somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজি এন্ড নাসিফ ফিচারিং বঙ্গীয় রাজনীতিবিদ (ফুল ভার্সন)

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতিবিদদের লেখা অপ্রকাশিত বইগুলো নিয়ে কাক নং ৭৯৯(নাসিফ চৌধুরী) ও আলিম আল রাজির যৌথ গবেষনা।

১.
জিল্লুর রহমানঃ খাদ্য-বিশ্রাম-ঘুম
প্রকাশনীঃ পুতুল প্রকাশনী
উৎসর্গঃ দেশের ষোল কোটি মানুষ।
বই পরিচিতিঃ মানুষের জীবনে খাদ্য-বিশ্রাম-ঘুমের প্রয়োজনীয়তা অপরিসীম । এই বইটিতে খাদ্য-বিস্রাম-ঘুমের বিষয়গুলোকে খুব সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে । বইয়ের পাতায় পাতায় রয়েছে নানারকম খাবারের রেসিপি ও ছবি। কোন খাবার খেয়ে কীভাবে বিশ্রাম নিয়ে হয় এবং বিশ্রাম নিতে নিতে কিভাবে ঘুমিয়ে পরতে হয় রয়েছে তার দিকনির্দেশনা । বাড়তি আকর্ষণ হিসেবে ঘুমের নানান ভঙ্গিকে সচিত্র বর্ণনার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এবং এর মাধ্যমে যুব সমাজকে ঘুমের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে ।

---------------------------------------------------------------------------------
২.
আবুল মাল আবদুল মুহিতঃ বাশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ
প্রকাশনিঃ নিম্নমুখি প্রকাশনী
উৎসর্গঃ সালমান এফ রহমান; শেয়ারবাজারেষু


বই পরিচিতিঃ শেয়ারবাজার নিয়ে মেলার সবচাইতে আলোচিত বই । এখানে লেখক শেয়ারবাজারকে তুলনা দিয়েছেন বাশবাগানের সাথে । আর শেয়ারবাজার নিয়ে আশার বানীকে তুলনা দেওয়া হয়েছে আকাশে চাঁদ ওঠার সাথে । চাঁদ প্রতিমাসে একবার উঠে আবার ধীরে ধীরে মিলিয়ে যায় । অন্ধকার হয়ে যায় আকাশ । প্রকৃতির এসকল দিককে নিজেদের জীবনের সাথে তুলনা দিয়ে লেখা হয়েছে চমৎকার এই বইটি ।
বিনিয়োগকারীদের আর্থিক অবস্থা চিন্তা করে ৯৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। কয়েকজন মিলে টাকা পয়সা শেয়ার করে বইটি কিনলে রয়েছে বাড়তি সুবিধা।
---------------------------------------------------------------------------------

৩.

সাহারা খাতুনঃ অপরাধী, দ্যা ক্রিমিনাল।
প্রকাশনিঃ আইনশৃঙ্খলা প্রকাশনী
উৎসর্গঃ র‍্যাব; ব্রাদারেষু
বই পরিচিতিঃ শিশু-কিশোরদের জন্য লেখা একটি গোয়েন্দা উপন্যাস। বইয়ের পাতায় পাতায় রয়েছে উত্তেজনা। পাঠক একবার বই পড়া শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না। উপন্যাসে খুন, ডাকাতি, নাশকতার পর অপরাধীদের ধরার জন্য হানা দেয় নায়ক। প্রতিবারই সে আল্টিমেটাম দেয় ২৪ ঘন্টা কিংবা ৪৮ ঘন্টার মাঝে অপরাধী খুজে বের করবে। কিন্তু সে আর পারে না। উলটা নাকানীচুবানী খায়।
তবে সমস্যা হলো বইটি এখনো প্রকাশিত হয়নি। লেখক জানিয়েছেন ৪৮ ঘন্টার মধ্যেই বইটি প্রকাশ করা হবে।

---------------------------------------------------------------------------------

