যেন কাউকেই নাহি ভালবাসি,

এক সাথে থাকি যেন মোরা মিলেমিশি।

ভালবাসা নিয়ে যেন কভু করি খেলা,

তার কথা ভেবে যেন কাটে সারা বেলা।

সাবধানে যেন রাগ সামলিয়া রাখি,

কিছুতে তাহারে যেন... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫৩ বার পঠিত     like!

ভালবাসার দেবী

লিখেছেন চন্দ্রভুক, ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১২:০০





পাথরের প্রতিমার চরণে আমি
আহত মাথা ঠুকে ,
কষ্টের দেবী দিয়েছে কষ্ট
আঘাত করেছে বুকে ।

পাথরের দেবী পিপাসা মেটায়
আমার নয়ন জলে ,
অতৃপ্ত হৃদয় তবু ছুটে যায়
তারই চরণ তলে ।

ভালবাসার দেবী ভেবেছি তারে
শুধুই প্রেমের তরে ,
অষ্ট অর্ঘ্য নিয়ে বারবার
গিয়েছি তারই ঘরে ।

তব... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৩৭ বার পঠিত     like!

YOU & I

লিখেছেন চন্দ্রভুক, ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৮



Casting pearl before swine
Let’s swim in the wine.
You & I forgetting shy
Let’s make a loving tie .

Pouring wine in a new bottle
Let’s fly like wild fowl ,
You & I falling from the sky
Let’s dance with butterfly.

Building castles in the sweet air
Let’s... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!

পাখির ছড়া

লিখেছেন চন্দ্রভুক, ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৪০





টুনটুনি দরজি পাখি
চড়ুই হল তাঁতি,
ময়নামতি গিয়ে মোরা,
খেলবো চড়ুইভাতি ।

দোয়েল জাতীয় পাখি
ঈগল পাখির রাজা,
কাকের বাসায় ডিম পেরে
কোকিল পাবে সাজা ।

বুলবুলিতে ধান খেয়েছে
চিলে নিছে কান,
বউ কথা কউ বলছে কথা
ভেঙ্গে অভিমান ।

কিউই, উট, পেঙ্গুইনে
উড়তে নাহি পারে,
ভিটেয় তোমার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৫৭ বার পঠিত     like!

আমি ও প্লুটো

লিখেছেন চন্দ্রভুক, ০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:২৩


পূর্ণ চন্দ্রের মায়াবী জ্যোৎস্নায় সবাই অবগাহন করতে চায়
শুধু আমি চাইলেই দোষ ।
প্লুটোর মতই বামন হলাম
কেউ রাখেনা খোঁজ ।
মায়াবী চাঁদের ঐ রূপালি আলো আজ তোমরা কিনে নিয়েছ
তোমাদের যোগ্যতা , অর্থ প্রাচুর্য, মহীমা , গরিমা আর ক্ষমতার দাপটে ।
তোমরা চাঁদের রূপালি আলোয় তাজমহল দেখে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৯ বার পঠিত     like!

কষ্টের নোনতা জল

লিখেছেন চন্দ্রভুক, ৩০ শে জুন, ২০১৬ রাত ১২:২১



আমি রাত জাগা পাখি
নিশাচর এক প্রাণ ,
নিকষ আঁধারে পাই যে খুঁজে
জীবনের যত আহবান ।

অদ্ভুত এক জ্বালা – অবিরত পোড়ায় বুক
অবুঝ স্বপ্নগুলো কেড়ে নেয় সব সুখ ।

নির্মম নিয়তি শোনে না মিনতি
বোঝেনা মনের ব্যাথা ,
অতৃপ্ত বাসনা নিরন্তর সাধনা
রাখেনা তাদের কথা ।

ঘুমহীন চোখ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২৮৯ বার পঠিত     like!

শান্তিরক্ষী

লিখেছেন চন্দ্রভুক, ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:১৪



এই বিশ্বের প্রতিটি দেশে
বাংলা ভাষা যাবে যে মিশে ,
প্রাণের বারতা ছড়াবে প্রাণে
আপন করে ভালবেসে ।

শান্তি মিশনে বীর বাঙালি
যায় যে দুরের দেশে
তাজা বুকের রক্ত ঢেলে
ফেরে শহীদের বেশে ।

অসহায় আর বঞ্চিতদের
... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     like!

বাংলার অমুল্য ধন

লিখেছেন চন্দ্রভুক, ২১ শে জুন, ২০১৬ রাত ১১:২৪



বাংলা ভাষার বুক জুড়ে আছে অমুল্য শত ধন
মোদের বাংলা জয় করে নিবে বিশ্ববাসীর মন ।
গম্ভীরা আর চটকা শুনে মনটা জুড়িয়ে যায়
ভাওয়াইয়া আর লালন গীতির জুড়ি মেলা দায়।
জারি, সারি, ভাটিয়ালি,গজলার কবি গান
নিধু বাবুর টপ্পা শুনে তৃপ্ত হয় যে প্রাণ ।
মুর্শিদী আর লোকগীতি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৬৯৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