somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোনঠাসা খেয়েছি :((

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চতুষ্পাদ ©
চতুষ্পাদে বিশেষজ্ঞ হওয়ার জন্য চতুষ্পদে চড়ে চতুষ্পাঠীতে যাই,
চতুষ্টয়ে যেয়ে চতুষ্পথে দাঁড়িয়ে আমি সবিস্ময়ে চতুষ্পার্শ্বে তাকাই।
চতুস্তলের চতুস্ত্রিংশে চতুষ্কোণ চত্বর দেখে চত্বারিংশ হাত দূর যাই,
চতুর্যুগে চতুর্বগের চতুর্বিধ চর্চা চতুর্গুণ করে আমি নির্দোষ হতে চাই।

এখন আপনারা যা করার করেন, আমার দাঁতে মাথায় কী যে করছে আমি বুঝিয়ে বলতে পারব না :D

চতুর [ catura ] বিণ. 1 বুদ্ধিমান; 2 কুশল, নিপুণ (চতুর প্রয়োগ); 3 ধূর্ত, ঠগ। [সং. চৎ + উর]। স্ত্রী. চতুরা। বি. তা।
চতুরংশ [ caturaṃśa ] বি. চার ভাগ। বিণ. চার ভাগে বিভক্ত। [সং. চতুর্ + অংশ]। চতুরংশিত বিণ. 1 চার ভাগে বিভক্ত; 2 চার পেজি, quarto.
চতুরঙ্গ [ caturaṅga ] বিণ. 1 হস্তী, অশ্ব, রথ ও পদাতি-এই চার শাখাবিশিষ্ট (চতুরঙ্গ সেনা); 2 চার অঙ্গবিশিষ্ট; 3 সর্বাঙ্গসম্পন্ন। বি. 1 হস্তী অশ্ব রথ ও পদাতি-এই চার অঙ্গবিশিষ্ট সৈন্যবাহিনী; 2 সংগীতের প্রকারভেদ; 3 দাবা খেলা, শতরঞ্জ খেলা। [সং. চতুর্ + অঙ্গ]।
চতূরশীতি [ catūraśīti ] বি. বিণ. 84 চুরাশি। [সং. চতুর্ + অশীতি]। তম বিণ. 84 সংখ্যক। স্ত্রী. তমী।
চতুরশ্ব [ caturaśba ] বি. চারটি ঘোড়া। বিণ. চার ঘোড়াবিশিষ্ট (চতুরশ্ব রথ)। [সং. চতুর্ + অশ্ব]।
চতুরস্র [ caturasra ] বিণ. 1 চতুষ্কোণ, চারকোনা (চতুরস্র কক্ষ); 2 চৌরস, উঁচুনিচু নয় এমন (চতুরস্র ভূমি); 3 নিঁখুত, নির্দোষ (চতুরস্র সিদ্ধান্ত)। [সং. চতুর্ + অস্র]।
চতুরানন [ caturānana ] বি. চার মুখ যাঁর, চতুর্মুখ, ব্রহ্মা। [সং. চতুর্ + আনন]।
চতুরালি [ caturāli ] বি. চাতুরী, ছল, ছলনা, চালাকি। [সং. চতুর + বাং. আলি]।
চতুরাশ্রম [ caturāśrama ] বি. ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ ও সন্ন্যাস-মানবজীবনের (বিশেষত দ্বিজগণের) এই চার অবস্থা বা আশ্রম। [সং. চতুর্ + আশ্রম]।
চতুর্গুণ [ caturguṇa ] বিণ. 1 চার গুণ; 2 বহু গুণ বা খুব বেশি (ব্যথা চতুর্গুণ বেড়ে গেছে)। [সং. চতুর্ + গুণ]।
চতুর্থ [ caturtha ] বিণ. 4 সংখ্যক বা 4 সংখ্যার পূরক। [সং. চতুর্ + থ]। চতুর্থ আশ্রম বি. সন্ন্যাস আশ্রম, চতুরাশ্রমের চতুর্থটি। চতুর্থী বিণ. (স্ত্রী.) চতুর্থ অর্থে। বি. 1 (জ্যোতিষ.) তিথিবিশেষ; 2 সং. (ব্যাক.) প্রধানত সম্প্রদান কারকে প্রযোজ্য বিভক্তি; 3 বিবাহের পর চতুর্থ দিনে করণীয় হোম; 4 মাতা-পিতার মৃত্যুর পর চতুর্থ দিনে বিবাহিতা কন্যার করণীয় শ্রাদ্ধ।