৪.
সৈয়দ আশরাফঃ এক্সিডেন্ট ইজ এক্সিডেন্ট
প্রকাশনীঃ নিশ্চিন্ত প্রকাশনী
উৎসর্গঃ জর্জ বুশ; ইংলিশেষু।

বই পরিচিতিঃ মাত্র ৩০ দিনে ইংরেজী শিক্ষার বই। এদেশের তরুন সমাজের ইংরেজীতে দুর্বলতার কথা মাথায় রেখে বইটি লেখা হয়েছে। তারা সহজ একটা ইংরেজী বলতেও ভুল করে ফেলে । ভুল ইজ ভুল। তরুনদের এই বিপদ থেকে উদ্ধার করতে লেখক লিখেছেন এই বইটি। বইটিতে লেখক খুবই সহজভাবে ইংরেজীর নাড়ি নক্ষত্র বুঝিয়ে দিয়েছেন। সহজ ইজ সহজ।


---------------------------------------------------------------------------------
৫.
মীর্জা ফখরুল ইসলামঃ সহে না যাতনা
প্রকাশনীঃ রাজপথ প্রকাশনী
উৎসর্গঃ মিরাক্কেলের মীর। জোকারেষু।

বই পরিচিতিঃ একটি পারিবারিক দ্বন্দ্বমুখর উপন্যাস । এই গল্পে নায়কের বাবা ও চাচার মধ্যে সম্পত্তির দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ । সময়ের পালাবদলের সেই সম্পত্তি তার চাচার দখলে চলে যায় । নায়ককে তখন তার পরিবারের পক্ষ থেকে সেই সম্পত্তির পুনঃদখল নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় । কিন্তু হুমকি ধামকি চেঁচামেচি করে কোনই লাভ হয়না । যন্ত্রনায় কাটতে থাকে প্রতিটি দিন । আদৌ এই যন্ত্রনার অবসান ঘটবে কি না জানতে হলে পড়তে হবে অসাধারন এই উপন্যাসটি ।
---------------------------------------------------------------------------------
৬.
সুরঞ্জিত সেন গুপ্তঃ ইচ্ছেপূরণ
প্রকাশনীঃ কু ঝিক ঝিক প্রকাশনী
উৎসর্গঃ মাননিয় প্রধানমন্ত্রীকে


বই পরিচিতিঃ অনেক আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন "ইচ্ছেপূরণ"। বাংলা সাহিত্য এবার পেলো আরেক ‘ইচ্ছেপূরণ’ । জীবনের লালিত স্বপ্ন যখন পদে পদে বাধা পেয়ে শেষে পুরন হয় তখনকার অনুভূতি সম্পূর্ণ আলাদা । এই উপন্যাসে লেখক তা শৈল্পিকভাবে তুলে ধরেছেন । উপন্যাসের নায়কের রেলগাড়িতে ওঠার টিকিট থাকলেও টিটি তাকে ট্রেনে উঠতে দেননি । একটুর জন্য প্রায় ফস্কে যেতে বসে ট্রেনে চড়ার আজন্ম লালিত স্বপ্ন । শেষে অসাধারন বাচনক্ষমতার কারনে টিটি তাকে ট্রেনে উঠতে দেন , আর ইচ্ছেপুরন হয় নায়কের ।

---------------------------------------------------------------------------------

৭.
আবুল হোসেনঃ দৌড়ই সকল সুখের মূল
প্রকাশনীঃ হাসি প্রকাশনী
উৎসর্গঃ উসাইন বোল্ট ।


বই পরিচিতিঃ খেলাধুলা বিষয়ক বই হলেও লেখক মুলত দৌড়ের ব্যাপারেই বেশি গুরত্ব দেওয়া হয়েছে এই বইটিতে । এতো খেলা থাকতে কেনো দৌড় নিয়ে বই লিখলেন – এ প্রশ্নের লেখক বলেন “হে হে হে ”। উক্ত বইতে দৌড়ের নানান উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দাঁড়িয়ে দৌড়ানো, বসে দৌড়ানো এমনকি শুয়ে শুয়ে দৌড়ানোর উপায়ও বাতলে দেয়া হয়েছে ।

---------------------------------------------------------------------------------

৮.

