somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেঙ্গে ফেলব শিকল এবার , মুক্তি হবেই হবে

২৫ শে জুলাই, ২০১১ ভোর ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পোষ্টটি নিচের লিংক ও ইউ টিউব এর গান চালু করে পড়ুন দয়া করে ।
সাবাশ হুমায়ূন আহমেদ!! হ্যাটস্‌ অফ টু ইউ
অনু্প্রাণীত হয়ে Click This Link .. স্বপ্নবিলাসী সাহেব

কারার ওই লৌহকপাট (Karar oi louho kopat - Kazi Nazrul Islam)

কারার ওই লৌহ-কপাট
ভেঙে ফেল্, কর্ রে লোপাট
রক্ত-জমাট শিকল-পূজার পাষাণ-বেদী
ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয়-বিষাণ
ধ্বংস-নিশান উড়ুক প্রাচী’র প্রাচীর ভেদি

গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা
কে দেয় সাজা মুক্ত-স্বাধীন সত্যকে রে
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে
ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয়-দোলা
গারদগুলা জোর্ সে ধরে হ্যাঁচকা টানে
মার হাঁক্ হায়দরী হাঁক্ ,
কাঁধে নে দুন্দুভী ঢাক্, ডাক্ ওরে ডাক্ মৃত্যুকে ডাক জীবন-পানে



জনতার সংগ্রাম চলবে (Jawnotar shongraam cholbe) - Lyrics by Sikandar Abu Zafar, melody by Sheikh Lutfar Rahman

জনতার সংগ্রাম চলবেই
আমাদের সংগ্রাম চলবেই
জনতার সংগ্রাম চলবেই।।

হত মানে অপমানে নয়, সুখ-সম্মানে
বাঁচবার অধিকার কাড়তে
দাস্যের নির্মোক ছাড়তে
অগিণিত মানুষের প্রাণপণ যুদ্ধ
চলবেই চলবেই,
জনতার সংগ্রাম চলবেই।।

প্রতারণা প্রলোভন প্রলেপে
হোক না আঁধার নিশ্চিদ্র
আমরা তো সময়ের সারথী
নিশিদিন কাটাবো বিনিদ্র।

দিয়েছি তো শান্তি আরও দেবো স্বস্তি
দিয়েছি তো সম্ভ্রম আরো দেবো অস্থি
প্রয়োজন হলে দেবো এক নদী রক্ত।

হোক না পথের বাধা প্রস্তর শক্ত
অবিরাম যাত্রার চির সংঘর্ষে
একদিন সে পাহাড় টলবেই
চলবেই চলবেই
জনতার সংগ্রাম চলবেই
আমাদের সংগ্রাম চলবেই।।

হতে পারি পথভ্রম আরও বিধ্বস্ত
ধিকৃত নয় তবু চিত্ত
আমরা তো সুস্থির লক্ষ্যের যাত্রী
চলবার আবেগেই তৃপ্ত।

আমাদের পথরেখা দুস্তর দুর্গম
সাথে তবু অগণিত সঙ্গী
বেদনার কোটি কোটি অংশী
আমাদের চোখে চোখে লেলিহান অগ্নি
সকল বিরোধ বিধ্বংসী।

এই কালো রাত্রির সুকঠিন অর্গল
কোনদিন আমরা যে ভাঙবই
মুক্ত প্রাণের সাড়া আনবই।
আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে
নুতন সূর্যশিখা জ্বলবেই।

জনতার সংগ্রাম চলবেই
আমাদের সংগ্রাম চলবেই।

[গানটি লিখেছেন সিকান্‌দার আবু জাফর]

Click This Link

১৩. লাখো লাখো হাত খুলেছে আজিকে ভীরুতা খিল (Laakho laakho haat) - Pintu Bhattacharya

কথা ও সুর: পিন্টু ভট্টাচার্য্য

লাখো লাখো হাত
ভেঙ্গেছে আজিকে ভীরুতা খিল
রাজপথে-পথে উত্তাল
তাই জনমিছিল।।

হাজার কন্ঠ দাবী করে আজ
`শাস্তি চাই, শাস্তি চাই’
বজ্রকন্ঠে উঠেছে আওয়াজ
`বিচার চাই, বিচার চাই’
`শাস্তি চাই, বিচার চাই
হত্যাকারীর বিচার চাই ’।।

