somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলছে শুধু শো অফ... আর শোঅফ........ শোঅফের অনলাইন দুনিয়া .....

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মিথ্যা অভিনয় করতে করতে আমরা একসময় সত্য ও সুন্দর জীবনটাকে মিথ্যায় হারিয়ে ফেলতেছি!!! একবার ভেবে দেখুন...... স্ট্যাটাসটি পড়ে নিজেকে প্রশ্ন করুন...
.



➡ ফেসবুকে আপনার বন্ধু বা বান্ধবীর প্রায়ই অভিজাত রেস্টুরেন্টে চেকইন আর খাওয়া-দাওয়ার ছবি দেখেন।আসলে সে প্রতিদিন রেস্টুরেন্টে খায় না, হয়তো মাসে দু' এক বার যায়। আর এই ২/১ দিন সে হাইলাইট করে প্রচার করে,
কিন্তু তার এই ধরণের ছবি আপলোড দেখে নিজেকে তুচ্ছ বা অসহায় ভাবার কোন অবকাশ নাই কারণ এগুলো শোঅফ। তিনি খাওয়ার তৃপ্তির চেয়ে আসলে ফেসবুকে স্ট্যাটাস দিতে বেশি তৃপ্তি বোধ করেন
.
➡ আর যিনি শোঅফ করতে মাঝে মাঝে এইরকম ছবি আপলোড করছেন তিনি কি একবার ভেবে দেখেছেন, আপনার ফেন্ডলিস্টে থাকা গরীব/মধ্যবিত্ত বন্ধুটি আপনার এই ছবিটি দেখে উপরে উপরে লাইক দিচ্ছে, কমেন্টে লিখছে Wow.. Have a nice moment.
আসলে আপনার বন্ধুটি লাইক/কমেন্ট করলেও, সে নিজে ভাল রেস্টুরেন্টে বসতে না পারার কস্ট মনে মনে অনুভব করছে!!!
.
➡ Toyota Axio/Primo/X-Corolla গাড়ী নিয়ে কোথাও আপনার বান্ধবী বেড়াতে গিয়েছিল। সেই গাড়ী সহ ফেসবুকে একটা ছবি দিল আর স্ট্যাটাসে লিখলো- I am very happy but tried. Fallings : ঘুরাফিরা এন্ড শপিং, চেক ইন : বসুন্ধরা শপিং কমপ্লেক্স।
➡ স্ট্যাটাস আর গাড়ীর ছবি দেখে হঠাৎ বিচলিত হবেন না- খোজ নিয়ে দেখেন আপনার বন্ধু/বান্ধবী গতকাল Toyota Axio/Primo/X-Corolla গাড়ি নিয়ে ফেসবুকে যে ছবি দিয়েছিলো, সেই গাড়িটা কিন্তু আপনার বন্ধু/বান্ধবীর নয়। আসলেই এটি ছিল উবার থেকে ভাড়া করা
.
➡ আর আপনার বান্ধবীর একবস্তা মেকাপ মারা চেহরার ছবিটাও কিন্তু তার আসল ফেস নয় সন্ধান করে দেখেন PicsArt এ্যাপস বা ফটোশপ দিয়ে এটি এডিট করা অথবা তার কোন বন্ধু ডিএসএলআর দিয়ে ছবি তুলে এডিট করে তাকে ইনবক্সে দিয়েছিলো।
.
➡ আর যিনি ফেসবুকে এইরকম মিথ্যা অভিনয় করছেন, তিনি একটু ভেবে দেখেন-
আপনার যেসকল গরীব বন্ধু উবারে ভাড়া করা গাড়ীতে বা রিকশাতেও চরে কোথাও যাওয়ার সামর্থ্য রাখে না তারা আপনার ছবিটি দেখে মনে মনে কি ধরণের হতাশা অনুভব করছে।
আসলে এইসব হয়ত ভাবার সময় আপনার হাতে নেই.. কারণ দুনিয়া চলছে শোঅফের উপর তাহলে আপনি চলবেন না কেন???
.
➡ ফেসবুকে একধরণের বন্ধু বা বান্ধবী আছে যারা প্রায়ই তার অফিসে এসি রুমে/ডেস্কের লম্বা রিভলভিং চেয়ারে বসে ছবি আপলোড দেয়, আর দেখায় যে সে অনেক সুন্দরভাবে অফিসে কাজ করছে।
অফিসের মাসিক সমন্বয় সভা বা ছোট ছোট প্রেগামের ছবিও বাদ দেন না। With College, Boring Office, Long time Office Working etc
.
➡ আহারে কি সুন্দর অফিস!! কি পরিপাটি আবার মাথার উপর ওয়ালে একটা এসিও ঝুলছে!! আসলে এসবকিছুই সাজানো, তার রুম/ডেস্ক মোটেও এমন সাজানো গুছানো থাকে না। সন্ধান করে দেখেন টেবিলের ফাইলগুলো এলোমেলো থাকে এবং সে সব সময় অফিসে এইরকম বসেও থাকে না বা কলিগদের সাথে এত আনন্দও করে না। যাস্ট ছবি তুলার জন্য মাঝে মাঝে দু্ই/একটা পোজ দেয় মাত্র। বিস্বাস না হলে, আপনি নিজে গিয়ে এক দিন দেখে আসবেন।
.
➡ আর যিনি এইরকম করে ছবি আপলোড দেন তিনি কি একবার ভেবে দেখেছেন আপনার পাশের বন্ধুটি এমএসসি বা বিএসসি করে বসে আছে যিনি চাকুরী পাইতেছেন না। মিথ্যা করে হলেও তিনি আপনার ছবি লাইক দেন/লাভ রিয়্যাক্ট করেন আর কমেন্টে লিখেন- বন্ধু তোমার উজ্জল ভবিষ্যত কামনা করছি তোমার দ্রুত প্রমোশন হোক
.
➡ কিন্তু অন্তরে যে তার শুধু হাহাকার আর হাহাকার। তা কখনও কেউ কি উপলবদ্ধি করেছেন ?? নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারার যন্ত্রণাটা তিনি হাসিমুখে চাপা দিচ্ছেন !!!