জয়নাল আবেদিন ফারুকঃ ইট ও পাটকেল সমগ্র
প্রকাশনীঃ ধোলাই প্রকাশনী
উৎসর্গঃ বাংলাদেশের নিবেদিত প্রান সকল পুলিশ অফিসারদের
বই পরিচিতিঃ রম্য গল্পের বই। পাতায় পাতায় রয়েছে হাসির গল্প। যা পড়ে হাসতে হাসতে রাস্তায় গড়িয়ে পড়বেন পাঠকরা। কেউ কেউ হাসতে হাসতে দৌড়ানীও শুরু করতে পারেন। বই সম্পর্কে লেখক বলেছেন- "পাঠক ভাইয়েরা আমার, বইটি পড়ার সময় হেলমেট পরে নিবেন প্লিজ। কখন কে কী করে, কোন দিক দিয়ে বিপদ আসে, কে মাইর শুরু করে সেসবের কী আর কোন ঠিক আছে বলেন!"


---------------------------------------------------------------------------------
৯.

সালাউদ্দিন কাদের চৌধুরীঃ নীরব কেন কবি ?
প্রকাশনীঃ চৌদ্দ শিক প্রকাশনী
উৎসর্গঃ সকল কারাবাসিকে
বই পরিচিতিঃ এটি একটি কবিতার বই। প্রেম, জীবনোবোধ আর রাজনীতির কথা রয়েছে
এই বইয়ের প্রতিটি কবিতায়। রয়েছে নানা ঘটনার প্রেক্ষিতে কবিহৃদয়ের ব্যাকুলতা। একটি কবিতার নমুনাঃ
দ্যাখরে তোঁরা দ্যাখ
আমি হাসি খ্যাক খ্যাক
হাস করে প্যাক প্যাক
দুঃখের বিষয় হলো বইটি এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি।

---------------------------------------------------------------------------------

১০।
অবায়দুল কাদের চৌধুরীঃ আরো আগে কেন এলেনা ?
প্রকাশনীঃ নিয়তি প্রকাশনী
উৎসর্গঃ সদা হাসসজ্জল আবুল ভাইকে
বই পরিচিতিঃ মানুষের চাওয়া পাওয়ার মনস্তাত্ত্বিক দন্দ নিয়ে একটি চমৎকার
প্রেমের উপন্যাস । উপন্যাসের ছত্রে ছত্রে রয়েছে প্রেমের জয়গান। এ
উপন্যাসের মাধ্যমে লেখক বুঝিয়েছেন কোন কিছুই দূর্লভ নয়। সময় , নিয়তি আর
অন্যের বোকামিতে অনেক সময় নিজের জীবনেও পরিবর্তন আসে। স্টলের সামনে গিয়ে
অনেক কথা বলতে পারলে বিশেষ ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছেন লেখক।

------------------------------------------------------------------------------------


১১.

গোলাম মওলা রনিঃ হাটে ভাঙ্গি হাড়ি
প্রকাশনীঃ টোকশো প্রকাশনি প্রকাশনী
উৎসর্গঃ রাত জাগা পাখিদেরকে।
বই পরিচিতিঃ মাটি দিয়ে হাড়ি বানানো বাংলার প্রাচীন একটি শিল্প । তবে লেখকের কাছে হাটে হাড়ি ভাঙ্গা এরচাইতে গুরুত্বপূর্ণ একটি শিল্প । বইটিতে এই শিল্পের নানান কৌশল বর্ণনা করা হয়েছে । জায়গাবুঝে কিভাবে মনের মাধুরি মিশিয়ে হাড়ি ভাংতে হয় এবং হাড়ির ঠিক কোন জায়গায় বাড়ি দিলে আওয়াজ বেশী হয় এই দিক গুলোর সচিত্র বর্ণনা দেওয়া হয়েছে ।
---------------------------------------------------------------------------------
১২.

