somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপকারী পোষ্ট শিখে রাখুন কাজে দেবে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কীভাবে ফোন হারিয়ে গেলে অথবা সিম ভেঙ্গে গেলে পুরাতন নাম্বার ফিরে পাবেন?

অনেকেই হয়তো গুগল এর “Account sync” সম্পর্কে জানেন এবং নাম্বার হারিয়ে গেলে কিভাবে ফিরে পেতে হয়, তাও জানেন। যারা জানেন তাদের এই ব্লগ পড়ে সময় নষ্ট করার দরকার নাই।

যারা জানেন না তারা দেখতে পারেন। হয়তো ভবিষ্যতে কাজে লাগতেও পারে।

আমি ANDROID ফোন ব্যবহার করি। তাই android এ কিভাবে এই কাজ করতে হয় সে বিষয়ে লিখলাম।

বর্তমানে সকল স্মার্টফোনেই “backup and restore” বলে একটা অপশন থাকে। এই অপশন থেকে আপনি আপনার সব তথ্য ‘backup” করে কম্পিউটারে বা internet এ save করে রাখতে পারেন। কিন্তু এই অপশনের সীমাবদ্ধতা হচ্ছে আপনি নতুন কিছু ফোনে add করলে বা নতুন নাম্বার save করলে আবার নতুন করে backup করে রাখতে হবে। প্রতিদিন এমন ঝামেলা কে করতে চায়।
কিন্তু গুগলের “sync” অপশনটি ব্যবহার করলে আপনাকে প্রতিদিন এই ঝামেলা পোহাতে হবে না।

যদি কোনদিন আপনার ফোন হারিয়ে যায় কিংবা সব ফাইল “Delete” হয়ে যায়, তবে আপনার সব ডাটা ফিরে পাওয়ার জন্য “GOOGLE SYNC” অপশনটি ব্যবহার করা উচিত। এজন্য আপনাকে ফোন কেনার পরেই যে কাজটি করতে হবে তাহল- ফোনে একটি “GOOGLE Account” যোগ করা। খুব বেশি কিছু করতে হবে না। আপনার একটি সচল “GMAIL” একাউন্ট থাকলেই চলবে।
তাহলে শুরু করা যাক-

আগেই বলে নেই- নিচের সব কাজগুলো করার জন্য আপনার ফোনের “internet” অবশ্যই চালু রাখতে হবে। এই কাজগুলোতে খুব বেশি “megabyte” খরচ হয় না। ছোটখাটো internet package(২/৩ মেগাবাইট) হলেই চলে। তাই টাকা ফুরিয়ে যাওয়ার ভয় নেই।

১। প্রথমে আপনার ফোনের “settings” এ যান। Settings থেকে “Add account’ সিলেক্ট করুন।

২। তারপর পরের পেজ থেকে Google সিলেক্ট করুন।

৩। “Add account” থেকে “existing” সিলেক্ট করুন।

৪। তারপর আপনার “email-id” আর “password” প্রবেশ করুন। এবং “next” বাটন চাপুন।

৫। এরপর “ok” সিলেক্ট করলেই কাজ শেষ।

৬। একটু অপেক্ষা করুন। আপনার ফোন “google” এ sign-in হয়ে যাবে।

ফোনে গুগল একাউন্ট যোগ করা শেষ। এবার আপনার সব তথ্য যাতে গুগলে “stored” থাকে তার জন্য synchronization করতে হবে।

তার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
৭। ফোনের ‘settings” থেকে “google” সিলেক্ট করুন।

তারপর আপনার ‘account” সিলেক্ট করুন।

৮। এরপর ‘sync” সিলেক্ট করে যা যা google এর কাছে জমা রাখতে চান সেগুলোতে “√” “টিক চিহ্ন” দিয়ে দিন।

৯। উপরের সাদা ডটেট লাইন এ চাপ দিয়ে “sync now” সিলেক্ট করুন।

১০। “Syncing now” কমপ্লিট হয়ে গেলেই আপনার তথ্য এবার Google এ save হয়ে যাবে।

আমাদের দেশে internet package গুলোর দাম এখনো খুব একটা কম নয় বলে সাধারণত কেউই “auto sync” অপশন ব্যবহার করিনা। তাই ২/৩ দিন পরপর ফোনের “internet” চালু রেখে একই ভাবে sync করা উচিত। তাহলে নতুন যোগ করা তথ্যগুলোও গুগলে save হয়ে যাবে।

এ তো গেল একাউন্ট যোগ করে তাতে তথ্য জমা রাখা। এখন যদি দুর্ভাগ্যবশত আপনার ফোন হারিয়ে যায় কিংবা সব ফোন নাম্বার মুছে যায় তবে তা নতুন কিংবা পুরাতন(মুছে যাওয়া) ফোনে কিভাবে সেভ করবেন?

নিচের ধাপগুলো দেখলেই তা বুঝে যাবেন।

১১। আপনার কম্পিউটারের ব্রাউজারে google এ sign-in করুন। এরপর এই লিঙ্কে যান-
https://mail.google.com/mail/u/0/#contacts

১২। দেখবেন আপনার ফোনের সব save করা নাম্বার এখানে আছে।
সব নাম্বার সিলেক্ট করুন-

১৩। “More” অপশনে ক্লিক করুন।

১৪। “Export” অপশনে ক্লিক করুন।

১৫। সব নাম্বার recover করার জন্য “all contacts” সিলেক্ট করুন।

১৬। android কিংবা iphone এর জন্য vcard format সিলেক্ট করুন।

১৭। এরপর export সিলেক্ট করুন।

১৮। export এ ক্লিক করলেই “contacts.vcf” নামে একটি ফাইল আপনার কম্পিউটারে save হয়ে যাবে।

১৯। এরপরে এই ফাইলটি খুঁজে বের করুন। “show in folder” এ ক্লিক করলেই আপনার কম্পিউটারে যেখানে ফাইলটি আছে সেখানে চলে যাবেন।

২০। এরপর আপনার ফোনে এই ফাইলটি কপি করুন। তারপরে সেই ফাইলটিতে একটি ক্লিক করলেই আপনার সব নাম্বার আপনার ফোনে save হয়ে যাবে।

এই বিষয়গুলো আমার মনে হয় সবাই জানে। নতুন করে কিছুই আমি বলি নাই। কিছু internet থেকে সাহায্য নিয়ে লিখেছি। কিছু নিজে নিজে শিখেছি। হয়তোবা টিউটোরিয়ালটা খুব বেশি উপকারী হয়নাই। কিন্তু আমার লিখতে ইচ্ছা হল, লেখার সময়ও ভাল লেগেছে তাই লিখেছি।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে...

লিখেছেন খায়রুল আহসান, ১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে,
পড়তো তারা প্লে গ্রুপে এক প্রিপারেটরি স্কুলে।
রোজ সকালে মা তাদের বিছানা থেকে তুলে,
টেনে টুনে রেডি করাতেন মহা হুলস্থূলে।

মেয়ের মুখে থাকতো হাসি, ছেলের চোখে... ...বাকিটুকু পড়ুন

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩



তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

×