.
➡ অনেক বন্ধু বা বান্ধবীকে দেখি তারা প্রায়ই তাদের টাইমলাইন বা বিভিন্ন সাংসার বিষয়ক গ্রুপে পোস্ট দেয়- “এই গিফট আমার আমার স্ত্রী/স্বামী দিয়েছে দেখতো বন্ধুরা/বান্ধবীরা কেমন হয়েছে”? স্বামী-স্ত্রী ২জনের যৌথ ছবি ঘন ঘন আপলোড করে আর হাসি দিয়ে দেখায় তারা অনেক সুখি।
.
➡ আসলে যারা বাস্তব জীবনে যত অসুখী, তারা ফেসবুকে নিজেদের তত সুখী প্রমাণ করার চেষ্টা করে। শো অফ করা মানুষের সহজাত প্রবৃত্তি। আগের যুগে মেয়েরা নতুন ড্রেস, গহনা কিনলে পাশের বাসার ভাবীর বাড়িতে কোন এক ওসিলায় গিয়ে দেখিয়ে আসত। এখন ফেসবুকের কল্যাণে বাসায় আর যাওয়া লাগে না। এক ছবি আপলোডেই সবাই তা দেখে।
.
➡ Dinner With my Family. Always I love my Family- এরপর খাবারের টেবিলে ২০/২৫ রকমের খাবারের ছবি ফেসবুকে আপলোড দেয়। ভালো করে খোজ নিয়ে দেখেন আপনার ফেসবুকের সেই বন্ধু/বান্ধবী মাসে হয়ত ২/৪ দিন পরিবারকে সাথে নিয়ে এইরকম একসাথে ডিনার/লাঞ্চ করেন আর বাকীদিনগুলোতে সে কিন্তু ঠিকই ভর্তা বা ডিম ভেজে ডাল ভাত খায়।
.
➡ এইবার আসেন ফেসবুকে সামাজিক ও মানবিক কাজে শোঅফের কথা বলি
ফেসবুকে অনেক শত শত সামাজিক, মানবিক ও আইনী সহায়তা সংগঠন আছে। কিছু সংগঠন (সকলকে বলছিনা) তাদের সংগঠনের কাজের চেয়ে আবার শোঅফের আবেগঘন স্ট্যাটাস আর ছবিগুলো অনেক বেশি। ভিক্টিমের চেয়ে তার নিজের ফেসসহ ফেসবুকে আপলোডকৃত ছবিটি হাইলাইট বেশি। কোন কোন সংগঠন আবার তাদের প্রত্যোকটি ইভেন্টে মিডিয়া কভারেজ করে, সাংবাদিকদের আগে থেকেই বলে রাখে।
.
➡ আবার কিছু কিছু আইনী সহায়তা সংগঠনের চেয়ারপার্সনকে দেখি প্রায়ই মাঝে মাঝে স্ট্যাটাস দেয় “আর পারিনা, সব বন্ধ করে দিব, সংগঠন ছেড়ে দিব, মানুষকে ফ্রি ফ্রি সেবা কেন দিব? আমার ভলেন্টিয়ারকে ধরে মারছে ইত্যাদি ইত্যাদি।
-- আরে ভাই, ছেড়ে দেন। কে আপনাকে ধরে রাখছে? একবারও ত দেখলাম না ছেড়ে দিলেন। বললেই হয় আগে ফ্রি ফ্রি সেবা দিয়ে ফলোয়ার ও গ্রুপ মেম্বার বৃদ্ধি করেছি। এখন ফলোয়ার/মেম্বারদেরকে নিয়ে ব্যবসা করবো। -- আর আপনারা বন্ধ করে দিলে কি আইনী সহায়তা দেয়ারমত আর কোন সংগঠন বাংলাদেশে নেই ?
.
➡ অনলাইন জগত সবাইকে মানসিক রুগী বানিয়ে দিচ্ছে, শুধু চলছে শো অফ আর মিথ্যার ভেলকিবাজী।
.
আর এইগুলা দেখে অনেকেই নিজেকে অসহায় মনে করছেন।
হা-হুতাশ করতেছেন আর ভাবছেন জীবনে কিছুই করতে পারলাম না, প্রতিষ্ঠিত হতে পারলাম না। আমার জীবনটা শেষ। কতো রকম বাজে চিন্তা যে আপনার মাথায় আসতেছে।আল্লাহ ভাল জানে .....
.
আসলে ফেসবুকের দেওয়া স্ট্যাটাস আর ছবিগুলো সব সাজানো, সিনেমার স্ক্রিপ্টের মতো, এইটা শুধু মাত্র একটা পোচ আর কিছুই নয়। এইটা তাদের দৈনন্দিন জীবন নয়।
.
সর্বদা অল্পে তুষ্ট থাকুন। সৃষ্টিকর্তাকে (আল্লাহ)-কে ভালোবাসুন। প্রকৃত সুখ শান্তি নিজের কাছে, এটি নিজের তৈরি, আপনার জীবন আপনার মতো আপনি সাজিয়ে নেন।
.
শোঅফ মানুষগুলি বা মানুষিক রুগীগুলোর সাথে তাল মিলাতে গিয়ে কিংবা তাদের দেখে হা- হুতাশ না করবেন না। নিজেকে মানুষিকভাবে বিপর্যস্ত করাটা চরম বোকামী । মনে রাখবেন ইহা তাদের দৈনন্দিন জীবন বা প্রকৃত জীবনের সবসময়ের ঘটনা নয়।
সময় নস্ট করে কস্ট করে এ পর্যন্ত পরেছেন এজন্য অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ এবার স্ট্যাটাস‌টির সমালোচনা করুন।
স্ট্যাটাসটি কপি করবেন করেন, পেস্ট করবেন করেন। নিজের নামে চালিয়ে দিবেন দেন কোন আপত্তি নাই। কার্টেসী না দিলে না দেন সমস্য নাই।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২০
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা লাস্ট ডিফেন্ডারস অফ পলিগ্যামি