কামরুল হাসানঃ ঘরে বসে রেডিও জকি
প্রকাশনীঃ বকবক প্রকাশনী
উৎসর্গঃ পৃথিবীর সকল মাইক্রোফোনকে
বই পরিচিতিঃ একজন সফল রেডিও জকি একটি হতে হলে আপনাকে অবশ্যই অনর্গল কথা বলার দক্ষতা অর্জন করতে হবে । এই বইটি পড়লে আপ্নারা জানতে পারবেন কীভাবে আপনি মাইকের সামনে, পেছনে, ডানে, বামে, উপরে, নিচে অবস্থান নিয়ে ক্রমাগত উলটা পালটা, বাকা সোজা, আবোল তাবো বাক্য ব্যায় করে সর্বদা লাইম লাইটে থাকতে হয় । ঘরে বসে রেডিও জকি হতে চাইলে বইটি সংগ্রহে রাখতেই হবে।

---------------------------------------------------------------------------------

১৩.
গোলাম আযমঃ বাঙ্গালীর রন্ধনশিল্প ও আচার।
প্রকাশনীঃ স্বাধ প্রকাশনী
উৎসর্গঃ নিখিল বঙ্গ আচার সমীতি
বই পরিচিতিঃ আবহমান বাংলার রন্ধনশিল্পে আচারের ভুমিকা নিয়ে লেখা হয়েছে বইটি। ঝাল আচার, মিষ্টি আচার, টক আচার, তিতা আচার, পানসে আচার মঙ্গোলীয়ান আচার, উজবেকিস্তানী আচার পাকিস্তানী আচার সহ নানা পদের নানা দেশের আচারের ইতিহাস, বিকাশ ও প্রস্তুতপ্রণালী নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে । ভাতের সাথে কীভাবে কতোটুকু আচার খেতে হবে এ ব্যাপারেও বয়ান দিয়েছেন লেখক। বিশ্বের তামাম যুবসমাজকে আচার খাওয়ার ব্যাপারে উৎসাহ দিয়ে লেখক বই-এর এক যায়গায় লিখেছেন "বেশী করে আচার খান, ভাতের উপর চাপ কমান"
---------------------------------------------------------------------------------


১৪.
দিপু মনিঃ ইলিশের একশ একটি ব্যবহার
প্রকাশনীঃ উপহার প্রকাশনী
উৎসর্গঃ বাড়ির পাশের পড়শী।
বই পরিচিতিঃ ইলিশ মাছের রয়েছে নানারকম ব্যবহার । ইলিশ মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি উপহার হিসেবেও এর জুরি মেলা ভার । এই বইটিতে ব্যাক্তি সমাজ দেশ ও সময় বুঝে ইলিশ মাছের ১০১ টি ব্যাবহার রয়েছে । সে ব্যবহারগুলো শিখে নিতে চাইলে আজই সংগ্রহ করুন বইটি। ইলিশের তেল দিয়ে দেশ বিদেশের আত্মিয়স্বজনকে তেল মারার ব্যাপারেও বইটিতে রয়েছে নানান দিকনির্দেশনা।
---------------------------------------------------------------------------------

১৫.
লুৎফুজ্জামান বাবরঃ লুকিং ফর মুক্তি
প্রকাশনীঃ বন্দী প্রকাশনী
উৎসর্গঃ আমার এই বসুন্ধরা।