চতুর্দশ [ caturdaśa ] (-শন্) বি. বিণ. 14 সংখ্যা; 14 সংখ্যার পূরক। [সং. চতুর্ + দশন্]। চতুর্দশ পুরুষ পিতা পিতামহ ইত্যাদি ক্রমে ঊর্ধ্বতন চোদ্দো পুরুষ। চতুর্দশ বিদ্যা চার বেদ, ছয় বেদাঙ্গ এবং মীমাংসা ন্যায় ইতিহাস ও পুরাণ এই চোদ্দো বিদ্যা। চতুর্দশ ভূবন সপ্ত স্বর্গ ও সপ্ত পাতাল। চতুর্দশী বি. (স্ত্রী.) তিথিবিশেষ। চতুর্দশ-পদী বি. চোদ্দোটি চরণ বা পঙ্ক্তিযুক্ত কবিতাবিশেষ; সনেট।
চতুর্দিক [ caturdika ] (-র্দিশ্) বি. 1 উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম-এই চার দিক; 2 সর্বদিক (চতুর্দিকেই তাঁর মনোযোগ আছে)। [সং. চতুর্ + দিশ্]।
চতুর্দোলা, চতুর্দোল [ caturdōlā, caturdōla ] বি. চারজনে বয়ে নেয় এমন শিবিকাবিশেষ। [সং. চতুর্ (বাহিত) + দোলা, দোল]।
চতুর্ধা [ caturdhā ] ক্রি-বিণ. 1 চার রকমে, চারভাবে (চতুর্ধা বিভক্ত); 2 চারদিকে (সৈন্যেরা চতুর্ধা ছড়িয়ে পড়ল); 3 চারবার; 4 চার খণ্ডে, চার ভাগে (চতুর্ধা বিভক্ত হয়ে গেল রাজ্যটি)। [সং. চতুর্ + ধা]।
চতুর্নবতি [ caturnabati ] বি. বিণ. 94, চুরানব্বই সংখ্যা; 94 সংখ্যক। [সং. চতুর্ + নবতি]। তম বিণ. 94 সংখ্যার পূরক। স্ত্রী. তমী।
চতুর্বক্ত্র [ caturbaktra ] বি. (চার মুখবিশিষ্ট) ব্রহ্মা। [সং. চতুর্ + বক্ত্র]।
চতুর্বর্গ [ caturbarga ] বি. ধর্ম অর্থ কাম মোক্ষ-এই চার পুরুষার্থ বা জীবনের চার লক্ষ্য। [সং. চতুর্ + বর্গ]।
চতুর্বর্ণ [ caturbarṇa ] বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার জাতি বা বর্ণ। [সং. চতুর্ + বর্ণ]।
চতুর্বিংশ [ caturbiṃśa ] বিণ. 24 অর্থাৎ চব্বিশ সংখ্যার পূরক। [সং. চরুর্বিংশতি + অ]। তি বি. বিণ. চব্বিশ। তি-তম বিণ. চতুর্বিংশ, চব্বিশ সংখ্যার পূরক, চব্বিশসংখ্যক। স্ত্রী. তি-তমী।
চতুর্বিধ [ caturbidha ] বিণ. চাররকম, চারপ্রকারের (চতুর্বিধ উপায়)। [সং. চতুর্ + বিধ]। স্ত্রী. চতুর্বিধা।
চতুর্বেদ [ caturbēda ] বি. ঋক্ যজুঃ সাম ও অথর্ব-এই চার বেদ। [সং. চতুর্ + বেদ]। চতুর্বেদী (-দিন্) বিণ. চার বেদে অভিজ্ঞ। বি. ব্রাহ্মণদের বংশানুক্রমিক উপাধিবিশেষ, চৌবে।