শহীদের ডাকে এতগুলো প্রাণ দিয়েছে সাড়া
ভূমিকম্পে দৈত্যপুরী দিয়েছে নাড়া,
একটি ডাকে এতগুলো প্রাণ দিয়েছে সাড়া
ভূমিকম্পে দৈত্যপুরী দিয়েছে নাড়া।

হাজার হাতে মশাল জ্বলে
দীপ্ত ক্রোধ
ঘৃণার আড়ালে হারিয়ে গিয়েছে
আজকে শোক
দৃপ্ত শপথে ঘোষণা তাই
`হত্যাকারীর বিচার চাই ’।।

http://www.music.com.bd/download/Music/M/Mixed Albums/Jagoroner Gaan/65 - Jagoroner Gaan - Lakho Lakho Haat (music.com.bd).mp3.html

বিচারপতি, তোমার বিচার করবে যারা (Bicharpoti tomar bichar korbe jara) - Salil Chowdhury

কথা ও সুর: সলীল চৌধুরী

বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা।
তোমার গুলির, তোমার ফাঁসীর,
তোমার কারাগারের পেষণ
শুধবে তারা ওজনে তার এই জনতা।।

তোমার সভায় আমির যারা
ফাঁসির কাঠে ঝুলবে তারা,
তোমার রাজা-মহারাজা
কড়জোরে মাগবে বিচার;
ঠিক জেনো তা, এই জনতা।।

তারা নতুন প্রাতে প্রাণ পেয়েছে,
তারা ক্ষুদিরামের রক্তে বীজে প্রাণ পেয়েছে,
তারা জালিয়ানের রক্তস্নানে প্রাণ পেয়েছে,
তারা ফাঁসি কাঠে জীবন দিয়ে
প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে,
গুলির ঘায়ে কলজে ছিঁড়ে প্রাণ পেয়েছে,
প্রাণ পেয়েছে এই জনতা।।

নিঃস্ব যারা সর্বহারা তোমার বিচারে,
সেই নিপীড়িত জনগণের পায়ের ধারে
ক্ষমা তোমায় চাইতে হবে
নামিয়ে মাথা, হে বিধাতা।
রক্ত দিয়ে শুধতে হবে
নামিয়ে মাথা, হে বিধাতা।
ঠিক জেনো তা, এই জনতা।।

http://www.music.com.bd/download/Music/M/Mixed Albums/Jagoroner Gaan/49 - Jagoroner Gaan - Bicharpoti Tomar Bichar (music.com.bd).mp3.html

Jagoroner Gaan - Rokte Amar Abar Proloy Dola

http://www.music.com.bd/download/Music/M/Mixed Albums/Jagoroner Gaan/46 - Jagoroner Gaan - Rokte Amar Abar Proloy Dola (music.com.bd).mp3.html


শালার পাকি পতাকা স্বাধীন বাংলাদেশে কিভাবে পতপত করে দূতাবাসে উড়ে ?

আওয়ামী, বিএনপি, জামাত, জাপা থেকে বাংলাদেশ কবে স্বাধীন হবে ?

বাংলাদেশ কি বঙ্গ পরিবার আর জিয়া পরিবারের আর পাকি জামাতের বাপের সম্পত্তি ছিল ?

আসেন গণ জাগরণ তৈরী করি, এটা বাংলাদেশ ।

কোন ভারতীয় যদি এই ব্লগ পরে থাকে তাহলে শুনে রাখে, এ বাংলাদেশ হে, আজ সে, তেড়া ভারত মাতা হে অউড় হামারা বঙ্গ মাতা । খোদা কি কসম, বাংলাদেশসে জোড়ে জিতনে ভি তেরা ঘিননি প্লেন হে , উসকা ধাচিয়া উড়া দেঙ্গে ,এ এক বাংলাদেশীকে কসম হে , এইসা লাথ মারেঙ্গে, বাংলাকে সীমানা ছোড়কে, পাকিস্তানমে জানা পারেঙ্গে, জোরসে বল. .---- জয় বাংলা, জয় বাংলাদেশ, মাতৃভূমি আমার সোনার বাংলাদেশ ।

ভারতীয়দের আমাদের অর্থনীতে প্রভাব বিস্তার বন্ধ করতে হবে । এমনিতেই ভারত নির্ভর অনেক কিছুই । তাই নিজেদেরকে নিজেরাই গড়ে তুলতে । আরেকটা গণচীন আরেকটা মালয়শিয়া দেখতে চাই ।

চাই একজন মাহাথীর মো:, চাই একজন মহানবী সা:, চাই ইসলামের খলিফা, চাই গান্ধী, কিং লুথার ।

মনে তো চায়, দুই মূল দেশ দ্রোহী নেত্রীকে ..... লের মুঠি ধরে ,........... সীমানা পার করে দেই ।
কিন্তু এরাই দেশের মানুষের ভোট পায় !