বই পরিচিতিঃ একই সাথে বাংলা এবং ইংরেজি ভাষার মিশ্রণে লেখা একটি থ্রিলার উপন্যাস । উপন্যাসের দুটো লাইন এরকম
‘তারপরে বাবর হেড ঘুরিয়ে ব্যাক সাইডে দেখল । সেখানে একটা ব্ল্যাক ওমেন দাড়িয়ে আছে । ব্ল্যাক ওমেন বলল তোর টাইম ফিনিশ । এবার গো টু জেল।‘ কাহিনীর এক পর্যায়ে তাকে জেলে যেতে হয় । এরপরে শুরু হয় মুক্তির প্রতিক্ষা । শুরু হয় রোমাঞ্চকর এক প্রতীক্ষা।'
বইটি কেনার সময় এক্সট্রা ১০% মূল্য দিয়ে কিনতে হবে।
----------------------------------------------------------------------------------

১৬.

সাদেক হোসেন খোকাঃ এই পথ যদি না হতো শেষ
প্রকাশনীঃ রাজধানী প্রকাশনী
উৎসর্গঃ নির্বাচন কমিশনারকে
বই পরিচিতিঃ ভ্রমনের অভিজ্ঞতা নিয়ে এবারের অন্যতম আলোচিত একটি বই । এখানে একটি ভ্রমনের যাত্রাপথের একটু চমৎকার অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে । যাত্রা পথে প্রতিটি পদক্ষেপে পকেটে এসেছে অর্থ । তাই ভ্রমণকারী চেয়েছিলেন
এই পথ যেন কখনই শেষ না হয় । সেই ইচ্ছে অনেকখানি পুরন হওয়ার পর একসময় পথের সমাপ্তি ঘটে । লেখক এখন নতুন করে পথ খুজে নিতে ব্যাস্ত । সেই ব্যাস্তার ফাকেই অতীতের সেই পথকে ।
----------------------------------------------------------------------------------

১৭.

ফারুখ খানঃ কম খাওয়ার রেসিপি
প্রকাশনীঃ সামিট প্রকাশনী
উৎসর্গঃ "উনি"
বই পরিচিতিঃ মানুষ খাওয়ার জন্য বাঁচে নাকি বাচার জন্য খায় এই প্রশ্ন নিয়ে অনেককেই ঘুরপাক খেতে দেখা যায় । যারা বাঁচার জন্য খায় তাদেরকে জীবনকে আরও সহজ করে তুলতে লেখক এই বইটি লিখেছেন । এখানে উল্লেখযোগ্য রেসিপি গুলো হচ্ছে ‘পুটি মাছ এবং মোটা চাল দিয়ে ইলিশ-পোলাও’, ‘মুলা দিয়ে চিকেন ফ্রাই’ , ‘মলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট’ 'মরিচের গুড়া দিয়ে আইসক্রিম'।


----------------------------------------------------------------------------------

১৮.

তোফায়েল আহমেদঃ পাড়ে লয়ে যাও আমায়
প্রকাশনীঃ ব্যাকুল প্রকাশনী
উৎসর্গঃ অপেক্ষা প্রকাশনি
বই পরিচিতিঃ চমতকার একটি এভেঞ্চার উপন্যাস । যেখানে নায়ককে ছুটে চলার পথে বাধা হয়ে দাড়ায় ছোট একটি নদী । সাতার না জানার কারনে নদীর এপারে বসে সে অপেক্ষা করতে থাকে নৌকার । কিন্তু নদীর ওপারে ঘাটে ভেড়ানো নৌকার মাঝি তাকে নিয়ে শুরু করে ছেলেখেলা । নৌকা নিয়ে কিছু দূর এসে আবার ফেরত চলে যায়
। আবার আসে, আবার যায় । এভাবেই চলতে থাকে কাহিনী । শেষ পযন্ত নায়ক হাল
ছাড়েনা না । পাড়ে বসে থাকেন নৌকার আশায় ।



----------------------------------------------------------------------------------