লিখেছেন হাসান মাহবুব, ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩০


পুরুষদের ক্ষেত্রে পলিগ্যামি স্বাভাবিক এবং পুরুষরা একাধিক যৌনসঙ্গী ডিজার্ভ করে, এই মতবাদের পক্ষে ইদানিং বেশ শোর উঠেছে। খুবই ভালো একটা প্রস্তাব। পুরুষের না কি ৫০ এও ভরা যৌবন থাকে... ...বাকিটুকু পড়ুন

রম্য: টিপ

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৫




ক্লাস থ্রীয়ে পড়ার সময় জীবনের প্রথম ক্লাস টু'এর এক রমনিকে টিপ দিয়েছিলাম। সলজ্জ হেসে সেই রমনি আমার টিপ গ্রহণ করলেও পরে তার সখীগণের প্ররোচনায় টিপ দেওয়ার কথা হেড স্যারকে জানিয়ে... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। বৈশাখে ইলিশ

লিখেছেন শাহ আজিজ, ১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৪০



এবার বেশ আশ্চর্য ঘটনা ঘটেছে । বৈশাখ কে সামনে রেখে ইলিশের কথা মনে রাখিনি । একদিক দিয়ে ভাল হয়েছে যে ইলিশকে কিঞ্চিত হলেও ভুলতে পেরেছি । ইলিশ... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় কাকুর দেশে (ছবি ব্লগ) :#gt

লিখেছেন জুন, ১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:১৩



অনেক অনেক দিন পর ব্লগ লিখতে বসলাম। গতকাল আমার প্রিয় কাকুর দেশে এসে পৌছালাম। এখন আছি নিউইয়র্কে। এরপরের গন্তব্য ন্যাশভিল তারপর টরেন্টো তারপর সাস্কাচুয়ান, তারপর ইনশাআল্লাহ ঢাকা। এত লম্বা... ...বাকিটুকু পড়ুন

যেরত

লিখেছেন রাসেল রুশো, ১৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:০৬

এবারও তো হবে ইদ তোমাদের ছাড়া
অথচ আমার কানে বাজছে না নসিহত
কীভাবে কোন পথে গেলে নমাজ হবে পরিপাটি
কোন পায়ে বের হলে ফেরেশতা করবে সালাম
আমার নামতার খাতায় লিখে রেখেছি পুরোনো তালিম
দেখে দেখে... ...বাকিটুকু পড়ুন

×