. এবার দরকার সংগ্রাম , শান্তির সংগ্রাম । যদি ১ টাকা জনগনের পয়সা কোন শালায় খাইসে, এর ফায়ারিং স্কোয়াড না বরং ডাইরেক্ট মাগুর মাছের খামারে, জীবন্ত খাওয়ানো হোক ।
১ ইঞ্চি দেশের সীমানা বিদেশের হাতে গেলে ২৪ ঘন্টার মধ্যে আক্রমণ করে ফিরত চাই ।

দেশের সম্পদ দেশী প্রযুক্তিতে তুলব, বিদেশী দরকার নাই ।

দেশের দ্রব্য মূল্য সঠিক মূল্যে নামিয়ে আনা চাই, যে ১ পয়সা বারাবে , নগদ হাত কাটা চাই, যদি অন্যায় ভাবে করা হয় বা ফাসানো হয় , যে ফাসাবে তার জন সক্ষমে চোক্ষ উতপাটন চাই ।

বিভতস আর যাই হোক, বাংলা মায়ের শরীরে একটা অংশে দাগ পড়লে তাকে এসিড দিয়ে ধুয়ে পরিষ্কার করা হবে ।

জনতার চাকর না হয়ে জনগনকে চাকর বানালে, তাকে রাস্তার ফকির করে দেওয়া হবে ।

জাগো..........................

দেশের তরুন আর্মিরা জাগো, তোমরা পার দেশকে প্রতিনিধিত্ব করতে, আমি আর্মির বিরুদ্ধে কিন্তু এদের ছাড়া আর কেউ ই পারবে না, দেশকে পরিত্রান করতে, এইসব জানা দেশদ্রোহীদের বিরুদ্ধে ।

রজাকার কে গালি দিচ্ছি কিন্তু মূল মাস্টার বসদের দেখেও দেখছি না !!!!!!


আমার কি আন্ধা হযে গেলাম ?

...ুদির ভাই কই গেল দেশ প্রেম । এত্ত সিনেমা দেখী দেশ প্রেম নিয়ে । কত্ত হিরো দেশ বা বিভাগকে পবিত্র করে ফেলে ! আর বাস্তবে একটা ভিলেনর গায়ে বাতাসও করতে পারি না, ধরা তো দূরের কথা ।

দেশপ্রেম কি বই পত্রে আর মুভি নাটকেই ? সত্যি বাস্তবে কেউ হতে পারে না ... সত্যি কারের হিরো ?

হ্যা মুজিব ছাড়া দেশ স্বাধীন হত না, আর জিয়া ছাড়া নেতা ছিল না ।

মানি
কিন্তু ক্ষমতা কি তাদের অন্ধ করে নাই ?

বুকে হাত দিয়া বলবেন .
......................................................



জয় বাংলা, জয় বাংলাদেশ
মাতৃভূমি আমার সোনার বাংলাদেশ ।


রেড সেলূট, ১৯৫২ , ১৯৭১ সালে ও পরবর্তীতে ও আজ পর্যন্ত নাম না জানা ও জানা শহীদ ও পুলিশ আর্মি ও বেসামরিক জনগনদের যারা দেশের জন্য , বাংলা মায়ের জন্য নিজের প্রাণকে বির্সজন দিয়েছেন । (ধর্ম. বর্ণ নির্বিশেষে)

Chol Chol Chol (Kazi Nazrul Islam Cover)



**********************************


বিএনপির নেতা ও আইনজীবী নুরুল ইসলামের খুনীদের ক্ষমা প্রসংগে আজকের প্রথম আলোতে  মন্টুর ফাঁসি শিরোণামে নন্দিত ঔপন্যাসিক ও নাট্যকার হুমায়ূন আহমেদের একটি ছোট্ট লেখা প্রকাশিত হয়েছে। ব্লগারদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না:

"আমার জীবনের প্রথম উপন্যাসটির নাম নন্দিত নরকে। সেই উপন্যাসের একটি চরিত্র মন্টু তার বোন রাবেয়ার মৃত্যুর প্রতিশোধ নিতে একটি খুন করে। জজ সাহেব তাকে মৃত্যুদণ্ড দেন। অসহায় পরিবারটির কিছুই করার থাকে না। তারা রাষ্ট্রপতির ক্ষমার আশায় বুক বাঁধে। রাষ্ট্রপতি ক্ষমাভিক্ষা দেন না। মন্টুর ফাঁসি হয়ে যায়।

উপন্যাসের রাষ্ট্রপতি নির্মম, কিন্তু বাস্তবের রাষ্ট্রপতিরা মমতা ও করুণায় আর্দ্র। তাঁরা ভয়াবহ খুনিকে ক্ষমা করে দেন। শুধু ফাঁসির হাত থেকে বাঁচা না, মুক্তি। এখন গলায় ফুলের মালা ঝুলিয়ে ট্রাক মিছিল করে বাড়ি ফিরতেও বাধা নেই।

নিহত ব্যক্তির স্ত্রী রাষ্ট্রের কাছে দুটি প্রশ্ন করেছেন:
১. প্রধানমন্ত্রী যদি তাঁর পিতার হত্যার বিচার চাইতে পারেন, আমার পিতৃহারা সন্তানেরা কেন বিচার চাইতে পারবে না?
২. রাষ্ট্রপতির স্ত্রী আইভি রহমানের হত্যাকারীদের যদি ফাঁসির আদেশ হয়, তিনি কি তাদের ক্ষমা করবেন?
নিহতের বিধবা স্ত্রী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মতোই স্বাধীন বাংলাদেশের নাগরিক। তাঁর অবশ্যই রাষ্ট্রকে প্রশ্ন করার অধিকার আছে।

আমিও এই দুই প্রশ্নের উত্তর শোনার জন্য অপেক্ষা করছি। প্রশ্নের উত্তর শোনার পরপরই নন্দিত নরকে উপন্যাসটি নতুন করে লিখব।"



বি. দ্র: সম্পূর্ণ কপি-পেস্ট পোস্ট।

লিরিক্স সংগ্রহে Click This Link

মেজাজ খারাপ থাকায় বিকৃত শব্দের জন্য ক্ষমা প্রার্থী
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১১ ভোর ৬:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায় অত্যাচার ও অনিয়মের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ

লিখেছেন রাজীব নুর, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪০



'অন্যায় অত্যাচার ও অনিয়মের দেশ, শেখ হাসিনার বাংলাদেশ'।
হাহাকার ভরা কথাটা আমার নয়, একজন পথচারীর। পথচারীর দুই হাত ভরতি বাজার। কিন্ত সে ফুটপাত দিয়ে হাটতে পারছে না। মানুষের... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সাংঘাতিক উস্কানি মুলক আচরন

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



কি সাঙ্ঘাতিক উস্কানিমুলক আচরন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর । নাহ আমি তার এই আচরনে ক্ষুব্ধ । ...বাকিটুকু পড়ুন

একটি ছবি ব্লগ ও ছবির মতো সুন্দর চট্টগ্রাম।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮


এটি উন্নত বিশ্বের কোন দেশ বা কোন বিদেশী মেয়ের ছবি নয় - ছবিতে চট্টগ্রামের কাপ্তাই সংলগ্ন রাঙামাটির পাহাড়ি প্রকৃতির একটি ছবি।

ব্লগার চাঁদগাজী আমাকে মাঝে মাঝে বলেন চট্টগ্রাম ও... ...বাকিটুকু পড়ুন

দ্য অরিজিনস অফ পলিটিক্যাল জোকস

লিখেছেন শেরজা তপন, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১১:১৯


রাজনৈতিক আলোচনা - এমন কিছু যা অনেকেই আন্তরিকভাবে ঘৃণা করেন বা এবং কিছু মানুষ এই ব্যাপারে একেবারেই উদাসীন। ধর্ম, যৌন, পড়াশুনা, যুদ্ধ, রোগ বালাই, বাজার দর থেকে... ...বাকিটুকু পড়ুন

×