১৯.
কামাল আহমেদ মজুমদারঃ হস্তশিল্প ও কারুকাজ
প্রকাশনীঃ মোহনা প্রকাশনী।
উৎসর্গঃ সেই সব সাংবাদিকদের যারা আমাকে উলটা পালটা প্রশ্ন করে মাথা গরম করে দেন।
বই পরিচিতিঃ হাত থাকলেই সবাই হাতের কাজ পারেনা । হাত দিয়ে যেমন ধাক্কা
মারা যায় , তেমনি হাত পেতে ভর্তিবানিজ্যও করা যায় । হাতের দক্ষতা বাড়ানোর
নানারকম টিপস নিয়ে এই বইটি লেখা হয়েছে । বইটির স্টলের সামনে এসে হাত কচলা
কচলি করলে নির্দিষ্ট পরিমানের অর্থ মুল্যছাড় দেওয়ার ব্যবস্থা আছে ।

---------------------------------------------------------------------------------
২০.
তইমুর আলম খন্দকারঃ ঝুলন্ত মূলা তত্ত্ব
প্রকাশনীঃ ত্যাগ প্রকাশনী
উৎসর্গঃ আমার দলের প্রধান নীতি নির্ধারকদের
বই পরিচিতিঃ বিজ্ঞান নির্ভর এই বইটিতে ঝুলন্ত মুলার গুরুত্ব এবং বহুবিধ ব্যবহার প্রসঙ্গে লেখা হয়েছে । মূলা ঝুলিয়ে কাজ আদায়ের অভিজ্ঞতা সমৃদ্ধ এই লেখক তার জীবনে ঝুলন্ত মূলার প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন । মূলা ঝুলিয়ে কাজ আদায়ের বিভিন্ন কৌশল এখানে আলোচনা করা হয়েছে।


----------------------------------------------------------------------------------



২১.
শামিম ওসমানঃ হয়নি করা কোন কিছুই
প্রকাশনীঃ আফসুস প্রকাশনি
উৎসর্গঃ যার উৎসর্গ করবো তার খবর আছে।
বই পরিচিতিঃ আত্মজিবনিমূলক একটি বই । বইয়ের পাতায় পাতায় প্রকাশ পেয়েছে লেখকের অপূর্ণ নানা ইচ্ছা । সময়, সুযোগের অভাবে সেই ইচ্ছেগুলো বিকশিত হতে পারেনি । সুযোগ পাওয়া মাত্র সেই ইচ্ছেগুলো তিনি পূর্ণ করবেন বলে বইয়ে জানিয়েছেন। তার অপূর্ণ ইচ্ছে যাতে পূর্ণ হয় এজন্য তিনি পাঠকদেরকে বই পড়ে দোয়া করতে বলেছেন।


** ফেসবুকে চ্যাট করতে করতে লেখা। খুব কম সময়ে লেখা বলে আমাদের আফসুসের সীমা নেই।
** রস+আলো-তে স্থান সংকুলান না হওয়ায় ছাপা হয়েছে ১৪ টা বই-এর রিভিউ। এখানে পুরো গবেষনাটিই দেয়া হলো।

** এক কপি থাকলো পার্সোনাল ব্লগে
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৫
২১টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে...

লিখেছেন খায়রুল আহসান, ১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে,
পড়তো তারা প্লে গ্রুপে এক প্রিপারেটরি স্কুলে।
রোজ সকালে মা তাদের বিছানা থেকে তুলে,
টেনে টুনে রেডি করাতেন মহা হুলস্থূলে।

মেয়ের মুখে থাকতো হাসি, ছেলের চোখে... ...বাকিটুকু পড়ুন

অহমিকা পাগলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:১৪


এক আবেগ অনুভূতি আর
উপলব্ধির গন্ধ নিলো না
কি পাষাণ ধর্মলয় মানুষ;
আশপাশ কবর দেখে না
কি মাটির প্রণয় ভাবে না-
এই হলো বাস্তবতা আর
আবেগ, তাই না শুধু বাতাস
গায়ে লাগে না, মন জুড়ায় না;
বলো... ...বাকিটুকু পড়ুন

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩




তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

×