চতুর্ভুজ [ caturbhuja ] বি. 1 (চার হাতবিশিষ্ট) নারায়ণ; 2 (জ্যামি.) চারটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র; 3 (ব্যঙ্গে) কৃতার্থ, অত্যন্ত আনন্দিত, আনন্দে অভিভূত (প্রশংসা শুনলেই অমন চতুর্ভুজ হয়ে যাও কেন?)। [সং. চতুর্ + ভূজ]। চতুর্ভুজা বি. (স্ত্রী.) কালী। বিণ. (স্ত্রী.) চার হাতবিশিষ্টা (চতুর্ভুজা মূর্তি)।
চতুর্মুখ [ caturmukha ] বি. (চার মুখবিশিষ্ট) ব্রহ্মা, চতুর্বক্ত্র। [সং. চতুর্ + মুখ]।
চতুর্যুগ [ caturyuga ] বি. সত্য ত্রেতা দ্বাপর ও কলি-এই চার যুগ। [সং. চতুর্ + যুগ]।
চতুষ্ক [ catuṣka ] বি. 1 চারটির সমষ্টি; 2 চার কোণবিশিষ্ট ক্ষেত্র; 3 চত্বর; 4 চারটি স্তম্ভযুক্ত মণ্ডপ। [সং. চতুঃ + কৈ + অ]।
চতুষ্কোণ [ catuṣkōṇa ] বিণ. চার কোণবিশিষ্ট, চৌকো। [সং. চতুঃ + কোণ]।
চতুষ্টয় [ catuṣṭaẏa ] বিণ. 1 চার অবয়ববিশিষ্ট (বেদচতুষ্টয়); 2 চার রকমের (আশ্রমচতুষ্টয়)। বি. চারটির সমষ্টি (নীতিচতুষ্টয়)। [সং. চতুঃ + তয় (তয়প্)]।
চতুষ্পথ [ catuṣpatha ] বি. চারটি রাস্তার সংযোগস্থল, চৌরাস্তা, চৌমাথা। [সং. চতুঃ + পথিন্ (দ্বিগু)]।
চতুষ্পদ [ catuṣpada ] বি. 1 চারটি পা-বিশিষ্ট প্রাণী; 2 জন্তু, পশু। বিণ. 1 চারপেয়ে; 2 (আল.) পশুর মতো নির্বোধ বা মূর্খ। [সং. চতুঃ + পদ]। চতুষ্পদী বি. (স্ত্রী.) চৌপদী কবিতা।
চতুষ্পাঠী [ catuṣpāṭhī ] বি. 1 যে বিদ্যালয়ে চার বেদ বা ব্যাকরণ কাব্য স্মৃতি ও দর্শন এই চার শাস্ত্র কিংবা নানা শাস্ত্র পড়ানো হয়; 2 টোল। [সং. চতুঃ + পাঠ + ঈ]।
চতুষ্পাদ [ catuṣpāda ] বিণ. 1 চার চরণবিশিষ্ট (চতুষ্পাদ শ্লোক); 2 সর্বাঙ্গবিশিষ্ট, পূর্ণাঙ্গ (চতুষ্পাদ ধর্ম)। বি. চতুষ্পদ প্রাণী। [সং. চতুঃ + পাদ]।
চতুষ্পার্শ্ব, চতুঃপার্শ্ব [ catuṣpārśba, catuḥpārśba ] বি. চারপাশ, চারদিক। [সং. চতুঃ + পার্শ্ব]।
চতুস্তল [ catustala ] বিণ. চারটি তলবিশিষ্ট, চৌতলা, চারতলা (চতুস্তল অট্টালিকা)। [সং. চতুঃ + তল]।
চতুস্ত্রিংশ [ catustriṃśa ] বি. বিণ. চৌত্রিশ সংখ্যা বা তার পূরক। [সং. চতুস্ত্রীংশৎ + অ]। ৎ বি. বিণ. চৌত্রিশ। ত্তম বিণ. চৌত্রিশের পূরক। স্ত্রী. ত্তমী।
চত্বর [ catbara ] বি. 1 চাতাল, প্রাঙ্গণ, উঠান; 2 রঙ্গস্থান; 3 যজ্ঞভূমি। [সং. চৎ + বর]।
চত্বারিংশ [ catbāriṃśa ] বি. বিণ. চল্লিশ সংখ্যা বা তার পূরক। [সং. চত্বারিংশৎ + অ]। ৎ বি. বিণ. চল্লিশ সংখ্যা বা চল্লিশসংখ্যক। ত্তম বিণ. চল্লিশতম। স্ত্রী. ত্তমী।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

×